আদমপুর ইউনিয়ন, অষ্টগ্রাম
আদমপুর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং আদমপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আদমপুর ইউনিয়ন, অষ্টগ্রামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২০′৪২″ উত্তর ৯১°১৩′২″ পূর্ব / ২৪.৩৪৫০০° উত্তর ৯১.২১৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | অষ্টগ্রাম উপজেলা ![]() |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | জনাব আব্দুল মন্নাফ |
আয়তন | |
• মোট | ৩৮ বর্গকিমি (১৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,২৩০ |
• জনঘনত্ব | ৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আদমপুর ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত। এটি একটি হাওড় এলাকা, আয়তন ৯৩৮৬ একর। এখানে মোট ভোটার সংখ্যা ১৭,৯৯৭ জন। পুরুষ ভোটার ৯৫২২ জন এবং নারী ভোটার ৮৪৭৫ জন। ভোটের সংখ্যায় উপজেলা ২য় সর্বোচ্চ ইউনিয়ন এটি, ( উপজেলার সর্বোচ্চ ভোটার আব্দুল্লাহপুর ২৪০৫০ জন।) এখানে ৭ মাস শুকনা ও ৫ মাস বর্ষার পানি থাকে। এই এলাকার মানুষের আয়ের সবচেয়ে বড় উৎস হলো প্রবাসী রেমিট্যান্স। এবং এই এলাকার অধিকাংশ লোক কৃষক, কৃষি নির্বরশীল। এই ইউনিয়ন বর্ষাকালে এখানকার এক মাত্র যোগাযোগ বাহন নৌকা ও লঞ্চ। এই ইউনিয়ন অষ্টগ্রাম উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিমি দূরে অবস্থিত।[১]
ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]
পশ্চিমে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন, পূর্বে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন, উত্তরে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন, দক্ষিণে লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন।
গ্রামসমূহের তালিকা[সম্পাদনা]
- ১ নং ওয়ার্ড: নূরপুর জামালপুর, চিরুটিয়াহাটি, নালিতাকান্দা।
- ২ নং ওয়ার্ড: নূরপুর বৈরাগীহাটি, উলুকান্দা,
শরফিকান্দা ও বালুচর।
- ৩ নং ওয়ার্ড: আদমপুর, দরগা হাটি, আইনার কান্দি।
- ৪ নং ওয়ার্ড: বরাগীর কান্দি।
- ৫ নং ওয়ার্ড: চিকনার কান্দি, জাবারলুঙ্গা, দক্ষিণ লাউড়া, টুকার কান্দি।
- ৬ নং ওয়ার্ড: নয়াহাটি, কৈরাইল,বড় লাউড়া।
- ৭ নং ওয়ার্ড: ইসলামপুর বাজার হাটি,ইছাপুর বাবুর হাটি- ইছাপুর গোলহাটি, ইছাপুর পশ্চিম হাটি।
- ৮ নং ওয়ার্ড: গৌবিন্দপুর, শীতারামপুর, ইছাপুর, ভাটুরা, ঠাকুর বাড়ী, শারফিনপুর
- ৯ নং ওয়ার্ড: গাজীহাটি, চৌদন্ত, শান্তিপুর, সবুজপাড়া।
জনপ্রতিনিধি[সম্পাদনা]
চেয়ারম্যান | নির্ধারিত মেয়াদকাল | ||
---|---|---|---|
পাঁচ বছর (২০২১-২০২৬) | |||
ওয়ার্ড নং | ওয়ার্ড সদস্য | সংরক্ষিত সদস্য | |
০১ | আব্দুল নূর | ওরোনা বেগম | |
০২ সালাম মিয়া | |||
০৩ মোন্তাজ মিয়া | |||
০৪ | |||
০৫ | |||
০৬ পলাশ মিয়া | |||
০৭ | |||
০৮ | |||
০৯ |
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- উচ্চ বিদ্যালয় - ০১টি, আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয় (স্থাপিত ১৯৬৩)
- সরকারি প্রাথমিক বিদ্যালয় - ৮টি
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় - ৭টি
(০১) টিউলিপ কিন্ডারগার্টেন, বরাগীর কান্দি। (০২) আব্দুল আলী মেমোরিয়াল আদর্শ বিদ্যানিকেতন, বরাগী কান্দি। (০৩) হযরত ফাতেমা (রাদ্বিঃ) সুন্নিয়া এবতেদায়ী মাদ্রাসা, বরাগী কান্দি। (০৪) জে.এ.আদর্শ বিদ্যালয়, নয়াহাটি। (০৫) তোতা মিয়া স্মৃতি কিন্ডারগার্টেন, আদমপুর। (০৬) দি রোজ কিন্ডারগার্টেন, জাবালংঙ্গা। (০৭) সুলতান মেমোরিয়াল স্কুল, নূরপুর নালিতাকান্দা।
- হাফেজী মাদ্রাসা - ০৩টি
(০১) বরাগীর কান্দি হাজি মোন্তাজিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা। (০২) বালুচর হাফেজিয়া মাদ্রাসা। (০৩) ফয়জানে ইমাম আহমদ রেজা (রহঃ) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, ইছাপুর, ইসলামপুর।
- সরকারি অফিস ও প্রতিষ্ঠান
(ক) ইউনিয়ন পরিষদ। (খ) ভূমি অফিস (গ) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। (ঘ)বাংলাদেশ কৃষি ব্যাংক আদমপুর শাখা। (ঙ) আদমপুর শিশু ও মাতৃসদন হাসপাতাল (পরিত্যক্ত)। (চ) ২টি কমিউনিটি ক্লিনিক। (ছ) ডাকঘর একটি (ভায়া হবিগঞ্জ ৩৩০০)। (জ) আদমপুর বাজার নামে ০১টি হাট বাজার আছে। প্রতি বৃহস্পতিবার ও রবিবার হাট জমে।
- জাতিগোষ্ঠী ধর্ম ইসলাম মুসলমান ৯০%। হিন্দু ধর্ম ১০%লোকজন বসবাস করে।
- মসজিদ ৩৩টি। মন্দিন ১টি।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
এই ইউনিয়ন থেকে উপজেলায় যেতে হলে প্রায় ২ ঘণ্টা লাগে। বর্ষাকালে উপজেলায় যেতে হলে নৌকা অথবা লঞ্চে যেতে হয়। ইদানীং উপজেলার কিছু কিছু ইউনিয়নে সাবমার্চ রোড তৈরী হচ্ছে এতে করে শুকনা মৌসুমে মোটর সাইকেলেও যাওয়া যায়। বর্ষাকালে নৌকা, লঞ্চ ভাড়া ৬০-৭৫ টাকা।
ঐতিহাসিক স্থান[সম্পাদনা]
কৈরাইল গ্রামের আখড়া
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "অষ্টগ্রাম উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯।