হেবরন মসজিদ হত্যাকাণ্ড
অবয়ব
![]() | বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
হেবরন মসজিদ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে[১]। ইহুদিবাদি ইসরাইলের উগ্রপন্থি ইহুদিরা এই হত্যাকাণ্ড ঘটায়। তখন ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন আইজ্যাক রবিন। যখন ফিলিস্তিনের মুসলমানরা মসজিদ ই ইব্রাহিম এ নামাজ পড়তেছিল, ২৯ জন উগ্রপন্থি মিলে ১২৫ জন মুসলমানকে হত্যা করে। ওটা ছিল রমযান মাস এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলের সেনাবাহিনি আরও ১৯ জন মুসলমানকে হত্যা করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Yoram Peri, The Assassination of Yitzhak Rabin, Stanford University Press, 2000, pp.100-103 : The Hebron massacre in perspective.