তালজাঙ্গা ইউনিয়ন
তালজাঙ্গা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে তালজাঙ্গা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩২′২১″ উত্তর ৯০°৫২′৪৫″ পূর্ব / ২৪.৫৩৯১৭° উত্তর ৯০.৮৭৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | তাড়াইল উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
তালজাঙ্গা ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]পশ্চিমে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলা, উত্তরে
রাউতি ইউনিয়ন, পূর্বে তাড়াইল-সাচাইল ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন, দক্ষিণে সদর উপজেলার নিলগঞ্জ ইউনিয়ন।
গ্রাম সমূহ
[সম্পাদনা]১ নং ওয়ার্ড- তালজাংগা, কুন্দ্রাটি, ইদিলপুর
২ নং ওয়ার্ড-চরতালজাংগা
৩নং ওয়ার্ড-কার্তিকখিলা, বান্দুলদিয়া
৪নং ওয়াডং-আকুবপুর
৫ নং ওয়াডং-শাহবাগ
৬নং ওয়াডং-আড়াইউড়া,নন্দীপুর
৭নংওয়ার্ড-বাঁশাটি,নোয়াগাঁও,ঘোষপাড়া,দেওথান
৮ নং ওয়ার্ড-ভাটগাঁও,হাজীপুর,মোল্লাপাড়া,শ্রীপুর
৯ নং ওয়ার্ড-আউজিয়া,লাখপুর,চিকনী
ইতিহাস
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন ১১ কিলোমিটার।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান তালজাঙ্গা ইউনিয়নে দুটি আলিয়া মাদ্রাস আছে। ১। তালজাঙ্গা ইউনিয়ন সিনিয়র (আলিম) মাদ্রাসা, তালজাঙ্গা, ২। আকুবপুর রহমানিয়া মাদ্রাসা, আকুবপুর। ৩টি উচ্চ বিদ্যালয় আছে। ১। তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়, তালজাঙ্গা । ২। তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, বাশাটি, তালজাঙ্গা। ৩। উমেদ আলী ভূঞা উচ্চ বিদ্যালয়, আকুবপুর,তালজাঙ্গা।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]তালজাঙ্গা জমিদার বাড়ি তাড়াইল উপজেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। বাবু রাজ চন্দ্র রায় এই জমিদারীর প্রতিষ্ঠাতা ছিলেন। জমিদার বাড়িটিতে রয়েছে ০৩টি পুকুর, দাতব্য চিকিৎসালয়, অন্ধকূপ ও স্মৃতিসৌধ। জমিদার রাজচন্দ্র রায়ের একটি স্মৃতিসৌধ শিব মন্দিরের দক্ষিণ দিকে মাথা উঁচু করে এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে।
পদ্মবিল
[সম্পাদনা]দরিজাহাঙ্গিরপুর এখানে বর্ষাকালে পদ্মফুল ফোটে, শহর ও আশেপাশে জেলার অনেক লোকজন আসে ভ্রমণ করতে। এখানে নৌকায় চড়ার ব্যবস্থাও করে দেন স্থানীয় মাঝিরা ।
কুড়ের পাড়
[সম্পাদনা]লাখপুর চিকনী কোনাভাওয়াল রাউতি এই চার গ্রামের মাঝে অবস্থিত যেখানে বেতাই নদীর উৎস। বর্ষায় অনেক পানি হয়, সেখানে স্থানীয় ও অনেক দূরদূরান্ত থেকে অনেক জেলে আসে মাছ ধরতে। তা ছাড়া এই কুড়েরপাড়ে বড়শী দিয়ে মাছ ধরার জন্য এটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত।
স্লুইসগেট
[সম্পাদনা]বেড়িবাঁধ দেওয়ায় বর্ষায় এখানে মাছ ধরতে খুব সহজ, তাই মাছ ধরার জন্য বিখ্যাত স্থান হিসেবে পরিচিত। এছাড়াও বিশেষ কিছু দর্শনীয় স্থান রয়েছে।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- আবু জাহেদ ভূঞা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "তালজাঙ্গা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "তাড়াইল উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |