বিষয়বস্তুতে চলুন

বেতনা এক্সপ্রেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বেনাপোল কমিউটার থেকে পুনর্নির্দেশিত)
বেতনা কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
প্রথম পরিষেবা১০ জানুয়ারি ২০২০
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুখুলনা রেলওয়ে স্টেশন
শেষবেনাপোল রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়২ ঘণ্টা ৩০ মিনিট
পরিষেবার হারদৈনিক
রেল নং৫৩/৫৪
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসনাই
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধানাই
বিনোদন সুবিধানাই
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ
পথের মানচিত্র

বেতনা কমিউটার(ট্রেন নাম্বার-৫৩/৫৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি খুলনা-বেনাপোল-খুলনা রেলপথে চলাচল করে। এই ট্রেনটি আগে বেনাপোল কমিউটার খুলনা কমিউটার নামে চলাচল করতো।[][]

যাত্রাপথ

[সম্পাদনা]

খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল ব্রডগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

[সম্পাদনা]

বেতনা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

সময়সূচি

[সম্পাদনা]
  • ৫৩ নং বেতনা কমিউটার খুলনা থেকে ছাড়ে সকাল ০৬ টা ১৫ মিনিটে, বেনাপোল পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে।
  • ৫৪ নং বেতনা কমিউটার বেনাপোল থেকে ছাড়ে বিকাল ৫ টায়, খুলনা পৌঁছায় ৭টা ৩০ মিনিটে।

সম্পর্কিত নিবন্ধ

[সম্পাদনা]

বেতনা নদী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ট্রেন দেখার পরও লাইনে উঠে যায় ট্রাক, নিহত ১"Dhaka Tribune Bangla। ২০২০-০২-০৬। ২০২০-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১ 
  2. "অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১