বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:SAKIB REZA PIAL BD

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওহে! আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম।

যদিও সকল উইকি প্রকল্পে আমি SAKIB REZA PIAL BD ব্যবহারকারী নাম ব্যবহার করি, তবে বাস্তব জীবনে আমি "রেজা" নামে পরিচিত। অবসর কাটে বই পড়ে কিংবা উইকিপিডিয়ায়। সময় পেলেই হারিয়ে যাই পাহাড়-জল-জঙ্গল পরিবেষ্টিত অঞ্চলে।

আমি ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকেই বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে সক্রিয়ভাবে সম্পাদনা করে আসছি।আমি বাংলাকে মনের গভির থেকে শ্রদ্ধা করি ও ভালবাসি। বাংলা উইকিপিডিয়া তে আসার প্রধান কারণ বাংলা ভাষার পক্ষে উইকিপিডিয়া তে আমার সামান্য অবদান রাখা। আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা ছাড়াও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্প, যেমন- বাংলা উইকিসংকলন, বাংলা উইকিশনারী, উইকিমিডিয়া কমন্স, উইকিডাটা, মেটা উইকি সহ ইত্যাদিতেও সক্রিয়। পছন্দের জায়গা বাংলাদেশ, ভারত এবং চীন বিষয়াবলী। উইকিপিডিয়ায় অবদান রাখতে সাহায্য করবে এমন যেকোন পরামর্শ আমার আলাপ পাতায় জানাতে পারেন।


আপনাকে ধন্যবাদ :)


বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী একজন মুসলিম
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
এই ব্যবহারকারী একজন প্রকৌশলী
Face-smile
এই ব্যবহারকারী উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির একজন!
ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল