হালিমপুর ইউনিয়ন
হালিমপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে হালিমপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৩′০০″ উত্তর ৯০°৫৭′৩০″ পূর্ব / ২৪.২১৬৭° উত্তর ৯০.৯৫৮৩° পূর্বস্থানাঙ্ক: ২৪°১৩′০০″ উত্তর ৯০°৫৭′৩০″ পূর্ব / ২৪.২১৬৭° উত্তর ৯০.৯৫৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | বাজিতপুর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
Halimpur Union বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানাঃ এটি সরারচর ইউনিয়ন থেকে উওরে ২১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এ ইউনিয়নের শেষ সীমানা ইন্দুরদাইর গ্রাম কটিয়াদি উপজেলার পাড়া মন্ডলভোগ গ্রামের সাথে যেয়ে শেষ হয়েছে![সম্পাদনা]
ইতিহাসঃ কালের স্বাক্ষী বহনকারী হালিমপুর মকসুদ রেল স্টেশনের পূর্ব পাশে এক মনোরম পরিবেশে গড়ে উঠা বাজিতপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো হালিমপুর ইউনিয়ন।কাল পরিক্রমায় আজ হালিমপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল![সম্পাদনা]
প্রশাসনিক এলাকাঃ হালিমপুর ১ নং ওয়ার্ড![সম্পাদনা]
আয়তন ও জনসংখ্যাঃ[সম্পাদনা]
আয়তন – ২১ (বর্গ কিঃ মিঃ)।
লোকসংখ্যা-২৪৪০০ (প্রায়)(২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠাণঃ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হালিমপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৮.৮%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ৭টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
দর্শনীয় স্থান সমূহঃ ইন্দুরদাইর দরগাহ বাজার মাজার শরীফ , আশিনল (বড়বাড়ি)জামে মসজিদ,ইত্যাদি।[সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান-কাজল ভুঁইয়া
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুনঃ হালিমপুর ইউনিয়নের[সম্পাদনা]
গ্রামের সংখ্যা – ১৯ টি ।
গ্রাম সমূহের নাম –
১. ডুলিরচর | ১১. বামনগাঁও |
২. ধুবীপাথর | ১২. ছয়পাইকা |
৩. কাশিমনগর | ১৩. ইন্দুরদাইর |
৪. সুজাতপুর | ১৪. কালিকাপুর |
৫. বাগমারা | ১৫. পূর্বকুতুবপুর |
৬. আশিনল | ১৬. পশ্চিমকুতুবপুর |
৭. হালিমপুর | ১৭. নগরভান্ডা |
৮. উলুকান্দি | ১৮. পিপড়াদী |
৯. দড়িছপাইকা | ১৯. সাতবাড়িয়া |
১০. সেকদী |
মৌজার সংখ্যা – ১৫টি ।
হাট/বাজার সংখ্যা -২টি ।(১.ইন্দুরদাইর নতুন বাজার ২. হালিমপুর বাজার)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "হালিমপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- ↑ "বাজিতপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।