৩০ এপ্রিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(৩০শে এপ্রিল থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

৩০ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২০তম (অধিবর্ষে ১২১তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৪৯২ - স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়।
  • ১৭২৫ - স্পেন চার মৈত্রীশক্তি থেকে সরে যায়।
  • ১৭৮৯ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন।
  • ১৮৩৮ - নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।
  • ১৮৬৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়।
  • ১৮৯৪ - বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৩০ - তৎকালীন সোভিয়েত ইউনিয়ন; ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এর কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয়।
  • ১৯৩৯ - এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়।
  • ১৯৪৫ - চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন।
  • ১৯৭২ - উত্তর ভিয়েতনাম , দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায়।
  • ১৯৭৫ - উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে।
  • ১৯৭৬ - বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৮০ - কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়।
  • ১৯৮২ - পশ্চিমবঙ্গে কলকাতার উপকন্ঠে বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গীর ১৬ সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীর হত্যাকাণ্ড সংগঠিত হয়।
  • ১৯৯১ - বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আঘাত হানা এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ১৩৮,০০০ লোকের প্রাণহানি ও বিপুল সম্পত্তির ক্ষতি হয়।
  • ১৯৯৩ - টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়।
  • ২০০১ - দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইমপিচমেন্টের সম্মুখীন হন।
  • ২০০৫ - নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

  • ০০৬৫ - লুকান, রোমান কবি।
  • ১০৩০ - মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক।
  • ১৮৬৫ - রবার্ট ফিটযরয়, নিউজিল্যান্ড এডমিরাল, আবহাওয়াবিদ ও রাজনীতিবিদ।
  • ১৮৮৩ - এদুয়ার মানে, ফরাসি প্রতিতীবাদী চিত্রকর। (জ. ১৮৩২)
  • ১৯১৫ - সুশীল সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ.১৮৯১)
  • ১৯৩১ - স্যামি উডস, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৬৭)
  • ১৯৪৩ - অটো ইয়েসপার্সেন, ডেনীশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ। (জ. ১৮৬০)
  • ১৯৪৩ - মার্থা বিয়াট্রিস ওয়েব, ইংরেজ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ।
  • ১৯৪৫ - আডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর। (জ. ১৮৮৯)
  • ১৯৪৫ - ইভা ব্রাউন, আডলফ হিটলারের স্ত্রী ও অন্তরঙ্গ সহচর। (জ. ১৯১২)
  • ১৯৫৬ - আলবেন ডব্লিউ. বারক্লেয়, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩৫ তম উপ-রাষ্ট্রপতি।
  • ১৯৬৬ - সিলভিও লাগরেকা, ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক ম্যানেজার। (জ. ১৮৯৫)
  • ১৯৭৪ - অ্যাগনেস মুরহেড, আমেরিকান অভিনেত্রী। (জ. ১৯০০)
  • ১৯৮৩ - জর্জ বালাঞ্চিনে, রাশিয়ান ড্যান্সার ও কোরিওগ্রাফার।
  • ১৯৮৯ - সের্জিও লেওনে, ইতালীয় চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯২৯)
  • ১৯৯৩ - এরিক রোয়ান, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৯০৯)
  • ১৯৯৫ - বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ।(জ.১৯১৩)
  • ২০১৪ - খালেদ চৌধুরী, বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ।(জ.২০/১২/১৯১৯)
  • ২০১৫ - বেন ই কিং, আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
  • ২০১৬ - হ্যারল্ড ওয়াল্টার ক্রোটো, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিজ্ঞানী। (জ. ১৯৩৯)
  • ২০২০ -
    • ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। (জ.০৪/০৯/১৯৫২)
    • চুনী গোস্বামী , প্রবাদপ্রতিম ভারতীয় ফুটবল খেলোয়াড়। (জ.১৫/০১/১৯৩৮)
  • ২০২২ - আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। (জ. ১৫/০১/১৯৩৪)

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]