বিষয়বস্তুতে চলুন

কলাম ফার্গুসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলাম ফার্গুসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কলাম জেমস ফার্গুসন
জন্ম (1984-11-21) ২১ নভেম্বর ১৯৮৪ (বয়স ৪০)
উত্তর অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামফার্গি
উচ্চতা১৮০ সেমি (৫ ফুট ১১ ইঞ্চি)[]
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৩-সাউথ অস্ট্রেলিয়া (জার্সি নং ১২)
২০১১-১২পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১১-১৪অ্যাডিলেড স্ট্রাইকার্স
২০১৪-বর্তমানমেলবোর্ন রেনেগেডেস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩০ ৫৫ ৮৯
রানের সংখ্যা ৬৬৩ ১৬ ৩,৩৪৬ ২,৩০৭
ব্যাটিং গড় ৪১.৪৩ ৫.৩৩ ৩৫.৯৭ ৩৪.৯৫
১০০/৫০ ০/৫ ০/০ ৬/২০ ২/১৮
সর্বোচ্চ রান ৭১* ১৩২ ১০১*
বল করেছে ৪২
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ১/– ২৫/– ১৯/–
উৎস: Cricinfo, ২৫ জুলাই ২০১১

কলাম জেমস ফার্গুসন (জন্ম: ২১ নভেম্বর, ১৯৮৪) অস্ট্রেলীয় ক্রিকেটার। অস্ট্র্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেটে সাউথ অস্ট্র্রেলিয়ার পক্ষে খেলছেন কলাম ফার্গুসন। এছাড়াও, অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন কলাম ফার্গুসন

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

২০০৩ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাকাডেমির বৃত্তি লাভ করেন। ১৬ অক্টোবর, ২০০৪ তারিখে অ্যাডিলেড ওভালে নিজমাঠে ভিক্টোরিয়ার বিপক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। প্রথম মৌসুমেই ৩৮.৫৭ গড়ে ৭৩৩ রান করে সাউথ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০০৯ সালে অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিক দলে খেলার সুযোগ লাভ করেন। ফেব্রুয়ারি, ২০০৯ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক খেলায় ৬ বলে অপরাজিত ৬* রান সংগ্রহ করেন। এরপর ৮ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে অনুষ্ঠিত ২য় ওডিআইয়ে ২৩ বলে ২৮ ও ১০ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে তৃতীয় ওডিআইয়ে ১১ বলে অপরাজিত ১৩* তোলেন। ১৩ ফেব্রুয়ারি, ২০০৯ তারিখে প্রথম অর্ধ-শতক করেন তিনি। ৪র্থ ওডিআইয়ে বৃষ্টিবিঘ্নিত খেলায় ৩৫ বলে অর্ধ-শতক লাভ করেন। এছাড়াও ব্রাড হাড্ডিনের সাথে ৯০ রানের জুটি গড়েন। ৪ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে লন্ডনের ওভালে তিনি তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Callum Ferguson"cricket.com.auCricket Australia। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]