লাখাই উপজেলা
লাখাই | |
---|---|
উপজেলা | |
![]() | |
![]() মানচিত্রে লাখাই উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°১৭′৩″ উত্তর ৯১°১২′৪৭″ পূর্ব / ২৪.২৮৪১৭° উত্তর ৯১.২১৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
প্রতিষ্ঠা | ১৯৮৪ |
হবিগঞ্জ ৩ | হবিগঞ্জ ৩ |
সরকার | |
• এমপি | আবু-জাহির (আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ১৯৬.৫৬ বর্গকিমি (৭৫.৮৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,২০,৬৭৭ |
• জনঘনত্ব | ৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৮.৭৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ৬৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
লাখাই উপজেলা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]তিনটি বিভাগের সীমান্তে অবস্থিত এই উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা ও সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ও মাধবপুর উপজেলা, পূর্বে হবিগঞ্জ সদর উপজেলা, মাধবপুর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]লাখাই উপজেলায় বর্তমানে ৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম লাখাই থানার আওতাধীন।[৩]
ইতিহাস
[সম্পাদনা]ভারত বর্ষের আসাম বেঙ্গল প্রদেশের শেষ সীমানায় ছিল এই অঞ্চল । বর্তমানে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম নামক স্থানে ছিল লাখাই আউটপোষ্ট । ১৯২২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি তৎকালীন আসাম প্রাদেশিক সরকারের গেজেট নোটিফিকেশন নম্বর ১৭৬ জিকে-র মাধ্যমে লাখাই থানা প্রতিষ্ঠিত হয় মর্মে জানা যায় । তার আগে এ অঞ্চলের সাব রেজিষ্টি অফিস ছিল মাধবপুর উপজেলার চর ভাঙ্গা নামক স্থানে । ১৯৪৭ এর পরে এ অঞ্চলের সাব রেজিষ্ট্রি অফিস হয় হবিগঞ্জ মহকুমায় । ৪৭ এর পরে হবিগঞ্জ মহকুমার অধীনে এ অঞ্চলকে সার্কেল অফিসার রাজস্বের আওতায় আনা হয় । ১৯৬৪ সালে এ অঞ্চলকে সার্কেল অফিসার উন্নয়নের আওতায় আনা হয় এবং স্বজনগ্রাম নামক স্থানে সিও ডেভেলপমেন্ট লাখাই এর কার্যালয় স্থাপন করা হয় । সিও ডেভেলপমেন্ট এর কার্যালয়ের অধীনে অন্যান্য অফিস স্থাপন করা হয় । ১৯৮৩ সালে বিভিন্ন লোকের দরখাস্ত এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে লাখাইকে মনোনীত থানায় উন্নীত করা হয় এবং বামৈ ইউনিয়নের ভাদিকারা মৌজার কালাউক নামক স্থানে ১৯৮৩ সালের ১৫ ই এপ্রিল মানোন্নীত থানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব বিবেকানন্দ পাল এবং প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযুদ্ধা মরহম মোহাম্মদ নিজাম উদ্দিন । পরবর্তীতে ধীরে ধীরে কালাউক নামক স্থানেই উপজেলা পরিষদের সকল অফিস, বাসভবন প্রতিষ্ঠিত হয় ।[১][২]
নামকরণ
[সম্পাদনা]জনশ্রুতি রয়েছে এটি ছিল খাসিয়া রাজার রাজত্বের শেষ সীমানা। লাখাই একটি খাসিয়া শব্দ যার অর্থ শেষ সীমানা। এ হিসেবেই অঞ্চলের নামকরণ লাখাই করা হয়েছে।
মুক্তিযুদ্ধ
[সম্পাদনা]লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে একটি জঘন্যতম গণহত্যা চালানো হয় মুক্তিযুদ্ধের সময়। পাকিস্তানি সেনাবাহিনীর চালানো এই গণহত্যার নেতৃত্বে ছিলেন মোড়াকরি গ্রামের লিয়াকত রাজাকার।
ভূপ্রকৃতি
[সম্পাদনা]প্রধানত সমতল ভূমি সেই সাথে রয়েছে প্রচুর জলাভূমি যেগুলিকে স্থানীয় ভাষায় হাওর বলে অভিহিত করা হয়।
মৃত্তিকা
[সম্পাদনা]পলি মাটি এবং দোআঁশ মাটি বিধৌত অঞ্চল।
নদ-নদী
[সম্পাদনা]- সুতাং
- ধলেশ্বরী
- খোয়াই
সাংস্কৃতিক বৈশিষ্ট্য
[সম্পাদনা]ভাষা
[সম্পাদনা]লাখাই উপজেলা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত হলেও সিলেটের আঞ্চলিক ভাষার সাথে বাচনভঙ্গীগত কিছুটা অমিল থাকলেও শব্দগত দিক দিয়ে একই আঞ্চলিক ভাষাগোত্রের। অতীতকালে সিলেটের অন্যান্য অঞ্চলের মতই এ অঞ্চলেও প্রচুর সিলেটি নাগরী বর্ণমালার পুথির প্রচলন ছিলো।
উৎসব
[সম্পাদনা]- হযরত শাহবায়েজীদ ইয়েমেনী রাঃ এর মাজারের মেলা।
- শেখ ভানু শাহ এর মেলা।
- বেলেশ্বরীর বারুণী।
- শাহ-মারফত মাজার (করাব)
খেলাধুলা
[সম্পাদনা]জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]- ক. মোট জনসংখ্যাঃ ১,২০,৬৭৭ জন।
পুরুষ: ৫৯,০২১ জন। মহিলা: ৬১,৬৫৬ জন।
- খ. ধর্ম ভিত্তিক জনসংখ্যাঃ
মুসলিম: ১,০১,৫৭৫ জন। হিন্দু :১৯,০৩৩ জন। বৌদ্ধ : ০৬ জন। খ্রিষ্টান : ০৬ জন। অন্যান্য : ৫৭ জন।
- গ. ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যাঃ
লাখাই: ২২,৫৫৮ জন। মুড়াকরি: ২০,১৩৪ জন। মুড়িয়াউক: ১৯,৪০৫ জন। বামৈ: ২১,৮৪৪ জন। করাব: ১৭,৯৮০ জন। বুল্লা: ১৮,৭৫৬ জন।
- ঘ. লোকসংখ্যার ঘনত্বঃ
মোট ভোটার সংখ্যাঃ ৮৩,৮৬২ জন পুরুষ ভোটার সংখ্যাঃ ৪১,০৩১ জন মহিলা ভোটার সংখ্যাঃ ৪২,৮৩১ জন বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হারঃ পরিবারের(খানার সংখ্যা): ২২,৫২৯ টি।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান ঃ বেসরকারী কলেজ : ০১টি। বেসরকারী উচ্চ বিদ্যালয় (বালক-বালিকা) : ০৯ টি। বেসরকারী উচ্চ বিদ্যালয় (বালিকা) : ০১ টি। সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৫১ টি। রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৮ টি। কমিউনিটি বিদ্যালয় : ০১ টি। কিন্ডার গার্টেন : ০৫ টি। এর উলল্ল্যাখ যোগ্য- শেখ বানু শাহ, শাহ বায়েজিদ (রহ.) ইসলাম একাডেমী, এনজিও বিদ্যালয় সংখ্যা : ৪২ টি। এবতেদায়ী মাদ্রাসা : ০২ টি। আলিম মাদ্রাসা : ০১ টি। দাখিল মাদ্রাসা : ০১ টি। আনন্দ স্কুল : ৮০ টি। মসজিদ ভিত্তি শিক্ষা প্রতিষ্ঠান : ২৮ টি।
অর্থনীতি
[সম্পাদনা]উপজেলার অধিকাংশ মানুষের পেশা কৃষি । বর্ষা মৌসুমে এদের অনেকেই মৎস্য শিকারে ব্যস্ত হয়ে পড়েন। কৃষির পরেই এ অঞ্চলের মানুষের প্রধান পেশা মাছ ধরা । লাখাই উপজেলার বিপুল সংখ্যক মানুষ ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে হোটেল ব্যবসা ও শ্রমিকের কাজ করেন। ঢাকা শহরের অধিকাংশ হোটেলে লাখাই উপজেলার শ্রমিকেরা কাজ করে । ঢাকায় অনেক হোটেলও আছে । কেউ কেউ বেল্ট বানিয়ে ঢাকায় বিক্রি করে । ঢাকায় কেউ কেউ পুরাতন জিনিস পত্র, লোহা লক্কর ফেরী করে বেড়ান । এ পেশাকে এ অঞ্চলে বলা হয় ভাংগাড়ির ব্যবসা । বিদেশে বিশেষত গ্রিস, ইতালি, ফ্রান্স, মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড এসব দেশেও অনেকে কাজ করেন । গ্রিসে বেশি সংখ্যক মানুষ থাকার কারণে এ উপজেলার একটি গ্রামকে গ্রিস গ্রামও বলা হয় । সরকারী চাকুরীজীবির সংখ্যা খুব কম যার অধিকাংশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত । লাখাই উপজেলার ছোট বড় কোন ধরনের শিল্প কারখানা নেই। ক্ষুদ্র পর্যায়ের বেকারী সমূহে বানানো হয় বাকরখানি (পুরাতন ঢাকার একটি জনপ্রিয় খাবার)।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- স্বামী সন্তদাস কাঠিয়া বাবা মহারাজ - বাংলার প্রথম নিম্বার্ক মহন্ত।
- তারাকিশোর চৌধুরী হবিগঞ্জ জেলার প্রথম গ্র্যাজুয়েট অর্থাৎ বি.এ পাশ করেন ও কলকাতা উচ্চ আদালত বিচারপতি ছিলেন।
- দয়ানন্দ দেব হিন্দু ধর্মের সাধক ও ধর্মগুরু ছিলেন।
- এম মোখলেসুর রহমান চৌধুরী - সাবেক মন্ত্রী;
- শেখ ভানু - মরমী সাধক;
- গভর্নর মস্তুফা আলী
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শ্রী শ্রী গোপালজিঁউ আশ্রম - বামৈ;
- শেখ ভানু শাহের মাজার - ভাদিকারা;
- বায়েজিদ শাহের মাজার - বুল্লা;
- অমৃত মন্দির - বামৈ;
- হাওড় এলাকা, লাখাই ১নং ইউনিয়ন
- কৃষ্ণপুর বধ্যভূমি, (বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ ১৯৭১)
বিবিধ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "লাখাই উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ ক খ "লাখাই উপজেলা"। lakhai.habiganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ "ইউনিয়নসমূহ - লাখাই উপজেলা"। lakhai.habiganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাপিডিয়ায় লাখাই উপজেলা
- লাখাই উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।
![]() |
সিলেট বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |