হাইতি
স্থানাঙ্ক: ১৯°০′ উত্তর ৭২°৪৮′ পশ্চিম / ১৯.০০০° উত্তর ৭২.৮০০° পশ্চিম
Republic of Haiti République d'Haïti Repiblik d Ayiti | |
---|---|
সঙ্গীত: La Dessalinienne | |
![]() | |
রাজধানী | পর্তোপ্রাঁস |
বৃহত্তর শহর | capital |
সরকারি ভাষা | ফরাসি, হাইতীয় ক্রেওল |
জাতীয়তাসূচক বিশেষণ | Haitian |
সরকার | Republic |
জোভেনাল মোইজি | |
জোসেফ সৌথে | |
Formation | |
• as Saint-Domingue | 1697 |
• Independence from France | January 1, 1804 |
আয়তন | |
• মোট | ২৭,৭৫০ বর্গকিলোমিটার (১০,৭১০ বর্গমাইল) (146th) |
• পানি/জল (%) | 0.৭ |
জনসংখ্যা | |
• ২০১৬ আনুমানিক | ১০,৬০৪,০০০[২] (৮৫ তম) |
• ঘনত্ব | ৩৮২ প্রতি বর্গকিলোমিটার (৯৮৯.৪ প্রতি বর্গমাইল) (৩২ তম) |
জিডিপি (পিপিপি) | 2016 আনুমানিক |
• মোট | US$১৯.৩৫৭ বিলিয়ন[৩] |
• মাথাপিছু | US$১,৭৮৪[৩] (153rd) |
জিডিপি (মনোনীত) | ২০১৬ আনুমানিক |
• মোট | US$৮.২৫৯ বিলিয়ন[৩] |
• মাথাপিছু | US$761[৩] |
গিনি (2001) | 59.2 উচ্চ |
এইচডিআই (2005) | ![]() ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · 146th |
মুদ্রা | Gourde (HTG) |
সময় অঞ্চল | ইউটিসি-5 |
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | ইউটিসি-4 |
কলিং কোড | 509 |
হাইতি (ফরাসি: Haïti আইতি, হাইতীয় ক্রেওল: Ayiti) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র (ফরাসি: République d'Haïti রেপ্যুব্লিক দাইতি, হাইতীয় ক্রেওল: Repiblik d Ayiti রেপিব্লিক দাইতি)। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। দ্বীপের বাকী অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত। ১৮০৪ সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। এটিই দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র। হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিল। হাইতির সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান দাসেরা ফরাসি ঔপনিবেশিকদের উৎখাত করলে হাইতি স্বাধীনতা লাভ করে। পর্তোপ্রাঁস দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।
এই পাহাড়ি দেশটি একসময় অরণ্যে আবৃত ছিল। বেশির ভাগ গাছই কেটে ফেলা হয়েছে, যার ফলে মৃত্তিকার ক্ষয় ঘটেছে। পল্লী অঞ্চলে কৃষকেরা পাহাড়ের পাদদেশে ক্ষুদ্রাকার জমিতে চাষবাস করে। অপুষ্টি ও বেকারত্ব হাইতির বড় সমস্যা।
সমগ্র ইতিহাস জুড়ে হাইতির জনগণ দুই ভাগে বিভক্ত। একদিকে আছে ক্ষুদ্র একটি শিক্ষিত অভিজাত শ্রেণী, যারা বেশির ভাগ সম্পদ ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। অন্যদিকে আছে বিশাল নিম্নবিত্ত শ্রেণী যাদের কোন ক্ষমতা নেই। বর্তমানে হাইতি পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ। অনেক হাইতীয় দেশ ছেড়ে চলে গেছেন।
হাইতির রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস দীর্ঘ। দেশটিতে অনেকগুলি স্বৈরশাসক শাসন করেছেন। এদের মধ্যে ফ্রঁসোয়া দুভালিয়ে-র নাম উল্লেখযোগ্য। ২১শ শতকের প্রারম্ভে এসে হাইতি একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়নের চেষ্টা করছে।
ইতিহাস[সম্পাদনা]
রাজনীতি[সম্পাদনা]
প্রশাসনিক অঞ্চলসমূহ[সম্পাদনা]
ভূগোল[সম্পাদনা]
অর্থনীতি[সম্পাদনা]
অর্থ নৈতিক অবস্থা ভালো না
জনসংখ্যা[সম্পাদনা]
সংস্কৃতি[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Article 4 of the Constitution"। Haiti-reference.com। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩।
- ↑ Haiti & The Dominican Republic IMF population estimates
- ↑ ক খ গ ঘ "Haiti"। International Monetary Fund।