১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ দলসমূহ
১৪ মে - ২০ জুন, ১৯৯৯ তারিখ পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের ১৫-সদস্যবিশিষ্ট খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা নিম্নে তুলে ধরা হয়েছে। পোশাকের নম্বর অনুযায়ী খেলোয়াড়দের চিহ্নিত করা হলো। সচরাচর দলের অধিনায়ক ১নং জার্সি পরিধান করে থাকেন।
- ১. স্টিভ ওয়াহ (অঃ)
- ২. মাইকেল বেভান
- ৩. ড্যামিয়েন ফ্লেমিং
- ৪. পল রেইফেল
- ৫. শেন ওয়ার্ন
- ৬. মার্ক ওয়াহ
- ৭. শেন লি
- ৮. ব্রেন্ডন জুলিয়ান
- ৯. টম মুডি
- ১০. ড্যারেন লেহম্যান
- ১১. গ্লেন ম্যাকগ্রা
- ১২. অ্যাডাম গিলক্রিস্ট (উইঃ)
- ১৩. অ্যাডাম ডেল
- ১৪. রিকি পন্টিং
- ১৫. ড্যামিয়েন মার্টিন
- ১. আমিনুল ইসলাম (অঃ)
- ২. আকরাম খান
- ৩. এনামুল হক
- ৪. ফারুক আহমেদ
- ৫. হাসিবুল হোসেন
- ৬. খালেদ মাহমুদ
- ৭. খালেদ মাসুদ (উইঃ)
- ৮. মানজারুল ইসলাম
- ৯. মেহরাব হোসেন
- ১০. মোহাম্মদ রফিক
- ১১. মিনহাজুল আবেদীন
- ১২. নাইমুর রহমান
- ১৩. নিয়ামুর রশিদ
- ১৪. শফিউদ্দিন আহমেদ
- ১৫. শাহরিয়ার হোসেন
- ১. অ্যালেক স্টুয়ার্ট (অঃ/উইঃ)
- ২. ইয়ান অস্টিন
- ৩. রবার্ট ক্রফট
- ৪. মার্ক ইলহাম
- ৫. নীল ফেয়ারব্রাদার
- ৬. অ্যান্ড্রু ফ্লিনটফ
- ৭. অ্যাঙ্গাস ফ্রেজার
- ৮. ড্যারেন গফ
- ৯. গ্রেইম হিক
- ১০. অ্যাডাম হলিউক
- ১১. নাসের হুসেন
- ১২. নিক নাইট
- ১৩. অ্যালান মুলালি
- ১৪. গ্রাহাম থর্প
- ১৫. ভিন্স ওয়েলস
- ১. মোহাম্মদ আজহারউদ্দীন (অঃ)
- ২. অজয় জাদেজা (সহঃ অঃ)
- ৩. সৌরভ গাঙ্গুলী
- ৪. সদাগোপান রমেশ
- ৫. রাহুল দ্রাবিড়
- ৬. রবিন সিং
- ৭. অজিত আগরকর
- ৮. অনিল কুম্বলে
- ৯. নয়ন মঙ্গিয়া (উইঃ)
- ১০. শচীন তেন্ডুলকর
- ১১. ভেঙ্কটেশ প্রসাদ
- ১২. নিখিল চোপড়া
- ১৩. দেবাশীষ মোহান্তি
- ১৪. জাভাগল শ্রীনাথ
- ১৫. অময় খুরাসিয়া
- ১. আসিফ করিম (অঃ)
- ২. জোসেফ আঙ্গারা
- ৩. দীপক চুদাসামা
- ৪. সন্দীপ গুপ্ত
- ৫. জিমি কামান্দে
- ৬. হিতেশ মোদি
- ৭. টমাস ওদোয়ো
- ৮. মরিস ওদুম্বে
- ৯. কেনেডি ওটিয়েনো (উইঃ)
- ১০. রবীন্দু শাহ
- ১১. মোহাম্মদ শেখ
- ১২. মার্টিন সুজি
- ১৩. টনি সুজি
- ১৪. স্টিভ টিকোলো
- ১৫. আলপেশ ভাদের
- ১. স্টিফেন ফ্লেমিং (অঃ)
- ২. জিওফ অ্যালট
- ৩. ম্যাথু হর্ন
- ৪. কার্ল বাফিন
- ৫. ক্রিস কেয়ার্নস
- ৬. সাইমন ডৌল
- ৭. ক্রিস হ্যারিস
- ৮. ম্যাথু হার্ট
- ৯. নাথান অ্যাসলে
- ১০. গেভিন লারসেন
- ১১. ক্রেইগ ম্যাকমিলান
- ১২. ডিওন ন্যাশ
- ১৩. অ্যাডাম প্যারোরে (উইঃ)
- ১৪. রজার টোজ
- ১৫. ড্যানিয়েল ভেট্টোরি
- ১. ওয়াসিম আকরাম (অঃ)
- ২. মঈন খান (উইঃ)
- ৩. সেলিম মালিক
- ৪. ইজাজ আহমেদ
- ৫. ওয়াকার ইউনুস
- ৬. সাঈদ আনোয়ার
- ৭. মুশতাক আহমেদ
- ৮. ইনজামাম-উল-হক
- ৯. সাকলাইন মুশতাক
- ১০. শহীদ আফ্রিদি
- ১১. আজহার মাহমুদ
- ১২. আব্দুল রাজ্জাক
- ১৩. ইউসুফ ইউহানা
- ১৪. শোয়েব আখতার
- ১৫. ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তি
- ১. জর্জ স্যামন্ড (অঃ)
- ২. মাইকেল আলিংহাম
- ৩. জন ব্লেইন
- ৪. জেমস ব্রিঙ্কলি
- ৫. অসীম বাট
- ৬. অ্যালেক ডেভিস (উইঃ)
- ৭. নিক ডায়ার
- ৮. গ্যাভিন হ্যামিলটন
- ৯. ব্রুস প্যাটারসন
- ১০. ইয়ান ফিলিপ
- ১১. কিথ শেরিডান
- ১২. মাইক স্মিথ
- ১৩. ইয়ান স্ট্যাঞ্জার
- ১৪. পিটার স্টেইন্ডল
- ১৫. গ্রেগ উইলিয়ামসন
- ১. গ্যারি কার্স্টেন
- ২. হার্শেল গিবস
- ৩. জ্যাক ক্যালিস
- ৪. ড্যারিল কালিনান
- ৫. হানসি ক্রনিয়ে (অঃ)
- ৬. ডেরেক ক্রুকস
- ৭. শন পোলক
- ৮. জন্টি রোডস
- ৯. মার্ক বাউচার (উইঃ)
- ১০. অ্যালান ডোনাল্ড
- ১১. ডেল বেঙ্কেনস্টেইন
- ১২. নিকি বোয়ে
- ১৩. ল্যান্স ক্লুজনার
- ১৪. স্টিভ এলওয়ার্দি
- ১৫. অ্যালান ডসন
মূল তালিকায় মাখায়া এনটিনি’র নাম থাকলেও গুরুতর ফৌজদারী অপরাধের কারণে তার নাম প্রত্যাহার করা হয়। তার পরিবর্তে ২৩ এপ্রিল, ১৯৯৯ তারিখে অ্যালান ডসনকে অন্তর্ভুক্ত করা হয়।[১] পরবর্তীকালে তার অপরাধের বিষয়ে সম্পৃক্ততার অভিযোগটি নাকচ হয়ে যায়।[২] প্রতিযোগিতার একমাত্র অধিনায়ক হিসেবে হানসি ক্রনিয়ে ১নং জার্সি পরিধান করেননি।
- ১. অর্জুনা রানাতুঙ্গা (অঃ)
- ২. মারভান আতাপাত্তু
- ৩. উপুল চন্দনা
- ৪. অরবিন্দ ডি সিলভা
- ৫. চণ্ডিকা হাথুরুসিংহা
- ৬. মাহেলা জয়াবর্ধনে
- ৭. সনাথ জয়াসুরিয়া
- ৮. রুয়ান কালপেগে
- ৯. রমেশ কালুবিতরাণা (উইঃ)
- ১০. রোশন মহানামা
- ১১. মুত্তিয়া মুরালিধরন
- ১২. হাসান তিলকরত্নে
- ১৩. এরিক উপশান্ত
- ১৪. চামিন্দা ভাস
- ১৫. প্রমোদ্যা বিক্রমাসিংহে
- ১. ব্রায়ান লারা (অঃ)
- ২. জিমি অ্যাডামস
- ৩. কার্টলি অ্যামব্রোস
- ৪. কিথ আর্থারটন
- ৫. হেন্ডি ব্রায়ান
- ৬. শেরউইন ক্যাম্পবেল
- ৭. শিবনারায়ণ চন্দরপল
- ৮. মারভিন ডিলন
- ৯. রিডলি জ্যাকবস (উইঃ)
- ১০. রিয়ন কিং
- ১১. নেহেমিয়া পেরি
- ১২. রিকার্ডো পাওয়েল
- ১৩. ফিল সিমন্স
- ১৪. কোর্টনি ওয়ালশ
- ১৫. স্টুয়ার্ট উইলিয়ামস
মূল তালিকায় কার্ল হুপারকে অন্তর্ভুক্ত করা হলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের করেন।[৩] তার পরিবর্তে ২৭ এপ্রিল, ১৯৯৯ তারিখে রিকার্ডো পাওয়েলকে অন্তর্ভুক্ত করা হয়।[৪]
- ১. অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল (অঃ)
- ২. এডো ব্রান্ডেস
- ৩. স্টুয়ার্ট কার্লাইল
- ৪. গ্রান্ট ফ্লাওয়ার
- ৫. অ্যান্ডি ফ্লাওয়ার (উইঃ)
- ৬. মারে গুডউইন
- ৭. অ্যাডাম হাকল
- ৮. নিল জনসন
- ৯. পমি এমবাঙ্গা
- ১০. হেনরি ওলোঙ্গা
- ১১. পল স্ট্র্যাং
- ১২. হিথ স্ট্রিক
- ১৩. ডার্ক ভিলজোয়েন
- ১৪. অ্যান্ডি হুইটল
- ১৫. গাই হুইটল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "UCB Media Statement On Makhaya Ntini"। Cricinfo.com। ১৯৯৯-০৪-২৩। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫।
- ↑ "CricInfo365 Daily News"। Cricinfo.com। ১৯৯৯-১০-৩০। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫। [অকার্যকর সংযোগ]
- ↑ "Hooper Retires"। Cricinfo.com। ১৯৯৯-০৪-২৬। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫।
- ↑ "Powell gets nod"। Cricinfo.com। ১৯৯৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০০৬-১১-২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- 1999 World Cup squads. Cricinfo.com.