ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৪ |
অধ্যক্ষ | অধ্যাপক এ.এস.এম শফিকুল্লাহ |
শিক্ষার্থী | ৬৪২১ |
অবস্থান | , , ২৩°৫৮′০২″ উত্তর ৯১°০৬′৪৬″ পূর্ব / ২৩.৯৬৭২১১° উত্তর ৯১.১১২৮৪৭° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা, ইংরেজি |
ওয়েবসাইট | bgmc |
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ (সংক্ষেপে বিজিএমসি) ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। ব্রাহ্মণবাড়িয়া সদরে জেলা সদর হাসপাতাল রোডে ২ একর ৮০ শতাংশ জায়গা জুড়ে অবস্থিত এই কলেজটি। ৩১ অক্টোবর ১৯৬৩ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমার প্রশাসক হয়ে আসেন এম এম নূর-উন-নবী চৌধুরী। মেয়েদের উচ্চ শিক্ষার জন্য একটি স্বতন্ত্র কলেজ করার পরিকল্পনা করেন তিনি। ১৬ আগস্ট ১৯৬৪ সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজের বাংলার অধ্যপক প্রয়াত মিন্নাত আলীকে অধ্যক্ষ নিয়োগ করে ১৯৬৪-১৯৬৫ শিক্ষাবর্ষ হতে একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় মডেল গার্লস হাইস্কুলে মর্নিং শিফটের মাধ্যমে পাঁচজন খণ্ডকালীন শিক্ষক দ্বারা বিশজন ছাত্রী নিয়ে ক্লাস শুরু হয়। এভাবেই যাত্রা শুরু হয় মহাবিদ্যালয়টির।[১]
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ এইচএসসি, অনার্স কোর্স, মাস্টার্স এবং ডিগ্রী কোর্স প্রদান করে।[১]
সম্মান কোর্স
[সম্পাদনা]- বাংলা
- ইসলামি ইতিহাস এবং সংস্কৃতি
- দর্শনশাস্ত্র
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- সামাজিক কাজ
- অর্থনীতি
- মনোবিজ্ঞান
মাস্টার্সের ফাইনাল কোর্স
[সম্পাদনা]- বাংলা
- ইসলামি ইতিহাস এবং সংস্কৃতি
- দর্শনশাস্ত্র
- অর্থনীতি
ডিগ্রী (পাস) কোর্স
[সম্পাদনা]- বি. (পাস)
- বি এস এস (পাস)
- বি. এস. (পাস)
- বি বি এস (পাস)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ"। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
- ↑ "১৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ"। দৈনিক শিক্ষা ডটকম। ১ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।