নোয়াবাদ ইউনিয়ন
নোয়াবাদ ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১১ নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | করিমগঞ্জ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ মোস্তফা কামাল [১] |
আয়তন | |
• মোট | ১১.৬৫ বর্গকিমি (৪.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,৮৫৫ [২] |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৬-৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নোয়াবাদ ইউনিয়ন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান[সম্পাদনা]
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
নোয়াবাদ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নত। এখানে কাঁচা রাস্তা ৩৬ কি.মি. এবং পাকা রাস্তার দৈর্ঘ্য ১২ কি.মি.।[৩] কিশোরগঞ্জ শহর হতে দুইভাবে নোয়াবাদে আসা যায়।
- কিশোরগঞ্জ থেকে চামড়া বন্দরের রোডে বেপারী পাড়া মোড়, বেপারী পাড়া মোড় হতে সোজা ৩ কি.মি. দক্ষিণে আসলেই বোর্ড বাজার যার পাশেই রয়েছে ইউপি ভবন।
- কিশোরগঞ্জ শহর থেকে মরিচখালি রোডে সাদক-খালী চৌরাস্তা মোড় হয়ে সোজা ২ কি.মি. উত্তরেই নোয়াবাদ ইউনিয়ন।[৪]
আয়তন[সম্পাদনা]
নোয়াবাদ ইউনিয়নের মোট আয়তন ৪.৫ বর্গমাইল বা ১১.৬৫ বর্গকিলোমিটার।[৩]
ইতিহাস[সম্পাদনা]
![]() | এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী নোয়াবাদ ইউনিয়নে মোট জনসংখ্যা ৩৫,৮৫৫ জন। তার মধ্যে পুরুষ ১৭,৯০০ ও মহিলা ১১,৯৫৫ জন।[২]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
অত্র ইউনিয়নে মোট ১৩ টি গ্রাম ও মৌজা রয়েছে।[৩]
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
অত্র ইউনিয়নে স্বাক্ষরতার হার ৬৬-৭০% শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এখানে রয়েছে ১ টি উচ্চ বিদ্যালয়, ৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ টি সিনিয়র মাদ্রাসা, ৪৫ টি মক্তব এবং ৫ টি কিন্ডারগার্টেন।[৩]
হাট-বাজার[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ মোস্তফা কামাল। তিনি ২৭/১২/২০২১ তারিখ হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[১]
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
ঈদগাহ[সম্পাদনা]
পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য ইউনিয়নে মোট ১৫ টি ছোট-বড় ঈদগাহ রয়েছে।[৩]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
নোয়াবাদ ইউনিয়নের দর্শনীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:
- হুগলি বিল
- কুমুরিয়া বিল
- ফাডা বিল এবং
- নোয়াবাদ বিল[৩]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
নোয়াবাদ ইউনিয়নে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ১৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। [৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ইউপি চেয়ারম্যান"। নোয়াবাদ ইউপি। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "জনসংখ্যা"। নোয়াবাদ ইউপি। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "একনজরে ইউনিয়ন পরিষদ"। নোয়াবাদ ইউনিয়ন। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা"। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।