উইকিপিডিয়া:সহজাত পক্ষপাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া:Systemic bias থেকে পুনর্নির্দেশিত)

উইকিপিডিয়াতে কোন বিষয়গুলি স্থান পাবে, কোন নিবন্ধগুলি সৃষ্টি করা যাবে, সৃষ্ট নিবন্ধের ভেতরের বিষয়বস্তু, বর্ণনাভঙ্গি, দৃষ্টিভঙ্গি ও তথ্যসূত্র কীরকম হবে, সে ব্যাপারে উইকিপিডিয়া প্রকল্পটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার লক্ষ্যে নিবেদিত। কিন্তু তা সত্ত্বেও উইকিপিডিয়ার সম্পাদকদের অধিকাংশের মধ্যে বিদ্যমান সাধারণ সামাজিক ও সাংস্কৃতিক চরিত্র উইকিপডিয়াতে এক ধরনের সহজাত, অন্তর্নিহিত বা মজ্জাগত পক্ষপাতের সৃষ্টি করতে পারে, যা ঐ লক্ষ্যের পরিপন্থী হতে পারে এবং এর ফলে উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয় ও দৃষ্টিভঙ্গি যথাযথ ভারসাম্যের সাথে স্থান না-ও পেতে পারে।

এইরূপ সহজাত, অন্তর্নিহিত বা মজ্জাগত পক্ষপাতের কারণে কিছু সংস্কৃতি, কিছু বিষয় ও কিছু দৃষ্টিভঙ্গি উইকিপিডিয়াতে অপর্যাপ্তরূপে উপস্থাপিত হতে পারে। উইকিপিডিয়াতে বিদ্যমান এইরূপ কিছু সহজাত পক্ষপাতের কিছু উদাহরণ হল লৈঙ্গিক পক্ষপাত, বর্ণগত পক্ষপাত, সামাজিক শ্রেণীগত পক্ষপাত, আন্তর্জাল তথা ইন্টারনেটে যেসব ব্যক্তির জন্য সুলভ নয়, কিংবা যেসব ব্যক্তির উইকিপিডিয়া সম্পাদনা করার সময় নেই, তাদের দৃষ্টিভঙ্গিগুলিকে অপর্যাপ্তরূপে উপস্থাপন, ইত্যাদি। এছাড়া যেসব বিষয়ের জন্য আন্তর্জালে নির্ভরযোগ্য উৎস সহজলভ্য নয়, সেগুলিও স্বাভাবিকের তুলনায় অপর্যাপ্তরূপে উপস্থাপিত হতে পারে।