বিষয়বস্তুতে চলুন

ক্যামেরন হোয়াইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যামেরন হোয়াইট
২০০৯ সালের সংগৃহীত স্থিরচিত্রে ক্যামেরন হোয়াইট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ক্যামেরন লিওন হোয়াইন
জন্ম (1983-08-18) ১৮ আগস্ট ১৯৮৩ (বয়স ৪১)
বেয়ারন্সডেল, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামহুইটি, বিয়ার, বান্ডি
উচ্চতা১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগব্রেক গুগলি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪০২)
৯ অক্টোবর ২০০৮ বনাম ভারত
শেষ টেস্ট১০ নভেম্বর ২০০৮ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫২)
৫ অক্টোবর ২০০৫ বনাম আইসিসি বিশ্ব একাদশ
শেষ ওডিআই৯ এপ্রিল ২০১১ বনাম বাংলাদেশ
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ২২)
৯ জানুয়ারি ২০০৭ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই৫ অক্টোবর ২০১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৯ - বর্তমানভিক্টোরিয়া (জার্সি নং ৯)
২০০৭ - ২০১০রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০০৬ - ২০০৭সমারসেট
২০১১ - ২০১২ডেকান চার্জার্স (জার্সি নং ৭)
২০১১-বর্তমানমেলবোর্ন স্টার্স (জার্সি নং ৯)
২০১২ - বর্তমাননর্দাম্পটনশায়ার (জার্সি নং ৪)
২০১৩সানরাইজার্স হায়দ্রাবাদ (জার্সি নং ৯)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৮৭ ১৩৭ ২২৭
রানের সংখ্যা ১৪৬ ২,০৩৭ ৮,৩৫৭ ৫,৯১২
ব্যাটিং গড় ২৯.২০ ৩৫.১২ ৪০.৭৬ ৩৫.৪০
১০০/৫০ ০/০ ২/১১ ১৮/৪০ ৬/৩৮
সর্বোচ্চ রান ৪৬ ১০৫ ২৬০* ১২৬*
বল করেছে ৫৫৮ ৩৩১ ১৩,১৩০ ৩,৯৭৬
উইকেট ১২ ১৯৩ ৯৯
বোলিং গড় ৬৮.৪০ ২৯.২৫ ৩৯.৭২ ৩৬.০২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/৭১ ৩/৫ ৬/৬৬ ৪/১৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৩৭/– ১৪১/– ৯৯/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ জানুয়ারি ২০১৪

ক্যামেরন লিওন হোয়াইট (ইংরেজি: Cameron Leon White; জন্ম: ১৮ আগস্ট, ১৯৮৩) ভিক্টোরিয়া প্রদেশের ব্রিসবেনে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও মেলবোর্ন স্টার্সের অধিনায়ক। এছাড়াও, ক্যামেরন হোয়াইট অস্ট্রেলিয়ার টুয়েন্টি২০ আন্তর্জাতিক দল ও ভিক্টোরিয়ান বুশর‌্যাঞ্জার্সের অধিনায়ক ছিলেন। মাঝারি সারির শক্তিশালী ব্যাটিং ও ডানহাতি লেগ-স্পিন বোলিংয়ে তিনি সবিশেষ পারদর্শী।

২০০০-০১ মৌসুমে কিশোর অবস্থায় প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভিক্টোরিয়ান বুশর‌্যাঞ্জার্স দলের পক্ষে বোলিং অল-রাউন্ডার হিসেবে তার অভিষেক ঘটে। সতীর্থ শেন ওয়ার্নের সাথে শুরুতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। অ্যান্ড্রু সাইমন্ডস প্রায়শঃই তার বলে বোল্ড হতেন।

অধিনায়কত্ব

[সম্পাদনা]

টুয়েন্টি২০ আন্তর্জাতিক থেকে মাইকেল ক্লার্ক অবসর গ্রহণ করলে হোয়াইটকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।[] ২০১০-১১ মৌসুমের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২ খেলার টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজে নেতৃত্ব দেন।

পরবর্তীতে ৭ ম্যাচের ওডিআই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ক্লার্কের অধিনায়কত্বে সহ-অধিনায়ক মনোনীত হন হোয়াইট। কিন্তু সর্বশেষ ওডিআইয়ে ক্লার্ক বিশ্রাম নিলে তিনি দলকে পরিচালনা করেন।[][] এরফলে শেন ওয়ার্নের পর তিনি হচ্ছেন প্রথম ভিক্টোরিয়ান, যিনি অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিক দলের নেতৃত্ব দিয়েছেন।

একই দিনে মাইকেল ক্লার্ককে টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। ক্যামেরন হোয়াইটকে স্থায়ীভাবে টুয়েন্টি২০ আন্তর্জাতিকের জন্য অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। শেন ওয়াটসনকে সকল ধরনের ক্রিকেটে সহ-অধিনায়ক ঘোষণা করা হয়।[] কিন্তু, বিগ ব্যাশ লীগে দূর্বল ক্রীড়াশৈলী উপস্থাপন করলে তাকে অস্ট্রেলিয়া টুয়েন্টি২০ দলের অধিনায়ক থেকে প্রত্যাহার করা হয়। তার পরিবর্তে মেলবোর্ন স্টার্সের দলীয় সঙ্গী জর্জ বেইলিকে উত্তরসূরী ঘোষণা করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
মাইকেল ক্লার্ক
অস্ট্রেলীয় জাতীয় ক্রিকেট অধিনায়ক (টি২০আই)
২০১১
উত্তরসূরী
জর্জ বেইলি