মাইজচর ইউনিয়ন
মাইজচর | |
---|---|
ইউনিয়ন | |
মাইজচর ইউনিয়ন | |
বাংলাদেশে মাইজচর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৪′ উত্তর ৯১°১′ পূর্ব / ২৪.২৩৩° উত্তর ৯১.০১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | বাজিতপুর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২২ বর্গকিমি (৮ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১৬,৬১৯ |
• জনঘনত্ব | ৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মাইজচর ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ।
অবস্থান[সম্পাদনা]
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মেঘনা ও ঘোড়াউত্রা নদীর তীরে মাইজচর ইউনিয়নের অবস্থান।
ইতিহাস[সম্পাদনা]
ব্রিটিশ শাসন আমলে এই ইউনিয়নের উপর দিয়ে বড় বড় নৌ জাহাজ ঢাকা, কলকাতা ও রেংগুনসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত ।[১]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
নাম: ৯ নং মাইজচর ইউনিয়ন পরিষদ , আয়তন– ২২ব বর্গ কি.মি.(প্রায়), গ্রামের সংখ্যা– ১০টি, মৌজার সংখ্যা– ০৬টি, হাট/বাজার সংখ্যা-০১টি, উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা ও নৌকা।, নির্বাচিত পরিষদ সদস্য– ১২জন, ইউনিয়ন পরিষদ সচিব– ১জন, ইউনিয়ন গ্রামপুলিশ– ৮জন ।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- শিক্ষারহার– ২২%।(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি,
- মাদ্রাসা- ০৪টি।
জনসংখ্যা[সম্পাদনা]
মোট- ১৬,৬১৯ জন । ভোটার সংখ্যা- ১০,০৫৮ জন। পুরুষ ৫০৯৬ ও মহিলা ৪৯৬২ জন ।[২]
গ্রামভিত্তিক জনসংখ্যাক্রমিক নং | গ্রামের নাম | জনসংখ্যা |
১ | মাইজচর | ৫,২১১ |
২ | আয়নারগোপ | ২,৯৫০ |
৩ | পুরাকান্দা | ২,০৭০ |
৪ | পারকচুয়া | ২,০৩৫ |
৫ | বাহেরবালী | ৩,৮১৮ |
৬ | শিবপুর | ১১৫ |
৭ | বোয়ালী | ৪২০ |
মোট জনসংখ্যা | ১৬,৬১৯ |
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- বিস্তীর্ণ হাওড়
- মাইজচর মধ্যপাড়া জামে মসজিদ
- মেঘনা নদীর চৌমোহনা
- বাহেরবালী হাই স্কুল
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
নদী পথঃ নৌকাই হল মাইজচরের প্রধান বাহন। ছোট বড় আকৃতির নৌকা, গয়না নৌকা, পাল তোলা নৌকা চলাচল করে। যাত্রী ও পণ্যবাহী নৌকা দিলালপুর ঘাট হতে মাইজচর, বাহেরবালী, পুরাকান্দা হয়ে অষ্টগ্রামে চলাচল করে।কয়েক দশক আগে এখান থেকে ষ্টীমারে কলকাতা যাওয়ার ব্যবস্থা ছিল। ব্রিটিশ আমলে মেঘনা ও ঘোড়াউত্রা নদীতে লঞ্চ ও ষ্টীমার সার্ভিস চালূ ছিল।বর্তমানে বাজিতপুর থেকে হুমাইপুর হয়ে অষ্টগ্রাম ৬ মানের সি এন জি এবঙ অটু রিকসার মাধ্যমে মানুষ যাতায়াত করে।
বিবিধ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ http://maijchar9up.kishoreganj.gov.bd/node/468092[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Population Census Wing, BBS." (পিডিএফ)। নভেম্বর ১৩, ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ June 01, 2012। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
আরও দেখুন[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |