গুনধর ইউনিয়ন
গুনধর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
০৮ নং গুনধর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | করিমগঞ্জ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ নাজমুল সাকির [১] |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৫,৮০১[২] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৩১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
গুনধর ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[৩]
অবস্থান[সম্পাদনা]
এটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত।[৩]
যোগাযোগ[সম্পাদনা]
গুনধর ইউনিয়নে আসতে হলে কিশোরগঞ্জ শহর হতে দুই দিক দিয়ে আসা যায়। যথা:
১. কিশোরগঞ্জ থেকে উরদিঘী (মরিচখালী) রোডে শাদকখালী মোড়, শাদকখালী মোড় হতে সোজা ৫ কি.মি. গুনধর বাজার, গুনধর বাজার সংলগ্ন ইউপি ভবন। ২. কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ রোডে নয়াকান্দি মোড় হতে-শাদকখালী চৌরাস্থা মোড়, শাদকখালী মোড় হতে সোজা ৫ কি.মি. গুনধর বাজার, গুনধর বাজার সংলগ্ন ইউপি ভবন।[৪]
আয়তন[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী গুনধর ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ৪৫,১০৯ জন।[২]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
শিক্ষার হার= ৫১℅
উচ্চ বিদ্যালয়= ২টি।
মহিলা (আলিম) মাদ্রাসা= ১টি।
দাখিল মাদ্রাসা =১টি।
প্রাথমিক বিদ্যালয়= ১৩টি।
হাফিজিয়া মাদ্রাসা= ৪টি।
কওমী মাদ্রাসা= ১টি।
কিন্ডারগার্টেন= ৬টি।
মক্তব = ৩৭টি।
লাইব্রেরি= ১টি।
হাট-বাজার[সম্পাদনা]
অত্র ইউনিয়নে দুটি হাটবাজার রয়েছে।[৫]
- উরদিঘী বাজার
- গুনধর বাজার
জনপ্রতিনিধি[সম্পাদনা]
অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আবু ছায়েম রাসেল।[১]
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
অত্র ইউনিয়নে ধর্মীয় উপাসনালয়ের তালিকা। ১. মসজিদ =৫৬ টি।
2.মন্দির =৩টি।
খাল-বিল[সম্পাদনা]
গুণধর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে নরসুন্দা নদী। এছাড়াও আরও রয়েছে নলিবিল, করাতি বিল, ফালিয়া বিল, ও বড় হাওড়।[৬]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
১) উরদিঘী হাওর
- উরদিঘী বাজার ঘাট থেকে নৌকা পাবেন বিস্তীর্ণ হাওরাঞ্জল ঘুরে আসার জন্যে।
২) আব্দুল হামিদ রোড
- হাওরের বুক ছিড়ে ভেসে যাওয়া আব্দুল হামিদ রোড করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন ও নিকলী উপজেলাকে একত্র করেছে। বর্ষায় দু'পাশে হাওরের বিস্তীর্ণ এলাকা আর মধ্যে দিয়ে দৃষ্টিনন্দন রোড। এ যেনো প্রকৃতির সৌন্দর্যের সর্বোত্তম উদাহরণ।
৩) মানিকপুর সরিষা ক্ষেত
- মানিকপুর গুনধর ইউনিয়নের একটি নিচু গ্রাম। এটিতে বর্ষায় যেমন পানিতে কাণায় কাণায় ভরে সৌন্দর্য তুলে ধরে, তেমনই শীতকালে এই এলাকার বিশাল একটি অঞ্চল নিয়ে শীতকালে শুরু হয় সরিষার আবাদ। এ যেনো এক হলুদ সাগর। আর হলুদ সাগর থেকে কুয়াশা রুপে যেনো মেঘ উড়ে উড়ে জমেছে আশেপাশের এলাকায়।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "চেয়ারম্যান গুনধর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "গুনধর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ "যোগাযোগ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "হাটবাজার"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ "খাল ও বিল"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে [http://gunodharup.kishoreganj.gov.bd/site/page/590dbbd2-2013-11e7-8f57-286ed488c766/%E0%A6
%96%E0%A6%BE%E0%
A6%B2%20%E0%A6%93%20%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80 মূল]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০। line feed character in|ইউআরএল=
at position 91 (সাহায্য)