বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২১/৫-৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - এপ্রিল মে - আগস্ট সেপ্টেম্বর - ডিসেম্বর
২০০৪/০৫ সবচেয়ে পুরাতন
২০০৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১০ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১১ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১২ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৩ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৪ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৫ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০২০ ১ থেকে ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ -১০ ১১ - ১২
২০২১ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২২ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৩ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৪ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
সংগ্রহশালার সূচিপত্র‎‎

Invitation for Wikipedia Pages Wanting Photos 2021

Hello there,

We are inviting you to participate in Wikipedia Pages Wanting Photos 2021, a global contest scheduled to run from July through August 2021.

Participants will choose among Wikipedia pages without photo images, then add a suitable file from among the many thousands of photos in the Wikimedia Commons, especially those uploaded from thematic contests (Wiki Loves Africa, Wiki Loves Earth, Wiki Loves Folklore, etc.) over the years.

In its first year (2020), 36 Wikimedia communities in 27 countries joined the campaign. Events relating to the campaign included training organized by at least 18 Wikimedia communities in 14 countries.

The campaign resulted in the addition of media files (photos, audios and videos) to more than 90,000 Wikipedia articles in 272 languages.

Wikipedia Pages Wanting Photos (WPWP) offers an ideal task for recruiting and guiding new editors through the steps of adding content to existing pages. Besides individual participation, the WPWP campaign can be used by user groups and chapters to organize editing workshops and edit-a-thons.

The organizing team is looking for a contact person to coordinate WPWP participation at the Wikimedia user group or chapter level (geographically or thematically) or for a language WP. We’d be glad for you to reply to this message, or sign up directly at WPWP Participating Communities.

Please feel free to contact Organizing Team if you have any query.

Kind regards,
Tulsi Bhagat
Communication Manager
Wikipedia Pages Wanting Photos Campaign
Message delivered by MediaWiki message delivery (আলাপ) ০৩:৫৪, ৫ মে ২০২১ (ইউটিসি)

টহলঘর

সুধীগণ, উইকিপিডিয়ায় সম্পাদনাকে সহজতর করার জন্য @SHEIKH ভাই গুরুত্বপূর্ণ কিছু পাতার সংযোগ, কিছু প্রয়োজনীয় টেমপ্লেট ও এগুলোর ব্যবহার, এবং অন্যান্য সরঞ্জামের একটি সংগ্রহ তৈরি করেছেন। common.js পাতায় একটি জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করলে পাতার উপরে কম্পিউটারে প্রস্থান বোতামের ডানপাশে এবং মোবাইলে প্রস্থান বোতামের নিচে টহলঘর নামের একটি বোতাম যুক্ত করে। এটিতে ক্লিক করলে সহজেই তার এই সংগ্রহশালায় আসা যায় এবং যে টেমপ্লেট বা সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন বা যেই বিশেষ পাতায় যাওয়া প্রয়োজন, সেখান থেকে সহজেই যাওয়া যায়, ফলে সময় নষ্ট করে উক্ত টেমপ্লেট বা পাতাটি খুজতে হয় না। তার এই প্রয়াস আমার সম্পাদনায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহায়তা করেছে। যেহেতু নতুন উইকিপিডিয়ানদের প্রথম দিকে বিভিন্ন জিনিস খুজে পেতে অত্যন্ত বেগ পেতে হয় এবং তারা উইকিপিডিয়ার অনেক সরঞ্জাম সম্পর্কে অবগতও থাকেন না, তাই আমার মতে উইকিপিডিয়ায় নতুন ব্যবহারকারীদের জন্য এরকম একটি সংগ্রহশালা তাদের সম্পাদনা করার জন্য খুবই সহায়ক হবে। এই সংগ্রহশালার মাধ্যমে নতুন ব্যবহারকারীরা বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে প্রথম থেকেই অবগত হতে পারবে এবং পুরাতন ব্যবহারকারীরাও সহজে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে পারবে।

তবে এই সংগ্রহশালাটি আপাতত তার ব্যবহারকারী পাতার কয়েকটি উপপাতা হিসেবে রয়েছে। এই সংগ্রহশালাটিকে বাংলা উইকিপিডিয়ায় আরও সহজভাবে ব্যবহারযোগ্য করার জন্য এটিকে উইকিপিডিয়া নামস্থানে স্থানান্তর করে এটিতে কিছু উন্নয়ন সাধন করা যেতে পারে। এবং সম্ভব হলে এটিকে বাংলা উইকিতে একটি গ্যাজেট হিসেবে অন্তরভুক্ত করা যেতে পারে। এটিকে গ্যাজেটের তালিকায় যুক্ত করা হলে স্ক্রিপ্টিংয়ের ঝামেলা ছাড়াই কেবল একটি ক্লিকের মাধ্যমে এটি চালু বা বন্ধ করা যাবে এবং নতুন ব্যবহারকারীরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন। — সাইফুর   🖂 আলাপ ২১:৪০, ৫ মে ২০২১ (ইউটিসি)

  • দৃঢ় সমর্থন। @SHEIKH যারা নতুন সম্পাদনা শুরু করে তাদের প্রায়ই বেগ পেতে হয়, যেহেতু অনেক কিছু কোথায় আছে এবং কিভাবে কাজ করে তা তারা জানে না। আশা করি যারা নতুন সম্পাদনা শুরু করেছেন,তাদের ক্ষেত্রে এই টহলঘর অনেক কাজে আসবে এবং অভিজ্ঞদের ক্ষেত্রেও।আমিও অনেকদিন ধরে এরকম কিছু একটা খুঁজছিলাম,যা নতুন সৃষ্ট পাতাসমূহ সম্পাদনা করতে আমাকে সাহায্য করবে। শেখ ভাইয়ের প্রতি শুভকামনা।Wiki Nahid NHB (আলাপ) ০৪:২৬, ৬ মে ২০২১ (ইউটিসি)
সুধী আপনাদের আগ্রহের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ার প্রশাসক আফতাবুজ্জামান ভাইয়ের সাথে আলোচনা করে উইকিপিডিয়া নামস্থানে উইকিপিডিয়া:টহলঘর নামে একটি পাতা তৈরি করা হয়েছে। কোন পরিবর্তন পরিমার্জন প্রয়োজন হলে করতে পারেন। ধন্যবাদান্তে — SHEIKH (আলাপন) ০৫:৩৩, ৬ মে ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ভাই, ইন্টারফেস প্রশাসক হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। উপরের এটিকে গ্যাজেটের তালিকায় যুক্ত করা হলে স্ক্রিপ্টিংয়ের ঝামেলা ছাড়াই কেবল একটি ক্লিকের মাধ্যমে এটি চালু বা বন্ধ করা যাবে এবং নতুন ব্যবহারকারীরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন। এটি বিবেচনা করার অনুরোধ করছি। ধন্যবাদ — SHEIKH (আলাপন) ০৫:০৩, ৭ মে ২০২১ (ইউটিসি)
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫১, ৮ মে ২০২১ (ইউটিসি)

সাধারণ অ্যাকাউন্ট থেকে স্ক্রিপ্ট পরিচালনা করে সম্পাদনা ও বানান সংশোধন

প্রিয় সবাই, সম্প্রতি দুইটি আলোচনায় () সাধারণ অ্যাকাউন্ট থেকে বট বা স্ক্রিপ্ট ব্যবহার করে স্বয়ংক্রিয় বা আধাস্বয়ংক্রিয় সম্পাদনার বিষয়টি আলোচিত হয়েছে। আমাদের উইকিপিডিয়াসহ সকল উইকিমিডিয়া প্রকল্পেই অনুমোদিত বট অ্যাকাউন্ট ছাড়া এ ধরনের কাজ করা নিষিদ্ধ। বাংলা উইকিপিডিয়ায় খুব কম বট-ই বানান সংশোধন করে (আমি নিজেও বট দিয়ে করতাম এক সময়), এবং এ ক্ষেত্রে ফলস পজেটিভের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় এ ধরনের কাজের হার খুব কম। আমাদের সবাইকে এ বিষয়ে আরও বেশি সচেতন ও হুশিয়ার হওয়া প্রয়োজন। বর্তমান নীতিমালা অনুযায়ী এ ধরনের ক্ষেত্রে অসীম সময়ে বাধাদান করার সুযোগ আছে। এছাড়াও বট পরিচালকদেরও তাদের বটে কার্যক্রম অনুমোদিত কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এধরনের নিয়মকানুনগুলো শুধু বাংলা উইকিপিডিয়াতেই নয়, বরং ভালো ব্যবস্থাপনা রয়েছে এমন সকল উইকি প্রকল্পে চর্চা রয়েছে। আমরা সকলেই বাংলা উইকিপিডিয়ার ভালো চাই, তাই আমাদেরকে এ বিষয়ে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। — তানভির১৬:০৯, ৭ মে ২০২১ (ইউটিসি)

Call for Election Volunteers: 2021 WMF Board elections

Hello all,

Based on an extensive call for feedback earlier this year, the Board of Trustees of the Wikimedia Foundation Board of Trustees announced the plan for the 2021 Board elections. Apart from improving the technicalities of the process, the Board is also keen on improving active participation from communities in the election process. During the last elections, Voter turnout in prior elections was about 10% globally. It was better in communities with volunteer election support. Some of those communities reached over 20% voter turnout. We know we can get more voters to help assess and promote the best candidates, but to do that, we need your help.

We are looking for volunteers to serve as Election Volunteers. Election Volunteers should have a good understanding of their communities. The facilitation team sees Election Volunteers as doing the following:

  • Promote the election and related calls to action in community channels.
  • With the support from facilitators, organize discussions about the election in their communities.
  • Translate “a few” messages for their communities

Check out more details about Election Volunteers and add your name next to the community you will support in this table. We aim to have at least one Election Volunteer, even better if there are two or more sharing the work. If you have any queries, please ping me under this message or email me. Regards, KCVelaga (WMF) ০৫:২১, ১২ মে ২০২১ (ইউটিসি)

উইকিপিডিয়া সম্পাদনা সরঞ্জামগুলির ব্যবহার উপযোগিতা বাড়াতে সহায়তা করুন - গবেষণায় অংশগ্রহণের আহ্বান

সবিনয় নিবেদন,

আপনি যদি স্মার্টফোন থেকে বাংলা উইকিপিডিয়া সম্পাদনা করে থাকেন তাহলে আমরা আপনাকে একটি গবেষণা সেশনে যোগ দিতে এবং নতুন কিছু পরিকল্পনা সম্পর্কে মতামত প্রদানের আমন্ত্রণ জানাতে চাই। অংশগ্রহণের জন্য ভিডিও কলে ব্যবহার উপযোগী পর্যাপ্ত দ্রুত গতির স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ ব্যবহারের অবলম্বন থাকা প্রয়োজন।

অংশগ্রহণের জন্য অনুগ্রহ করে প্রথমে এই সংক্ষিপ্ত ফর্ম পূরণ করুন। আপনার নাম নির্বাচিত হলে অংশগ্রহণের দিন/সময় নির্ধারণ করার জন্য ইমেইল বা ফোন কলের মাধ্যমে আপনার সাথে আমরা যোগাযোগ করব।

শুভেচ্ছান্তে, EAsikingarmager (WMF) (আলাপ) ১৮:৩৬, ১৩ মে ২০২১ (ইউটিসি)

এই সমীক্ষা তৃতীয় পক্ষের সেবার মাধ্যমে পরিচালিত হবে, যাদের এই সেবা প্রদানে অতিরিক্ত শর্ত থাকতে পারে। গোপনীয়তা এবং ডেটা-ব্যবস্থাপনা সম্পর্কিত আরও তথ্যের জন্য অনুগ্রহ করে সমীক্ষার গোপনীয়তার বিবৃতি দেখুন।

গ্রোথ নিউজলেটার #১৮

১৫:২৩, ১৭ মে ২০২১ (ইউটিসি)

কিছু ইংরেজি শব্দের বানান নির্দিষ্টকরণ

সুধীগণ,
বাংলা উইকিতে কিছু ইংরেজি শব্দের একাধিক বানান ব্যবহৃত হচ্ছে। এসব শব্দ মূলত কোনো বস্তু বা প্রতিষ্ঠানের নামের অংশ। আমার প্রস্তাব একাধিক বানান ব্যবহার না করে নির্দিষ্ট একটি বানান ব্যবহার করা। এক্ষেত্রে নিম্নবর্ণিত শব্দসমূহের বানান নির্দিষ্টকরণে সকলকে মতামত দেয়ার অনুরোধ করছি।

  • অ্যান্ড (এন্ড বা এ্যান্ড নয়)
  • অ্যাকাউন্ট (একাউন্ট নয়)
  • অ্যাকাউন্ট্যান্ট (একাউন্টেন্ট নয়)
  • অ্যাসিড (এসিড বা এ্যাসিড নয়)
  • অ্যাসোসিয়েশন (এসোসিয়েশন নয়)
  • ইলেকট্রন (ইলেক্ট্রন নয়)
  • ইলেকট্রনিক (ইলেক্ট্রনিক নয়)

নোট: বাংলাদেশী এবং পশ্চিমবঙ্গীয় প্রতিষ্ঠানগুলোর নামের ক্ষেত্রে এই প্রস্তাব প্রযোজ্য নয়। -- মো. হাসিব আফিফ (আলাপ) ০৭:৪৫, ১৮ মে ২০২১ (ইউটিসি)

@Md. Haseeb Afeef: জ্বী, আপনি যে বানান প্রস্তাব করেছেন, বিদেশি বানানগুলি এভাবেই লেখা উচিত। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৩, ১৮ মে ২০২১ (ইউটিসি)
  • অ্যাসিড বানানের  বিরোধিতা: বাংলাদেশে মাধ্যমিক শ্রেণির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের রসায়ন বইতে এসিড শব্দটি ব্যবহার করা হয়েছে, এবং উচ্চমাধ্যমিক শ্রেণির রসায়ন বইয়ের কয়েকজন জনপ্রিয় লেখক তাদের বইয়েও এসিড শব্দ ব্যবহার করেছেন। এখানে উচ্চারনের ভিত্তিতে "এ" এর পরিবর্তে "অ্যা" প্রস্তাব করা হয়েছে। তবে এ ধ্বনির উচ্চারণ কেবল এর মতোই নয় বরং এটির উচ্চারণ অ্যা এর মতোও হয়। যেমন: এক শব্দের উচ্চারণ হয় অ্যাক, কিন্তু আমরা বানানে এ-ই ব্যবহার করি, অ্যা নয়। যে শব্দের অধিক প্রচলিত বানান রয়েছে, তার অপ্রচলিত বানান ব্যবহারে আমি একমত নই।
এখানের অন্যান্য বানানসমূহে আমার  সমর্থন রয়েছে। এন্ড এর থেকে অ্যান্ড অধিক প্রচলিত, যেমন অ্যান্ড গেট। ইলেক্ট্রন এবং ইলেক্ট্রনিক বানান দুটো আমি সর্বপ্রথম উইকিপিডিয়াতেই দেখেছি। এর পূর্বে এই বানানে কোথাও এবং ট্র একত্রিতভাবে ক্ট্র হিসেবে দেখিনি।

 সমর্থন -- সাইফুর  (আলাপ) ০৪:৩৫, ৩১ মে ২০২১ (ইউটিসি)

@Syfur007: ভাই, আপনার আলাপ পাতায় আপনার প্রশ্নের জবাবে আমি যা বলেছিলাম, সেটাই এখানে আবার বলতে চাই। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম গ্রন্থের ২.২ পরিচ্ছেদে (পৃষ্ঠা ১৮) অনুসারে— বিদেশি শব্দে ক্ষেত্র-অনুযায়ী অ্যা বা ্যা-কার ব্যবহৃত হবে। যেমন: অ্যাকাউন্ট, অ্যান্ড (and), অ্যাসিড, ক্যাসেট, ব্যাংক, ভ্যাট, ম্যানেজার, হ্যাট। অর্থাৎ “অ্যাসিড” বানানটি প্রমিত। “অ্যান্ড” বানানের ক্ষেত্রে আবার কিছু কথা আছে। উদ্ধৃতিতে দেখুন, “অ্যান্ড” শব্দের সাথে ব্র‍্যাকেটে “and” লেখা আছে। অর্থাৎ “এবং” অর্থেই কেবল “অ্যান্ড” হবে, কিন্তু “শেষ বা সমাপ্তি” অর্থে end এর সঠিক প্রতিবর্ণী হবে “এন্ড”। — Meghmollar2017আলাপ০৫:২২, ৩১ মে ২০২১ (ইউটিসি)

ডেস্কটপ উন্নয়ন। একটি নতুন পরিবর্তন!

প্রিয় সবাই!

আগামী কয়েক সপ্তাহের মধ্যে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েব দল বিভিন্ন ভাষার লিঙ্কগুলিকে পার্শ্বদণ্ড থেকে পাতার উপরে একটি বোতামে স্থানান্তর করবে।

এটি এক ভাষার উইকিমিডিয়া প্রকল্প থেকে অন্য ভাষার উইকিমিডিয়া প্রকল্পে যাওয়াকে সহজ করে তুলবে। পূর্বের ভাষার তালিকাটি আর পার্শ্বদণ্ডে প্রদর্শিত হবে না।

আমরা কেন এটি পরিবর্তন করছি

পার্শ্বদণ্ডে থাকা ভাষাগুলির লিঙ্ক খুঁজে পাওয়া কঠিন। এগুলি প্রায়শই পর্দার নিচের কোণে থাকে। ফলে এগুলি ব্যবহার করার জন্য পৃষ্ঠাতে স্ক্রোল করার প্রয়োজন হয়।

এর ফলে, অনেক পাঠক আরও বিভিন্ন ভাষা যে উপলব্ধ রয়েছে সে সম্পর্কে অবগত নন। অন্য কোন ভাষার উইকি থেকে তথ্য খুঁজে পেতে, তাঁদের উইকি থেকে বের হয়ে বাইরের অনুসন্ধান ইঞ্জিন ব্যবহার করতে হয়।

আপনি আন্তঃভাষা সংযোগ স্থানান্তর, ভবিষ্যতের উন্নতি এবং ডেস্কটপ উন্নয়ন প্রকল্প সম্পর্কে আরও জানতে এগুলির পাতায় যেতে পারেন।

গ্যাজেটের সামঞ্জস্য

কিছু গ্যাজেট এবং ব্যবহারকারীর স্ক্রিপ্ট হালনাগাদ করার প্রয়োজন হতে পারে বা অপ্রয়োজনীয় বা অপ্রচলিত হয়ে পড়তে পারে। যারা সামঞ্জস্য বজায় রাখতে চান, আমরা এমন ব্যবহারকারীদের সহায়তা প্রদান করতে ইচ্ছুক রয়েছি।

আপনি জানেন কি…

যে ভাষা দল একটি উন্নত ভাষা নির্বাচক সরঞ্জাম নিয়ে কাজ করছে? এতে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে: নতুন আন্তঃসংযোগ যুক্ত করা, পাশাপাশি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টর থেকে সরাসরি নতুন অনুবাদ শুরু করা।

চলুন একসাথে কাজ করি

ধন্যবাদ! -- SGrabarczuk (WMF) (আলাপ) ১৮:৪৪, ২১ মে ২০২১ (ইউটিসি)

প্রতীক্ষারত :-) —মহাদ্বার আলাপ ১২:১৯, ২৩ মে ২০২১ (ইউটিসি)

বোর্ড অফ ট্রাস্টি নির্বাচন ২০২১

প্রিয় সবাই,

আমি ২০২১ সালের বোর্ড অফ ট্রাস্টি নির্বাচনের একজন নির্বাচনী স্বেচ্ছাসেবক।

আমি আপনাদের বলতে চাই যে ২০২১ সালের বোর্ড অফ ট্রাস্টি নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এবং একজন নির্বাচনী স্বেচ্ছাসেবক হিসাবে, আমার ভূমিকা হল বোর্ড অফ ট্রাস্টি নির্বাচন সম্পর্কে যাতে বাংলাভাষী সম্প্রদায় পুরোপুরি অবগত হন সেই বিষয়টি নিশ্চিত করা।

উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। সম্প্রদায়ের ট্রাস্টি এবং নিযুক্ত ট্রাস্টিরা ট্রাস্টি বোর্ড গঠন করে। প্রতিটি ট্রাস্টি বোর্ড তিন বছরের মেয়াদে কাজ করে। উইকিমিডিয়া সম্প্রদায়ের কাছে সম্প্রদায়ের ট্রাস্টিদের ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ রয়েছে।

বোর্ড অফ ট্রাস্টি নির্বাচনের সম্পূর্ণ সময়রেখা দেখুন।

উইকিমিডিয়া প্রকল্পের অবদানকারীরা ২০২১ সালের বোর্ড নির্বাচনে চারটি আসন পূরণের জন্য ভোট দেবেন। এখানে একটি দল হিসাবে বোর্ডের প্রতিনিধিত্ব, বৈচিত্র্য এবং দক্ষতা উন্নত করার একটি সুযোগ রয়েছে। এই নির্বাচন চালিয়ে নেওয়ার জন্য সম্প্রদায়ের আগ্রহী প্রার্থীদের অংশ নেওয়া প্রয়োজন।

আপনি যদি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী না হন, তাহলেও আপনি এই নির্বাচনে ভোট দিয়ে অংশ নিতে পারেন। আসুন আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে এই নির্বাচনে অংশ নিয়ে অংশগ্রহণকারী ভোটারদের সংখ্যা বৃদ্ধি করি।

নির্বাচন সম্পর্কিত যেকোন প্রশ্ন নির্দ্বিধায় করুন
—শাকিল হোসেন আলাপ ২১:৩৭, ২৩ মে ২০২১ (ইউটিসি)

নমস্কার। আমাদের সম্প্রদায় থেকে আমিও আছি একজন নির্বাচনী স্বেচ্ছাসেবক। নির্বাচন সম্পর্কিত যে কোন প্রশ্নের জন্য আমাকে জানাতে পারেন। আশা করি আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলব।
Nettime Sujata (আলাপ) ০৫:২৬, ২৫ মে ২০২১ (ইউটিসি)

ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তি কোথায় করবো?? - মোহাম্মদ হাসান (আলাপ) ১১:৫১, ২ জুন ২০২১ (ইউটিসি)
@মোহাম্মদ হাসানুর রশিদ: ভোটার হিসাবে আপনার কোন‌ জায়গায় নাম অন্তর্ভুক্তি করার প্রয়োজন হবে না। ভোট দিতে যোগ্য হওয়ার জন্য একটি নূন্যতম মানদন্ড রয়েছে, নির্বাচন কমিটি নূন্যতম মানদণ্ড নির্ধারণ করে। তারা ২০২১ সালের নির্বাচনের নূন্যতম মানদণ্ড এখনো নিশ্চিত করেনি। মানদণ্ডগুলি পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে না যদিও সেগুলি অনেক বছর ধরে ব্যবহৃত হচ্ছে। ২০১৭ সালে যোগ্য হওয়ার নূন্যতম মানদণ্ড ছিল:
  • একাধিক প্রকল্পে অবরুদ্ধ নয়;
  • কোন বট অ্যাকাউন্ট নয়;
  • সকল উইকি জুড়ে কমপক্ষে ৩০০ সম্পাদনা করেছেন;
  • নির্বাচনের সময়কালের ছয় মাস আগে কমপক্ষে ২০ টি সম্পাদনা করেছেন।
অন্যান্য গ্রুপের জন্য ভিন্ন মানদণ্ড প্রযোজ্য হতে পারে (যেমন ডেভেলপার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মী)। এই তালিকা অনুসারে বাংলা উইকিপিডিয়ার ১৬৫ জন‌ ব্যবহারকারী ভোট দিতে পারবেন। আরও কিছু সাধারণ প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাবে, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৬:৩৪, ২ জুন ২০২১ (ইউটিসি)
Wikimedia Foundation elections/2021/Election Volunteers/Communication Guide এর বাংলা অনুবাদ করেছি কিন্তু পাতা তৈরি করে সংযোগ দিতে পারিনি। একটু সাহায্য করুন। -- Nettime Sujata (আলাপ) ০৬:৫৫, ৬ জুন ২০২১ (ইউটিসি)
@Nettime Sujata: কিরকম সংযোগ? বুঝতে পারিনি —শাকিল হোসেন আলাপ ১৪:২১, ৭ জুন ২০২১ (ইউটিসি)
আপনি করে দিয়েছেন যেটা ওটাই আমি করতে পারিনি। অনুবাদ করার পর পাতাটা আলাদা করে দেখতে পাচ্ছিলাম না। এখন দেখা যাচ্ছে। -- Nettime Sujata (আলাপ) ১৪:৩৬, ৭ জুন ২০২১ (ইউটিসি)

উইকিপিডিয়ানদের অনলাইন নিরাপত্তা ও তথ্যগত সুরক্ষা সংক্রান্ত আলোচনা সভা

সুধী,

উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পের বিভিন্ন ওয়েবসাইটগুলোর অনলাইন কার্যক্রমে বিভিন্ন বার্তা আদান-প্রদান ও আদান-প্রদানকৃত তথ্যের নিরাপত্তা বৃদ্ধি ও এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক একটি আলোচনাসভা আয়োজন করা হয়েছে। মূলত এ সংক্রান্ত নিরাপত্তা ও তদসংক্রান্ত ঝুঁকির বিভিন্ন দিক নিয়ে আলোচনাই এই সভার উদ্দেশ্য।

আলোচনাসভাটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে ২০২১ তারিখ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ – ৮:৩০ পর্যন্ত (আপনার সময় অঞ্চলে সময়টি দেখুন)।

আলোচনাসভায় অংশ নিতে চাইলে অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন (আবশ্যক):
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMeQM3agMonxcSeeOjFpXdJmvzF7k5v5NfB02al78sxA0IMQ/viewform (গুগল ফর্ম)

ফর্মটি পূরণ করার সময় অনুগ্রহ করে আপনি নিয়মিত ব্যবহার করেন এমন একটি ই-মেইল ঠিকানা দিন, কারণ আলোচনা সভা শুরুর আগের দিন জুম মিটিং লিংকটি ই-মেইলে পাঠানো হবে।

এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশ উইকির পাতায় একটি কার্যক্রম পাতাও তৈরি করা হয়েছে। ফর্ম পূরণের পাশাপাশি আপনি সেখানেও আপনার নাম যোগ করতে পারেন।

আশা করি আপনারা অংশ নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

শুভকামনাসহ,

তানভির১২:০৬, ২৪ মে ২০২১ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ায় WPWP2021 আয়োজন প্রসঙ্গে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সুপ্রিয় সুধী,

বিশ্বের বিভিন্ন ভাষার উইকিপিডিয়াগুলোর চিত্রবিহীন নিবন্ধগুলোয় চিত্র সংযোজনের মাধ্যমে মানোন্নয়নের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ায়ও এই প্রতিযোগিতাটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রতিযোগিতায় সকলেই অংশগ্রহণ করতে পারবেন, তবে আলাদাভাবে একেবারেই নবীণ সম্পাদক কিংবা যেসব সম্পাদক কিছুদিন কাজ করার পর আর বাংলা উইকিপিডিয়ায় কাজ করেননি, তাঁদের ভেতর নতুন করে উইকিপিডিয়া নিয়ে আগ্রহ তৈরি করার যায় কিনা সে চেষ্টা থাকবে।

এই পাতার সরঞ্জামসমূহ ব্যবহার করে এই প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় চিত্রবিহীন নিবন্ধ ও সংশ্লিষ্ট চিত্র খুঁজে নেয়া যাবে। উদাহরণস্বরূপ বিষয়শ্রেণী:ইসলামি স্থাপত্য এর চিত্রবিহীন নিবন্ধগুলোর একটি তালিকা এখানে পেতে পারেন, যার জন্য আপনাকে ‘’Language’’ অংশে ‘’bn’’, ‘’Categories’’ অংশে ‘’ইসলামি স্থাপত্য’’ লিখে ‘’Page properties’’ অংশের ‘’Lead image’’ এ ‘’No’’ নির্বাচন করে ‘’Do it!’’ এ ক্লিক করতে হবে। আয়োজনটি সফল করবার জন্য আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতা কাম্য।

আপনারা যদি কেউ সরাসরি স্থানীয় আয়োজক দলের সদস্য হিসেবে কাজ করতে চান, তবে এই বার্তার নিচে ‘’’মতামত’’’ অংশে জানান। আমি এবং আমার সহযোগী হিসেবে যারা এই আয়োজন বাংলা উইকিপিডিয়ায় করবার পরিকল্পনা করছি, আমরা প্রত্যেকেই কোভিড মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে মারাত্মক কঠিন সময় পার করছি। তার ভেতরেও এবার আয়োজন করতে না পারলে একবছর বাংলা উইকিতে এই আয়োজন হবেনা, এই ভাবনা এবং শুধুই ভালোবাসা থেকে সাধ্যমতো আয়োজনটি এগিয়ে নেবার চেষ্টা করছি। কাজেই আপনাদের প্রত্যেকেরই আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের হয়তো থমকে যেতে হতে পারে। তাছাড়া আমাদের কিছু বিষয়শ্রেণীর তালিকা তৈরি করতে হবে, যেগুলোর চিত্রবিহীন নিবন্ধগুলোয় প্রতিযোগীরা চিত্র সংযোজন করবে। আপনাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়শ্রেণী যুক্ত করার পরামর্শ থাকে, তাহলেও নিচের ‘’’মতামত’’’ অংশে জানান। তাছাড়া এই প্রতিযোগিতাটির বাংলা নাম কি হতে পারে, সে বিষয়েও পরামর্শ কাম্য।- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৪:২২, ২৬ মে ২০২১ (ইউটিসি)

মতামত

  • নাম: “উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১” দেয়া যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৯, ২৬ মে ২০২১ (ইউটিসি)
  • নামের বিষয়ে আমি আফতাব ভাইয়ের সঙ্গে একমত। তবে "উইকিপিডিয়ার পাতায়" না লিখে "উইকিপিডিয়ার নিবন্ধে" লেখা যেতে পারে (মূলত নিবন্ধগুলোতেই তো চিত্র যুক্ত করা হবে)। আর হ্যাঁ, স্থানীয় আয়োজক হিসেবে আপনাকে সাহায্য করতে পারলে ব্যাপারটা মন্দ হয় না! হীরক রাজা ০০:৫২, ২৭ মে ২০২১ (ইউটিসি)
আফতাবুজ্জামান ভাইয়া এবং হীরক রাজা ভাইয়া, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। সবাই নামের ব্যাপারে কি মত দেয় দেখি; তার আগ পর্যন্ত নাহয় "উইকিপিডিয়া নিবন্ধে চিত্র যোগ ২০২১" ব্যবহার করে একবার এগোই। আর আয়োজক দলে থাকার বিষয়ে আমি হীরক রাজা ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৯:৫৮, ২৭ মে ২০২১ (ইউটিসি)
অসংখ্য ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। আপনাকে ব্যক্তিগতভাবে কাজ বুঝিয়ে দিচ্ছি। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৯:৫৮, ২৭ মে ২০২১ (ইউটিসি)
অসংখ্য ধন্যবাদ আদিভাই। আপনি তো এখন "আসমানের তেরা" হয়ে গেছেন! আপনাকে কি আয়োজক দলে পাচ্ছি তাহলে? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৪৯, ২৮ মে ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ, ইফতেখার নাইম ভাই। আমিও একমত আপনার সাথে। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৪৯, ২৮ মে ২০২১ (ইউটিসি)
অসংখ্য ধন্যবাদ, মো. হাসিব আফিফ। এখনো প্রতিযোগিতার পাতা তৈরি করা হয়নি। তৈরি করা হলে অনউইকি সকল যোগাযোগ করা যাবে সমন্বয়ের জন্য। আপাতত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম আর মেইল ব্যবহার করছি। আপনার আগ্রহের জন্য আবারও ধন্যবাদ। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০৭, ৩০ মে ২০২১ (ইউটিসি)
অসংখ্য ধন্যবাদ, সাইফুর, MS Sakib এবং হাসানুর রশিদ আপনাদের তিনজনকেই। আপনারা আশাতীত আন্তরিকতা দেখিয়েছেন, আমি অভিভূত। এখনো প্রতিযোগিতাটির পাতা তৈরি করা হয়নি। হলে সেটির আলাপেই আমরা আয়োজক দলের সমন্বয়ের কাজ করবো। তার আগে আমি চেষ্টা করবো আপনাদের কাছে নিরদেশনা পৌঁছে দিতে। আবারও অসংখ্য ধন্যবাদ। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০০, ২ জুন ২০২১ (ইউটিসি)
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

চালু হলো "একটি লিঙ্ক যুক্ত করুন"

প্রিয় সবাই,

আনন্দের সাথে জানাতে চাই যে বাংলা উইকিপিডিয়ায় নবাগতদের নীড়পাতায় "একটি লিঙ্ক যুক্ত করুন" সুবিধাটি চালু হয়েছে। আপনারা জানেন যে নবাগতদের জন্য সহজ একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে গ্রোথ দলের নবাগতদের নীড়পাতা কয়েক মাস আগে বাংলা উইকিপিডিয়ায় চালু হয়েছিল। এখন থেকে নতুন যুক্ত সুবিধাটির দ্বারা নীড়পাতার মাধ্যমে নিবন্ধে উইকি সংযোগ স্থাপন সহজতর রূপ লাভ করবে। "একটি লিঙ্ক যুক্ত করুন" কাজের মাধ্যমে যন্ত্র কর্তৃক পরামর্শ দেয়া হবে যে কোন শব্দ/শব্দগুচ্ছ অন্য নিবন্ধের সাথে লিঙ্ক করা যেতে পারে। অবদানকারীরা ঐ পরামর্শটি সঠিক হলে গ্রহণ করতে পারেন, ভুল মনে করলে গ্রহণ না করতে পারেন, কিংবা নিশ্চিত না হলে এড়িয়েও যেতে পারবেন। নবাগতরা যেন সহজে ধাপে ধাপে উইকিপিডিয়ায় অবদান রাখতে পারে, সে ব্যাপারে সহায়তার জন্য কাঠামোবদ্ধ কাজগুলোর মধ্যে নতুন সংযুক্তি এই "একটি লিঙ্ক যুক্ত করুন"।

এখন থেকে নতুন তৈরি অ্যাকাউন্টের ৪০% ক্ষেত্রে "একটি লিঙ্ক যুক্ত করুন" বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, ২০% ক্ষেত্রে গ্রোথ দলের বৈশিষ্ট্যাবলী প্রযুক্ত হবে না, এবং বাকি ৪০% ক্ষেত্রে পূর্বের মত সাধারণ নীড়পাতা থাকবে ― নতুন বৈশিষ্ট্যটি সেখানে কার্যকর হবে না। এর মাধ্যমে জানা সম্ভব হবে যে এই বৈশিষ্ট্যাবলী আসলেই কতটা কার্যকর, এবং এর মাধ্যমে ভবিষ্যতে নবাগতদের জন্য যথাযথ সুবিধা নির্মাণ সম্ভব হবে। পূর্বের সকল অবদানকারী, যারা নবাগতদের নীড়পাতা চালু করেছেন, তারা এই সুবিধাটি পাবেন। নবাগতদের নীড়পাতা যুক্ত করা যাবে এরূপে: আমার পছন্দ>ব্যবহারকারীর প্রোফাইল>নবাগতদের নীড়পাতা (সবার শেষে) বাক্সে টিকচিহ্ন প্রদানের মাধ্যমে।

বাংলা উইকিপিডিয়ার অবদানকারীদেরকে নিজ নিজ নীড়পাতায় গিয়ে "সম্পাদনার ধরন" থেকে নিবন্ধের মাঝে লিঙ্ক যুক্ত করুন নির্বাচন করে নতুন এ বৈশিষ্ট্যটি পরখ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ বৈশিষ্ট্য সম্পর্কে যেকোনো প্রশ্ন, ভাবনা, সমস্যা জানানোর জন্য অনুরোধ করছি। আপনাদের মতামতের মাধ্যমে এই বৈশিষ্ট্যটিকে আরো কার্যকর ও নিখুঁত করে তোলা সম্ভব হবে। ― Ankan (WMF) (আলাপ) ০৯:১৫, ২৮ মে ২০২১ (ইউটিসি)

মন্তব্য

জরুরি

@আফতাবুজ্জামান, রামিশা তাবাস্সুম, Aishik Rehman, এবং Sumita Roy Dutta: বাংলাদেশে কি অ্যামাজন পে চলে? আমার ঠিক ধারণা নেই। উদ্যোক্তারা জানতে চেয়েছেন। Nettime Sujata (আলাপ) ০৪:২৭, ২৯ মে ২০২১ (ইউটিসি)

@Nettime Sujata: দিদি, অ্যামাজন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম পরিচালনা করে না। — Meghmollar2017আলাপ০৫:১৯, ২৯ মে ২০২১ (ইউটিসি)
@Nettime Sujata আমি অ্যামাজনের কথা বলেছিলাম, যদিও বাংলাদেশে অফিসিয়ালি অ্যামাজন কাজ করে না। সম্প্রতি, আমাকে মেইল করে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশে জুম পে কাজ করে কিনা। জুম পে-এর অফিসিয়াল সাইটে দেখলাম তারা বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের সাথে কাজ করে। কিন্তু বিষয়টাতে আমি পরিষ্কার না, তাই মেইলটির উত্তর দিই নি এখনো। বাংলাদেশ থেকে কোনটি সিলেক্ট করব তা নিয়ে বেশ ঝামেলাতেই পড়লাম দেখছি! -- হীরক রাজা ১৭:২২, ২৯ মে ২০২১ (ইউটিসি)
@Aishik Rehman: হ্যাঁ, পেপ্যালের জুম পে বাংলাদেশে কাজ করে। ব্যক্তিগতভাবে ব্যবহারের সুযোগ হয়েছিলো —শাকিল হোসেন আলাপ ১৭:৩২, ২৯ মে ২০২১ (ইউটিসি)

@রামিশা তাবাস্সুম এবং Aishik Rehman: আপনারা গুগল ফর্মে লিখে দিয়েছিলেন কি যে বাংলাদেশে আপনাদের কি কুপন পেলে সুবিধা হয়? লিখে দিলেও এখানে আর একবার দয়া করে লিখে দিন, একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং হাতে আর মাত্র এক/দুদিন সময় আছে। Nettime Sujata (আলাপ) ০৮:১২, ২৯ মে ২০২১ (ইউটিসি)

@Meghmollar2017: বাংলাদেশের সব থেকে ভাল অনলাইন ভাউচারের সুবিধা কোনটি? --সুমিতা রায় দত্ত (আলাপ) ১০:১৪, ২৯ মে ২০২১ (ইউটিসি)
@Sumita Roy Dutta: ক্রসবর্ডার পেমেন্ট সিস্টেমের উপর আমার ধারণা কম। হয়তো @ANKAN: ভাইয়া সাহায্য করতে পারবেন। — Meghmollar2017আলাপ১৩:১৭, ২৯ মে ২০২১ (ইউটিসি)
  • @Sumita Roy Dutta: দিদি দারাজ (Daraz) ভালো হবে মনেহয়। কেননা অমর একুশে যারা পর্যালোচক ছিলাম তাদের দারাজ থেকেই ভাউচার দেওয়া হয়েছিল। তবে বইয়ের জন্য রকমারি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য আজকের ডিল বা ইভ্যালি বেছে নিতে পারেন৷ — ইফতেখার নাইম (আলাপ) ১৩:৫০, ২৯ মে ২০২১ (ইউটিসি)
ব্যক্তিগতভাবে দারাজ (নানাবিধ পণ্য), রকমারি (মূলত বই) ব্যবহার করেছি, এবং তাদের সেবার তুলনামূলক কম সমালোচনা দেখতে পেয়েছি। অন্য অনেক সার্ভিস ইদানিংকালে দেখতে পাওয়া যায়, তাদের কারো কারো সেবা সম্পর্কে ভালো কথা শুনিনি, আবার কারো কারো সম্পর্কে ধারণা নেই। ― অংকন (আলাপ) ১৪:৩২, ২৯ মে ২০২১ (ইউটিসি)
@Nettime Sujataদিদি,আমি গুগল ফর্মে রকমারি ডট কমের কথা লিখেছি।রামিশা তাবাস্সুম (আলাপ) ০৭:৪৪, ৩০ মে ২০২১ (ইউটিসি)
@Sumita Roy Dutta এবং @Nettime Sujata , আমি মেইলে জানিয়েছি যদিও তারপরেও এখানে বলছি, আমার জন্য জুম পে বাছাই করা যেতে পারে!! হীরক রাজা ১৮:১৬, ৩১ মে ২০২১ (ইউটিসি)
@Nettime Sujata এবং @Sumita Roy Dutta, আরেকটা প্রশ্ন- স্থানীয়ভাবে যে পুরস্কার দেওয়ার কথা সেটা কি আপনারা আলাদাভবে দেখবেন নাকি ওটার সঙ্গেই হবে? হীরক রাজা ১৮:১৮, ৩১ মে ২০২১ (ইউটিসি)
ওনারা সম্ভবত দারাজ দেবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। দুটো পুরস্কারের দুটো আলাদা আলাদা কুপন আসার কথা। স্থানীয়ভাবেও আমাদের হাতে কিছুই নেই। -- Nettime Sujata (আলাপ) ০৫:১৩, ১ জুন ২০২১ (ইউটিসি)

Psychiatric survivors movement অনুবাদ

Psychiatric survivors movement প্রবন্ধের অনুবাদ চাই ৷ RIT RAJARSHI (আলাপ) ০৪:৫০, ৩০ মে ২০২১ (ইউটিসি)

"মনোরোগ ভুক্তভোগী আন্দোলন" দেয়া যেতে পারে। আরো ভালো কিছু একটা আমার মাথায় ঘুরছে, কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছেনা মাথা থেকে (হাসির ইমোজি)। বেরোলেই জানাবো। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:১১, ৩০ মে ২০২১ (ইউটিসি)
মনঃস্তাত্বিক জীবনযুদ্ধ/জীবনযোদ্ধাদের/অস্তিত্বযুদ্ধের/অস্তিত্বযোদ্ধাদের/অস্তিত্বধারণের/অস্তিত্বধারীদের/অস্তিত্বরক্ষার/অস্তিত্বরক্ষাকারীদের/উত্তরজীবীদের/উদ্বর্তীদের আন্দোলন। 103.230.106.9 (আলাপ) ০৯:৪০, ১ জুন ২০২১ (ইউটিসি)
RIT RAJARSHI, বাংলা উইকিপিডিয়ায় কাজ করার মত যথেষ্ট লোকজন নেই যেমনটা ইংরেজি উইকিপিডিয়ায় আছে। জটিল বিষয়বস্তুর নিবন্ধ নিয়ে এই অবস্থা তো আরো খারাপ। আপনাকে ইংরেজি উইকিপিডিয়াতে কাজ করতে দেখছি, বাংলা উইকিপিডিয়াতেও কাজ করতে আপনাকে স্বাগত জানাই। উক্ত নিবন্ধটি "মনোরোগ ভুক্তভোগী আন্দোলন" বা আরও উপযুক্ত নামে অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)

@আফতাবুজ্জামান: ধন্যবাদ RIT RAJARSHI (আলাপ) ০১:৪৯, ৮ জুন ২০২১ (ইউটিসি)

ইলয়াস (আ।) এর নিবন্ধ

ইলয়াস (আ.) এর জীবনী লেখা হয়েছে। পোস্ট দেন। — মো. মাহমুদুল আলম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@মো. মাহমুদুল আলম: আপনি পোস্ট দেওয়া বলতে কি বোঝাচ্ছেন বিষয়টি স্পষ্ট নয়। দেখতে পাচ্ছি, আপনি লেখাটি ইতিমধ্যে ইলিয়াস (আঃ) শিরোনামে প্রকাশ করেছেন —শাকিল হোসেন আলাপ ১৬:৩৬, ১ জুন ২০২১ (ইউটিসি)

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথনের প্রস্তাব

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুধী, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে ৫ জুন দিনব্যাপী একটি অনলাইন এডিটাথন করলে কেমন হয়? যেখানে বাংলাদেশের সাপের তালিকা থেকে নিবন্ধ তৈরি করা হবে। আপনাদের মতামত জানান।--Dolon Prova (আলাপ) ১৭:২০, ১ জুন ২০২১ (ইউটিসি)

সমর্থন

  1.  সমর্থন - করা যায় —শাকিল হোসেন আলাপ ১৭:২৪, ১ জুন ২০২১ (ইউটিসি)
  2.  সমর্থন ~ নাহিয়ান আলাপ ১৭:৩৩, ১ জুন ২০২১ (ইউটিসি)
  3.  সমর্থন ~ নজরুল ইসলাম নাহিদ মজুমদার আলাপ ১৭:৩৩, ১ জুন ২০২১ (ইউটিসি)
  4.  সমর্থন। ≈ MS Sakib  «আলাপ» ১৮:৫০, ১ জুন ২০২১ (ইউটিসি)
  5.  সমর্থনরিয়াজ (আলাপ) ১৯:১৭, ১ জুন ২০২১ (ইউটিসি)
  6.  সমর্থন ~ তন্ময় (আলাপ) ০১:৪৬, ২ জুন ২০২১ (ইউটিসি)
  7. দৃঢ় সমর্থন -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ০২:৪৮, ২ জুন ২০২১ (ইউটিসি)
  8.  সমর্থনমোহাম্মদ হাসান (আলাপ) ১১:৩৭, ২ জুন ২০২১ (ইউটিসি)
  9.  সমর্থনMeghmollar2017আলাপ০৫:৫৪, ২ জুন ২০২১ (ইউটিসি)
  10.  সমর্থনগোলা মুকি(আলাপ)০৬:১৮, ২ জুন ২০২১ (ইউটিসি)
  11.  সমর্থন। ভালো প্রস্তাব। আমি নিয়ম সম্পর্কে অবগত না তাই আগেভাগেই ব্যক্তিগত মত জানাচ্ছি। নতুন নিবন্ধ তৈরির তালিকা করা হলে সম্পূর্ণ (বা উল্লেখযোগ্য পরিমাণে মানসম্মত) নিবন্ধ তৈরির ব্যাপারে উৎসাহিত করার মত করে নিয়ম তৈরির অনুরোধ থাকবে। এক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে একদিনের এডিটাথনে তৈরি সম্ভব এমন শব্দবিশিষ্ট (ধরা যাক ৪০০/৫০০ শব্দ) ইংরেজি নিবন্ধ বাছাই করা যেতে পারে। বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন হলে অবশ্য সেরকম সমস্যা নেই। প্রস্তাবের জন্য ধন্যবাদ। অংকন (আলাপ) ০৭:৫০, ২ জুন ২০২১ (ইউটিসি)
  12.  সমর্থনমো. হাসিব আফিফ (আলাপ) ০৯:৫৪, ২ জুন ২০২১ (ইউটিসি)
  13.  সমর্থনকৃষক 💬 ✒️ ১৩:২৭, ২ জুন ২০২১ (ইউটিসি)
  14.  সমর্থনমহামতি মাসুম (আলাপ)
  15.  সমর্থন --— নাফিউল(আলাপ) ১৮:৫১, ২ জুন ২০২১ (ইউটিসি)

বিরোধিতা

মতামত

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথন

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৭২ ঘন্টা যাবৎ (৫ জুন - ৭ জুন, ২০২১) একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হচ্ছে। এডিটাথনটিতে বাংলাদেশের সাপের তালিকা থেকে নিবন্ধ তৈরি করা হবে। আপনাদের সকলকেই উক্ত এডিটাথনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কারো কোন মতামত থাকলে এখানে পেশ করতে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ~ নাহিয়ান আলাপ ১৭:০০, ২ জুন ২০২১ (ইউটিসি)

@Nahian গতবার এটা ২৪ ঘন্টার জন্য হয়েছিল, এবার ৭২ ঘন্টা। দৈর্ঘ্যবৃদ্ধির ব্যাপারটা ভাল লাগলো। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৮:৫২, ২ জুন ২০২১ (ইউটিসি)

ব্যবহারকারী নামস্থান স্বয়ংক্রিয়ভাবে সূচিবদ্ধ না করা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় প্রধান নামস্থানের মত ব্যবহারকারী ও ব্যবহারকারী আলাপ নামস্থান অনুসন্ধান ইঞ্জিন কর্তৃক সূচিবদ্ধ হয়, যদি না পাতাটিতে __NOINDEX__ যোগ করা হয়। একারণে ব্যবহারকারী নামস্থানে কেউ কেউ প্রচারণামূলক লেখা যোগ করেন, গুগলের সার্চ ফলাফলে স্থান পেতে। তাছাড়া ব্যবহারকারী নামস্থানে সাধারণত পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু থাকে না। তাই ইংরেজি উইকিপিডিয়ার মত বাংলা উইকিপিডিয়াতেও ব্যবহারকারী ও ব্যবহারকারী আলাপ নামস্থান পূর্বনির্ধারিতভাবে সূচিবদ্ধ না করার জন্য উইকি সেটিংস পরিবর্তনের প্রস্তাব করছি। — AKanik 💬 ০৭:০০, ৬ জুন ২০২১ (ইউটিসি)

সমর্থন

  1.  সমর্থন – অনেক ব্যবহারকারী মূল নামস্থানে নিজের কিংবা নিদিষ্ট কারও প্রচারণা চালাতে না পেরে অত্যন্ত সুকৌশলে ব্যবহারকারী পাতায় প্রচারণামূলক তথ্য যোগ করেন যা প্রায়সময়ই নিয়মিত ব্যবহারকারীদের অগচোরে থেকে যায় এবং এগুলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়া যাওয়ায় প্রচারমাধ্যম হিসাবে উইকিপিডিয়ার অপব্যবহার হয়। তাছাড়া এমনিতেও ব্যবহারকারী পাতা গুগল সার্চ বা অন্যান সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়ার কোন কারণ নেই —শাকিল হোসেন আলাপ ০৮:৪০, ৬ জুন ২০২১ (ইউটিসি)
  2.  সমর্থনMeghmollar2017আলাপ০৮:৫২, ৬ জুন ২০২১ (ইউটিসি)
  3.  সমর্থন। — মো. হাসিব আফিফ (আলাপ) ০৯:১৭, ৬ জুন ২০২১ (ইউটিসি)
  4.  সমর্থননাফিউল(আলাপ) ১২:১৭, ৬ জুন ২০২১ (ইউটিসি)
  5. দৃঢ় সমর্থন -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৫:০৭, ৬ জুন ২০২১ (ইউটিসি)
  6.  সমর্থন ~ নাহিয়ান আলাপ ২০:০৫, ৬ জুন ২০২১ (ইউটিসি)
  7.  সমর্থন- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৯:৩২, ৭ জুন ২০২১ (ইউটিসি)
  8.  সমর্থন - এফ আর শুভ(বার্তা দিন) ১০:১৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)
  9.  সমর্থন, অনেকেই মূল নামস্থানে নিবন্ধ করতে না পেরে ব্যবহারকারী পাতায় চালাকি করে নিজের সম্পর্কে প্রচারণামূলক তথ্য লিখে রাখে। robots.txt ফাইলে বর্তমানে ব্যবহারকারী নামস্থানের পাতা বট কর্তৃক সূচিবদ্ধ (ইনডেক্স) হওয়ায় ব্যবহারকারী পাতাগুলোও গুগল অনুসন্ধানে প্রদর্শন করে, যার মাধ্যমে এক ধরনের অপব্যবহার হচ্ছে বলা যায়। তাই ব্যবহারকারী ও ব্যবহারকারী আলাপ নামস্থানের পাতাগুলো সূচিবদ্ধ না হওয়ার জন্য ইংরেজি উইকিপিডিয়ার মতো ব্যবস্থা গ্রহণ করা হউক। — রিয়াজ (আলাপ) ১০:২৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)
  10.  সমর্থনঅংকন (আলাপ) ১৫:০৯, ৭ জুন ২০২১ (ইউটিসি)
  11.  সমর্থনগোলা মুকি(আলাপ)১৭:৩৫, ৭ জুন ২০২১ (ইউটিসি)
  12.  সমর্থন — ≈ MS Sakib  «আলাপ» ১২:২৬, ৮ জুন ২০২১ (ইউটিসি)
  13.  সমর্থন - মোহাম্মদ হাসান (আলাপ) ১৪:০১, ১২ জুন ২০২১ (ইউটিসি)

বিরোধিতা

মতামত

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সবাইকে স্বাগত,
২০২১ সালের ট্রাস্টি বোর্ডের নির্বাচন শুরু হতে চলেছে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের প্রয়োজন।

উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করে। এই ট্রাস্টি বোর্ড গঠন করেন সম্প্রদায় ট্রাস্টি এবং নিযুক্ত ট্রাস্টিরা। প্রতি ট্রাস্টি তিন বছরের মেয়াদে থাকেন। উইকিমিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সম্প্রদায়ের ট্রাস্টিদের ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

উইকিমিডিয়া অবদানকারীরা ২০২১ সালে বোর্ডের চারটি আসন পূরণ করতে ভোট দেবেন। দল হিসাবে বোর্ডের প্রতিনিধিত্ব করা এবং বৈচিত্র্য ও দক্ষতার উন্নতি করার এটি একটি সুযোগ।

সম্ভাব্য প্রার্থীদের জন্য:

  • বৈশিষ্ট্য: উইকিমিডিয়া একটি বিশ্বব্যাপী প্রকল্প এবং বিস্তৃত সম্প্রদায় থেকে প্রার্থীদের সন্ধান করা হয়। প্রার্থীরা বোর্ডে কী ধরণের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন সে সম্পর্কে ধারণা তৈরি করবেন। আদর্শ প্রার্থী তাঁরাই, যাঁরা উইকিমিডিয়া লক্ষ্যের সাথে একাত্ম এবং চিন্তাশীল, শ্রদ্ধাশীল ও সম্প্রদায় ভিত্তিক। আমাদের দৃষ্টিভঙ্গির জন্য উপস্থাপিত এবং অপরিহার্য এমন দৃষ্টিভঙ্গি এবং মতযুক্ত মানুষকেই বোর্ড সন্ধান করবে। নতুন ট্রাস্টির কাছ থেকে উইকিমিডিয়ার যা প্রয়োজন তা তাঁরা নিয়ে আসবেন।
  • গৃহীত দায়িত্ব: ট্রাস্টিরা তিন বছরের মেয়াদে থাকেন এবং পর পর তিনটি মেয়াদ পর্যন্ত থাকতে পারেন। সময়-দান ভ্রমণ বাদে আনুমানিক প্রতি বছর প্রায় ১৫০ ঘন্টা। এই সময়ের মেয়াদ সারা বছর ধরে সমানভাবে বিভক্ত নয়। মূলত মিটিংয়ের সময় এই সময়-দান প্রয়োজন। প্রত্যাশাটি হল ট্রাস্টিরা কমপক্ষে বোর্ডের একটি কমিটিতে থাকবেন।
  • আবশ্যকতা:বোর্ডের আনুষ্ঠানিক পরিভাষা ইংরেজি। প্রার্থীদের ইংরাজির প্রাথমিক বোধগম্যতা প্রয়োজন, তবে সহায়তা এবং প্রশিক্ষণ পাওয়া যাবে। প্রার্থীদের আবেদনগুলি নির্বাচকদের বিস্তৃত পরিসরের কাছে পৌঁছে দেবার জন্য কয়েকটি ভাষায় অনুবাদ করা হবে।
  • আবেদন করুন: উইকিমিডিয়া ট্রাস্টির প্রয়োজনীয়তা পূরণকারী সমস্ত প্রকল্প এবং সম্প্রদায়ের প্রার্থীরা স্বাগত। আপনি যদি এমন কাউকে জানেন, যিনি একজন ভাল ট্রাস্টি হতে পারেন, তবে তাঁকে নির্বাচনের জন্য প্রার্থী হতে উৎসাহ দিন। প্রার্থীরা প্রার্থী হওয়ার জন্য আবেদন করার পৃষ্ঠায় তথ্য দেখতে পাবেন এবং তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৯শে জুন ২০২১।
  • সংস্থান: সম্প্রদায়ের যে সদস্যরা উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টির জন্য প্রার্থী হিসাবে আবেদন করার বিষয়ে বিবেচনা করছেন, এবং এই পদে তাঁদের কি কি প্রত্যাশা আছে ও সেই ভূমিকার জন্য কিভাবে নিজেদের প্রস্তুত করবেন তা আরও ভালভাবে বুঝতে চান, তাঁদের জন্য একটি টুলকিট তৈরি করা হয়েছে।

আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ,
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি
Nettime Sujata (আলাপ) ১৩:৫১, ৯ জুন ২০২১ (ইউটিসি)

Universal Code of Conduct News – Issue 1

সর্বজনীন আচরণবিধি সংবাদ
সংখ্যা ১, জুন ২০২১সম্পূর্ণ সংবাদটি পড়ুন


সর্বজনীন আচরণবিধি সংবাদের প্রথম সংখ্যায় স্বাগতম! এই সংবাদ প্রকাশনাটি উইকিমিডিয়ানদের এই নতুন আচরণবিধির উন্নতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রাখতে এবং সর্বজনীন আচরণবিধি সম্পর্কিত খবর, গবেষণা, এবং ভবিষ্যত কার্যক্রম সংক্রান্ত খবর পরিবেশনে ভূমিকা রাখবে।

অনুগ্রহ পূর্বক লক্ষ্য করুন যে, এটি সর্বজনীন আচরণবিধি সংবাদের প্রথম সংখ্যা যা সকল সাবস্ক্রাইবার এবং প্রকল্পে ঘোষণা হিসেবে বিলি করা হয়েছে। আপনি যদি এই নিউজলেটারের ভবিষ্যত সংখ্যাগুলো আপনার আলাপ পাতা, সম্প্রদায়ের আলোচনাসভা, বা উপযুক্ত অন্য কোনো পাতায় পেতে চান তবে আপনাকে এখানে সাবস্ক্রাইব করতে হবে।

আপনি সংবাদের সংখ্যাগুলো আপনার ভাষায় অনুবাদ করার মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। এর ফলে আপনি সংবাদ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন আচরণবিধি বিষয়ে সচেতনতা তৈরি করার মাধ্যমে আমাদের প্রিয় সম্প্রদায়কে নিরাপদ রাখতে সাহায্য করতে পারেন। যদি আপনি খসড়া সংখ্যাগুলো প্রকাশের আগে অনুবাদ করে আমাদের সাহায্য করতে চান, অনুগ্রহ করে এখানে আপনার নাম যোগ করুন। আপনার অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান ও প্রশংসনীয়।

  • অ্যাফিলিয়েটদের সাথে আলোচনা – সকল ধরন ও আকারের উইকিমিডিয়া অ্যাফিলিয়েটদেরকে ২০২১ সালের মার্চ ও এপ্রিল মাস জুড়ে বৈশ্বিক আচরণবিধির অ্যাফিলিয়েটদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে। (আরও পড়ুন)
  • ২০২১-এর মূল আলোচনা – ২০২১ সালের এপ্রিল ও মে মাস জুড়ে উইকিমিডিয়া ফাউন্ডেশন আচরণবিধি নীতিমালা প্রয়োগের মূল বিষয়গুলো নিয়ে আলোচনার আয়োজন করে যেখানে বৃহত্তর উইকিমিডিয়া সম্প্রদায়ের কাছে সর্বজনীন আচরণবিধির প্রয়োগের বিষয়ে মতামত আহবান করা হয়। (আরও পড়ুন)
  • গোলটেবিল আলোচনা – সর্বজনীন আচরণবিধির সমন্বয় দল আচরণবিধির প্রয়োগের মূল বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনার জন্য ২০২১ সালের মে মাসে দুইটি দেড় ঘণ্টা ব্যাপী গোলটেবিল আলোচনা আয়োজন করে। আরও আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। (আরও পড়ুন)
  • ২য় ধাপের খসড়া প্রণয়নকারী দল – সর্বজনীন আচরণবিধির ২য় ধাপের খসড়া প্রণয়নকারী দল গত ১২ মে ২০২১ তারিখে তাদের কর্মকাণ্ড শুরু করেছে। তাদের কাজ সম্পর্কে আরও পড়তে পারেন। (আরও পড়ুন)
  • ডিফ ব্লগ – সর্বজনীন আচরণবিধি সমন্বয়কগণ ২০২১ সালের প্রথম দিকে আয়োজিত স্থানীয় প্রকল্পে আলোচনা চলাকালীন সময়ে জানতে পারা বিভিন্ন কৌতুহল-উদ্দীপক বিষয় এবং সম্প্রদায়ের মতামতের উপর ভিত্তি করে কয়েকটি ব্লগ পোস্ট লিখেছেন। (আরও পড়ুন)

উইকিবার্তার নবম সংখ্যা (জুন ২০২১)

উইকিবার্তার নবম সংখ্যার প্রচ্ছদ

প্রিয় সবাই, বাংলাদেশ, ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের উইকিমিডিয়া ও উইকিপিডিয়া সম্প্রদায়ের হালনাগাদ সংবাদসহ নানাবিধ তথ্য, প্রবন্ধ, সাক্ষাৎকার নিয়ে ওয়েব সংস্করণে প্রকাশিত হয়েছে উইকিমিডিয়া সম্পর্কিত বাংলা ভাষার সাময়িকী উইকিবার্তার নবম সংখ্যা।

উইকিবার্তায় লেখা পাঠাতে পারেন আপনিও। লেখা পাঠানোর ঠিকানা: wikibarta@wikimedia.org.bd। ― অংকন (আলাপ) ১৭:০৩, ১২ জুন ২০২১ (ইউটিসি)

উইকিবার্তার মুদ্রিত সংকলন প্রকাশ প্রকল্প

সুধী,


উইকিপিডিয়া এবং এর সহ-প্রকল্পগুলোর বিভিন্ন সংবাদ, বিশ্বজুড়ে উইকিমিডিয়া আন্দোলন সম্পর্কিত নানা আয়োজনের খবর, উইকিপিডিয়ানদের অভিজ্ঞতা বিনিময়, উইকিমিডিয়া আন্দোলনের সাথে সম্পৃক্ত দেশী-বিদেশীদের সাক্ষাৎকার, টিউটোরিয়াল, ভবিষ্যত পরিকল্পনা এই রকম বিভিন্ন বিষয়বস্তু নিয়ে প্রকাশিত হয় আমাদের বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়ের অনলাইন সাময়িকী (ম্যাগাজিন) "উইকিবার্তা"। ২০১৮ সালের পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে এই অনলাইন সাময়িকীর বর্তমানে ৯টি সংখ্যা প্রকাশিত হয়েছে। শুরু থেকেই এর সম্পাদনা পর্ষদ এটি বরাবর গুণমান সমৃদ্ধ একটি প্রকাশনায় পরিণত করতে সচেষ্ট। আমরা হয়ত সবাই নির্দ্বিধায় একমত হতে পারি যে উকিমিডিয়া আন্দোলনের নানাবিধ তথ্য বাংলা ভাষায় উইকিসম্প্রদায় এবং উইকিসম্প্রদায়ের বাইরেও এর শুভাকাঙ্খীদের কাছে পৌঁছে দেয়ার জন্য "উইকিবার্তা" একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে অভিজ্ঞ উইকিপিডিয়ানরা যেমন তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরার জন্য একটি মাধ্যম পেয়েছেন, তেমনি এর মাধ্যমে নতুনরাও দারুণভাবে অনুপ্রাণিত হবার সুযোগ পেয়েছেন।


উইকিবার্তার প্রতি সংখ্যা প্রকাশের পর আমরা বিভিন্নজনের কাছ থেকে একটা সাধারণ প্রশ্ন পাই, এর কোন মুদ্রিত সংস্করণ আছে কিনা। স্বেচ্ছাশ্রমে প্রকাশিত এবং বাস্তবিক নানা সীমাবদ্ধতার কারণে প্রতি সংখ্যার মুদ্রিত সংস্করণে প্রকাশ করার সুযোগ হয় না। প্রতি সংখ্যা না হলেও এইবার আমরা উইকিবার্তার বিগত ৯টি সংখ্যা থেকে নির্বাচিত প্রবন্ধ এবং সেই সাথে অতিরিক্ত কিছু নিবন্ধ সহকারে একটি সংকলনের মুদ্রিত সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি মুদ্রিত সংস্করণ প্রকাশিত হলে এটি সার্বিক বাংলাভাষায় উইকি আন্দোলনের প্রচারেও ভূমিকা লাগবে। নতুনরা এটি পড়ে উইকি আন্দোলন সম্পর্কে অবগত হবেন এবং এতো য‌োগদানে আগ্রহী হবেন।


এই প্রকাশনার বিষয়ে আপনাদের মন্তব্য, পরামর্শ কাম্য। তিন বছর ধরে প্রকাশিত প্রবন্ধের সংকলন বলে এটির আকার কিছুটা বড় হবে। সঙ্গতকারণে এটির একটি ভালোমানের মুদ্রিত প্রকাশনা তৈরি করার জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে অনুদান সাহায্যের আবেদন করা হয়েছে। আপনারা এই আবেদন সংক্রান্ত পাতাটি এখানে দেখতে পাবেন এবং মতামত জানাতে পারবেন।


ধন্যবাদ। – তারুণ্য আলাপ১৫:১২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)

Wikimania 2021: Individual Program Submissions

Dear all,

Wikimania 2021 will be hosted virtually for the first time in the event's 15-year history. Since there is no in-person host, the event is being organized by a diverse group of Wikimedia volunteers that form the Core Organizing Team (COT) for Wikimania 2021.

Event Program - Individuals or a group of individuals can submit their session proposals to be a part of the program. There will be translation support for sessions provided in a number of languages. See more information here.

Below are some links to guide you through;

Please note that the deadline for submission is 18th June 2021.

Announcements- To keep up to date with the developments around Wikimania, the COT sends out weekly updates. You can view them in the Announcement section here.

Office Hour - If you are left with questions, the COT will be hosting some office hours (in multiple languages), in multiple time-zones, to answer any programming questions that you might have. Details can be found here.

Best regards,

MediaWiki message delivery (আলাপ) ০৪:১৮, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

On behalf of Wikimania 2021 Core Organizing Team

কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, চলতি বিশ্ব ও কিশোর আলো, বিজ্ঞানচিন্তার নির্ভরযোগ্যতা

সুধী, আপনাদের অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড ইত্যাদি মাসিক পত্রিকার বিষয়ে জানেন। প্রতি মাসে বিভিন্ন ঘটনাবলির বিস্তারিত তথ্যসমৃদ্ধ এই পত্রিকাগুলো বেরোয়। কারেন্ট অ্যাফেয়ার্স তো ২৫ বছর ধরে প্রকাশিত হচ্ছে। প্রথম আলোও সম্প্রতি চলতি ঘটনা (বিশ্ব) নামে একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেছে। এছাড়া, কিশোর আলো, বিজ্ঞান চিন্তা ইত্যাদিও নিয়মিত প্রকাশিত হয়। এখানে কখনো কখনো এমন সব তথ্যও পাওয়া যায়, যা অন্য কোনো অনলাইন মিডিয়ায় খুঁজে পাওয়া দুষ্কর। কাজেই, স্বাভাবিকভাবেই যে প্রশ্ন জাগে, এই সমস্ত মাসিক কি উইকিপিডিয়ায় নির্ভরযোগ্য বলে গণ্য করা যায়? আপনাদের মতামত কামনা করছি। — Meghmollar2017আলাপ০৯:৫৯, ১৭ জুন ২০২১ (ইউটিসি)

  • @Meghmollar2017: এটাকে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য মনে না করার কারণ দেখিনা। কিশোর আলোর ক্ষেত্রে বললে নিশ্চয়ই অভিজ্ঞ লোকেদের দিয়েই এটা লেখানো হয়। তাই এটাকে অন্যরকম কিছু ভাবার প্রশ্ন আসেনা। তাছাড়া এটা বিশ্লেষণ করেই লেখালেখি করা ম্যাগাজিনের মতোই লাগে। অন্যগুলা জানিনা। — ইফতেখার নাইম (আলাপ) ১০:০৭, ১৭ জুন ২০২১ (ইউটিসি)
@ইফতেখার নাইম এবং Prodipto Deloar: আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। কিশোর আলো, বিজ্ঞানচিন্তা আমার কাছেও নির্ভরযোগ্য বলেই মনে হয়; তবে বাকিগুলোর বিষয়ে নিশ্চিত নই। একই সাথে প্রশ্ন আসতে পারে, একই রকম কিছু বই— চলতি বিশ্ব, আজকের বিশ্ব ইত্যাদির নির্ভরযোগ্যতা নিয়ে। আমার মনে হয় না, ম্যাগাজিনগুলোর তুলনায় বইগুলো অতটা নির্ভরযোগ্য। বিশেষ করে, বইগুলোর ছাপায় অনেক ভুল পাওয়া যায়। — Meghmollar2017আলাপ১০:২২, ১৭ জুন ২০২১ (ইউটিসি)
আমার কাছে এগুলো ম্যাগাজিন মনে হয়না। কারণ এরা কোন লেখক বা গবেষকদের সাহায্য ছাড়াই প্রতি মাসে কতৃপক্ষ দ্বারা প্রকাশিত হয়। এগুলো মূলত গবেষণা না করেই, আমাদের দেশীয় বিসিএস, ব্যাংক বা পাবলিক এক্সামের জন্য তৈরি করা হয়। হ্যা এগুলোতে প্রচুর তথ্য থাকে, চমকপ্রদ তথ্য দেওয়ার জন্য দুর্বল রেফারেন্স ব্যবহার করা হয়। আমিও এগুলোকে উল্লেখযোগ্য বলতে চাচ্ছিনা। -- Prodipto Deloar (আলাপ) ১০:৩৬, ১৭ জুন ২০২১ (ইউটিসি)
  •  মন্তব্য নির্ভরযোগ্য বলা যাবেনা কেন? অনেক ক্ষেত্রেই বিজ্ঞানচিন্তায় আমাদের দেশীয় পাঠ্যপুস্তক ও বই থেকে ভালো বিশ্লেষণী ও নির্ভরযোগ্য লেখা পাওয়া যায়। এসব ম্যাগাজিন দেশের মধ্যে শীর্ষস্থানীয় ম্যাগাজিন। অবশ্যই নির্ভরযোগ্য। এগুলোর নিয়ে উইকিপিডিয়াতেও নিবন্ধ তৈরি করার সময় এসে গিয়েছে। Prodipto Deloar (আলাপ) ১২:০৭, ১৭ জুন ২০২১ (ইউটিসি)
  •  মন্তব্য তথ্যসূত্র হতে গেলে উৎস, প্রকাশক, এবং উৎসের লেখক তিনটিই গুরুত্বপূর্ণ। যেমন কিছু নির্ভরযোগ্য সাময়িকীতে প্রাথমিক গবেষণাভিত্তিক তথ্য থাকে, সেটা প্রথম আলো বা কোনো নির্ভরযোগ্য পত্রিকা বা ম্যাগাজিন হতে পারে। যেমন কোনো সাহিত্যের দিক বিশ্লেষণ। সেগুলো তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে। সাহিত্যিক তথ্যের উৎস এমনিতে খুঁজে পাওয়া খুব মুশকিল, তাই যখন এইসব সাময়িকীতে প্রকাশিত হয়, সেগুলোর চেয়ে নির্ভরযোগ্য কিছু পাওয়া কঠিন। আর নির্ভরযোগ্য সাময়িকীগুলো সাধারণত এসব সম্পর্কে জানেন ও বোঝেন, তাদেরকে দিয়েই লেখান। তবে বৈজ্ঞানিক তথ্য ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত সাবধান থাকা প্রয়োজন, কারণ অনেক সময় কিছু প্রবন্ধ আকর্ষণীয় তথ্য উপস্থাপন করলেও (সেটা আবার চটজলদি চটকদার সংবাদ হয়ে যেতে পারে) পরবর্তী কোনো প্রবন্ধ হয়তো সেটাকে নাকচ করে দিতে পারে। এজন্য বৈজ্ঞানিক নিবন্ধের ক্ষেত্রে সম্ভব হলে পর্যালোচনাকারী নিবন্ধকে (রিভিউ আর্টিকেল) অধিক গুরুত্ব দেয়া হয়। বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ হলে তথ্য সঠিক কীনা, তা ঝালিয়ে নেয়ার সুযোগ থাকে, আর এক্ষেত্রে মূল উৎসকে ব্যবহার করাই উত্তম। তবে কারেন্ট অ্যাফেয়ার্স (এবং চলতি বিশ্ব, কারেন্ট ওয়ার্ল্ড) মূলত একটা ডাইজেস্ট আকারে তথ্য প্রকাশ করে। চাইলেই সহজে যে তথ্য যুক্ত করতে আগ্রহী, সেটার মূল উৎস খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে মূল উৎসকে তথ্যসূত্র দেয়া হলে সেটা অধিক গ্রহণযোগ্য হয়। ব্যক্তিগতভাবে কারেন্ট অ্যাফেয়ার্সে তথ্যগত বিভ্রাট, বানান ভুল ইত্যাদি লক্ষ করেছি। তাই সেই তথ্যটার মূল উৎস খুঁজে বের করে সেটাকেই নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করা উচিত বলে মনে করি। যেহেতু এগুলো সাম্প্রতিক তথ্য, উৎস খুঁজে পাওয়া কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। ― অংকন (আলাপ) ০৯:১২, ২০ জুন ২০২১ (ইউটিসি)
  • কিশোর আলো, বিজ্ঞান চিন্তা, প্রথম আলো নির্ভরযোগ্য। অন্যগুলো নয়। পড়লে নিজেই বুঝবেন কেনো অনির্ভরযোগ্য। প্রশাসকদের কাছে অনুরোধ ইংরেজিতে RS Noticeboard এর মতো কিছু করতে। —মহাদ্বার আলাপ ০৮:৩৮, ২১ জুন ২০২১ (ইউটিসি)
আমাদের RS Noticeboard নেই, আমরা এখানে আলোচনা করতে পারি উইকিপিডিয়া আলোচনা:নির্ভরযোগ্য উৎস। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৩:৪৩, ২৯ জুন ২০২১ (ইউটিসি)


  •  মন্তব্য লক্ষ্য করুন
  1. https://amp.theguardian.com/world/2021/jun/05/magawa-the-mine-sniffing-rat-ends-career-in-cambodia-on-a-high
  2. https://www.aljazeera.com/amp/news/2021/6/5/hero-rat-magawa-retires-from-cambodian-bomb-sniffing-career
  3. https://amp.dw.com/en/magawa-the-rat-retires-after-years-of-mine-sniffing-in-cambodia/a-57786951
  4. https://www.cnn.com/2021/06/05/asia/magawa-hero-rat-retires-scli-intl/index.html
এবার দেশীয় পত্রিকা দেখুন
  1. https://www.prothomalo.com/amp/story/world/africa/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%81%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0
  2. https://m.mzamin.com/article.php?mzamin=244367
  3. https://samakal.com/international/article/200938203/%E0%A6%87%E0%A6%81%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95
পার্থক্য অনেক তাই না? তাই দেশীয় বা কোন পত্রিকার তথ‌্য সরাসরি সঠিকভাবে নেয়া থেকে বিরত থেকে আন্তর্জাতিক ও পশ্চিমবঙ্গের ,আসাম অথবা ত্রিপুরার পত্রিকা অথবা জার্নালে একটু নজর দিবেন। এককথায়,একটি লাইনের জন্য একাধিক রেফারেন্স দেখে আর্টিকেল লিখুন। — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ / মন্ত্রণালয় / দপ্তর / অধিদপ্তর কর্তৃক প্রদত্ত স্বীকৃতি বিষয়ক

প্রতিবছর বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ / মন্ত্রণালয় / দপ্তর / অধিদপ্তর কর্তৃক তাদের অধীনস্থ কর্মীদের উদ্দীপনামূলক হিসাবে কিছু পুরস্কার বা স্বীকৃতি দেয়া হয় যা তাদের কর্মস্পৃহা ও অনুপ্রেরণা যুগিয়ে থাকে; কিন্তু মূলত তা কোনো রাষ্ট্রীয় পদক নয়, কেবলমাত্র কর্মীর কর্মের স্বীকৃতি; যেমন: পুলিশ পদক, অগ্নি পদক, রোভার / স্কাউট পদক, শুদ্ধাচার পদক, শ্রেষ্ঠ শিক্ষক পদক - প্রভৃতি। এধরণের পুরস্কার প্রাপ্তগণ জাতীয় পুরস্কার পেয়েছেন বলে উইকিপিডিয়ায় তাদের নামে নিবন্ধ তৈরি করার কোনো যৌক্তিক ভিত্তি আছে বলে আমার মনে হয় না; কারণ তারা কেবল এই সনদটি তাদের কর্মক্ষেত্রেই ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন; বৃহত্তর পরিসরে এই সনদ বা স্বীকৃতির কোনো যৌক্তিক ভিত্তি থাকে না। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১৫:৪৬, ১৭ জুন ২০২১ (ইউটিসি)

@Ashiq Shawon ভাই। আপনার এই কথাগুলো আমার কাছে যথার্থই মনে হয়েছে। তবে একটি বিষয় জানার আছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উল্লেখযোগ্যতার মাপকাঠি কী? বিশেষ করে বাংলাদেশের পদমর্যাদা ক্রম এই তালিকার ব্যক্তিদের কারা উল্লেখযোগ্য হবেন, আর কারা উল্লেখযোগ্য হবেন না, সেটার একটা নিয়ম থাকা প্রয়োজন রয়েছে? আমি জানিনা এইসকল ব্যক্তিদের নিয়ে উল্লেখযোগ্যতা নিয়ম আছে, কী নেই! -- Prodipto Deloar (আলাপ) ১৬:৫৪, ১৭ জুন ২০২১ (ইউটিসি)
ব্যক্তির বা প্রশাসনিক কাজে নিযুক্তদের উল্লেখযোগ্যতার নীতিমালা অনুসারেই বর্তমানে তাদের নিবন্ধ যুক্ত করা হয়ে থাকে। ধন্যবাদান্তে - -- Ashiq Shawon (আলাপ) ১৫:৫৪, ১৮ জুন ২০২১ (ইউটিসি)
@Ashiq Shawon ভাই, আমি সেই নীতিমালাটাই জানতে চাচ্ছি। সরকারি পদাধিকার কর্মকর্তাদের নীতিমালা কী? কোন মন্ত্রণালয় বা অধিদপ্তরের সচিব কী উল্লেখযোগ্যতা অতিক্রম করবেন? করলে কোন নীতিমালায় করবেন? উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) নীতিমালায় বর্ণনা রয়েছে এটার? আমি মূলত উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু মুছে দেওয়া নিয়েই নীতিমালাটা জানতে চাচ্ছি। -- Prodipto Deloar (আলাপ) ১৬:৩৭, ১৮ জুন ২০২১ (ইউটিসি)
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু কোনো নিয়মতান্ত্রিক সচিব নন; তিনি একটি কর্মপরিষদের সচিব - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে সচিব নন বিধায় তিনি সরকারি কর্মী হিসাবে উল্লেখযোগ্য পদে নেই। ধন্যবাদান্তেঃ -- Ashiq Shawon (আলাপ) ১৮:২৭, ১৯ জুন ২০২১ (ইউটিসি)

একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

আচ্ছা, একটা প্রশ্ন ছিল। আমি প্রায় সময়ই প্রথম আলো পত্রিকায় ঢুকে পত্রিকা পড়তাম। এবং পত্রিকার তথ্য অনুসারে উইকিপিডিয়াও সম্পাদনা করতাম। বেশকিছুদিন ধরে আমি প্রথম আলো ইপেপারে সাবস্ক্রাইব করেছি এবং সেটা পড়ছি। বেশ মজা পাচ্ছি। কিন্তু উদ্ধৃত করতে গিয়ে বুঝতে পারছি না আমি ঠিকভাবে করছি কিনা। কারণ ই-পেপারে সংগ্রহের তারিখ থাকেনা, কোন ইউআরএল থাকেনা। আমি সরাসরি ক্রোম ব্রাউজারের লিংক ইউআরএলের জায়গায় বসিয়ে দিচ্ছি। এতে কি কোন সমস্যা হবে? কোন পাঠক যখন সেই লিংকে ক্লিক করবে উনি কি সেই ইপেপার দেখতে পারবে?

অথবা পত্রিকার হার্ডকপি থেকে Citation দেওয়ার কোন নিয়ম আছে কিনা বা কোন পদ্ধতি আছে কিনা তাও জানতে চাচ্ছিলাম। অগ্রিম ধন্যবাদ। --রাফি * জিজ্ঞাসা ০৭:৫২, ১৯ জুন ২০২১ (ইউটিসি)

@Rafi Bin Tofa: ভাইয়া, প্রথমত, উইকিপিডিয়ায় ছাপা পত্রিকা এবং সাবস্ক্রাইব করা নির্ভরযোগ্য উৎস উভয়টিই গ্রহণযোগ্য। (দেখুন: WP:PAYWALL) আপনি নিবন্ধে যে ইউআরএল ব্যবহার করছেন, তা ঠিকই আছে। তবে যাঁরা সাবস্ক্রাইব করেননি, তাঁরা লিংক অ্যাক্সেস করতে পারবেন না। এক্ষেত্রে “কার্টেসি হিসেবে|url-access=subscription লিখে দিতে পারেন। (আরও দেখুন: Template:Cite news#Access indicators for url-holding parameters)। এখানে ব্যবহার করে দেখলাম, প্যারামিটারগুলো বাংলায় কাজ করে।
ছাপা পত্রিকার ক্ষেত্রেও একই টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কেবল ইউআরএলের প্যারামিটার বাদ যাবে এবং প্রাসঙ্গিকভাবেই |access-date= বা |সংগ্রহের-তারিখ= প্যারামিটারের প্রয়োজন হবে না।
তবে, ছাপা পত্রিকায় যে খবরগুলো প্রকাশিত হয়, অধিকাংশ ক্ষেত্রে অনলাইন সংস্করণেও আসতে পারে। (যেমন: এটি) এর মধ্যে যেকোনোটি আপনার সুবিধামতো ব্যবহার করতে পারবেন। — Meghmollar2017আলাপ০৯:১৯, ১৯ জুন ২০২১ (ইউটিসি)

Candidates from South Asia for 2021 Wikimedia Foundation Board Elections

Dear Wikimedians,

As you may be aware, the Wikimedia Foundation has started elections for community seats on the Board of Trustees. While previously there were three community seats on the Board, with the expansion of the Board to sixteen seats last year, community seats have been increased to eight, four of which are up for election this year.

In the last fifteen years of the Board's history, there were only a few candidates from the South Asian region who participated in the elections, and hardly anyone from the community had a chance to serve on the Board. While there are several reasons for this, this time, the Board and WMF are very keen on encouraging and providing support to potential candidates from historically underrepresented regions. This is a good chance to change the historical problem of representation from the South Asian region in high-level governance structures.

Ten days after the call for candidates began, there aren't any candidates from South Asia yet, there are still 10 days left! I would like to ask community members to encourage other community members, whom you think would be potential candidates for the Board. While the final decision is completely up to the person, it can be helpful to make sure that they are aware of the election and the call for candidates.

Let me know if you need any information or support.

Thank you, KCVelaga (WMF) ১০:০৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)

জথা/আড্ডার জন্য উইকিপিডিয়ার চ্যাট

উইকিমিডিয়া কর্তৃপক্ষ সম্প্রতি পরীক্ষামূলক চ্যাট চালু করেছে। আপনারা আমন্ত্রিত: https://chat.wmcloud.org/signup_user_complete/?id=acgnzndfh3fn9g38fgsx813u4r —মহাদ্বার আলাপ ০৮:৪৫, ২১ জুন ২০২১ (ইউটিসি)

আর চ্যানেল: https://chat.wmcloud.org/wikimedia/channels/wiki-bn —মহাদ্বার আলাপ ১৫:৩০, ২১ জুন ২০২১ (ইউটিসি)

ডেস্কটপ উন্নয়ন

হ্যালো, আজকে, অন্যান্য ভাষাসমূহ এর লিংকগুলো বাম দিকের মেনু থেকে পাতার শীর্ষে সরানো হবে । আপনাদের তথ্য লিংক এবং নির্দেশনা সম্পর্কে কোনও কিছু জানার থাকলে প্রথম ঘোষণায় এখানে জানান। নতুন পরিবর্তন দেখতে চাইলে ইউআরএল বক্সে languageinheader=1 যোগ করুন। - SGrabarczuk (WMF) (আলাপ) ১১:০০, ২২ জুন ২০২১ (ইউটিসি) - অনুবাদ (নাইম)

Internet Support for Wikimedians in India 2021

Dear Wikimedians,

A2K has started an internet support program for the Wikimedians in India from 1 June 2021. This will continue till 31 August 2021. It is a part of Project Tiger, this time we started with the internet support, writing contest and other things that will follow afterwards. Currently, in this first phase applications for the Internet are being accepted.

For applying for the support, please visit the link.

After the committee's response, support will be provided. For more information please visit the event page (linked above). Before applying please read the criteria and the application procedure carefully.

Stay safe, stay connected. Nitesh (CIS-A2K) (talk) 14:09, 22 June 2021 (UTC)

Misinterpreted data showing incorrect

I submitted the correct information. The Wikipedia team did just that. But when I translate my Bengali writings into English, wrong information is presented. For example, I gave the date of birth in Bengali as 06 February 1969, but later when I translated it into English, it became 06 February 1989. — 103.150.69.45 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। কেননা এরকম পরিস্থিতিতে অনেক সময় পরেছি। ইফতেখার নাইম (আলাপ) ১২:১৫, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
সমস্যা ধরতে পারিনি। সমস্যা কোন টেমপ্লেটে হচ্ছে? --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫০, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
এটা খুব কমন একটা সমস্যা, আমি এমন সমস্যায় পরেছি অনেক। ইংরেজি থেকে বাংলায় তারিখ সঠিকভাবে করতে পারেনা। বছর, মাস বা দিন এদিক-সেদিক হয়ে যায়। -- Prodipto Deloar (আলাপ) ২১:০৬, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
টেমপ্লেটের নাম কি? -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪২, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: অনুবাদ সরঞ্জাম (উপরে ডানে) ব্যবহার করে তারিখ আছে এমন একটি নিবন্ধ অনুবাদের চেষ্টা করুন। —মহাদ্বার আলাপ ১১:০৫, ২৭ জুন ২০২১ (ইউটিসি)
@Greatder: অনুবাদ সরঞ্জামে যে স্বয়ংক্রিয় অনুবাদ আসে, তা তো গুগল অনুবাদ পরিষেবা থেকে আসে। এখানে উইকিপিডিয়া কেবল গুগলের সেবা নিচ্ছে। এটা উইকিপিডিয়ার আয়ত্তের বাইরে। এটা ঠিক করতে হলে গুগলকে করতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৯, ২৭ জুন ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: গুগলের কাজ নিয়ে আমাদের কিছু করার নেই। কিন্তু এমন একটি ছাঁচ যদি বানাতেন যে তাতে ইংরেজি তারিখ দিলে বাংলা পাওয়া যায়(প্রধান কিছু রীতির জন্য) তবে ভালো হতো। —মহাদ্বার আলাপ ১৫:১২, ২৭ জুন ২০২১ (ইউটিসি)
@Greatder: {{তারিখ}}, {{জন্ম তারিখ ও বয়স}}, {{মৃত্যু তারিখ ও বয়স}} এগুলি? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৬, ২৭ জুন ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ধরুন, আমি দিলাম (Feb 15, 2021) বা (15.06.2012) বা (15 February, 2021) এগুলোকে কিছু একটা বাংলায় যথাক্রমে (ফেব্রু ১৫, ২০২১),(১৫.০৬.২০১২) ও (১৫ ফেব্রুয়ারি, ২০২১) বানায়। —মহাদ্বার আলাপ ১৫:২০, ২৭ জুন ২০২১ (ইউটিসি)
@Greatder: {{তারিখ}} অথবা {{ConvertDigit}} ব্যবহার করুন। তবে দয়া করে নিবন্ধে সাধারণ লেখায় এগুলি ব্যবহার করবেন না, অর্থাৎ যেমন ধরুন "তিনি {{তারিখ|Feb 15, 2021}} সালে মৃত্যুবরণ করেন" লিখবেন না, সাধারণভাবেই "তিনি ১৫ ফেব্রুয়ারি, ২০২১ সালে মৃত্যুবরণ করেন" লিখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৪, ২৭ জুন ২০২১ (ইউটিসি)

Editing news 2021 #2

১৪:১৩, ২৪ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচনের স্থানীয় পাতা

সুপ্রিয় সবাই,
২০২১ উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড নির্বাচনের জন্য স্থানীয়ভাবে বাংলা ভাষায় একটি স্থানীয় পাতা তৈরি করা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য আপনি পাতাটি দেখতে পারেন এবং হালনাগাদ গুলি ও আপনার যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
ভোটারদের প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড এখন প্রকাশিত হয়েছে। অনুগ্রহ করে নীচের লিঙ্কটি পরীক্ষা করুন।
লিঙ্ক: উইকিপিডিয়া:উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড নির্বাচন ২০২১
—শাকিল হোসেন আলাপ ০৭:০৭, ২৬ জুন ২০২১ (ইউটিসি)

দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে কেউ কেন বোর্ড নির্বাচনে প্রার্থী হচ্ছে না?

উইকিপিডিয়ার ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশিয়া থেকে বোর্ড নির্বাচনে প্রার্থী আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থী এ অঞ্চলের প্রশাসক ও অবদানকারীদের প্রতিনিধিত্ব করবে‌। অভিজ্ঞ কেউ কি নেই যিনি এ অঞ্চলের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন? থাকলে দাঁড়াচ্ছেন না কেন? — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Nazrul Islam Nahid Majumder: দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কেও কেনো প্রার্থী হচ্ছেন না এইটা তো আমি কিংবা আমরা বলতে পারবো না। আর উইকিপিডিয়ায় ইতিহাসে এই প্রথম নয় বরং প্রতি নির্বাচনের সময়ই সব সম্প্রদায় থেকে প্রার্থী আহ্বান করা হয়। তবে সুখবর হলো এই অঞ্চলের একজন প্রার্থী এইবার রয়েছেন যা আপনি প্রার্থীদের পাতায় দেখতে পারবেন —শাকিল হোসেন আলাপ ০৮:১৪, ২৬ জুন ২০২১ (ইউটিসি)
@MdsShakil: একজন আছেন দেখে ভালো লাগলো। কিন্তু আমি তাকে আগে কখনো কোথাও অবদানে/কর্মসূচিতে দেখিনি।তিনি কি প্রবীণ অবদানকারী/প্রশাসক? — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Nazrul Islam Nahid Majumder: ব্যবহারকারীর সম্পূর্ণ অবদানের তালিকা পাবেন এখানে। সম্পাদনা সংখ্যা অনুযায়ী কোনো ব্যবহারকারীকে বিচার করা উচিত নয়। বিশেষত এই ক্ষেত্রে দেখা উচিত ব্যবহারকারীর সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা, সম্প্রদায়ের সাথে মিথস্ক্রিয়া ইত্যাদি। — Meghmollar2017আলাপ০৯:২৫, ২৬ জুন ২০২১ (ইউটিসি)
পুনশ্চঃ অনুগ্রহ করে মন্তব্যের শেষে ~~~~ যুক্ত করে স্বাক্ষর দিতে ভুলবেন না। — Meghmollar2017আলাপ০৯:২৫, ২৬ জুন ২০২১ (ইউটিসি)

সার্ভার পরিবর্তন

এই বার্তাটি অন্য ভাষায় পড়ুনদয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

উইকিমিডিয়া ফাউন্ডেশন তার প্রাথমিক ও গৌণ উপাত্ত কেন্দ্রগুলির মধ্যে ট্রাফিক আনা-নেওয়ার বিষয়টি পরীক্ষা করবে। এটি নিশ্চিত করবে যে উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার অন্যান্য উইকিসমূহ এমনকি একটি দুর্যোগের পরেও অনলাইন থাকবে। সবকিছু কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য, উইকিমিডিয়ার প্রযুক্তি বিভাগ একটি পরিকল্পিত পরীক্ষা পরিচালনা করবে। এই পরীক্ষাটি প্রদর্শন করবে যে এগুলিকে নির্ভরযোগ্যভাবে একটি উপাত্ত কেন্দ্র থেকে অন্য উপাত্ত কেন্দ্রে পরিবর্তন করা যাবে কিনা। এটির জন্য অনেক দলকে পরীক্ষার জন্য প্রস্তুত করা এবং অপ্রত্যাশিত সমস্যা সমাধানের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন।

দুর্ভাগ্যবশত, মিডিয়াউইকির কিছু সীমাবদ্ধতার কারণে, এই পরিবর্তনের সময় সব সম্পাদনা অবশ্যই বন্ধ রাখতে হবে। এই ব্যাঘাত ঘটানোর জন্য আমরা ক্ষমাপ্রার্থী, এবং আমরা ভবিষ্যতে এটিকে হ্রাস করার জন্য কাজ করছি।

সব উইকিতে অল্প সময়ের জন্য, আপনি সম্পাদনা করতে পারবেন না, তবে আপনি উইকি পড়তে সক্ষম হবেন।

  • আপনি মঙ্গলবার ২৯ জুন, ২০২১-এ প্রায় এক ঘণ্টা পর্যন্ত সম্পাদনা করতে পারবেন না। পরীক্ষাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় ও পশ্চিমবঙ্গ সময় রাত ৭টা ৩০ মিনিটে (১৪:০০ ইউটিসি)।
  • আপনি যদি এই সময়ে সম্পাদনা করার বা সংরক্ষণ করার চেষ্টা করেন, তাহলে আপনি একটি ত্রুটি বার্তা দেখতে পাবেন। আমরা আশা করি যে কোন সম্পাদনা এই সময়ের মধ্যে নষ্ট হবে না, কিন্তু আমরা তার নিশ্চয়তা দিতে পারছি না। আপনি যদি ত্রুটি বার্তাটি দেখতে পান, তাহলে অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এরপর আপনি আপনার সম্পাদনা সংরক্ষণ করতে সক্ষম হবেন। সতর্কতাস্বরূপ, আমরা সুপারিশ করছি যে উক্ত সময়ে আপনি আপনার সম্পাদনার একটি অনুলিপি তৈরি করে রাখুন।

অন্যান্য প্রভাব:

  • পটভূমির কাজগুলো ধীর হবে এবং কিছু নাও কাজ করতে পারে। লাল লিঙ্কগুলো স্বাভাবিকের মত দ্রুত হালনাগাদ নাও হতে পারে। আপনি যদি একটি নিবন্ধ তৈরি করেন যা ইতিমধ্যে অন্য কোথাও সংযুক্ত আছে, সেক্ষেত্রে লিংক স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে লাল থাকবে। কিছু দীর্ঘ চলমান স্ক্রিপ্ট বন্ধ করতে হবে।
  • ২৮ জুনের সপ্তাহের সময়কালীন একটি কোড বাধাদান থাকবে। কোন অ-অপরিহার্য কোড স্থাপন সঞ্চালিত হবে না।

যদি প্রয়োজন হয় তাহলে এই প্রকল্পটি স্থগিত করা হতে পারে। আপনি wikitech.wikimedia.org তে সময়সূচী পড়তে পারেন। যেকোনো পরিবর্তন সময়সূচীতে ঘোষণা করা হবে। এই সম্পর্কে আরো বিজ্ঞপ্তি দেয়া হবে। এই কার্যক্রমটি শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে সমস্ত উইকিতে একটি ব্যানার প্রদর্শন করা হবে। দয়া করে আপনার সম্প্রদায়কে এই তথ্যটি জানান। SGrabarczuk (WMF) ০১:১৯, ২৭ জুন ২০২১ (ইউটিসি)

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১

সুপ্রিয় সুধী,

আগামী ১লা জুলাই থেকে পৃথিবীর ৪০ টিরও বেশি দেশের ৪৫ টির বেশি সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ায়ও একযোগে শুরু হবে উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১। উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। এতে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়ার চিত্রবিহীন নিবন্ধগুলোতে চিত্র যোগ করে আরো প্রাণবন্ত করে তুলতে পারেন আপনিও।

- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:১৪, ২৯ জুন ২০২১ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ায় সর্বস্তরে পশ্চিমবঙ্গে প্রচলিত বঙ্গাব্দ তরিখের ব্যবহার যুক্ত করার অনুরোধ

নমস্কার
এই মহামারীকালে মনের অন্তর থেকে আমি আশা ও কামনা করছি যে আমার বাংলা সম্প্রদায়ের প্রত্যেকটি সদস্য ও তাহার আপনজনরা সুস্থ আছেন, ভালো আছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসকবৃন্দ তথা সম্প্রদায়ের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই তবে তার আগে বলে নেওয়া ভালো যে আমি একটু অবাকই যে কী করে এই চরম গুরুত্বপূর্ণ বিষয়টি আপামর অবদানকারীগণের (বিশেষকরে ভারতীয় অবদানকারীগণের) দৃষ্টি এযাবৎ এড়িয়ে গেছে। যাই হোক, প্রসঙ্গটি যদি ইতিপূর্বেই উত্থাপিত কখনো হয়ে থাকে তবে মার্জনা করবেন আমি খেয়াল করিনি। সেক্ষেত্রে আবারও এপ্রসঙ্গটি তোলার জন্য আশা করি কেহ কিছু মনে করবেননা। ভারত ও বাংলাদেশে যে বাংলা ক্যালেন্ডার ব্যবহৃত হয় তা হলো ভিন্ন যা অনেকেই বোধহয় জানেন। এহেন পরিস্থিতিতে বাংলা উইকিপিডিয়ার মুখ্যপৃষ্ঠা হইতে শুরু করে যেকোনো নিবন্ধ/পৃষ্ঠার শুরুতে তারিখ-উল্লেখ (উদাঃ "১৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, মঙ্গলবার" বলে যে লেখাটি দেখা যায়) ও গোটা বিশ্বকোষ জুড়ে অঢেল জায়গায় স্রেফ বাংলাদেশে প্রচলিত তারিখটাই একমাত্র ব্যবহার হতে দেখা যায়। এতে, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ ভারতের অন্যান্য জায়গার পাঠকদের মাঝে একটু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, আজকের তারিখটিই যদি আমি উদাহরণস্বরূপ ধরে নিই তাহলে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে কোনো ব্যক্তি আজ সকালের খবরের কাগজে ১৪ই আষাঢ় ১৪২৮ দেখে বাংলা উইকিপিডিয়া খুললে ১৫ই আষাঢ় ১৪২৮ লেখা দেখতে পাবেন। এতে তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারেন। অতঃপর বাংলাদেশের তারিখের পাশাপাশি ভারতে প্রচলিত তারিখটিও যেন বাংলা উইকিপিডিয়ায় সর্বস্তরে ব্যবহৃত হয় এই অনুরোধ জানাচ্ছি।
প্রশাসকবৃন্দের সুবিধার্থে ইতিমধ্যেই {{বাংলা তারিখ ভারত}} বলে একটি টেমপ্লেট আমি বানিয়েছি যেটিতে পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম সহ ভারতের অন্যান্য জায়গায় ব্যবহৃত বাংলা ক্যালেন্ডারের সঠিক তারিখ পাওয়া যাবে। সুস্থ ও সাবধানে থাকুন সকলে। ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ১৭:১৬, ২৯ জুন ২০২১ (ইউটিসি)

  • অধিকাংশ ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশে প্রচলিত বঙ্গাব্দের তারিখ পৃথক হওয়ার কারণে, দিনাঙ্ক সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে থাকে। যদি কোনো বিশেষ পদ্ধতিতে ভারতে প্রচলিত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ দৃষ্টিগোচর করা যায় তবে সত্যই উপকৃত হই। - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৭:৫১, ২৯ জুন ২০২১ (ইউটিসি)
  • টেলিগ্রামে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করায় মতামত দিতে এলাম। সাধু উদ্যোগ কিন্তু এই {{বাংলা তারিখ ভারত}} নিয়ে সমস্যা আছে। প্রতি বছর একই ইংরেজি তারিখে একই সনাতন বাংলা তারিখ পড়ে না। যেমন এই বছর ৯ই মে ছিল ২৫শে বৈশাখ, কিন্তু আগের বছর তা ছিল ৮ই মে। তাই এই টেমপ্লেট কোন কাজে লাগবে না। সনাতন বাংলা বর্ষপঞ্জিকে ফর্মূলায় ফেলা বেশ চাপের, তবে আগে সেটা করে সঠিক টেমপ্লেট বা মডিউল তৈরি করে, তবেই প্রধান পাতায় দেওয়া উচিত, তার আগে নয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:০৪, ২৯ জুন ২০২১ (ইউটিসি)
  •  মন্তব্য বোধিসত্ত্বদায়ের সাথে সম্পূর্ণ একমত। সাথে এটিও মনে হয়, আইপি ঠিকানার অবস্থান অনুযায়ী কেবল একটি তারিখই দেখানো উচিত। — Meghmollar2017আলাপ০৪:৩০, ৩০ জুন ২০২১ (ইউটিসি)
  • হ্যাঁ, টেমপ্লেটটি প্রধান পাতায় যোগ করা যায়, কোন সমস্যা নেই। তবে, বোধি যা বলেছে সেটার সমাধান করতে হবে কোনভাবে। না হলে এই বছর যোগ করা হলে, সামনের বছরই টেমপ্লেটটি ভুল ফলাফল দিবে। কোনো নিবন্ধ/পৃষ্ঠার শুরুতে যে তারিখ-উল্লেখ করা থাকে, সেটা আসলে একটি গ্যাজেট (তবে তা ডিফল্ট বা পূর্বনির্ধারিতরূপে সবার জন্য সক্রিয় করা নয়)। হ্যাঁ, সেই রকম একটি গ্যাজেট তৈরি করা যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৪, ৩০ জুন ২০২১ (ইউটিসি)

বাংলাদেশের রাষ্ট্রপতিদের ক্রম

বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা অনুযায়ী জিয়াউর রহমান বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি হলে আবু সাদাত মোহাম্মদ সায়েম এর হওয়া উচিত ৭ম (নিবন্ধে ৬ষ্ঠ), আবদুস সাত্তার এর হওয়া উচিত ৯ম (নিবন্ধে ৮ম)। তবে তাদের ক্রম যদি ঠিক হয়, তাহলে জিয়াউর রহমানের ক্রম হবে ৭ম। আবার, উভয়ের যেকোনো একটি ঠিক হলে আ ফ ম আহসানউদ্দিন চৌধুরী এর ক্রম হবে ৯ম/১০ম (কিন্তু নিবন্ধে ১১তম)। আমার মনে হচ্ছে এই বিভ্রান্তিমূলক ক্রমের সম্ভাব্য কারণ হতে পারে কারও ব্যাক্তি হিসেবে রাষ্ট্রপতির ক্রম ব্যবহার, আবার অন্য কারও ক্ষেত্রে মেয়াদ অনুযায়ী ক্রম ব্যবহার। তবে কেউ যদি জানেন যে রাষ্ট্রপতিদের ক্রম কি অনুযায়ী ঠিক করা হয় এবং আমার ধারণায় ভুল থাকলে অবশ্যই জানাবেন, আমার এরকম ক্রম সম্পর্কিত ধারণা কম। সাইফুর  (আলাপ) ০৪:০৮, ৩০ জুন ২০২১ (ইউটিসি)

@Syfur007 ভাই খুব সুন্দর একটি আলোচনা প্রস্তাব করেছেন। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা এই নিবন্ধে তো ক্রম দেওয়া নেই। আর শুধু এইখানে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষেত্রেও ঝামেলা হয়। এই উপাচার্য যদি দুই মেয়াদে থাকে। তাহলে তিনি নতুন ক্রম তৈরি করবেন না, ঐ একই ক্রমে থাকবেন। এটি আমার বহুদিনের একটি প্রশ্ন!! -- Prodipto Deloar (আলাপ) ০৪:২৮, ৩০ জুন ২০২১ (ইউটিসি)
@Prodipto Deloar ভাই, বাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকা নিবন্ধে ক্রম দেওয়া থাকলে হয়তো সমস্যার কিছুটা সমাধান হয়েই যেত, কিন্তু আমি যেই ক্রমগুলো উল্লেখ করেছি তা তালিকা অনুযায়ী গণনা করে নির্ণয় করা এবং ঐ ব্যক্তিদের নিজস্ব নিবন্ধে উল্লেখ করা। যদি তালিকা নিবন্ধটিতে একটা ক্রম ব্যবহার করা হতো তাহলে তাদের নিবন্ধে সেই ক্রমটা ব্যবহার করা যেত এবং ক্রম সম্পর্কিত এই বিভ্রান্তি দূর করা যেত। আমার মতে রাষ্ট্রপতি, উপাচার্য এবং প্রযোজ্য অন্যান্য ক্ষেত্রেও এরকম ব্যক্তি হিসেবে ক্রম ব্যবহার করা যেতে পারে। - সাইফুর  (আলাপ) ০৪:৫৯, ৩০ জুন ২০২১ (ইউটিসি)
@Syfur007 ভাই, আমার মতে বাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা প্রয়োজনে এইভাবে ক্রম তৈরি করা যেতে পারে। -- Prodipto Deloar (আলাপ) ০৫:০৩, ৩০ জুন ২০২১ (ইউটিসি)

সাইট নোটিশ দেওয়ার প্রস্তাব

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় সবাই,
উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ শীর্ষক প্রতিযোগিতার জন্য বাংলা উইকিপিডিয়ায় সাইট নোটিশ দেওয়ার প্রস্তাব করছি। অনুগ্ৰহ করে সবাই সবার মতামত প্রদান করুন —শাকিল হোসেন আলাপ ১৩:৫৩, ৩০ জুন ২০২১ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।