পিরিজপুর ইউনিয়ন
পিরিজপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে পিরিজপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৩′১৬″ উত্তর ৯০°৫৭′১৬″ পূর্ব / ২৪.২২১১১° উত্তর ৯০.৯৫৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | বাজিতপুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
পিরিজপুর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি বাজিতপুর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।[১][২]
আয়তন
[সম্পাদনা]পিরিজপুর ইউনিয়নের আয়তন প্রায় ৩২ বর্গকিলোমিটার।[৩]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]পিরিজপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,৪৭৭ জন। এর মধ্যে পুরুষ ১৪,৭৩৬ জন এবং মহিলা ১৯,৭৪১ জন।[৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]পিরিজপুর ইউনিয়ন পরিষদের মাঝ দিয়ে ঢাকা-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক। এছাড়াও পিরিজপুর ইউনিয়নের মাঝ দিয়ে কটিয়াদি-অষ্টগ্রাম মহাসড়ক। বাজিতপুর উপজেলা সর্ব পশ্চিমে অবস্থিত। কটিয়াদী উপজেলা এবং কুলিয়ারচর উপজেলার মিলন স্থল হলো পিরিজপুর ইউনিয়ন।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]পিরিজপুর ইউনিয়ন বাজিতপুর উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার বাজিতপুর থানার আওতাধীন। এ ইউনিয়ন ৭টি মৌজায় বিভক্ত।[৩]
- ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো[৩]
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উজানচর, উত্তর গজারিয়া, বিলপাড় গজারিয়া |
২নং ওয়ার্ড | ডুয়াইগাঁও, জফরপুর, বিলপাড় ডুয়াইগাঁও |
৩নং ওয়ার্ড | গোথালিয়া, নবুরিয়া, হাপানিয়া, নিলখী নয়াহাটি, নিলখী হাপানিয়া, বাংলা বাজার |
৪নং ওয়ার্ড | সুলতানপুর, মিরাকান্দি, গয়েশপুর, বোর্ড বাজার |
৫নং ওয়ার্ড | নিলখী, নোয়াগাঁও নিলখী, তাতারকান্দা |
৬নং ওয়ার্ড | জোয়ারিয়া, কৈকুড়ী |
৭নং ওয়ার্ড | দক্ষিন পিরিজপুর, বাজেগাঁও, মুন্সিকান্দা, পিরিজপুর বাজার, পূর্ব পিরিজপুর |
৮নং ওয়ার্ড | মধ্য পিরিজপুর, পশ্চিম পিরিজপুর, সূতিরপাড়, জয়নগর, আমতলা, জয়নগর নয়াহাটি |
৯নং ওয়ার্ড | খাশালা গজারিয়া, বড় গজারিয়া, ছোট গজারিয়া, গজারিয়া বাজার |
ইতিহাস
[সম্পাদনা]পিরিজপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে ১৮৭০ সালে। এর আগের বছর ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন পৌরসংস্থা বাজিতপুর পৌরসভা।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০০১ শিক্ষা জরিপ অনুযায়ী পিরিজপুর ইউনিয়নের শিক্ষার হার ৪৪%। এ ইউনিয়নে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]পিরিজপুর ইউনিয়ন পরিষদের মাঝ দিয়ে বয়ে গেছে ঢাকা-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক। এ মহাসড়ক দিয়ে সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকাসহ দেশের যে কোনো স্থানে যাওয়া যায়। উপজেলা পরিষদে যাতায়াতেও আছে বড় পাকা সড়ক।[৩]
হাট-বাজার
[সম্পাদনা]পিরিজপুর ইউনিয়নে অনেকগুলো হাট-বাজার রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো পিরিজপুর বাজার, জামতলী বাজার, গজারিয়া বাজার, উজানচর বাজার, বোর্ড বাজার, বাংলা বাজার ইত্যাদি। সবচেয়ে বড় বাজার হলো পিরিজপুর বাজার। এ বাজারে প্রায় ৫০০টি দোকানপাট আছে। বাজিতপুর তথা কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার হিসাবে খ্যাত এবং কলার বাজার হিসাবে বিখ্যাত। এখান থেকে জেলার বিভিন্ন উপজেলায় সবজি চালান হয়।[৩]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান- মোঃ জাফর ইকবাল জুয়েল
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আব্দুল খলিল পন্ডিত | |
০২ | করিম | |
০৩ | আব্দুর রাজ্জাক তুলা | |
০৪ | অহিদ উদ্দিন | |
০৫ | তুফানি | |
০৬ | আজহারুল ইসলাম গোলাপ | |
০৭ | মোঃ জোবায়ের ইব্রাহিম | |
০৮ | মোঃ জাফর ইকবাল জুয়েল |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পিরিজপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "বাজিতপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে পিরিজপুর ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।