২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল
প্রতিযোগিতা২০২৩ ক্রিকেট বিশ্বকাপ
ভারত অস্ট্রেলিয়া
ভারত অস্ট্রেলিয়া
২৪০ ২৪১/৪
৫০ ওভার ৪৩ ওভার
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
তারিখ১৯ নভেম্বর ২০২৩
মাঠনরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
ম্যাচসেরাট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
আম্পায়াররিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জয়ী নির্ধারণের জন্য ১৯ নভেম্বর ২০২৩ তারিখে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[১] খেলায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ভারত জাতীয় ক্রিকেট দলকে ছয় উইকেটে হারিয়ে শিরোপা অর্জন করে।

পটভূমি[সম্পাদনা]

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। মূলত, প্রতিযোগিতাটি ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। [২] [৩] জুলাই ২০২০ সালে ঘোষণা করা হয়েছিল যে কোভিড-১৯ মহামারীর কারণে যোগ্যতার সময়সূচী ব্যাহত হওয়ার ফলে টুর্নামেন্টটি অক্টোবর এবং নভেম্বরে স্থানান্তরিত হয়।[৪] [৫] আইসিসি ২৭ জুন ২০২৩ তারিখে টুর্নামেন্টের সময়সূচী প্রকাশ করে।[৬] সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বইকলকাতায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে[৭]

ভারত ১২ বছর পর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[৮], তাদের শেষ উপস্থিতি ২০১১ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কাকে পরাজিত করে। ফাইনালে তাদের অন্যান্য উপস্থিতি ছিল ২০০৩ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ১৯৮৩ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।[৯]

ফাইনালে যাওয়ার রাস্তা[সম্পাদনা]

ফাইনালে যাওয়ার রাস্তা[সম্পাদনা]

 ভারত পর্ব  অস্ট্রেলিয়া
প্রতিপক্ষ ফলাফল গ্রুপ পর্ব প্রতিপক্ষ ফলাফল
 অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী ম্যাচ ১  ভারত ৬ উইকেটে হেরেছে
 আফগানিস্তান ৮ উইকেটে জয়ী ম্যাচ ২  দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে হেরেছে
 পাকিস্তান ৭ উইকেটে জয়ী ম্যাচ ৩  শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
 বাংলাদেশ ৭ উইকেটে জয়ী ম্যাচ ৪  পাকিস্তান ৬২ রানে জয়ী
 নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী ম্যাচ ৫  নেদারল্যান্ডস ৩০৯ রানে জয়ী
 ইংল্যান্ড ১০০ রানে জয়ী ম্যাচ ৬  নিউজিল্যান্ড ৫ রানে জয়ী
 শ্রীলঙ্কা ৩০২ রানে জয়ী ম্যাচ ৭  ইংল্যান্ড ৩৩ রানে জয়ী
 দক্ষিণ আফ্রিকা ২৪৩ রানে জয়ী ম্যাচ ৮  আফগানিস্তান ৩ উইকেটে জয়ী
 নেদারল্যান্ডস ১৬০ রানে জয়ী ম্যাচ ৯  বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
গ্রুপ পর্ব ১ম স্থান
অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 ভারত ১৮ ২.৫৭০ সেমিফাইনালে উত্তীর্ণ
গ্রুপ পর্বে চূড়ান্ত অবস্থান গ্রুপ পর্ব ৩য় স্থান
অব দল খেলা হার ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
 অস্ট্রেলিয়া ১৪ ০.৮৪১ সেমিফাইনালে উত্তীর্ণ
প্রতিপক্ষ ফলাফল নকআউট পর্ব প্রতিপক্ষ ফলাফল
 নিউজিল্যান্ড ভারত ৭০ রানে জয়ী সেমিফাইনাল  দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

ম্যাচ[সম্পাদনা]

ম্যাচ কর্মকর্তা[সম্পাদনা]

১৭ই নভেম্বর ২০২৩-এ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থরিচার্ড কেটেলবরাকে মাঠের মাঠের আম্পায়ার হিসেবে, ক্যারিবিয়ান জোয়েল উইলসন তৃতীয় আম্পায়ার হিসেবে, নিউজিল্যান্ডের ক্রিস গফানি রিজার্ভ আম্পায়ার, ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট হিসেবে ম্যাচ রেফারি

এরপর দ্বিতীয়বারের মতো ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দাঁড়াবেন কেটেলবরা ২০১৫, যেখানে ইলিংওয়ার্থ, যিনি ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা পরে দ্বিতীয় ব্যক্তি যিনি একজন খেলোয়াড় ও একজন আম্পায়ার হিসেবে বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়েছেন।

দল এবং টস[সম্পাদনা]

উভয় দলই তাদের সেমিফাইনাল ম্যাচ থেকে অপরিবর্তিত রয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

ম্যাচের বিবরণ[সম্পাদনা]

১৯ নভেম্বর ২০২৩
১৪:০০ (দিন/রাত)
ভারত 
২৪০ (৫০ ওভার)
বনাম
 অস্ট্রেলিয়া
২৪১/৪ (৪৩ ওভার)
লোকেশ রাহুল ৬৬ (১০৭)
মিচেল স্টার্ক ৩/৫৫ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রেকর্ড অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে।
চূড়ান্ত স্কোরকার্ড
১ম ইনিংস
 ভারত ব্যাটিং[১০]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
রোহিত শর্মা ক হেড ব ম্যাক্সওয়েল ৪৭ ৩১ ১৫১.৬১
শুভমান গিল ক জাম্পা ব স্টার্ক ৫৭.১৪
বিরাট কোহলি ব কামিন্স ৫৪ ৬৩ ৮৫.৭১
শ্রেয়াস আইয়ার ক †ইংলিশ ব কামিন্স ১৩৩.৩৩
লোকেশ রাহুল ক †ইংলিশ ব স্টার্ক ৬৬ ১০৭ ৬১.৬৮
রবীন্দ্র জাদেজা ক †ইংলিশ ব হ্যাজলউড ২২ ৪০.৯০
সূর্যকুমার যাদব ক †ইংলিশ ব হ্যাজলউড ১৮ ২৮ ৬৪.২৮
মোহাম্মদ শামি ক †ইংলিশ ব স্টার্ক ১০ ৬০.০০
জসপ্রীত বুমরাহ এলবিডব্লিউ ব জাম্পা ৩৩.৩৩
কুলদীপ যাদব রান আউট (লাবুশেন/কামিন্স) ১০ ১৮ ৫৫.৫৫
মোহাম্মদ সিরাজ নট আউট ১১২.৫০
অতিরিক্ত (এলবি ৩, হো ৯) ১২
মোট (১০ উইকেট; ৫০ ওভার) ২৪০ ১৩

উইকেটের পতন: ১/৩০ (গিল, ৪.২ ওভার), ২/৭৬ (রোহিত, ৯.৪ ওভার), ৩/৮১ (আইয়ার, ১০.২ ওভার), ৪/১৪৮ (কোহলি, ২৮.৩ ওভার), ৫/১৭৮ (জাদেজা, ৩৫,৫ ওভার), ৬/২০৩ (রাহুল, ৪১.৩ ওভার), ৭/২১১ (শামি, ৪৩.৪ ওভার), ৮/২১৪ (বুমরাহ, ৪৪.৫ ওভার), ৯/২২৬ (যাদব, ৪৭.৩ ওভার), ১০/২৪০ (কুলদীপ, ৪৯.৬ ওভার)

 অস্ট্রেলিয়া বোলিং[১০]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মিচেল স্টার্ক ১০ ৫৫ ৫.৫০
জশ হ্যাজলউড ১০ ৬০ ৬.০০
গ্লেন ম্যাক্সওয়েল ৩৫ ৫.৮৩
প্যাট কামিন্স ১০ ৩৪ ৩.৪০
অ্যাডাম জাম্পা ১০ ৪৪ ৪.৪০
মিচেল মার্শ ২.৫০
ট্রাভিস হেড ২.০০
২য় ইনিংস
 অস্ট্রেলিয়া ব্যাটিং[১০]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
ডেভিড ওয়ার্নার ক কোহলি ব শামি ২৩৩.৩৩
ট্রাভিস হেড ক গিল ব সিরাজ ১৩৭ ১২০ ১৫ ১১৪.১৬
মিচেল মার্শ ক রাহুল ব বুমরাহ ১৫ ১৫ ১০০.০০
স্টিভ স্মিথ এলবিডব্লিউ ব বুমরাহ ৪৪.৪৪
মারনাস লাবুশেন নট আউট ৫৮ ১১০ ৫২.৭২
গ্লেন ম্যাক্সওয়েল নট আউট ২০০.০০
জোশ ইংলিশ
মিচেল স্টার্ক
প্যাট কামিন্স
অ্যাডাম জাম্পা
লোকেশ রাহুল
অতিরিক্ত (ব ৫, এলবি ২, হো ১১) ১৮
মোট (৪; ৪৩ ওভার) ২৪১ ২২

উইকেটের পতন: ১/১৬ (ওয়ার্নার, ১.১ ওভার), ২/৪১ (মার্শ, ৪.৩ ওভার), ৩/৪৭ (স্মিথ, ৬.৬ ওভার), ৪/২৩৯ (হেড, ৪২.৫ ওভার)

 ভারত বোলিং[১০]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
জসপ্রীত বুমরাহ ৪৩ ৪.৭৭
মোহাম্মদ শামি ৪৭ ৬.৭১
রবীন্দ্র জাদেজা ১০ ৪৩ ৪.৩০
কুলদীপ যাদব ১০ ৫৬ ৫.৬০
মোহাম্মদ সিরাজ ৪৫ ৬.৪২

সম্প্রচার[সম্পাদনা]

চূড়ান্ত ম্যাচটি ভারতে স্টার স্পোর্টস, ফ্রি-টু-এয়ার সম্প্রচারক ডিডি স্পোর্টস ও বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+ হটস্টারে সরাসরি সম্প্রচার করা হয়। অস্ট্রেলিয়ায় ম্যাচটি ফক্স স্পোর্টস, কায়ো স্পোর্টস এবং ওটিটি প্ল্যাটফর্মে ৯নাউ সরাসরি সম্প্রচার করা হয়।[১১]

প্রতিক্রিয়া[সম্পাদনা]

ভারত ম্যাচ হারার পর, অনেক ভারতীয় সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলীয় খেলোয়াড় ও তাদের পরিবারকে হয়রান এবং কুরুচিপূর্ণভাবে ব্যঙ্গ করে।[১২] এমনকি কিছু ভারতীয় ক্রিকেট ভক্ত অস্ট্রেলীয় খেলোয়াড় ও তাদের পরিবারকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেয়, যার দরুন অনেক অস্ট্রেলীয় খেলোয়াড় এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগ দায়ের করেন।[১৩]

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় হরভজন সিং ব্যঙ্গকারীদের নিন্দা করে বলেছেন, "অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়দের পরিবারের সদস্যদের কুরুচিপূর্ণভাবে ব্যঙ্গ করা খুবই খারাপ কাজ। আমরা ভালো খেলেছিলাম কিন্তু অজিদের ভালো ক্রিকেটের কাছে ফাইনালে হেরেছি। এটাই। কিন্তু খেলোয়াড় ও তাদের পরিবারকে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে? সকল ক্রিকেট ভক্তদেরকে এই ধরনের আচরণ বন্ধ করার অনুরোধ করছি। সদ্বিবেচনা এবং মর্যাদা অধিক গুরুত্বপূর্ণ"।[১৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ahmedabad to host India-Pakistan fixture, World Cup final"Cricbuzz। ১৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  2. "Outcomes from ICC Annual Conference week in London"ICC। International Cricket Council। ১৩ জুন ২০১৩। ১৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭ 
  3. "IPL now has window in ICC Future Tours Programme"ESPN Cricinfo। ১২ ডিসেম্বর ২০১৭। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  4. "ICC postpones T20 World Cup due to Covid-19 pandemic"ESPNcricinfo। ২০ জুলাই ২০২০। ২৩ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩ 
  5. "Men's T20 World Cup postponed" (সংবাদ বিজ্ঞপ্তি)। Dubai: ICC। ২০ জুলাই ২০২০। ২০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  6. "ICC Cricket World Cup 2023 Schedule Announced: India vs Pakistan on October 15 in Ahmedabad"Latestly। ২৭ জুন ২০২৩। ২৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  7. "ICC ODI World Cup: Ahmedabad to host final, Mumbai and Kolkata get semis"Business Standard। ১৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  8. "3rd time lucky: India go past semi-final hurdle in ODI World Cup for first time in 12 years"India Today। ১৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৩ 
  9. "2023 ICC World Cup: Indias journey at World Cup finals so far"Zee Business। ১৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩ 
  10. "Final: Final, ICC Cricket World Cup at Ahmedabad, Nov 19 2023"। ১৯ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৩ 
  11. "All you need to know about the Cricket World Cup Final"International Cricket Council। ১৯ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৩ 
  12. "Cricket fans called out for 'disgusting' and 'hateful' attacks after Aussie World Cup win"ফক্স স্পোর্টস (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০২৩। ২৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৩ 
  13. Contributor, C. T. (২১ নভেম্বর ২০২৩)। "Australian cricketers file complaint with CA over receiving death and rape threats for them and their families from Indian fans after World Cup final: Report"ক্রিকটুডে (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৩ 
  14. "Stop such behaviour: Harbhajan Singh slams trolling of families of Australian players after World Cup Final"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]