ব্যবহারকারী আলাপ:Mrb Rafi
আপনার জন্য একটি ছাগল![সম্পাদনা]
উইকিপিডিয়ায় নতুনভাবে যুক্ত হওয়ায় আপনাকে স্বাগতম
নকীব সরকার বলুন... ০৫:০৩, ২৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)
নটর ডেম উইকি আলাপন ১.০ এ স্বাগতম[সম্পাদনা]
প্রিয় রাফি, নটর ডেম উইকি আলাপন ১.০ এ আপনাকে স্বাগত। প্রতিযোগিতার অংশ হিসেবে নিবন্ধ তৈরি করতে প্রথমেই উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির দেওয়া বার্তাটি ভালো করে পড়ুন। এখান থেকে যেকোনো একটি নিবন্ধ অনুবাদের জন্য নির্বাচন করুন।
- নিবন্ধটি ভালো করে পড়ুন: নিবন্ধ তৈরির পূর্বেই নিবন্ধটি সম্পূর্ণ পড়ে অর্থ বুঝুন।
- কপি করুন: হাতের ডানদিকে সম্পাদনা বাটনে ক্লিক করে সম্পূর্ণ কোড কপি করুন।
- পেস্ট করে অনুবাদ করুন: তালিকার বাংলা নাম অংশের লাল লিঙ্কে ক্লিক করে কপি করা কোডটি পেস্ট করুন এবং বুঝে বুঝে অনুবাদ করুন।
এভাবে সম্পূর্ণ নিবন্ধটি অনুবাদ সম্পূর্ণ করুন। এছাড়া যেকোনো সাহায্যের জন্য আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।
নোট: উইকিপিডিয়ায় নতুন হিসেবে অবদান রাখার জন্য অভিজ্ঞদের অনুসরণ করুন। বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। -- আদিভাই (আলাপ) ১৮:৪০, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
অনুরোধ[সম্পাদনা]
দ্বিতীয় মুবারাক আলী খান নামে পাতাটি আমি তৈরি করেছি এবং তার সম্পূর্ণ কাজ শেষে জমাও দিয়েছি৷ কিন্তু আমি লক্ষ্য করি নি যে দ্বিতীয় মুবারাক আলী খান পাতাটি দ্বিতীয় মুবারক আলী খান নামে আছে। আপনি সেটা খালি পাতা হিসাবে তৈরি করেছেন। আশা করি আপনি পাতাটি আমার জন্য ছেড়ে দেবেন।— Wiki Ruhan (আলাপ) ২০:১০, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
ব্যবহারকারী পাতা[সম্পাদনা]
![]() |
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে , অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন। |
ব্যবহারকারী পাতায় কি তৃতীয় পুরুষ (তিনি) সম্বোধন করা উচিত ??— Mrb Rafi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Mrb Rafi: এটি দেখুন। তাছাড়া এসংক্রান্ত আলোচনার জন্য এই আলোচনা দেখুন। নকীব সরকার বলুন... ০৮:০৯, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- @Nokib Sarkar: আলাপ পাতায় কোনো ব্যবহারকারীকে সাহায্য করার পর {{সাহায্য করুন-করা হয়েছে}} ট্যাগটি যোগ করার অনুরোধ রইলো। অন্যথায়, সাম্প্রতিক পরিবর্তন পাতায় সাহায্যপ্রার্থী ব্যবহারকারী অপশনটি দেখাবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৪০, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- আল রিয়াজ উদ্দীন ভাই,
আসলে আমি ভেবেছিলাম তিনি যদি স্বীকার করেন যে তিনি বুঝতে পেরেছেন, তাহলেই কেবল সেটা যোগ করবো। যাইহোক, ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৭:১০, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- আল রিয়াজ উদ্দীন ভাই,
- @Nokib Sarkar: আলাপ পাতায় কোনো ব্যবহারকারীকে সাহায্য করার পর {{সাহায্য করুন-করা হয়েছে}} ট্যাগটি যোগ করার অনুরোধ রইলো। অন্যথায়, সাম্প্রতিক পরিবর্তন পাতায় সাহায্যপ্রার্থী ব্যবহারকারী অপশনটি দেখাবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৪০, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
সুপ্রিয় Mrb Rafi! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৭:১১, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি) |
নকীব সরকার বলুন... ১৭:১১, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
আপনাকে ধন্যবাদ[সম্পাদনা]
![]() |
নটর ডেম উইকি আলাপন ১.০ |
সুপ্রিয় Mrb Rafi, নটর ডেম উইকি আলাপন ১.০-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। - নকীব সরকার বলুন... ০৫:২২, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি) |
নকীব সরকার বলুন... ০৫:২২, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
বীরবল ধর দ্রুত অপসারণ[সম্পাদনা]
বীরবল ধর নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে
যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}}
এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।
অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। একজন মহাপুরুষ (আলাপ) ০৮:২১, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
অনুল্লেখ্য পদক |
আপনার সম্পাদনাসংখ্যা আপনার অবদানের প্রকৃত মানের তুলনায় কিছুই নয়, যেমনটা এই পদক। তবুও শুধুমাত্র সম্মানার্থে গ্রহণ করুন সামান্য এই স্বীকৃতি। নকীব সরকার বলুন... ১৯:২৯, ১৩ মে ২০২০ (ইউটিসি) |
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
পরিশ্রমী পদক |
নটর ডেম কলেজ নিবন্ধে দীর্ঘ দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তাকে ভালো নিবন্ধে উন্নীত করার জন্য আপনাকে সামান্য এই স্বীকৃতি দিলাম। আশা করছি আপনার সম্পাদনা "মান" তার সংখ্যার চেয়েও অধিক হবে। নকীব সরকার বলুন... ১৬:২৬, ২৩ মে ২০২০ (ইউটিসি) |
অনুরোধ[সম্পাদনা]
আসসালামু| আলাইকুম স্যার। আমি বাংলাদেশ রাইটাট একজন নতুন উইকিপিডিয়ান। তাই আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। এছাড়াও আপনাদের নিয়মাবলি আমি মানতে সদা প্রস্তুত। সম্প্রতি আমি 'রেনযেক্স রিহেক্স' নামে একটি নিবন্ধ তৈরী করি যার লিংকঃ https://bn.m.wikipedia.org/w/index.php?title=%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%AF%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8_%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8#%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%82%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 তিনি একজন হ্যাকার বর্তমানে তিনি বেশ কিছু হ্যাকিং প্রক্রিয়া চালান একটি মাধ্যমে এবং একটি জনপ্রিয় ব্লগ তথ্যসূত্র দ্বারা প্রকাশিত অতএব আমার আকুল আবেদন জনাবের যেন 'রেনযেক্স রিহেক্স'এর নিবন্ধের প্রতি সুনজর হয়।
ধন্যবাদ। Bangladesh Writter (আলাপ) ০৭:১২, ১২ জুন ২০২০ (ইউটিসি)
- @Bangladesh Writter:প্রশাসক কর্তৃক অপসারিত নিবন্ধের ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আমি যেহেতু পাতাটির বিষয়বস্তু দেখিনি, তাই এটি সম্পর্কে কোনো মত দিতে পারছিনা। দুঃখিত। তবে কোনো সামাজিক মাধ্যম বা ব্লগের তথ্যসূত্র হিসেবে উল্লেখযোগ্যতা নেই। আরো জানতে এটি পড়ুন। আর যদি আপনার মনে হয় নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ায় থাকার যোগ্য এবং তার পক্ষে আপনার যুক্তি থাকে, তবে এখানে বার্তা দিন। আর যেকোনো সাহায্যের ক্ষেত্রে আমার আলাপ পাতা আপনার জন্য উন্মুক্ত। ধন্যবাদ। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪৪, ১২ জুন ২০২০ (ইউটিসি)
বন্ধু আছে, আর কী লাগে?[সম্পাদনা]
![]() | ||||
বন্ধু দিবসের শুভেচ্ছা | ||||
“বন্ধুত্ব তখনই জন্ম নেয়, যখন একজন আরেকজনকে বলে, ‘কী! তুমিও? আমি ভেবেছিলাম আমি এখানে একাই আছি।’” |
উইকিপিডিয়ার পদযাত্রায় আমরা সহযোগী, সহযাত্রী, সহকর্মী, সহপাঠী; আমরা বন্ধু। বিশ্ব বন্ধু দিবসের মহালগ্নে তোমাকে জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। আদিভাই, ২ আগস্ট ২০২০, রবিবার |
- ধন্যবাদ, আদিভাই! - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৩৮, ২ আগস্ট ২০২০ (ইউটিসি)
সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব[সম্পাদনা]
প্রিয় রাফি,
আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:২২, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
- নকীব সরকার, আপনাকে এটা নিয়ে জিজ্ঞেস করব করব ভেবেই ভুলে যাই। এখানে কি এক সপ্তাহের আলাপ সংগ্রহশালায় চলে যাবে? ইয়ে মানে আমি তো অতো বিখ্যাত কোনো উইকিপিডিয়ান নই, তাই এক মাস করাটাও বোধহয় বেশি হয়ে যায় আরকি। তবে সাহায্যের প্রস্তাবের জন্য অসংখ্য ধন্যবাদ। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৯:৫৫, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
- তবে চাইলে ছয়মাস করতে পারেন। এক্ষেত্রে কোডটি হবে
{{স্বয়ংক্রিয় সংগ্রহশালা |archive-month=1,6 |archive-day=1 |archive-format=বর্ধিত |archive-pattern=/সংগ্রহশালা/ y1-m1 থেকে y2-m2 পর্যন্ত |current-index=201901202006 }}
। ধন্যবাদ নকীব সরকার বলুন... ০৪:৪১, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)
- তবে চাইলে ছয়মাস করতে পারেন। এক্ষেত্রে কোডটি হবে
গর্বিত নটর ডেমিয়ান[সম্পাদনা]
গর্বিত নটর ডেমিয়ান পদক |
সুপ্রিয় রাফি, |
নির্বাচিত নিবন্ধ পদক[সম্পাদনা]
|
অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন[সম্পাদনা]
হ্যালো Mrb Rafi: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org
(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)
Samuel (WMF) (আলাপ) ০০:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
নটর ডেম কর্মশালা[সম্পাদনা]
রাফি, এই এডিটাথনে অংশ নিতে বা সার্টিফিকেট পেতে তো আমার কোন বাধা থাকা উচিত না তাই না? কারণ আমি অংকন ভাই আর তোদের কর্মশালাটি করেছি আর রেজিস্ট্রেশনও করেছি আর বর্তমানে নিবন্ধও তৈরি করছি।—Wiki RuHan [ Talk ] ২২:১৮, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- দোস্ত, অংকন ভাইয়া ওটা ডেমো হিসেবে ওয়ার্কশপে অনুবাদ করে দেখাইসেন, প্রতিযোগিতায় অংশ নেবার জন্য নয়। আমরা চাইছি ২০২১/২২ ব্যাচের ডেমিয়ান ছাড়া অন্য কেউ এডিটাথনে অংশ নিলেও তাঁরা যদি বিজয়ী হন, বিজয়ী সনদ দেয়া হবেনা। বরং অনারেবল মেনশন বা বিশেষ সম্মাননা হিসেবে একটা অনুচ্ছেদে নাম উল্লেখ করা হবে। এটা শুধুই নতুনদের সুযোগ করে দেয়ার জন্য। এবং এখন পর্যন্ত মনে হচ্ছে ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি পাশথই থাকবি। তোকে ফেসবুকেও পাচ্ছি না। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৪:১৮, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- অংকন ভাইয়া, আপনার মত কি?—Wiki RuHan [ Talk ] ১৫:৫৮, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Wiki Ruhan: শুভেচ্ছা নিও। যেহেতু এটা প্রতিযোগিতা নয়, বরং এডিটাথন; সবাইকেই সনদপত্র দেয়া হবে উৎসাহিত করার জন্য, শুভেচ্ছাস্মারক হিসেবে। প্রথম তিনজনকে সনদপত্রে পৃথকভাবে উল্লেখ করা হবে মাত্র। যেহেতু কর্মশালায় নিবন্ধনের ক্ষেত্রে ২০২১/২২ ব্যাচ লিখে দেয়া ছিল, এজন্য এদের বাইরে কাউকে এই তিনজনের জায়গাটা দেয়া সম্ভব হবে না। তবে উল্লেখ্য যে সবাইকেই সনদপত্রই দেয়া যেতে পারে (এই দুই ব্যাচ বাদেও, যেকোনো নটর ডেম কলেজের ছাত্রকেই), অতএব অংশগ্রহণ অবশ্যই প্রশংসনীয় এবং সনদপত্র দেয়া হবে। ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে পড়ালেখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময় পেলে তালিকায় কিছু নিবন্ধ যোগ বা পর্যালোচনা করতে পারো। আমি নিজেই তেমন সময় দিতে পারছি না, এদিকে বাকিরাও বেশ হিমসিম খাচ্ছে। অবশ্য এমনিতে ভালোই লাগছে এরকম অংশগ্রহণ দেখে! :P — অংকন (আলাপ) ১৬:৫৮, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- অংকন ভাইয়া, আপনার মত কি?—Wiki RuHan [ Talk ] ১৫:৫৮, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
চিত্র সম্পর্কে[সম্পাদনা]
@Mrb Rafi: জনাব, রিচার্ড উইলিয়াম টিম সাহেবের যেহেতু মুক্ত চিত্র (দেখুন) রয়েছে। তাই তাঁর অমুক্ত চিত্র (দেখুন) আপলোড করা বৈধ নয়। ━ কুউ পুলক 🖂 ১৬:৪৩, ১৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক: পুলক ভাই, মুক্ত ছবিগুলোর বিষয় আলাদা। আর যেদুটো ছবি আমি সৌজন্যমূলক ব্যবহার হিসেবে আপলোড করেছিলাম, সেগুলো নিবন্ধের বিষয়বস্তু বোঝাতে ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। যেমন একটি ছবিতে ফাদার ম্যাগসেসাই পদক হাতে দাঁড়িয়ে আছেন, সেটি গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। আরেকটি ছবিতে ৭৩ সালে ফাদারের চেহারা কেমন ছিল, তার ধারণা পাওয়া যায়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ফাদারের চেহারা পাঠান সৈনিকদের মতো মনে হতো বলে যে বক্তব্য নিবন্ধে রয়েছে, ছবিটি সে বক্তব্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ। মৃত্যুর আগে এবং তৎকালীন সময়ে ফাদার টিমের চেহারায় বিরাট পার্থক্য ছিল। আশা করি কারণগুলো ছবিগুলোকে বাংলা উইকিতে রাখার পক্ষে যথেষ্ট বলে বুঝতে পারবেন। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৭:২২, ২০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi জনাব, বিরাট পার্থক্য থাকলেও উ্ইকির নিয়ম তো আমাদের মানতে হবে। নিয়ম হলো মুক্ত চিত্র থাকলে অমুক্ত চিত্র আপলোড করা যাবে না। তারপরও আপনি আপত্তি করতে পারেন। ━ কুউ পুলক 🖂 ০৭:৩১, ২০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক: পুলক ভাই, মুক্ত ছবিগুলোর বিষয় আলাদা। আর যেদুটো ছবি আমি সৌজন্যমূলক ব্যবহার হিসেবে আপলোড করেছিলাম, সেগুলো নিবন্ধের বিষয়বস্তু বোঝাতে ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। যেমন একটি ছবিতে ফাদার ম্যাগসেসাই পদক হাতে দাঁড়িয়ে আছেন, সেটি গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। আরেকটি ছবিতে ৭৩ সালে ফাদারের চেহারা কেমন ছিল, তার ধারণা পাওয়া যায়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় ফাদারের চেহারা পাঠান সৈনিকদের মতো মনে হতো বলে যে বক্তব্য নিবন্ধে রয়েছে, ছবিটি সে বক্তব্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ। মৃত্যুর আগে এবং তৎকালীন সময়ে ফাদার টিমের চেহারায় বিরাট পার্থক্য ছিল। আশা করি কারণগুলো ছবিগুলোকে বাংলা উইকিতে রাখার পক্ষে যথেষ্ট বলে বুঝতে পারবেন। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৭:২২, ২০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
চিত্র:ম্যাগসেসাই পদক হাতে রিচার্ড উইলিয়াম টিম.jpeg দ্রুত অপসারণ[সম্পাদনা]
চিত্র:ম্যাগসেসাই পদক হাতে রিচার্ড উইলিয়াম টিম.jpeg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে
যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}}
এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:ম্যাগসেসাই পদক হাতে রিচার্ড উইলিয়াম টিম.jpeg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।
অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। ━ কুউ পুলক 🖂 ১৬:৫২, ১৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
চিত্র:১৯৭৩ সালে রিচার্ড উইলিয়াম টিম.jpeg দ্রুত অপসারণ[সম্পাদনা]
চিত্র:১৯৭৩ সালে রিচার্ড উইলিয়াম টিম.jpeg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে
যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}}
এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:১৯৭৩ সালে রিচার্ড উইলিয়াম টিম.jpeg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।
অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। ━ কুউ পুলক 🖂 ১৬:৫৩, ১৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
ব্যবহারকারী:Meghmollar2017/পরিবর্তন[সম্পাদনা]
{{ব্যবহারকারী:Meghmollar2017/পরিবর্তন}} টেমপ্লেটে আর ব্যবহারকারী=
পরামিতির প্রয়োজন হবে না। এটি এখন {{ROOTPAGENAME}} নামক জাদু শব্দ ব্যবহার করে। — Meghmollar2017 • আলাপ • ১৪:৫৮, ২০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
Enabling Section Translation on Bengali Wikipedia[সম্পাদনা]
Hi @Mrb Rafi:
I am Eli, a researcher on the Language Team. I hope you're doing well. The Language team plans to improve the mobile translation experience with Section Translation enablement in Bengali Wikipedia. This announcement contains the details. I thought it may be of your interest. Please feel free to provide any feedback.
We are also planning research sessions to learn more about the experience of using Section Translation. If you or any friends may be interested to participate, and regularly use a mobile device for editing and translating, please contact eli@wikimedia.org. I will follow-up to any messages I receive with more details and specifics about the opportunity.
Thanks, EAsikingarmager (WMF) (আলাপ) ২০:২৪, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)