উইকিপিডিয়া:উইকিপ্রকল্প ইসলাম
ইসলাম প্রবেশদ্বার | ইসলাম কি? | সূচক | উইকিপ্রকল্প | বিষয়শ্রেণী |
উইকিপ্রকল্প ইসলামে আপনাকে স্বাগতম! উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার ইসলাম-বিষয়ক নিবন্ধ বাংলা ভাষায় অনুবাদ, পরিমার্জন ও সম্প্রসারণ করা এবং উইকিপিডিয়ার যথাযথ নীতিমালা অনুসরণ করে বিশ্বকোষীয় শৈলীতে সম্পাদকগণের সম্মিলিত প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে ইসলাম সম্পর্কিত উল্লেখযোগ্য নতুন নিবন্ধ তৈরি ও সম্পাদনা করাই হল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। সাধারণত যেসব সমস্যা , ইসলাম সম্পকিত নিবন্ধগুলোতে প্রভাব ফেলে সেগুলো নিয়ে আলোচনার জন্য এটা সবোত্তম জায়গা । আপনিও এই প্রকল্পে অংশ নিয়ে আমাদের সহযোগী হতে পারেন!
পরিচ্ছেদসমূহ
কার্যপদ্ধতি[সম্পাদনা]
বাংলা ভাষায়[সম্পাদনা]
যেহেতু এটি একটি বিশ্বকোষ, সেকারনে এর লেখাসমূহকে হতে হয় বিশ্বকোষীয় মানের। অনেক বাহুল্য, আবেগসর্বস্ব লেখা চাইলেই নিবন্ধগুলোতে স্থান দেয়া যায়না। উদাহরণস্বরুপ ইসলামিক ফাউণ্ডেশন থেকে প্রকাশিত "ইসলামি বিশ্বকোষ" বা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত "বাংলাপিডিয়া" গ্রন্থদুটির কথা বলা যেতে পারে। ধরে নিতে পারেন, উইকিপিডিয়ার নিবন্ধ কাঠামো অনেকটাই এই গ্রন্থদুটির নিবন্ধ কাঠামোর মত। এমনকি তথ্যসূত্র দেয়ার জন্যও এই গ্রন্থদুটি খুবই উপযুক্ত। আপনি চাইলে এখনই এই গ্রন্থদ্বয়ের ভুক্তি ব্যবহার করে উইকিতে নতুন নতুন নিবন্ধ তৈরী করতে পারেন। যেগুলো রয়েছে সেগুলোকেও সম্প্রসারণ করতে পারেন এবং নিশ্চিত থাকতে পারেন যে কেউই আপনার লেখা মুছে দেবে না।
যে কোন প্রশ্ন/ জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় এখানে করুন।
গ্রন্থঃ ইসলামিক ফাউণ্ডেশন ও এশিয়াটিক সোসাইটি থেকে বেশকিছু গবেষনামূলক প্রামান্যগ্রন্থ বের হয়েছে। "ইসলামি বিশ্বকোষ" ও"সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ" এর ২য় সংস্করণ প্রকাশিত হয়েছে। এদের খন্ডসংখ্যা যথাক্রমে ২৬ ও ২ (দ্বিতীয় সংস্করণের ১১ টি খন্ড বের হয়েছে, মার্চ ২০১৯ পর্যন্ত) । "বাংলাপিডিয়া" এর ২য় সংস্করণ প্রকাশিত হয়েছে ২০১২ সালে এবং এর খন্ডসংখ্যা ১৪।
এছাড়াও " সীরাত বিশ্বকোষ" (১৫ খন্ড), "আল-কুরআনুল কারীম সংক্ষিপ্ত বিশ্বকোষ" (৬ খন্ড), "ফাতাওয়া ও মাসাইল" (৬ খণ্ড), "আল-কুরআনের বিষয়ভিত্তিক আয়াত" (৪ খণ্ড) বা "আল-কুরআনে অর্থনীতি" (২ খন্ড) এর ভূক্তিসমূহ/তথ্যসূত্র ব্যবহার করতে পারেন।
ইংরেজি হতে[সম্পাদনা]
আপনি যদি অনুবাদে মোটামুটি দক্ষ হন সেক্ষেত্রে অবদান রাখতে পারবেন আরও বেশী। কারন ইংরেজি ভাষায় তুলনামূলক বেশী রিসোর্স রয়েছে যা হাতের নাগালে পাওয়াও সহজ। যেমন এই মূহুর্তে ইংরেজি ভাষার উইকিপিডিয়াতে ইসলাম সম্পর্কিত নিবন্ধ রয়েছে "সাতাশ হাজার তিন টি"(২৭০০৩ টি, ৪ অক্টোবর ২০১৯ পর্যন্ত)। আপনি চাইলে এগুলো থেকে, যেকোন অনুচ্ছেদ/ কয়েক লাইন অনুবাদ করে বাংলা উইকিতে লিখতে পারেন। যদি দেখেন যে বাংলা উইকিতে নিবন্ধটি নেই সেক্ষেত্রে নিজেই তৈরী করে ফেলুন এবং দৃড় নিশ্চিত থাকুন যে কেউই আপনার লেখা মুছে দেবে না। আমি আবারও বলছি,নতুন নিবন্ধ অনুবাদ করে তৈরী করে শুধু এক প্যারা লিখেও যদি ফেলে রাখেন তবুও কেউ মুছে দেবে না। শুধু লক্ষ্য রাখবেন যে "তথ্যসূত্র" যুক্ত করা হয়েছে এবং কোন "ইংরেজি ভাষা" রয়ে যায়নি। নিবন্ধ সমাপ্ত করার জন্য যদি কয়েকদিন সময় নিতে চান এবং অন্যকারও হস্তক্ষেপমুক্ত রাখতে চান তাহলে নিবন্ধের শুরুতেই এই কোডটি, {{কাজ চলছে}} লিখে দেবেন।
গ্রন্থঃ অনুরূপভাবে এইসব ইংরেজি গ্রন্থের উপর নির্ভর করতে পারেন। "এনসাইক্লোপিডিয়া অব ইসলাম" ও "এনসাইক্লোপিডিয়া অব কুরআন" ইংরেজি ভাষায় দুটি প্রামান্য বিশ্বকোষ। "ব্রিল পাবলিশার্স" থেকে প্রকাশিত । "এনসাইক্লোপিডিয়া অব ইসলাম", বর্তমানে তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। ২০১৭ সালে ৫ টি খন্ড প্রকাশ করেছে। এটি প্রতি বছরই হালনাগাদ করা হয় এবং পুনঃমূদ্রন চলতেই থাকে। অনলাইন সংস্করনটিও প্রতিবছর হালনাগাদ করা হয়। "এনসাইক্লোপিডিয়া অব কুরআন" এর খন্ডসংখ্যা ৬ (২০০১-২০০৬) । " দ্যা অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড, আরেকটি প্রামান্য বিশ্বকোষ। ২০০৯ সালে প্রকাশিত এ গ্রন্থটির খন্ডসংখ্যা ৬ এবং এটিরও অনলাইন সংস্করন রয়েছে।
ওয়েবসাইটঃ islamic-awareness.org এর নিবন্ধসমূহকে তথ্যসূত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে যেহেতু নিবন্ধগুলো লেখক স্বাক্ষরিত থাকে। যদি এটা নিশ্চিত করতে পারেন প্রনেতার প্রাতিষ্ঠানিক ডিগ্রী (উচ্চশিক্ষা) আছে (পশ্চিমা বা ইসলামি যেটাই হোক) সেক্ষেত্রে লেখক ও উৎস উল্লেখ করে তথ্যসূত্র দেয়া যেতে পারে। সেক্ষেত্রে পরামর্শ হল, লেখকের উল্লেখিত বিষয়টি অনুসন্ধান করা। এতে বিষয়টির একদম মূল উৎস বা প্রাথমিক উৎসও খুঁজে পাওয়া যেতে পারে। তখন মূলটি উল্লেখ করবেন।
iranicaonline.org , "এনসাইক্লোপিডিয়া ইরানিকা" একটি বিশ্বকোষ। এর অনলাইন ও মুদ্রিত দুই সংস্করনই রয়েছে।
টিউটোরিয়াল[সম্পাদনা]
"কিভাবে কি করতে হয়" তা নতুন ব্যবহারকারীরা যাতে সহযে বুঝতে পারে সেজন্য কিছু টিউটোরিয়াল তৈরী করা হয়েছে। প্রথমেই এগুলো দেখে নিন। উইকিপিডিয়া:দৃশ্যমান সম্পাদনা/ব্যবহারকারী নির্দেশিকা ; উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন?,উইকিপিডিয়া:কীভাবে পাতায় উইকিসংযোগ যোগ করবেন?;উইকিপিডিয়া:কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন?;উইকিপিডিয়া:কীভাবে লেখা গাঢ় বা বোল্ড করবেন?;(সবগুলো টিউটোরিয়াল এখানে পাবেন) বিষয়শ্রেণী:উইকিপিডিয়া টিউটোরিয়াল। এছাড়াও এসব স্থান থেকে জানতে পারবেন। সাহায্য:সম্পাদনা ; সাহায্য:সূচী ; উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন
ভিডিও টিউটোরিয়ালঃ এ উদ্দেশ্যে বাংলায় কিছু ভিডিও টিউটরিয়ালও তৈরী করা হয়েছে। সবগুলোই ইউটিউবে দেখে নিতে পারেন। ।
- কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন?
- কীভাবে অনুবাদ করে একটি নতুন নিবন্ধ শুরু করবেন?
- দৃশ্যমান আর উৎস সম্পাদনা আসলে কি?
- কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন?
- কিভাবে ছবি বা লোগো যুক্ত করতে হয়?
- কিভাবে ইনফোবক্স বা তথ্যছক যুক্ত করতে হয়?
সদস্য হওয়ার নিয়ম[সম্পাদনা]
উইকিপ্রকল্প ইসলামে অবদান রাখতে আগ্রহী যে কোন ব্যক্তি নিজস্ব অ্যাকাউন্ট খুলে অথবা বিদ্যমান ব্যবহারকারী হলে পূর্বের একাউন্ট থেকে লগইন করে সদস্য তালিকায় নাম যুক্ত করে উইকিপ্রকল্প ইসলামের সদস্য হতে পারেন এবং ইসলাম সম্পর্কিত সম্পাদনায় উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিজের মুল্যবান অবদান রাখতে পারেন। উইকিপিডিয়ায় নিজস্ব ব্যবহারকারী অ্যাকাউন্টের/আইডি অধিকারী সদস্যগণই তালিকায় নাম যোগ করে প্রকল্পের সদস্য হতে পারবেন। ব্যবহারকারী অ্যাকাউন্ট/আইডি না থাকলে এখানে ক্লিক করে একটি নিজস্ব আইডি তৈরি করে নিন| এরপর সদস্য তালিকায় নিজ নাম যোগ করুন।
সদস্য তালিকা[সম্পাদনা]
প্রদত্ত ইসলাম উইকিপ্রকল্পে অংশ নিতে চাইলে নিম্নের তালিকায় নিজ নাম যোগ করুনঃ
- প্রদীপ্ত দেলোয়ার
- শরীফ উদ্দিন
- মোঃ মাসুম
- মাসুম ইবনে মুসা
- ইকবাল হোসেন
- ফেরদৌস
- আশিক শাওন
- মোহাম্মদ নাবিল
- ইনতেখাব আলম চৌধুরী
- ফয়সল সাইফ
- মুমিনুর রহমান
- সুয়াইব অনিক
- সজিবুর
- নোমান
- মোহাম্মদ মিফতাহুল ইসলাম তালহা
- তানভীর হোসেন
- mmrsafy
- আশিক
- তাহমিদ হোসেন মুবিন
- নূর-ই-জান্নাত এমি
- রেজওয়ান
- Ziyaurr
- Tahmid
- ফারহান খান
- মোঃ রকিবুল হাসান
- আবু সাঈদ
- রিপন
- ছাকিব
- মাহ্ফুজ
- Foysol
- সুমিত রায়
- আ হ ম সাকিব (আলাপ · অবদান · ইমেইল)
- মোঃ ইসমাইল
- রেজা
- দেলোয়ার হোসাইন
- ফুরকান ইবন্ সা'দাদ
- ইফতেখার নাইম
তথ্যসম্ভার[সম্পাদনা]
কিভাবে ভাল উৎস অনুসন্ধান করতে হয়[সম্পাদনা]
সাধারণ টিপস[সম্পাদনা]
- এনসাইক্লোপিডিয়া অব ইসলাম এবং এনসাইক্লোপিডিয়া অব দ্যা কুরআন বিশ্বকোষ দুটি খুবই উত্তম মানসম্পন্ন পাণ্ডিত্যপূর্ণ তথ্যসম্ভার এবং একজন ব্যাক্তি চাইলে প্রায় সবকিছুর তথ্যই এখানে পেতে পারেন । কিন্তু এটা বিনামূল্যে নয় , যদি না কোন একটি প্রতিষ্ঠান আপনাকে সে সুবিধা দেয় ; যাদের এটা ব্যবহারের অ্যাক্সেস সুবিধা রয়েছে ।এনসাইক্লোপিডিয়া ইরানিকা অনলাইন একটি ব্যতিক্রমি বিশ্বকোষ যেখানে ইসলাম প্রাসঙ্গিক অনেক নিবন্ধ রয়েছে , যা পাক্ষিক পর্যালোচনাকৃত এবং জনসাধারণের জন্য মুক্ত , এবং অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে যা অন্যান্য বিশ্বকোষগুলোতে পাওয়া যায় না ।
- এনসাইক্লোপিডিয়া অব ইসলাম এঁর মুখবন্ধ থেকে " ইসলাম একটি বৈশ্বিক প্রপঞ্চ/ব্যাপার , এবং ইসলামকে বোঝা বিশ্বব্যাপী ভাবে একান্ত জরুরী-- সমানভাবে মুসলমান ও অমুসলমান উভয়ের জন্য ।ইসলাম প্রসঙ্গে সবোক্ষেত্রে একটি, প্রবেশযোগ্য নির্ভরযোগ্য, এবং সম্পূর্ণরূপে অবহিত নির্দেশিকার প্রয়োজনীয়তা .... . " । এনসাইক্লোপিডিয়া অব দ্যা কুরআন এবং এনসাইক্লোপিডিয়া অব ইসলাম এঁর তৃতীয় অনলাইন সংস্করণ , ও ।
- books.google.com বা amazon.com এর অনেক বই আপনি বিনামূল্যে (কিন্তু সীমিতভাবে) ব্যবহারের অ্যাক্সেস সুবিধা পেতে পারেন । এছাড়াও আপনি একটি শব্দ দিয়ে অনুসন্ধান করে (যেমন ইসলাম) books.google.com এ ভাল পরিমান বই খুঁজে পেতে পারেন । ইসলামের কিছু খ্যাতনামা পণ্ডিতদের নাম মুখস্থ রাখা উপকারী , তাঁদের অধিকাংশই তালিকাভুক্ত রয়েছে এখানে , ইসলাম শিক্ষা পণ্ডিতদের তালিকা । যেহেতু পাণ্ডিত্যপূর্ণ বই সাধারণত প্রকাশিত হয় "ক বিশ্ববিদ্যালয় " ছাপাখানায়, আপনি উন্নত অনুসন্ধান এর যথাযথ অনুসন্ধান বাক্সে "বিশ্ববিদ্যালয়" ও যোগ করতে পারেন আরও পাণ্ডিত্যপূর্ণ বই পেতে ।
- আপনি যদি অনলাইন লাইব্রেরি ব্যবহারের জন্য মাসিক $ 15 ব্যায়ের সামর্থ্য রাখেন , তাহলে ইসলাম সম্পকিত বইয়ের একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে "কোয়েস্টিয়া" র । আপনার চাহিদার সবকিছুই তাদের রয়েছে তা নয় ; তবে আমাদের মতে , টাকার প্রেক্ষিতে তাদের যথেষ্ট রয়েছে । আপনি যোগদান না করেই লাইব্রেরিটি অনুসন্ধান করতে পারেন ।
- কুরআন শরীফের অনুবাদ গ্রন্থসহ বিভিন্ন ছাপায় পবিত্র কুরআন শরীফ, তাফসীর গ্রন্থ, হাদীস গ্রন্থ, ইসলামী সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান, ইসলাম ও বিজ্ঞান, ইসলামী অর্থনীতি, ইসলামী দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামী আইন, নানা মূল্যবান ও দুষ্প্রাপ্য গ্রন্থে সমৃদ্ধ বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১,২৩,০০০ (এক লক্ষ তেইশ হাজার), পুস্তক ও পুস্তিকা রয়েছে , ( বাংলাদেশে) ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরীতে(অক্টোবর ২০১৫, অনুসারে)। এটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক পাবলিক লাইব্রেরী ।দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও সাময়িকী মিলিয়ে নিয়মিত প্রায় ৫০টি পত্রিকা রাখা হয়। এঁর গবেষণা বিভাগ থেকে প্রকাশিত Scientific Indications in the Holy Qur’an, Muslim Contribution to Science & Technology বই দুটি বিষয়ের উপস্থাপনা ও জ্ঞানের গভীরতায় আমত্মর্জাতিক মানসম্পন্ন এবং অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।৪ তলা বিশিষ্ট লাইব্রেরীর প্রতিটি ফ্লোরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আলাদা আলাদা পাঠকক্ষের ব্যবস্থা রয়েছে । সম্প্রতি, কম্পিউটারের মাধমে যাবতীয় লাইব্রেরী সেবা প্রদানের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ।পাঠক ,গবেষকদের জন্য উন্মুক্ত । লাইব্রেরী থেকে প্রয়োজনে ফটোকপি সার্ভিস দেয়া হয় ।
তাঁরা, যাঁদের আপনি জিজ্ঞাসা করতে পারেন[সম্পাদনা]
দয়া করে দেখুন: ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ উইকিপিডিয়ানরা,
যেখানে আপনি একজন উইকিপিডিয়ান খুঁজে পেতে পারেন , যিঁনি ইসলামিক বিষয় সম্পর্কে আপনার প্রশ্নের সাহায্য/সমাধান দেবেন ।
আপনি যদি ইসলাম সমন্ধে বিশেষজ্ঞ হন , তাহলে উপরের লিংকে গিয়ে নিজের নাম যুক্ত করুন । আর যদি মনে করেন কোন নিবন্ধের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন তাহলে নিবন্ধটিতে নিম্নের ট্যাগ যুক্ত করুন ।
![]() | এই নিবন্ধটি বা অনুচ্ছেদটিতে সংশ্লিষ্ট বিষয়ের একজন বিশেষজ্ঞের অবদান বা সম্পাদনা প্রয়োজন। |
কীভাবে একটি নিবন্ধ তৈরি করা উচিৎ?[সম্পাদনা]
বিস্তারিত পড়ুন:
উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/ইসলাম-সম্পর্কিত নিবন্ধ;
নতুনদের জন্য:কমপক্ষে একটি "প্রাথমিক নিবন্ধ" তৈরী করার জন্য এই ১০ টি সহজ ধাপ অনুসরন করুন ।
খসড়া থেকে শুরু করে কিভাবে " ০ থেকে ৬০ " পর্যন্ত নিয়ে যেতে হয় তা জানতে চান ? এই সমস্ত সাহায্যকারী টিপস্ অনুসরণ করুন ! বর্তমানে রয়ে যাওয়া নিবন্ধের জন্যও এই সমস্ত টিপস্ উপকারী । শিরোনাম লিখুন : এবং "নতুন নিবন্ধ তৈরি করুন" এ ক্লিক করুন ।
- একটি নতুন পাতা তৈরি করুন ।
- উইকিপিডিয়ার নিবন্ধ নামকরণের নীতিমালা অনুসরণ করে উপরের ইনপুট বাক্সটি ব্যবহার করুন অথবা বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ দেখুন ।
- আপনি যে নিবন্ধ শুরু করেছেন তার জন্য একটি রূপরেখা (কাঠামো) তৈরি করুন ।
- বিস্তারিত জানার জন্য সাহায্য:টেমপ্লেট দেখুন এবং টেমপ্লেটে ব্যাবহৃত উইকি মার্কআপ সম্বন্ধে জানার জন্য সাহায্য:সম্পাদনা দেখুন ।
- যথাযথ ইনফোবক্স যুক্ত করুন ।
- সাহায্য দরকার হলে সাহায্য:ইনফোবক্স এর পরামর্শ গ্রহন করুন ।
- নিবন্ধ পাতায় {{প্রবেশদ্বার|ইসলাম}} ও নিবন্ধটির আলাপ পাতায় {{subst:ব্যবহারকারী:Aftabuzzaman/অনুবাদের খাতা}} টেমপ্লেট যুক্ত করুন ।
- আপনার নিবন্ধ টিকে ছবি দ্বারা সম্মৃদ্ধ করুন ; উইকিমিডিয়া কমন্স , ছবিতালিকা বা কোন উইকিপিডিয়ান থেকে নিয়ে।
- যথাযথ বিষয়শ্রেণী যুক্ত করুন ।
- যেহেতু বিষয়শ্রেণী সমূহ নিবন্ধের নিম্নাংশে আন্তঃউইকি সংযোগ তৈরি করে ; তাই আপনার নিবন্ধের প্রতিটি আন্তঃউইকি সংযোগ পর্জালোচনা করুন এবং সমূহ নিবন্ধের নিম্নাংশের বিষয়শ্রেণী সমূহ দেখুন যাতে সবচেয়ে উপযুক্ত বিষয়শ্রেণী তে আপনার নিবন্ধে বসাতে পারেন ।
- এটা নিশ্চিত করুন যে আন্তঃউইকি সংযোগ সমূহ , পাদটীকা এবং বহিঃসংযোগ সমূহ (নন-উইকি ) নিবন্ধের ঠিক যেখানে চেয়েছিলেন ঠিক সেখানেই রেখেছেন ।
- আপনার নিবন্ধের প্রতিটি অকার্জকর আন্তঃউইকি সংযোগ (লাল) এর জন্য ভুক্তির অনুরোধ করুন উইকিপিডিয়া:অনুরোধের খাতা পাতায় অথবা অকার্জকর আন্তঃউইকি সংযোগ এর দুপাশের ডাবল ব্রাকেট মুছে দিন ।
- আপনার নিবন্ধ কে জনসম্মুক্ষে (জনপ্রিয়) আনুন ...
- প্রধান পাতার , আপনি জানেন কি? তে আপনার নিবন্ধ টি ন রাখার জন্য টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি পাতায় আলোচনা করুন ।
- যদি আপনি মনে করেন যে উপরোক্ত ধাপগুলি যথাযতভাবে অনুসরন করেছেন শুধুমাত্র তখনই সম্মিলিত পর্যালোচনা এর জন্য অনুরোধ করুন । সম্মিলিত পর্যালোচনার মাধ্যমে আপনার তৈরি নিবন্ধ প্রধান পাতায় প্রদর্শিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
বিস্তারিত জানতে দেখুন অ্যানিমেটেড টিউটোরিয়াল:
কার্যগোষ্ঠী/টাস্ক ফোর্স ও উপউইকিপ্রকল্প সমূহ[সম্পাদনা]
কার্যগোষ্ঠীসমূহ :
- ধর্মতত্ত্ব কার্যগোষ্ঠী
- . . ..
.... .........
উপউইকিপ্রকল্প সমূহ :
- উইকিপ্রকল্প সুফিবাদ
- . . ...... .........
করণীয় কাজ[সম্পাদনা]
![]() |
|
উইকিপ্রকল্প ইসলামের খোলা কাজগুলি[সম্পাদনা]
[edit ] শীর্ষ অগ্রাধিকার
|
[edit ] আওতা সম্প্রসারণ
|
---|---|
|
|
[edit ] একত্রীকরণ | |
প্রস্তাবিত নিবন্ধের তালিকা/যেসব নিবন্ধ তৈরি করা/ অনুবাদ/ সম্প্রসারন প্রয়োজন (টেমপ্লেট অনুসারে):[সম্পাদনা]
ইংরেজি,আরবি,সহজ ইংরেজি বা অন্য যেকোন ভাষার সংশ্লিষ্ট উইকি নিবন্ধ আপনার নিবন্ধ তৈরিতে সহায়ক হতে পারে|
ইসলাম প্রসঙ্গসমূহ তে যেসব নিবন্ধ নেই (লাল) তা তৈরি / অনুবাদ করুন । বা অন্যগুলো সম্প্রসারন করুন ।[দেখাও] এ ক্লিক করুন ।
![]() ইসলাম বিষয়ক ধারাবাহিক রচনার একটি অংশ আকীদা |
---|
![]() |
|
বারো ইমাম
|
১ আহমাদিয়া, কুতুববাদ ও ওয়াহাবিবাদ সহ ২ আলাওয়ি, আসাসিন ও দ্রুজ সহ ৩ আলেভি, বাক্তাশি, কিযিবাশ ও কালান্দারিয়া সহ ৪ আযারিকা, আজারদি, হারুবিয়া, নাজদাত এবং সুফ্রিয়া সহ ![]() |
"মুহাম্মদ (সাঃ)" এ যেসব নিবন্ধ নেই (লাল) তা তৈরি / অনুবাদ করুন । বা অন্যগুলো সম্প্রসারন করুন ।[দেখাও] এ ক্লিক করুন ।
এই নিবন্ধটি রাজনীতি ধারাবাহিকের একটি অংশ | |||
প্রাথমিক ধারণা | |||
ধারণা | |||
প্রকাশ | |||
|
|||
আন্দোলন | |||
|
|||
মূল গ্রন্থ | |||
রাজনীতি প্রবেশদ্বার | |||
"ইসলামি রাষ্ট্র" এ যেসব নিবন্ধ নেই (লাল) তা তৈরি / অনুবাদ করুন । বা অন্যগুলো সম্প্রসারন করুন ।[দেখাও] এ ক্লিক করুন ।
ইসলাম শিক্ষা |
---|
একটি সিরিজের অংশ |
ফিকহ |
বিজ্ঞান |
শিল্প |
স্থাপত্য |
অন্যান্য বিষয় |
"তাফসীর" এ যেসব নিবন্ধ নেই (লাল) তা তৈরি / অনুবাদ করুন । বা অন্যগুলো সম্প্রসারন করুন ।[দেখাও] এ ক্লিক করুন ।
ইসলামী ধর্মগ্রন্থ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ধারাবাহিক নিবন্ধের অংশ: | ||||||||||||||||||||||||||||||||||||||||||
অন্যান্য হাদিস সংকলন গ্রন্থ
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
"ইসলামে নারীদের পোশাক" এ যেসব নিবন্ধ নেই (লাল) তা তৈরি / অনুবাদ করুন । বা অন্যগুলো সম্প্রসারন করুন ।[দেখাও] এ ক্লিক করুন।
"ইসলামী ধর্মতত্ত্ব" এ যেসব নিবন্ধ নেই (লাল) তা তৈরি / অনুবাদ করুন । বা অন্যগুলো সম্প্রসারন করুন ।[দেখাও] এ ক্লিক করুন।
"প্রথমযুগের ইসলামি আলেম" এ যেসব নিবন্ধ নেই (লাল) তা তৈরি / অনুবাদ করুন । বা অন্যগুলো সম্প্রসারন করুন । টেমপ্লেট:প্রথমযুগের ইসলামি আলেম
নির্বাচিত ছবি[সম্পাদনা]
বায়তুল মোকাররম, বাংলাদেশের কেন্দ্রীয় ও জাতীয় জামে মসজিদ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সদরদপ্তর
ষাট গম্বুজ মসজিদ, বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত প্রাচীন মসজিদ এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত পর্যটন স্থান।
টিপু সুলতান মসজিদ, ১৮৪২ সালে নির্মিত কলকাতার অন্যতম প্রাচীন মসজিদ এবং কলকাতার গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থান।
গিরিশচন্দ্র সেন, ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআন- এর প্রথম বাংলা অনুবাদক, ইসলাম ধর্ম বিষয়ক আরও অনেক গ্রন্থ তিনি অনুবাদ করেন।
কাজী নজরুল ইসলাম, বাংলা ভাষায় উদার ও লৌকিক ইসলামী সাহিত্য ও সঙ্গীত চর্চার পথিকৃৎ।
টেমপ্লেট[সম্পাদনা]
সংশ্লিষ্ট প্রকল্পসমূহ[সম্পাদনা]
কি লিখতে হবে | কি তৈরী হবে | ব্যবহার | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
{{উইকিপ্রকল্প ইসলাম}} |
|
টেমপ্লেটটি উইকিপ্রকল্প ইসলামের একটি নিবন্ধের আলাপ পাতায় সুযোগ মোতাবেক সংযুক্ত করা যেতে পারে। বিস্তারিত আরও তথ্যের জন্য দেখুন মূল্যায়ন বিভাগ। | ||||||||||||||||||
{{প্রবেশদ্বার|ইসলাম}}
|
উইকিপ্রকল্প ইসলাম নিবন্ধের নীচে সুযোগ মোতাবেক ক্যাটাগরি বা বিভাগ তালিকার উপরে ঐচ্ছিক ব্যবহারের জন্য। | |||||||||||||||||||
{{ব্যবহারকারী/উইকিপ্রকল্প ইসলাম}} |
|
উইকিপ্রকল্প ইসলামের সদস্যগণ এটি সরাসরি ব্যবহার করতে পারেন এবং অন্যদের ব্যবহার সম্পর্কে অবহিত করতে পারেন | ||||||||||||||||||
{{ব্যবহারকারী উইকিপ্রকল্প ইসলাম/ইউজারবক্স২}} |
|
উইকিপ্রকল্প ইসলামের সদস্যগণ এটি সরাসরি ব্যবহার করতে পারেন এবং অন্যদের ব্যবহার সম্পর্কে অবহিত করতে পারেন। দ্বিতীয় বিকল্প ইজারবক্স। | ||||||||||||||||||
{{ব্যবহারকারী উইকিপ্রকল্প ইসলাম২}} |
|
উইকিপ্রকল্প ইসলামের সদস্যগণ এটি সরাসরি ব্যবহার করতে পারেন এবং অন্যদের ব্যবহার সম্পর্কে অবহিত করতে পারেন। তৃতীয় বিকল্প ইজারবক্স। | ||||||||||||||||||
{{ব্যবহারকারী ইসলাম সম্পর্কিত}} |
|
ইসলাম সম্পর্কিত নিবন্ধ সম্পাদনা করতে পছন্দ করেন এমন সম্পাদনাকারীদের জন্য এই ইউজারবক্সটি | ||||||||||||||||||
{{উইকিপ্রকল্প ইসলাম-আমন্ত্রণ}} |
|
উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণের জন্য অন্যান্য সম্পাদকদের আমন্ত্রণ জানানোর জন্য |
বিভাগ সমূহ[সম্পাদনা]
ক্লিক "►" বিষয়শ্রেণী:ইসলাম ধর্ম উপ-বিষয়শ্রেণীসমূহ দেখতে |
---|
ক্লিক "►" বিষয়শ্রেণী:উইকিপ্রকল্প ইসলাম উপ-বিষয়শ্রেণীসমূহ দেখতে |
---|
নিবন্ধ সম্পর্কিত[সম্পাদনা]
{{ইসলাম-অসম্পূর্ণ}}
![]() |
ইসলাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
নিবন্ধের মান যাচাই পদ্ধতি[সম্পাদনা]
|