ছাতিরচর ইউনিয়ন
ছাতিরচর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে ছাতিরচর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৯′৮″ উত্তর ৯০°৫৬′১৪″ পূর্ব / ২৪.৩১৮৮৯° উত্তর ৯০.৯৩৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | নিকলী উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৩৩৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
ছাতিরচর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাংলাদেশের ৮৭,৩১৯ টি গ্রামের মধ্যে ছাতিরচর একটি গ্রাম। গ্রামটি নিকলী উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। গ্রামীণ ইতিহাস থেকে যতটুকু জানা যায়, প্রায় ২০০ বৎসরেরও অধিক পূর্বে অত্র গ্রামটি প্রতিষ্ঠা লাভ করেন। দেশের বিভিন্ন উপজেলা-জেলা থেকে এসে সাধারণ মানুষেরা এখানে বসতি গড়ে তুলেন। গ্রামের চতুর্দিকে বিশেষ করে দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে বিস্তীর্ণ হাওড় জনসাঁই আর উত্তর-পশ্চিম দিকে গ্রামের গাঁ ঘেঁষে বয়ে গেছে স্রোতস্বিনী ঘোড়াউত্রা নদী। গ্রামের পশ্চিমে গুরুই ইউনিয়ন, উত্তর-পশ্চিমে নিকলী উপজেলা, পূর্বে বিশাল জনসাঁই হাওড়, দক্ষিণে বাজিতপুর উপজেলা। এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ। বিশাল জনসাঁই হাওর জুড়ে ধান-ভুট্টার পাশাপাশি প্রচুর পরিমাণে গবাদিপশু লালন-পালন করে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে মৎস শিকার করে গ্রামের অধিকাংশ মানুষ তাদের সংসার পরিচালনা করে থাকেন। তবে কৃষিক্ষেত্র তেমন লাভজনক না হওয়ায় বিগত কয়েক বছর যাবত এই গ্রামের মানুষ শহরমুখী হয়ে পড়েছে। প্রবাসেও পাড়ি জমিয়েছে অসংখ্য তরুণ।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]ইহা কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলী উপজেলার একটি গ্রাম, একটি ইউনিয়ন। অত্র গ্রামের ৯টি ওয়ার্ডে ০৯ জন সাধারণ ইউপি মেম্বার, ০৩ জন মহিলা মেম্বার এবং ০১ জন চেয়ারম্যান রয়েছেন। পূর্বে ছাতিরচর গ্রামটি গুরুই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছিল।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]ছাতিরচর গ্রামের বর্তমান জনসংখ্যা আনুমানিক ১৬ হাজার। ভোটার সংখ্যা প্রায় ৯ হাজার।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]শিক্ষার হার : ছাতিরচর ইউনিয়নের শিক্ষার হার মোটামুটি সন্তোষজনক। বর্তমানে শিক্ষার হার প্রায় ৬৩%।
শিক্ষা প্রতিষ্ঠান :অত্র ইউনিয়নে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তন্মধ্যে ৩টি মাদরাসাঃ
- ছাতিরচর ইমদাদিয়া দারুল উলুম মাদরাসা।
- ছাতিরচর ইমাম হাসান ওয়াল হোসাইন আলিয়া দাখিল মাদ্রাসা।
- ছাতিরচর ফাতিমাতুজ্জহুরা মহিলা মাদরাসা।
১টি উচ্চ বিদ্যালয় ও ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- উচ্চ বিদ্যালয়।
- ১. ছাতিরচর উচ্চ বিদ্যালয়।
- প্রাথমিক বিদ্যালয়।
- ১.মধ্য ছাতিরচর সাহেব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ২.ছাতিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ৩.দক্ষিণ ছাতিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বেসরকারি এনজিও সংস্থা 'পপি' পরিচালিত ভাসমান বিদ্যালয় ৪ টি।
- কিন্ডারগার্ডেন রয়েছে ১টি।
- ১. ছাতিরচর রিভার ব্যাংক কিন্ডারগার্ডেন।
- এছাড়াও গ্রামের শিক্ষার মান বৃদ্ধির জন্য 'বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছাতিরচর, ছাতিরচর স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম সহ অসংখ্য সামাজিক সংগঠন নিরলস পরিশ্রম করছে।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]এটি নিকলী উপজেলার হাওড়ে অবস্থিত একটি দ্বীপ ইউনিয়ন। এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলেছে ঘোড়াউত্রা নদী। বর্ষায় বা জলমগ্ন অবস্থায় এটি পানিতে ডুবো ডুবো থাকে। এখানে থাকা করস গাছ বা বনগুলোকে তখন সুন্দরবনের মতো মনে হয়। মিনি রাতারগুল নামেও খ্যাতি আছে এর। এই অপরুপ নৈসর্গিক দৃশ্য দেখার জন্যে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ নৌকা নিয়ে ছুটে আসে।[৩]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | বদরুল আমিন চৌধুরী | ২০০৪ থেকে ২০১১ |
০২ | মোঃ হানিফ ইসলাম | ২০১১ থেকে ২০১৬ |
০৩ | মোঃ জামাল উদ্দিন | ২০১৬ থেকে ২০২১ |
০৪ | শামসুজ্জামান চৌধুরী | ২০২১ থেকে বর্তমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ছাতিরচর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "নিকলী উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ web@somoynews.tv। "ঘুরে আসুন নিকলী হাওর"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৬।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |