১,২ ফার্গুসন ও ক্রেজা যথাক্রমে মাইকেল হাসি ও নাথান হারিতজের স্থলাভিষিক্ত হন। তারা আঘাতজনিত কারণে মূল দলে থাকলেও বাদ পড়েন। ৩গ্রুপ-পর্বের মাঝখানে ডগ বলিঙ্গার আঘাত পেয়ে বাদ পড়েন ও মাইকেল হাসি পুনরায় দলে অন্তর্ভুক্ত হন।
১ ডাফিন, ২প্যানিয়াঙ্গারা ও ৩সিবান্দা যথাক্রমে টিনো ময়ুয়ু, এড রেইন্সফোর্ড ও শন উইলিয়ামসের স্থলাভিষিক্ত হন। তারা মূল দলে থাকলেও আঘাতের কারণে দল থেকে বাদ পড়েন।
১ মূল দলে অন্তর্ভুক্ত ইয়ন মর্গ্যানের আঘাতের কারণে রবি বোপারা স্থলাভিষিক্ত হন। ২ গ্রুপ-পর্বের মধ্যভাগে কেভিন পিটারসন আহত হলে ইয়ন মর্গ্যান পুনরায় দলে অন্তর্ভুক্ত হন।[২] ৩ গ্রুপ-পর্বের মধ্যভাগে স্টুয়ার্ট ব্রড আহত হলে ক্রিস ট্রেমলেট তার স্থলাভিষিক্ত হন।[৩] ৪ গ্রুপ-পর্বের মধ্যভাগে আজমল শাহজাদ আহত হলে জেড ডার্নব্যাচ তার স্থলে দলে যোগ দেন।[৪] ৫ শ্রীলঙ্কার সাথে ইংল্যান্ডের কোয়ার্টার-ফাইনালে পৌঁছার পূর্বে মাইকেল ইয়ার্দি অবসাদগ্রস্তে ভুগলে আদিল রশিদ তার স্থলাভিষিক্ত হন।[৫]
↑ কখগঘঙচছজঝঞটঠডঢNumber of ODIs played up until the start of the World Cup on (2011-02-19)১৯ ফেব্রুয়ারি ২০১১ (বয়স ০). Numbers only include appearances for the player's national side. Appearances for ACA African XI, ACC Asian XI, ICC World XI or for a previous national team are not counted here.