১৭ এপ্রিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(১৭ই এপ্রিল থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

১৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৭তম (অধিবর্ষে ১০৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন।
  • ১৬২৯ - প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়।
  • ১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।
  • ১৮৩৯ - গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৯৪ - রুশ জননেতা ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের জন্ম।
  • ১৮৯৯ - এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
  • ১৯১৫ - এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়।
  • ১৯২০ - আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।
  • ১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে।
  • ১৯৪৬ - ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়ার স্বাধীনতা লাভ।
  • ১৯৫৩ - কম্বোডিয়া ফরাসীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭১ - কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।
  • ১৯৭৫ - কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান, খেমার রুজ রাজধানী নমপেন থেকে আটক হয়।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]