বিষয়বস্তুতে চলুন

ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
দ্বিতীয় একাদশইয়র্কশায়ার কোল্টস
কর্মীবৃন্দ
অধিনায়কজিম্বাবুয়ে গ্যারি ব্যালেন্স
কোচইংল্যান্ড অ্যান্ড্রু গল
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৬৩
স্বাগতিক মাঠহেডিংলি কার্নেগি ক্রিকেট গ্রাউন্ড, লিডস
ধারণক্ষমতা২০,০০০
ইতিহাস
চ্যাম্পিয়নশীপ জয়৩৩ (যৌথভাবে ১বার)
প্রো৪০ জয়
এফপি ট্রফি জয়
টুয়েন্টি২০ কাপ জয়
বিএন্ডএইচ কাপ জয়
দাপ্তরিক ওয়েবসাইটwww.yorkshireccc.com

ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (বা, ইয়র্কশায়ার ভাইকিংস) ইংল্যান্ডের ইয়র্কশায়ারে অবস্থিত একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট ক্লাব। দলটি তাদের অধিকাংশ ক্রিকেট খেলা পশ্চিম ইয়র্কশায়ারের লিডসের হেডিংলিতে অবস্থিত হেডিংলি স্টেডিয়ামে খেলে থাকে। এছাড়াও কিছু খেলা উত্তর ইয়র্কশায়ারের স্কারবোরা এলাকার নর্থ মেরিন রোডের পার্শ্ববর্তী মাঠে অংশ নেয়।

ইংল্যান্ডের আঠারোটি ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টির অন্যতম ইয়র্কশায়ারের প্রতিনিধিত্বকারী দল এটি। ইংরেজ ক্রিকেটের ইতিহাসে সর্বাপেক্ষা সফলতম দল হিসেবে ইয়র্কশায়ার এ পর্যন্ত ৩২বার কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভ করেছে। তন্মধ্যে একবার যৌথভাবে শিরোপা ভাগাভাগি করে নেয়। সাম্প্রতিককালে ২০১৪ সালের চ্যাম্পিয়নশীপের শিরোপা পেয়েছে যা ২০০১ সালের পর প্রথম। বর্তমানে ইয়র্কশায়ার দল কাউন্টি চ্যাম্পিয়নশীপে প্রথম বিভাগে খেলছে। ক্লাবের সীমিত ওভারে দল হচ্ছে - ইয়র্কশায়ার ভাইকিংস (সাবেক ইয়র্কশায়ার কার্নেগি ও ইয়র্কশায়ার ফোনিক্স)। ২০১৪ সালে প্রধান পৃষ্ঠপোষক মাজারসের সাথে চুক্তিবদ্ধতার কারণে দলের পোশাক হচ্ছে গোলাপী, কালো ও হলুদ রঙের।

ইতিহাস

[সম্পাদনা]

১৭৫১ সালে ইয়র্কশায়ারের শেফিল্ডে প্রথমবারের মতো স্থানীয় খেলা অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। ৫ আগস্ট, সোমবার উত্তর ইয়র্কশায়ারের রিচমন্ডে ডিউক অব ক্লিভল্যান্ড একাদশ বনাম আর্ল অব নর্দাম্বারল্যান্ড একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উভয় দলই ইংল্যান্ডের ডারহামে একটি খেলায় অংশ নিয়েছিল।[]

৭ মার্চ, ১৮৬১ তারিখে শেফিল্ডের অ্যাডেল্ফি হোটেলে ইয়র্কশায়ার কাউন্টির খেলা পরিচালনার জন্য তহবিল সংগ্রহ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ব্রামল লেন গ্রাউন্ডের পরিচালনা কমিটি কর্তৃক ঐ কমিটি গঠিত হয়েছিল। ক্লাবগুলোর প্রতিনিধিরা স্বেচ্ছায় £১ তহবিলে দান করেন।[] ঐ সময়ে বেশকিছুসংখ্যক ক্রিকেটারের ক্রীড়াশৈলী আশাপ্রদ ছিল ও কাউন্টি দলটি ইংল্যান্ডের সর্বাপেক্ষা শক্তিশালী দলগুলোর অন্যতম ছিল। ৮ জানুয়ারি, ১৮৬৩ তারিখ ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। দলের সদস্য অগণিত ছিল ও চাঁদার হার সর্বনিম্ন ১০ শিলিং থেকে ৬ পেনি পর্যন্ত নির্ধারিত ছিল।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
  • নম্বরের মাধ্যমে খেলোয়াড়ের দলের নম্বর বর্ণিত হয়েছে যা শার্টের পিছনে রয়েছে।
  • double-dagger খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্যাপ প্রদান করা হয়েছে।
  •  *  খেলোয়াড়ের কাউন্টি ক্যাপ প্রদান করা হয়েছে।
নং নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন মন্তব্য
ব্যাটসম্যান
জো রুট* double-dagger ইংল্যান্ড৩০ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি অফ ব্রেকইংল্যান্ড দলে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ
কেন উইলিয়ামসন* double-dagger নিউজিল্যান্ড৮ আগস্ট ১৯৯০ (বয়স ৩৫)ডানহাতিডানহাতি অফ ব্রেকবিদেশী খেলোয়াড়
অ্যাডাম লিথ* double-dagger ইংল্যান্ড২৫ সেপ্টেম্বর ১৯৮৭ (বয়স ৩৮)বামহাতিডানহাতি অফ ব্রেক
১৪অ্যালেক্স লিস* ইংল্যান্ড১৪ এপ্রিল ১৯৯৩ (বয়স ৩২)বামহাতিডানহাতি লেগ ব্রেকলিস্ট এ ও টি২০ অধিনায়ক
১৯গ্যারি ব্যালেন্স* double-dagger ইংল্যান্ড২২ নভেম্বর ১৯৮৯ (বয়স ৩৫)বামহাতিডানহাতি লেগ ব্রেকক্লাব অধিনায়ক; ইংল্যান্ড অর্থবৃদ্ধি চুক্তি
৩৪জ্যাক লিনিং ইংল্যান্ড১৮ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩২)ডানহাতিডানহাতি অফ ব্রেক
ট্রাভিস হেড double-dagger অস্ট্রেলিয়া২৯ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩১)বামহাতিডানহাতি অফ ব্রেকবিদেশী খেলোয়াড়
অল-রাউন্ডার
আদিল রশিদ* double-dagger ইংল্যান্ড১৭ ফেব্রুয়ারি ১৯৮৮ (বয়স ৩৭)ডানহাতিডানহাতি লেগ ব্রেকইংল্যান্ড অর্থবৃদ্ধি চুক্তি
ম্যাথু ওয়েট ইংল্যান্ড২৪ ডিসেম্বর ১৯৯৫ (বয়স ২৯)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
১৬টিম ব্রেসনান* double-dagger ইংল্যান্ড২৮ ফেব্রুয়ারি ১৯৮৫ (বয়স ৪০)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
৩৫উইল রোডস ইংল্যান্ড২ মার্চ ১৯৯৫ (বয়স ৩০)বামহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট
৭২ডেভিড উইলি double-dagger ইংল্যান্ড২৮ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৫)বামহাতিবামহাতি ফাস্ট-মিডিয়ামইংল্যান্ড অর্থবৃদ্ধি চুক্তি
আজিম রফিক ইংল্যান্ড২৭ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি অফ ব্রেক
উইকেট-রক্ষক
অ্যান্ড্রু হড* ইংল্যান্ড১২ জানুয়ারি ১৯৮৪ (বয়স ৪১)ডানহাতি
২১জনি বেয়ারস্টো* double-dagger ইংল্যান্ড২৬ সেপ্টেম্বর ১৯৮৯ (বয়স ৩৬)ডানহাতিইংল্যান্ড অর্থবৃদ্ধি চুক্তি
বোলার
ম্যাথু ফিশার ইংল্যান্ড৯ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৭)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
১০বেন কোড ইংল্যান্ড১০ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩১)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
1১১রায়ান সাইডবটম* double-dagger ইংল্যান্ড১৫ জানুয়ারি ১৯৭৮ (বয়স ৪৭)বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
১৫জেমস ওয়াইনম্যান ইংল্যান্ড২৫ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩২)ডানহাতিবামহাতি মিডিয়াম-ফাস্ট
১৭স্টিভেন প্যাটারসন* ইংল্যান্ড৩ অক্টোবর ১৯৮৩ (বয়স ৪২)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট
২৪রায়ান গিবসন ইংল্যান্ড২২ জানুয়ারি ১৯৯৬ (বয়স ২৯)ডানহাতিডানহাতি মিডিয়াম
২৫জোশ শ ইংল্যান্ড৩ জানুয়ারি ১৯৯৬ (বয়স ২৯)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্ট
২৮লিয়াম প্লাঙ্কেট* double-dagger ইংল্যান্ড৬ এপ্রিল ১৯৮৫ (বয়স ৪০)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামইংল্যান্ড অর্থবৃদ্ধি চুক্তি
২৯কার্ল কার্ভার ইংল্যান্ড২৬ মার্চ ১৯৯৬ (বয়স ২৯)বামহাতিস্লো লেফট-আর্ম অর্থোডক্স
৪৫জারেড ওয়ার্নার ইংল্যান্ড১৪ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৮)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম
৭০জ্যাক ব্রুকস* ইংল্যান্ড৪ জুন ১৯৮৪ (বয়স ৪১)ডানহাতিডানহাতি ফাস্ট-মিডিয়াম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Buckley, G.B. (১৯৩৫)। Fresh Light on 18th Century Cricket। Cotterell।
  2. 1 2 Hodgson 1989, পৃ. 14

গ্রন্থপঞ্জী

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]