বাংগালপাড়া ইউনিয়ন
বাংগালপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বাংগালপাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৪′৩৬″ উত্তর ৯১°০৬′২৫″ পূর্ব / ২৪.২৪৩৪° উত্তর ৯১.১০৭০° পূর্বস্থানাঙ্ক: ২৪°১৪′৩৬″ উত্তর ৯১°০৬′২৫″ পূর্ব / ২৪.২৪৩৪° উত্তর ৯১.১০৭০° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | অষ্টগ্রাম উপজেলা ![]() |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | এনামুল হক ভূঁইয়া |
আয়তন | |
• মোট | ৩৬.০১ বর্গকিমি (১৩.৯০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,০০০ |
• জনঘনত্ব | ৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৩৫০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বাংগালপাড়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
অবস্থানঃ বাংগালপাড়া ইউনিয়নের উত্তর দিকে রয়েছে অষ্টগ্রাম থানা, উত্তর-পশ্চিমে নিকলী উপজেলা, পশ্চিমে বাজিতপুর উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, দক্ষিণ-পশ্চিম দিকে নাসিরনগরের চাতলপাড় ইউনিয়ন, পূর্ব দিকে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা অবস্থিত।
সীমানাঃ আয়তন ৮৯০০ একর।
ইতিহাস[সম্পাদনা]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
ইউনিয়ন পরিষদ ভবন, বাংগালপাড়া বাজার।
গ্রাম ও ওয়ার্ড[সম্পাদনা]
বাংগালপাড়া ইউনিয়নে মোট গ্রাম সংখ্যা ১৪টি, ওয়ার্ড ৯টি।
- ১নং ওয়ার্ড : মনোহরপুর ও করমনগর
- ২নং ওয়ার্ড : উসমানপুর
- ৩নং ওয়ার্ড : উত্তর বাংগালপাড়া
- ৪নং ওয়ার্ড : আনোয়ারপুর
- ৫নং ওয়ার্ড : দক্ষিণ বাংগালপাড়া, হাদরাবাদ ও কলিমপুর
- ৬নং ওয়ার্ড : রথানী
- ৭নং ওয়ার্ড : ভাটিনগর
- ৮নং ওয়ার্ড : লাউড়া ও নাজিরপুর
- ৯নং ওয়ার্ড : নোয়াগাওঁ ও বাঘাইয়া
ইউনিয়ন সম্পর্কিত তথ্য, আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
আয়তন | ৮৯০০ একর |
গ্রাম | ১৪টি |
মৌজা | |
জনসংখ্যা | ২০,০০০ জন |
ভোটার | ১০,৩৪৩ জন |
খাস জমি | |
অর্পিত জমি | |
ম্যাধমিক বিদ্যালয় | ১টি |
প্রাথমিক বিদ্যালয় | ১০টি |
দাখিল মাদরাসা | ১টি |
মসজিদ | ১৫টি |
মন্দির | ৩টি |
মাজার | ৩টি |
কবরস্থান | ৭টি |
শ্মশান | ৩টি |
ঈদগাহ | ১টি |
এনজিও | ১০টি |
ব্যাংক | ১টি |
২০১১ সালের তথ্যানুযায়ী
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান : বাংগালপাড়া ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাঃ
মাধ্যমিক বিদ্যালয়ঃ বাংগালপাড়া উচ্চ বিদ্যালয়
মাদ্রাসাঃ বাংগালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়ঃ
• বাংগালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
• আব্দুল জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রথানী
• উসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
• হাসুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর
• করমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
• লাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
• নোয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়
• নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
• বাঘাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
• ভাটিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান[সম্পাদনা]
• বাংগালপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী রথানী ঈদগাহ।
• বাংগালপাড়া চৌদ্দমাদল মন্দির।
• হাওর ও মেঘনার বুকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়ক।
তবে বাংগালপাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংগালপাড়ার রথানী গ্রামের পশ্চিম দিকে নবনির্মিত একটি সড়ক রয়েছে যা হাওরের মধ্যদিয়ে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে। এই নবনির্মিত সড়কে বিভিন্ন পর্যটকদের দেখা যায় প্রতিদিন। তবে বর্ষায় দূরদূরান্ত থেকে মানুষের সমাগম হয় বেশি তাই এই সড়ককেই ইউনিয়নের মূল পর্যটনকেন্দ্র হিসেবেই ধরা হয়।
যোগাযোগব্যবস্থা[সম্পাদনা]
কিশোরগঞ্জ জেলার সাথে বাংগালপাড়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থাঃ কিশোরগঞ্জ ডিসি অফিস থেকে রিক্সাযোগে বত্রিশ বাসস্ট্যান্ড, রেলষ্টেশন; রেলষ্টেশন থেকে কুলিয়ারচর ষ্টেশন অথবা ভৈরব ষ্টেশন, বত্রিশ বাসস্ট্যান্ড থেকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড/কুলিয়ারচর বাসস্ট্যান্ড; দারিয়াকান্দি বাসস্ট্যান্ড বা রেলষ্টেশন থেকে সিএনজি অথবা অটোরিক্সায় (১০ থেকে ২০ টাকা ভাড়া) কুলিয়ারচর লঞ্চঘাট থেকে নৌকাযোগে (ভাড়া ৬০ টাকা) অথবা স্পিডবোট যোগে (ভাড়া ২০০ টাকা), অথবা ভৈরব হতে লঞ্চযোগে (ভাড়া ৭৫ ও ১১০ টাকা) সরাসরি বাংগালপাড়া লঞ্চঘাট। অথবা বর্ষাকাল ব্যাতিত বাজিতপুর হতে মটরসাইকেল (ভাড়া ১২০ টাকা) বা অটোরিকশায় (ভাড়া ৯০ টাকা) সরাসরি বাংগালপাড় ইউনিয়ন পরিষদের সামনে আসা যাবে।
উপজেলার সাথে বাংগালপাড়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থাঃ অষ্টগ্রাম উপজেলার সাথে বাংগালপাড়া ইউনিয়নের চমৎকার যোগাযোগ ব্যবস্তা রয়েছে।উপজেলা থেকে রিক্সা (ভাড়া ২৫ টাকা) অথবা অটোরিকশা (ভাড়া ২০ টাকা) যোগে বাংগালপাড়া ইউনিয়ন পরিষদ (প্রায় ৩ কি.মি.) আসা যায়।
ইউপি চেয়ারম্যান[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যানঃ
বর্তমান চেয়ারম্যান | মেয়াদকাল |
---|---|
এনামুল হক ভূঁইয়া | ২০১৬-বর্তমান |
ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
১ | মাহমুদুুল হক অলি | ২০০২-২০১৬ |
২ | বোরহান উদ্দিন ভূূঁইয়া | ১৯৯২-১৯৯৭ |
৩ | সবধর মিয়া | ১৯৯৭-২০০২
১৯৮৯-১৯৯২ |
৪ | জহিরুল হক নছিম | ১৯৭৩-১৯৮৮ |
৫ | আতাউল হক নুরু | ১৯৬৮-১৯৭৩ |
৬ | লালমোহন সূত্রধর | ১৯৬১-১৯৬৮ |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বাংগালপাড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "অষ্টগ্রাম উপজেলা"। বাংলাপিডিয়া। ১৮ আগস্ট ২০১৪। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |