গুনধর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুনধর ইউনিয়ন
ইউনিয়ন
০৮ নং গুনধর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাকরিমগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ নাজমুল সাকির [১]
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৫,৮০১[২]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২৩১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গুনধর ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[৩]

অবস্থান[সম্পাদনা]

এটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত।[৩]

যোগাযোগ[সম্পাদনা]

গুনধর ইউনিয়নে আসতে হলে কিশোরগঞ্জ শহর হতে দুই দিক দিয়ে আসা যায়। যথা:

১. কিশোরগঞ্জ থেকে উরদিঘী (মরিচখালী) রোডে শাদকখালী মোড়, শাদকখালী মোড় হতে সোজা ৫ কি.মি. গুনধর বাজার, গুনধর বাজার সংলগ্ন ইউপি ভবন। ২. কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ রোডে নয়াকান্দি মোড় হতে-শাদকখালী চৌরাস্থা মোড়, শাদকখালী মোড় হতে সোজা ৫ কি.মি. গুনধর বাজার, গুনধর বাজার সংলগ্ন ইউপি ভবন।[৪]

আয়তন[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী গুনধর ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ৪৫,১০৯ জন।[২]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষার হার= ৫১℅

উচ্চ বিদ্যালয়= ২টি।

মহিলা (আলিম) মাদ্রাসা= ১টি।

দাখিল মাদ্রাসা =১টি।

প্রাথমিক বিদ্যালয়= ১৩টি।

হাফিজিয়া মাদ্রাসা= ৪টি।

কওমী মাদ্রাসা= ১টি।

কিন্ডারগার্টেন= ৬টি।

মক্তব = ৩৭টি।

লাইব্রেরি= ১টি।

হাট-বাজার[সম্পাদনা]

অত্র ইউনিয়নে দুটি হাটবাজার রয়েছে।[৫]

  • উরদিঘী বাজার
  • গুনধর বাজার

জনপ্রতিনিধি[সম্পাদনা]

অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আবু ছায়েম রাসেল।[১]

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

অত্র ইউনিয়নে ধর্মীয় উপাসনালয়ের তালিকা। ১. মসজিদ =৫৬ টি।

2.মন্দির =৩টি।

খাল-বিল[সম্পাদনা]

গুণধর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে নরসুন্দা নদী। এছাড়াও আরও রয়েছে নলিবিল, করাতি বিল, ফালিয়া বিল, ও বড় হাওড়।[৬]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

১) উরদিঘী হাওর

- উরদিঘী বাজার ঘাট থেকে নৌকা পাবেন বিস্তীর্ণ হাওরাঞ্জল ঘুরে আসার জন্যে।

২) আব্দুল হামিদ রোড

- হাওরের বুক ছিড়ে ভেসে যাওয়া আব্দুল হামিদ রোড করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন ও নিকলী উপজেলাকে একত্র করেছে। বর্ষায় দু'পাশে হাওরের বিস্তীর্ণ এলাকা আর মধ্যে দিয়ে দৃষ্টিনন্দন রোড। এ যেনো প্রকৃতির সৌন্দর্যের সর্বোত্তম উদাহরণ।

৩) মানিকপুর সরিষা ক্ষেত

- মানিকপুর গুনধর ইউনিয়নের একটি নিচু গ্রাম। এটিতে বর্ষায় যেমন পানিতে কাণায় কাণায় ভরে সৌন্দর্য তুলে ধরে, তেমনই শীতকালে এই এলাকার বিশাল একটি অঞ্চল নিয়ে শীতকালে শুরু হয় সরিষার আবাদ। এ যেনো এক হলুদ সাগর। আর হলুদ সাগর থেকে কুয়াশা রুপে যেনো মেঘ উড়ে উড়ে জমেছে আশেপাশের এলাকায়।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চেয়ারম্যান গুনধর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "গুনধর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
  4. "যোগাযোগ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "হাটবাজার"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
  6. "খাল ও বিল"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে [http://gunodharup.kishoreganj.gov.bd/site/page/590dbbd2-2013-11e7-8f57-286ed488c766/%E0%A6 %96%E0%A6%BE%E0% A6%B2%20%E0%A6%93%20%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80 মূল] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০  line feed character in |ইউআরএল= at position 91 (সাহায্য)