ভারত জাতীয় ক্রিকেট দল
![]() | |||||||||||||
ডাকনাম | Men in Blue | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংঘ | বিসিসিআই | ||||||||||||
কর্মীবৃন্দ | |||||||||||||
অধিনায়ক | রোহিত শর্মা | ||||||||||||
কোচ | রাহুল দ্রাবিড় | ||||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |||||||||||||
আইসিসি মর্যাদা | পূর্ণ সদস্য | ||||||||||||
আইসিসি অঞ্চল | এশিয়া | ||||||||||||
| |||||||||||||
টেস্ট | |||||||||||||
প্রথম টেস্ট | বনাম ![]() | ||||||||||||
সর্বশেষ টেস্ট | বনাম ![]() | ||||||||||||
| |||||||||||||
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপস্থিতি | ১ (২০১৯–২০২১ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | রানার্স-আপ (২০১৯-২০২১) | ||||||||||||
একদিনের আন্তর্জাতিক | |||||||||||||
প্রথম ওডিআই | ব ![]() | ||||||||||||
সর্বশেষ ওডিআই | ব ![]() | ||||||||||||
| |||||||||||||
বিশ্বকাপ উপস্থিতি | ১২ (১৯৭৫ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন (১৯৮৩,২০১১) | ||||||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | |||||||||||||
প্রথম টি২০আই | ব ![]() | ||||||||||||
সর্বশেষ টি২০আই | ব ![]() | ||||||||||||
| |||||||||||||
টি২০ বিশ্বকাপ উপস্থিতি | ৭ (২০০৭ সালে সর্বপ্রথম) | ||||||||||||
সেরা ফলাফল | চ্যাম্পিয়ন (২০০৭) | ||||||||||||
| |||||||||||||
২০ ফেব্রুয়ারি ২০২২ অনুযায়ী |
ভারতের জাতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই দ্বারা পরিচালিত এই দল টেস্ট,ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং টি২০ ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র পূর্ণ সদস্য ।
অধিনায়ক[সম্পাদনা]
পঁয়ত্রিশ জন অন্তত একটি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন, যদিও মাত্র ছয়জন ২৫টিরও বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং ছয়জনই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু টেস্টে নয়। ভারতের প্রথম অধিনায়ক ছিলেন সিকে নাইডু , যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন: 1932 সালে ইংল্যান্ডে একটি এবং 1933-34 সালে ঘরের মাঠে তিনটি ম্যাচের সিরিজ। লালা অমরনাথ , ভারতের চতুর্থ অধিনায়ক, ভারতের স্বাধীনতার পর প্রথম টেস্ট ম্যাচে দলের নেতৃত্ব দেন । 1952-53 সালে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ উভয়েই তিনি দলের প্রথম টেস্ট জয় এবং প্রথম সিরিজ জয়ের নেতৃত্ব দেন। 1952 থেকে 1961-62 পর্যন্ত, ভারতে বিজয় হাজারে , পলি উমরিগার এবং নারী কন্ট্রাক্টর এর মতো অনেক অধিনায়ক ছিলেন ।
পতৌদির নবাব, মনসুর আলি খান পতৌদি , 1961-62 থেকে 1969-70 পর্যন্ত 36টি টেস্ট ম্যাচের জন্য দলের অধিনায়ক ছিলেন, 1974-75 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও চারটি ম্যাচে ফিরে আসেন। তার অধিনায়কত্বের মেয়াদের প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলকে হোয়াইটওয়াশ করা হয়। 1967-68 সালে, পতৌদি ভারতকে তার প্রথম নিউজিল্যান্ড সফরে নেতৃত্ব দিয়েছিলেন, যা ভারতে টেস্ট সিরিজ 3-1 তে জিতেছিল। 1970-71 সালে, অজিত ওয়াদেকর পতৌদির কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন। ওয়াদেকরের নেতৃত্বে, ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডে প্রথম টেস্ট সিরিজ জয়ের নথিভুক্ত করে। ভারত 1974 সালে প্রথম ওয়ানডে খেলেছিল, এছাড়াও তার অধিনায়কত্বেই। 1975 সালের ক্রিকেট বিশ্বকাপে শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবনের নেতৃত্বে ভারত প্রথম ওডিআই জিতেছিল।পূর্ব আফ্রিকার বিপক্ষে । 1975-76 এবং 1978-79-এর মধ্যে, বিষেন সিং বেদী 22টি টেস্ট এবং 4টি ওয়ানডেতে দলের নেতৃত্ব দিয়েছিলেন, 6টি টেস্ট এবং একটি ওডিআই জিতেছিলেন।
সুনীল গাভাস্কার 1978-79 সালে টেস্ট ও ওডিআই অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, 47টি টেস্ট ম্যাচ এবং 37টি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেন, 9টি টেস্ট এবং 14টি ওডিআই জিতেছিলেন। তিনি 1980-এর দশকে কপিল দেবের স্থলাভিষিক্ত হন , যিনি 4টি জয় সহ 34টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। কপিল দেব 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ সহ তার দায়িত্বে থাকা 74টি ওডিআইয়ের মধ্যে 39টিতে ভারতকে জয়ের পথে নিয়ে যান । কপিল দেব 1986 সালে ইংল্যান্ডে ভারতের 2-0 টেস্ট সিরিজ জয়ের নেতৃত্বও দিয়েছিলেন। 1987-88 এবং 1989-90-এর মধ্যে ভারতের তিনজন অধিনায়ক ছিলেন দিলীপ ভেঙ্গসরকার , রবি শাস্ত্রী এবং কৃষ্ণমাচারী শ্রীকান্ত ।. 1987 সালের ক্রিকেট বিশ্বকাপের পর ভেঙ্গসরকার কপিল দেবের কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন। যদিও তিনি অধিনায়ক হিসাবে তার প্রথম সিরিজে দুটি সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন, তার অধিনায়কত্বের সময়কাল ছিল অশান্ত এবং 1989 সালের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের একটি বিপর্যয়কর সফর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে বিরোধের কারণে তিনি অধিনায়কত্ব হারান।
আন্তর্জাতিক মাঠ[সম্পাদনা]
বর্তমান দলের সদস্য[সম্পাদনা]
কোচিং এবং সাপোর্ট স্টাফ[সম্পাদনা]
- ম্যানেজার : গিরিশ ডংরে
- প্রধান প্রশিক্ষক : রাহুল দ্রাবিড়[১০]
- ব্যাটিং প্রশিক্ষক: বিক্রম রাঠোর
- বোলিং প্রশিক্ষক : পারস হাম্ব্রে
- ফিল্ডিং প্রশিক্ষক: টি দিলীপ
- ফিজিও: নিতিন প্যাটেল
- Video analyst: হরি প্রসাদ মোহন
- Trainer: Basu Shanker
- শক্তি এবং কন্ডিশনিং কোচ : নিক ওয়েব এবং সোহম দেসাই
- থ্রোডাউন বিশেষজ্ঞ : রাঘবিন্দ্রা, নুয়ান সেনেভিরত্নে এবং দয়ানন্দ গারানি
- ম্যাসেজ থেরাপিস্ট: অরুণ কানাদে এবং রাজীব কুমার
ঘরোয়া ক্রিকেট[সম্পাদনা]
বিশ্ব ক্রিকেটের অন্যতম সুগঠিত ঘরোয়া ক্রিকেট ভারতীয় জাতীয় দলকে আরো সমৃদ্ধ করেছে। ভারত এ ক্রিকেট দল বিভিন্ন সময়ে প্রথম শ্রেণীর ও লিস্ট এ ক্রিকেট খেলে থাকে যেখানে ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের চিহ্নিত করা হয় ৷
অন্যতম ঘরোয়া লীগ গুলি হল :-
1. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
2. রঞ্জি ট্রফি
3. বিজয় হাজারে ট্রফি
4. সৈয়দ মুশতাক আলী ট্রফি
5. দলীপ ট্রফি
ইত্যাদি ৷
ফলাফল ও আসন্ন সূচি[সম্পাদনা]
দ্বি-পাক্ষিক[সম্পাদনা]
তারিখ | বিপক্ষে | হোম/অ্যওয়ে | ফলাফল | ||
---|---|---|---|---|---|
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
জুন ২০১৮ | ![]() |
হোম | [১] | – | – |
আগস্ট ২০২০ | ![]() |
অ্যওয়ে | – | [৩] | - |
নভেম্বর ২০২০ | ![]() |
অ্যওয়ে | [৪] | [৩] | [৩] |
ফেব্রুয়ারি-মার্চ ২০২১ | ![]() |
হোম | ২-১ [৪] | ৩-২ [৫] | ২-১ [৩] |
জুন ২০২১ | ![]() |
২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ | [১] | - | - |
জুলাই ২০২১ | ![]() |
আওয়ে | - | [৩] | [৩] |
অগাস্ট-সেপ্টেম্বর ২০২১ | ![]() |
পতৌদি ট্রফি (২০২১) | [৫] | - | - |
নভেম্বর - ডিসেম্বর ২০২১ | ![]() |
২০২১-২২ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর | [২] | - | [৩] |
ডিসেম্বর-জানুয়ারী ২০২২ | ![]() |
২০২১-২২ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | [৩] | [৩] | [৪] |
ফেব্রুয়ারি ২০২২ | ![]() |
২০২১-২২ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর | – | [৩] | [৩] |
ফেব্রুয়ারি-মার্চ ২০২২ | ![]() |
২০২১-২২ সালে ভারতে শ্রীলঙ্কা ক্রিকেট দল | [২] | [৩] | |
জুন ২০২২ | ![]() |
2022 সালে ভারতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল | [৫] |
বহুজাতিক[সম্পাদনা]
বহু দল সিরিজ এবং প্রতিযোগিতা | ||||
---|---|---|---|---|
তারিখ | সিরিজ | বিন্যাস | অবস্থান | ফলাফল |
মার্চ ২০১৮ | ![]() |
টি২০আই | বিজয়ী | ৪-১ [৫] |
সেপ্টেম্বর ২০২০ | ![]() |
টি২০আই | বিজয়ী | |
অক্টোবর - নভেম্বর ২০২০ | ![]() |
টি২০আই | - | বাতিল |
আগস্ট, ২০১৯ – জুন, ২০২১ | ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ | টেস্ট ক্রিকেট | - | |
অক্টোবর - নভেম্বর ২০২১ | ![]() ![]() ![]() |
টি২০আই | - | [৭] |
মে ২০২০ – মার্চ ২০২২ | ২০২০-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগ | ওডিআই | - | [৭] |
টুর্নামেন্টের ইতিহাস[সম্পাদনা]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ[সম্পাদনা]
বিশ্বকাপ রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
চূড়ান্ত খেলার আয়োজক | বছর | রাউন্ড | অবস্থান | সিরিজ খেলা | সিরিজ জ | সিরিজ হা | সিরিজ টাই | পয়েন্ট |
ইংল্যান্ড | ২০১৯-২১ | - | ১/৯ | ৬ | ৫ | ১ | ০ | ৫২০ |
ক্রিকেট বিশ্বকাপ[সম্পাদনা]
বিশ্বকাপ রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
স্বাগতিক | বছর | রাউন্ড | অবস্থান | খেলা | জ | হা | টাই | ফহ |
ইংল্যান্ড | ১৯৭৫ | রাউন্ড ১ | ৬/৮ | ৩ | ১ | ২ | ০ | ০ |
ইংল্যান্ড | ১৯৭৯ | রাউন্ড ১ | ৭/৮ | ৩ | ০ | ৩ | ০ | ০ |
ইংল্যান্ড | ১৯৮৩ | চ্যাম্পিয়ন | ১/৮ | ৮ | ৬ | ২ | ০ | ০ |
ভারত/পাকিস্তান | ১৯৮৭ | সেমি-ফাইনাল | ৪/৮ | ৭ | ৫ | ২ | ০ | ০ |
অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড | ১৯৯২ | রাউন্ড ১ | ৭/৯ | ৮ | ২ | ৫ | ০ | ১ |
ভারত/পাকিস্তান/শ্রীলঙ্কা | ১৯৯৬ | সেমি-ফাইনাল | ৪/১২ | ৭ | ৪ | ৩ | ০ | ০ |
ইংল্যান্ড | ১৯৯৯ | রা২ (সুপার ৬) | ৬/১২ | ৮ | ৪ | ৪ | ০ | ০ |
দক্ষিণ আফ্রিকা/জিম্বাবুয়ে/কেনিয়া | ২০০৩ | রানার-আপ | ২/১৪ | ১১ | ৯ | ২ | ০ | ০ |
ওয়েস্ট ইন্ডিজ | ২০০৭ | রাউন্ড ১ | ১০/১৬ | ৩ | ১ | ২ | ০ | ০ |
ভারত/শ্রীলঙ্কা/বাংলাদেশ | ২০১১ | চ্যাম্পিয়ন | ১/১৪ | ৯ | ৭ | ১ | ১ | ০ |
অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড | ২০১৫ | সেমি-ফাইনাল | ৩/১৪ | ৮ | ৭ | ১ | ০ | ০ |
ইংল্যান্ড | ২০১৯ | সেমি-
ফাইনাল |
৩/১৪ | ১০ | ৭ | ২ | ০ | ১ |
ভারত | ২০২৩ | - | – | – | – | – | – | – |
মোট | ১২/১২ | ২টি শিরোপা | ৮৫ | ৫৩ | ২৯ | ১ | ২ |
বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড[সম্পাদনা]
বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
স্বাগতিক | বছর | রাউন্ড | অবস্থান | খেলা | জ | হা | টাই | ফহ |
![]() |
২০০৭ | চ্যাম্পিয়ন | ১/১২ | ৭ | ৪ | ১ | ১ | ১ |
![]() |
২০০৯ | সুপার ৮ | ৭/১২ | ৫ | ২ | ৩ | ০ | ০ |
![]() |
২০১০ | সুপার ৮ | ৮/১২ | ৫ | ২ | ৩ | ০ | ০ |
![]() |
২০১২ | সুপার ৮ | ৫/১২ | ৫ | ৪ | ১ | ০ | ০ |
![]() |
২০১৪ | রানার-আপ | ২/১৬ | ৬ | ৫ | ১ | ০ | ০ |
![]() |
২০১৬ | সেমি-ফাইনাল | ৩/১৬ | ৫ | ৩ | ২ | ০ | ০ |
![]() ![]() |
২০২১ | সুপার ১২ | ৬/১৬ | ৫ | ৩ | ২ | ০ | ০ |
![]() |
২০২২ | |||||||
মোট | ৭/৭ | ১টি শিরোপা | ৩৮ | ২৩ | ১৩ | ১ | ১ |
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি[সম্পাদনা]
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি |
---|
এশিয়া কাপ[সম্পাদনা]
এশিয়া কাপ |
---|
বিলুপ্ত টুর্নামেন্ট[সম্পাদনা]
কমনওয়েলথ গেমস† | হিরো কাপ | এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ | অস্ট্রাল-এশিয়া কাপ | ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট |
---|---|---|---|---|
|
|
|
†ক্রিকেট শুধু ১৯৯৮ কমনওয়েলথ গেমসে খেলা হয়েছিল।
সিরিজ জয়[সম্পাদনা]
টেস্ট সিরিজ জয়[সম্পাদনা]
প্রতিপক্ষ | হোম(ভারতে) বিজয় | প্রথম বিদেশে বিজয় | সর্বশেষ বিদেশে বিজয় | সাম্প্রতিক বিফল অধিনায়কগণ |
---|---|---|---|---|
![]() |
1979[১১] | ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ||
![]() |
2017 | 2000 | ||
![]() |
১৯৬১-৬২ সালে নরি কন্ট্রাক্টর-এর নেতৃত্বে | ১৯৭১ সালে অজিত ওয়াড়েকর-এর নেতৃত্বে | ১৯৮৬ সালে কপিল দেব-এর নেতৃত্বে,
২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নেতৃত্বে ড্র, ২০০৭ সালে রাহুল দ্রাবিড়-এর নেতৃত্বে |
শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (১৯৭৯),
সুনীল গাভাস্কার (১৯৮২), মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯০, ১৯৯৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০৪), মহেন্দ্র সিং ধোনি (২০১১ ,২০১৪) , বিরাট কোহলি (২০১৮ ) |
![]() |
১৯৫৫-৫৬ সালে গুলাম আহমেদ-এর নেতৃত্বে
১৯৬৫ সালে মনসুর আলি খান পতৌদি-এর নেতৃত্বে ১৯৭৬ সালে বিষেন সিং বেদী-এর নেতৃত্বে ১৯৮৮ সালে দিলীপ বেঙ্গসরকার-এর নেতৃত্বে ১৯৯৫ সালে মোহাম্মদ আজহারউদ্দীন-এর নেতৃত্বে ১৯৯৯ সালে শচীন তেন্ডুলকর-এর নেতৃত্বে ২০১০ ও ২০১২ সালে মহেন্দ্র সিং ধোনি-এর নেতৃত্বে ২০১৬ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে ২০২১ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে |
1968 | ||
![]() |
1952 | 2004 | ||
![]() |
1996 | – | ||
![]() |
1986/87 | 1993 | ||
![]() |
1978/79 | 1971 | ||
![]() |
1993 | 2005 |
ওডিআই সিরিজ জয়[সম্পাদনা]
Opponent | ঘরে প্রথম জয় | ঘরে সর্বমোট জয় | বিপক্ষের মাঠে প্রথম জয় | বিপক্ষের মাঠে সর্বমোট জয় |
---|---|---|---|---|
![]() |
1986 | ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ২ বারের মধ্যে ১ বার | |
![]() |
– | ২০০৪ | ৪ বারের মধ্যে ৩ বার | |
![]() |
2006 | ১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দীনর নেতৃত্বে | ১০ বারের মধ্যে ৩ বার | |
![]() |
1991 | ২০১৮ | ||
![]() |
1988 | ৬ বারের মধ্যে ৬ বার
দিলীপ বেঙ্গসরকার (১৯৮৮) মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯৫) শচীন তেন্ডুলকর (১৯৯৯) গৌতম গম্ভীর (২০১০) |
২০০৯ | ৯ বারের মধ্যে ২ বার জয় , ৩ বার ড্র
২০০৯ সালে ধোনির নেতৃত্বে , শেহবাগর সৌজন্যে ২০১৮ সালে কোহলির নেতৃত্বে , মোহাম্মদ শমীর সৌজন্যে |
![]() |
1983 | ২০০৪ সালে সৌরভের নেতৃত্বে | ৩ বারের মধ্যে ২ বার | |
![]() |
1982 | ১১ বারের মধ্যে ১১ বার
কপিল দেব (১৯৮২,১৯৮৭) মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯০,১৯৯৪) শচীন তেন্ডুলকর (১৯৯৭) রাহুল দ্রাবিড় (২০০৫,২০০৭) মহেন্দ্র সিং ধোনি (২০০৯,২০১৬) বিরাট কোহলি (২০১৪) রোহিত শর্মা (২০১৭) |
২০০৮ সালে ধোনির নেতৃত্বে | ৯ বারের মধ্যে ৪ বার
মহেন্দ্র সিং ধোনি (২০০৮,২০০৯,২০১২) |
![]() |
1994 | 2002 সালে সৌরভের নেতৃত্বে | ৯ বারের মধ্যে ৫ বার | |
![]() |
1993 | 1992 |
টুয়েন্টি২০ সিরিজ জয়[সম্পাদনা]
বিপক্ষ | ঘরে প্রথম জয় | ঘরে সর্বমোট জয় | বিপক্ষের মাঠে প্রথম জয় | বিপক্ষের মাঠে সর্বমোট জয় |
---|---|---|---|---|
![]() |
- | ২০১৬ সালে ধোনির নেতৃত্বে | ৩ বারের মধ্যে ১ বার | |
![]() |
2017 | 2018 সালে বিরাট কোহলির নেতৃত্বে | ৩ বারের মধ্যে ১ বার | |
![]() |
- | ২০১১ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ৪ বারের মধ্যে ২ বার | |
![]() |
- | - | - | |
![]() |
- | - | ২০০৬ সালে বীরেন্দ্র সেহবাগের নেতৃত্বে | ৩ বারের মধ্যে ৩ বার
বীরেন্দ্র সেহবাগ (২০০৬) মহেন্দ্র সিং ধোনি (২০১১) বিরাট কোহলি (২০১৮) |
![]() |
২০১৭-১৮ | ৩ বারের মধ্যে ২ বার | ২০২০ সালে বিরাট কোহলির নেতৃত্বে | ৩ বারের মধ্যে ১ বার |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "India topple Sri Lanka to become No. 1 team in ICC T20 rankings"। News 18। ২ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- ↑ "India ranked as No. 1 cricket team in ICC T20 rankings"। Jagran Josh। ৩ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- ↑ "ICC Rankings"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)।
- ↑ "Test matches - Team records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "Test matches - 2022 Team records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "ODI matches - Team records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "ODI matches - 2022 Team records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "T20I matches - Team records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ "T20I matches - 2022 Team records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
- ↑ Shastri, Zaheer, Dravid in India's new coaching team
- ↑ The Australians in India, 1979–80
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ভারতীয় মাঠে ক্রিকইনফোর তালিকা (ইংরেজি)
- ক্রিকইনফোতে ভারত (ইংরেজি)