বিষয়বস্তুতে চলুন

১৯৮২ আইসিসি ট্রফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৮২ আইসিসি ট্রফি
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনসীমিত ওভারের ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিননক-আউট
আয়োজক ইংল্যান্ড
বিজয়ী জিম্বাবুয়ে (১ম শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা১৬
সর্বাধিক রান সংগ্রহকারীবারমুডা কলিন ব্লেডস (৩১০)
সর্বাধিক উইকেটধারীবারমুডা এলভিন জেমস (১৫)

১৯৮২ আইসিসি ট্রফি সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়। ১৬ জুন থেকে ২০ জুলাই সময়কালে ইংল্যান্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৬ দেশের জাতীয় দল অংশগ্রহণ করে। প্রত্যেক দল ৬০ ওভারব্যাপী খেলায় অংশ নেয়। খেলায় সাদা পোশাক ও লাল বল ব্যবহৃত হয়। ১৯৭৯ সালের প্রতিযোগিতার ন্যায় সকল খেলা মিডল্যান্ডসে অনুষ্ঠিত হলেও চূড়ান্ত খেলা লিচেস্টারের গ্রেস রোডে আয়োজনের ব্যবস্থা করা হয়। জিম্বাবুয়ে দল বারমুদাকে হারিয়ে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের মূল-পর্বের খেলায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। প্রতিযোগিতা আয়োজনকালে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অনেকগুলো খেলা পূর্বেই শেষ হয়ে যায় অথবা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়। তন্মধ্যে পশ্চিম আফ্রিকা দল গ্রুপ পর্বের সাত খেলায় মাত্র দুইটিতে ফলাফল আনতে সক্ষম হয়।

পূর্বেকার প্রতিযোগিতায় শ্রীলঙ্কা জয়লাভ করে। দলটি আইসিসি কর্তৃক পূর্ণাঙ্গ সদস্য হওয়ায় টেস্টএকদিনের আন্তর্জাতিকে খেলার মর্যাদা লাভ করে। ফলে তারা এবারের আসরে অংশগ্রহণ করেনি ও স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলে। অন্যদিকে কানাডা দল চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়।

অংশগ্রহণকারী দলসমূহ

[সম্পাদনা]

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]

হলুদ চিহ্নিত দলগুলো সেমি-ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে।

এ-গ্রুপ
অবস্থান দল খেলা জয় পরাজয় ফলাফল হয়নি পরিত্যক্ত রান রেট পয়েন্ট
 জিম্বাবুয়ে ৫.৪৮৪ ২৪
 পাপুয়া নিউগিনি ৩.৮৯৬ ১৮
 কানাডা ৩.৮০৩ ১৮
 কেনিয়া ৩.৩৬২ ১৬
 হংকং ৩.০২৭ ১২
 মার্কিন যুক্তরাষ্ট্র ৩.৬১৫ ১২
 জিব্রাল্টার ২.৩৮১ 8
 ইসরায়েল ২.৭১৮
বি-গ্রুপ
অবস্থান দল খেলা জয় পরাজয় ফলাফল হয়নি পরিত্যক্ত রান রেট পয়েন্ট
 বারমুডা ৫.২৬৭ ২৬
 বাংলাদেশ ৩.২২৫ ২০
 নেদারল্যান্ডস ৩.৬০৪ ১৮
 সিঙ্গাপুর ২.৯৯৭ ১২
 ফিজি ৩.৪৭৯ ১০
  পূর্ব আফ্রিকা ২.৭৬৬ ১০
  পশ্চিম আফ্রিকা ৩.৬১১ ১০
 মালয়েশিয়া ৩.৬১১

শীর্ষস্থানীয় ব্যাটসম্যান

[সম্পাদনা]

যোগ্যতা: কমপক্ষে ২০০ রান।

১৯৮২ আইসিসি ট্রফি - শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী ব্যাটসম্যান
নাম দল ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ ১০০ ৫০ গড়
কলিন ব্লেডস বারমুদা ৩১০ ৮২* ১০৩.৩৩
ডেভিড হটন জিম্বাবুয়ে ৩০৮ ১৩৫ ৫১.৩৩
কেভিন কারেন জিম্বাবুয়ে ২৭৬ ১২৬* ৯২.০০
উইনস্টন রিড বারমুদা ২৫৭ ১২৮ ৩২.১২
আরই লিফম্যান নেদারল্যান্ডস ২৫০ ১৫৫* ৮৩.৩৩
গ্লাডস্টোন ব্রাউন বারমুদা ২২৯ ১০০ ৭৬.৩৩
বাবিন পাল পাপুয়া নিউগিনি ২২৪ ১০১* ৫৬.০০
জন হেরন জিম্বাবুয়ে ২২১ ৬৩* ৪৪.২০
ইউসুফ রহমান বাংলাদেশ ২১৪ ১১৫ ৩৫.৬৬

শীর্ষস্থানীয় বোলার

[সম্পাদনা]

যোগ্যতা: কমপক্ষে ১০ উইকেট।

১৯৮২ আইসিসি ট্রফি - শীর্ষস্থানীয় উইকেট লাভকারী বোলার
নাম দল ওভার মেইডেন রান উইকেট সেরা বোলিং গড় স্ট্রাইক রেট ইকো
এলভিন জেমস বারমুদা ৬৬ ১৭ ১৮৭ ১৫ ৫-২ ১২.৪৬ ২৬.৪০ ২.৮৩
পিটার রসন জিম্বাবুয়ে ৬৮.১ ১৫ ১৭৭ ১৪ ৪-৩৪ ১২.৬৪ ২৯.২১ ২.৫৯
কে কালো পাপুয়া নিউগিনি ৮৮.৫ ২৮ ২১১ ১৪ ৪-২৬ ১৫.০৭ ৩৮.০৭ ২.৩৭
উইনস্টন ট্রট বারমুদা ৬৯ ২০ ১৫৪ ১৩ ৪-২৭ ১১.৮৪ ৩১.৮৪ ২.২৩
বিকে দেসাই পূর্ব আফ্রিকা ৪৮ ১৭ ৮৪ ১১ ৪-২১ ৭.৬৩ ২৬.১৮ ১.৭৫
জন ট্রাইকোস জিম্বাবুয়ে ৬৮ ১৬ ১৪৮ ১১ ৪-২২ ১৩.৪৫ ৩৭.০৯ ২.১৭
তাউ আও পাপুয়া নিউগিনি ৫৭ ১২ ১৫০ ১১ ৩-৬ ১৩.৬৩ ৩১.০৯ ২.৬৩
গর্ডন বেকন হংকং ৪৪.৩ ১৬ ১০০ ১০ ৪-৩৭ ১০.০০ ২৬.৭০ ২.২৪
ভিন্স হগ জিম্বাবুয়ে ৬০ ১০ ১৫১ ১০ ৩-৩৪ ১৫.১০ ৩৬.০০ ২.৫১
কে কমলানাথন মালয়েশিয়া ৪০ ২০৪ ১০ ৪-৪৫ ২০.৪০ ২৪.০০ ৫.১০

তথ্যসূত্র

[সম্পাদনা]