ব্যবহারকারী আলাপ:Tahmid

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Wikitanvir (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:৪২, ৭ মে ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎সাম্প্রতিক পরিবর্তন ভেসে যাচ্ছে: মন্তব্য যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

বিষয়শ্রেণী

প্রিয় সুধী, উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। বিষয়শ্রেণী সম্পর্কে একটি কথা, যেখানে উপবিষয়শ্রেণী যুক্ত আছে সেখানে মুল বিষয়শ্রেণী দয়াকরে যুক্ত করবেন না। যেমন ইসলাম যেখানে আছে সেখানে ইসলাম ধর্ম যুক্ত করা, ধর্মীয় উপাধি উপাধির উপবিষয়শ্রেণী। প্রয়োজনে ইংরেজি নিবন্ধের বিষয়শ্রেণী দেখতে পারেন, আরও জানতে উইকিপিডিয়া:বিষয়শ্রেণীকরণ দেখতে পারেন। ধন্যবাদ >>কায়সার আহমাদ (আলাপ) ০৫:০৯, ২১ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

গণহারে টেমপ্লেট যোগ

জনাব, আপনি গণহারে টেমপ্লেট যোগ করছেন যা করার দরকার নেই। এই কাজটি আমরা বট দিয়েও করতে পারি। আর আপনি এই কাজ করতে যেয়ে সাম্প্রতিক পরিবর্তন ভাসিয়ে দিচ্ছেন। সময় ব্যয় করে টেমপ্লেট যোগ না করে নিবন্ধ সম্পাদনা করেন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৬:৫৬, ২৫ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় আফতাবুজ্জামান,

নিবন্ধের আলাপ পাতায় টেমপ্লেটগুলো যে বট ব্যবহার করে লাগানে যেতে পারে তা আমার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে জানানোর জন্য আসংখ্য ধন্যবাদ।T@hmid02016 (আলাপ) ০১:২৯, ২৬ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক

বিশেষ পদক
বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত ধৈর্যসহকারে নিবন্ধে সম্পাদনার মাধ্যমে সেগুলোর মানোন্নন করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে এই পদক দিলাম। Apurba2017 (আলাপ) ১০:৩৪, ২৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণীতে সম্পাদনা

নীল, বাদামী, ধূসর প্রভৃতি বিষয়শ্রেণীতে দেখলাম "মূল বিষয়শ্রেণী" টেমপ্লেট যোগ করেছেন, কিন্তু "নীলের বর্ণচ্ছটা" জাতীয় টেমপ্লেটগুলো মুছে দেয়ার কারণ কী? ইলাস্ট্রেশন হিসেবে ইংরেজি ও অন্যান্য উইকির বিষয়শ্রেণীতেও টেমপ্লেটগুলো ব্যবহৃত হয়েছে। এছাড়া একাধিক টেমপ্লেট থাকলে কোনো সমস্যা হয়না। আর আপনার ডিভাইসে অনুল্লেখ্য অপশন যদি থাকে তবে এরকম সম্পাদনায় সেটা ক্লিক করে রাখবেন। টুকিটাকির পাশাপাশি নিবন্ধগুলোতে গঠনমূলক সম্পাদনা আশা করছি। রেজওয়ান (আলাপ) ১৫:৪০, ৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

গানের নিবন্ধ প্রসঙ্গে

সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদ। সম্প্রতি আপনাকে গানের নিবন্ধ তৈরি করতে দেখা যাচ্ছে। সঙ্গীত রেকর্ড বা সঙ্গীত রেকর্ডের তালিকার ক্ষেত্রে সেই রেকর্ডের শিল্পীর নামে যদি কোন নিবন্ধ না থাকে এবং কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তা নির্দেশ না করে, তবে সেই নিবন্ধ দ্রুত অপসারণের জন্য বিচারধারার আওতাভূক্ত। এই অপসারণ এড়াতে প্রথমে আপনার করণীয় হবে আপনার প্রণীত গানের নিবন্ধের শিল্পী 'আলেক্সান্দ্রা স্তান' ('আলেকজান্দ্রা স্টান' নয়) এর নিবন্ধ তৈরি করা। বাংলা উইকিপিডিয়ায় আপনার পথচলা আরও বেগবান হোক। -- ওয়াকিম (আলাপ) ০৯:১২, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Wakim32: আমাকে বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। আমি বর্তমানে একটি নিবন্ধ নিয়ে কাজ করছি। নিবন্ধটি লেখা শেষ হলে সংগীত শিল্পীর নামে নিবন্ধটি তৈরি করব। আর আপনার উল্লেখিত নামের বানান "আলেক্সান্দ্রা স্তান" কোথায় পেয়েছেন জানালে খুশি হব। কারণ ইংরেজী উইকিতে প্রদত্ত নাম Alexandra এর জন্য বাংলাতে "আলেকজান্দ্রা"ই লেখা রয়েছে। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৯:২৫, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়া:বাংলা ভাষায় রোমানীয় শব্দের প্রতিবর্ণীকরণ দেখুন অথবা এই ভিডিওটি দেখুন।-- ওয়াকিম (আলাপ) ০৯:২৮, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার সুপরামর্শ/উপদেশ-এর জন্য অনেক ধন্যবান। আশা করি ভবিষ্যতেও যদি আমার কোনো ভুল হয় তবে আপনি এভাবেই সাহায্য করবেন। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ১৩:২৭, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ভয়

@তাহমীদ ভাই, আপনি মুহাম্মাদের সমালোচনা পাতায় কেন লেখতে গেলেন? ভয় পাননি? আপনি তো বাংলাদেশেই থাকেন, তাছাড়া আপনি ২০০৪ সালে অর্থাৎ বেশী আগেনা জন্মগ্রহণ করেছেন। প্রতিভা মনির (আলাপ) ০৬:৫৮, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@প্রতিভা মনির: মুহাম্মাদের সমালোচনা নিবন্ধটি সম্পাদনা করা যাবে না এরকম কোনো কথা সম্ভবত বাংলাদেশের সংবিধানে বা উইকিপিডিয়ার নীতিমালাতে লেখা নেই। তাই যে কেউই পাতাটি সম্পাদনা করতে পারে। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৭:০৬, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@তাহমীদ ভাই, এদেশে এমনিতেই অনেক প্রবলেম, অনেক জিহাদী জঙ্গী আছে, একটু ভাবুন, পুলিশ দূর্নীতিবাজ, সবই তো ফাউল। প্রতিভা মনির (আলাপ) ০৭:১০, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@প্রতিভা মনির: আপনার কথা শুনে হাসি এল। এইসবের ভয়ে কেউ উইকিপিডিয়াতে সম্পাদনা বন্ধ করে দেবে বলে কি আপনার মনে হয়? ইংরেজি উইকিতেও এই নিবন্ধটি রয়েছে। তাই বলে কি কেউ তা সম্পাদনা করছে না? সেখানে সারা বিশ্বের লোকরা নিবন্ধটি দেখছে। বাংলাদেশের জঙ্গীগোষ্ঠি তবে কি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ঐ নিবন্ধে সম্পাদনাকারীদের খুজে বের করে তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে? যাই হোক, রাজনৈতিক আলোচনা করার স্থান উইকিপিডিয়া নয়। তাই এরকম কোনো আলোচনাও এখানে করা উচিত নয়। [একটি কথা: আমার নাম "তাহমিদ (তাহমীদ নয়)। অনুগ্রহপূর্বক ভবিষ্যতে কোথাও আমার নাম লিখার প্রয়োজন হলে "তাহমিদ" লিখেবেন (তাহমীদ লিখবেন না)।] বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৭:২৫, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@বাউন্ডুলে দার্শনিক ভাই, বাংলাদেশী জঙ্গীরা বিদেশের ভিসা পাবেনা তাতো জানি, কিন্তু আমরাও তো বিদেশের ভিসা পাবোনা, এদেশেই থাকতে হবে, আমি বাংলাদেশকে প্রগতিবাদী হিসেবে দেখতে চেতাম, কিন্তু অভিজিৎ রায় সহ বহু নাস্তিক ব্লগারের নৃশংস হত্যাকাণ্ডের পর আমি উইকিপিডিয়ায় সাহস করেই লেখালেখি শুরু করি, আবার পরে এলাকার তাবলীগের লোকদের আহ্বান (দাঁড়ি রাখা, টুপী পরা, পায়জামা-পাঞ্জাবি পরার) দেখে আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, ফলশ্রুতিতে আমি উইকিপিডিয়াতে ধ্বংসাত্মক কাজ-কর্ম শুরু করি এবং সকপাপেট বানাই (দেখুন), অনেক কিছুই বানাই, খুবই ভয় লাগে এদেশে, ভারতে কোনো ভয় নেই, ভারতে অনেক নাস্তিক আছেন যেমনঃ পিনাক দা, অরিন্দম দা সহ আরো অনেকে (ওদের প্রোফাইল দেখুন)। প্রতিভা মনির (আলাপ) ০৭:৪০, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@প্রতিভা মনির: দয়া করে এই সব আলোচনা এখানে করবেনা না। কে নাস্তিক কে আস্তিক তার সমালোচনা করা আমাদের কাজ না। আপনি যদি ভয় পান তবে নিজ পরিচয় গোপন করে লিখুন। উইকিতে লিখতে গেলে পরিচয় প্রকাশ করা বাধ্যতামূলক নয়। আফতাব (আলাপ) ২১:০০, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আফতাব ভাইকে সমর্থন করছি। বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০০:৪০, ৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন তথ্য

@তাহমিদ ভাই, কামাল হাসান এর আলাপ পাতায় নতুন তথ্য (রেফারেন্স সহ) দিয়েছি। প্রতিভা মনির (আলাপ) ১১:২২, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@তাহমিদ ভাই, হিন্দি ভাষায় कमल हासन এর উচ্চারণ কমল হাসন নয় কামাল হাসানই, হিন্দি ভাষায় क এর উচ্চারণ 'কা', বাংলা 'ক' নয়। প্রতিভা মনির (আলাপ) ১১:৩৬, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@তাহমিদ ভাই, বিভিন্ন ভারতীয় বাংলা পত্রিকায় কারীনা কাপুরের উচ্চারণ করিনা কাপুর দেখেছি। প্রতিভা মনির (আলাপ) ১১:৪০, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

স্বয়ংক্রিয় পরীক্ষণ

হ্যালো Tahmid02016, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাব (আলাপ) ১৬:৪৫, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নীতিমালা অনুবাদ এডিটাথন পদক

নীতিমালা অনুবাদ এডিটাথন পদক
প্রিয় Tahmid02016, শুভেচ্ছা নিবেন। আপনি সম্প্রতি অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ সংক্রান্ত এডিটাথনে অংশ নিয়ে নীতিমালা অনুবাদ করেছেন। তাই আপনাকে এই পদকটি দেয়া হল। ভবিষ্যতেও নীতিমালা অনুবাদ করা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার সম্পাদনা শুভ হোক। --আফতাব (আলাপ) ২২:১৯, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Adding

Hey honorable I wanna add something particular on Wikipedia. Kindly contact me

রোলব্যাক

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৩, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ!

সুধী,
শভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি (আজাকি) বিভাগটি পুনরায় সক্রিয় করার জন্য কাজ করছি এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজীকরণ করেছি। এই বার্তাটি যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরি করে থাকেন তাদের সবাইকে ‘আজাকিতে’ নিবন্ধ মনোনয়নে উৎসাহিত করার জন্য প্রদান করছি। আপনি প্রায়শই নতুন নিবন্ধ তৈরি করে থাকেন সুতরাং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা সক্রিয় রাখতে আপনাকে আজাকিতে নিবন্ধ মনোনয়ন বা পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনার সম্পাদনা শুভ হোক :) -- নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৮:৪০, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বার্তা

আমি ইংরেজি উইকিপিডিয়া পড়ে বাংলায় ঠিক করলাম। আর আপনি মুছে দিলেন — Muhammad Mehedi Hasan Nayeem (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দুঃখিত, আসলে আপনার বাংলাদেশ নিবন্ধে করা আপনার সম্পাদনাটি বাতিল করার কারণ তথ্যসূত্র ছাড়া লেখা। এছাড়াও চাকমা, গারো ইত্যাদি লেখা উইকিটেবিলে যোগ করা আপনার করা সম্পাদনা বাতিলের কারণ। অনুগ্রহপূর্বক উইকিতে সম্পাদনা শুরুর পূর্বে আপনার আলাপ পাতায় দেয়া প্রথম বার্তাটি পরিপূর্ণভাবে পড়ার আবেদন করছি। এছাড়াও ঐ সম্পাদনাটি মানানসই ছিল না। অনুগ্রহপূর্বক পরিবেশ নষ্ট করে এমন সম্পাদনা করবেন নাTahmid02016 (আলাপ) ০৬:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যবেক্ষক মঞ্জুর

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "পরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের সীমাবদ্ধতাসহ সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

Best wishes for all and each and every one

Happy International Mother Language Day

আপনার জন্য একটি পদক!

লিঙ্গ সমতা পদক
সুপ্রিয় Tahmid02016,

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমরা একটা সিনেমা বানাবো নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

আমরা একটা সিনেমা বানাবো নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আমরা একটা সিনেমা বানাবো পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১৭:৫০, ১৬ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।

ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ২১:১৫, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:ম্যাডোনা হলিউড সিডি১.jpg ফাইলের উৎস সমস্যা

চিত্র:ম্যাডোনা হলিউড সিডি১.jpg আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ২৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

West Bengal map

Hello! You revert my edit here. চিত্র:India West Bengal location map.svg is not up to date, it does not show Jhargram district, Paschim Bardhaman/Purba Bardhaman districts and Alipurduar district. That's why I changed the file. NNW (আলাপ) ১০:১৯, ৭ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি বিড়ালছানা!

আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, ধন্যবাদ।

Pavlu (আলাপ) ১০:৪০, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ শুভেচ্ছা

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Tahmid02016,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সুপ্রিয় Tahmid,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় Tahmid02016, শুভেচ্ছা নেবেন। আপনাকে রমজান এডিটাথন ২০২১-এ যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের মানোন্নয়ন করাই হল এই এডিটাথনের মূল উদ্দেশ্য। এই এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম যুক্ত করতে পারেন এবং এই তালিকা থেকে যেকোন নিবন্ধ অনুবাদ করে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে পারেন।
শুভেচ্ছান্তে—
রমজান এডিটাথন আয়োজকদের পক্ষে,
আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৫, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

-- আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৫, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সাম্প্রতিক পরিবর্তন ভেসে যাচ্ছে

ভাই, আপনার জন্যও এই একই পরামর্শ। স্ক্রিপ্ট দিয়ে সম্পাদনা করে সাম্প্রতিক পরিবর্তন ভাসিয়ে দিয়েন না। হীরক রাজা ভাইকে বলেন তার বট দিয়ে ঠিক করতে (ওনাকে কি কি ঠিক করতে হবে তার তালিকা দিন) অথবা আপনি নিজে বট চালানোর জন্য আবেদন করেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৩, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: আমার সম্পাদনার গতি তো খুব বেশি না (মিনিটে ২টা বা ৩টা)। তবে আমি ভাবছিলাম আমি হয়তো এক দিনের জন্য 'ব্যবহারকারী বট' অধিকারের আবেদন করতে পারি। -- তাহমিদআলাপ০২:১৬, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
এদিকে Waraka Saki ভাই ৮:৩২-৮:৪০ (ইউটিসি) এর মধ্যেই ক্যাট-এ-লট দিয়ে প্রায় ২০৮ টি সম্পাদনা করেছেন। তাই আমার মনে হয়, অপ্রশাসকদেরকেও আবেদনের ভিত্তিতে ব্যবহারকারী বট দল প্রদান করার নিয়ম শুরু করা যায় কিনা, @আফতাবুজ্জামান: একটু দেখুন। — AKanik 💬 ০৯:৪৫, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন; সাকি ও শেখ ভাইয়ের সম্পাদনার সময় তো উইকিতে ঝড়-তুফান বয়ে যায়। আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু সময় জন্য বট অধিকার দিলে ভালোই হবে। সবাই তো উইকির উন্নয়নেই কাজ করছে; কেউই তো আর উইকির ক্ষতি চাইছে না। :) –– তাহমিদআলাপ১০:০৫, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
প্রতি মিনিটে কোন ব্যবহারকারী ২-৩ সম্পাদনা করা স্বাভাবিক এর চেয়ে বেশি বলে আমি মনে করিনা। এর পরেও যদি সমস্যা হয় তাহলে এই অধিকার দেয়া যেতে পারে। — SHEIKH (আলাপন) ১১:৪০, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
তাহমিদ ভাই, দয়া করে স্ক্রিপ্ট চালানো বন্ধ করুন। এছাড়া আপনি ইতোমধ্যে কিছু বিতর্ক্যযোগ্য পরিবর্তনও করেছেন (যেমন: বড় -> বড়ো, ছোট -> ছোটো)। দয়া করে বট চালানোর আবেদন করুন (বট ব্যবহারকারী নয়)। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:১৯, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ঐটা আমি শেখ ভাইকে জিজ্ঞেস করেছিলাম। উনি বললেন ঠিকই আছে। -- তাহমিদআলাপ১৩:২৪, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা একাডেমি তাই বলছে। — SHEIKH (আলাপন) ১৩:৩৫, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@SHEIKH এবং Tahmid: আমি যা জানি তা হল, এই জাতীয় বানান যেখানে বিভ্রান্তি হবার সম্ভাবনা আছে সেখানে "ও" যোগ হতে পারে। যেমন: কাল ও কালো, কর ও করো। বাংলা একাডেমি প্রায় বানান পরিবর্তন করে। তাই বলে আমাদের ঝাঁপ দিয়ে তা অনুসরণ করার দরকার নেই। যদি ৫০ বছর পর বড়ো-ছোটো বানান প্রচলিত হয়ে যায় তবে তখন পরিবর্তন করা যাবে। কিন্তু এখন নয়, এমনকি বাংলা একাডেমি ভুল বললেও। বড়, ছোট হল প্রচলিত বানান। প্রচলিত বানান অনুসরণ করুন। এই শব্দ দুটি ক্ষেত্রে নয়, যেকোন বানানের ক্ষেত্রে।
যাইহোক, মূল আলোচনা থেকে অন্যদিক চলে গিয়েছি। তাহমিদ ভাই, দয়া করে এভাবে স্ক্রিপ্ট আর চালাবেন না। দরকার হলে, দয়া করে বট চালানোর আবেদন করুন। (শুধু আপনাকে না, আমি এখন সকলকে বলে দিচ্ছি। গত কিছুদিন একজনের দেখাদেখি আরেকজন করে সাম্প্রতিক পরিবর্তন ভাসিয়ে দিচ্ছিল।) -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৫, ৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
  • এখানে আমি একটু যোগ করতে চাই। স্ক্রিপ্ট ব্যবহার করে এ ধরনের সম্পাদনায় নামার পূর্বে এর সংবেদনশীলতা নিয়ে কি কোনো ধারণা নিয়েছিলেন? আপনার এই সম্পাদনা দেখে আমার তা মনে হচ্ছে না। অনেক নিবন্ধে ইচ্ছা করে এরকম কিছু বানান রাখা হয়, সেগুলো স্ক্রিপ্ট দিয়ে সংশোধন করলে ভুলটা চলে আসে। তাছাড়া, [[নেপাল|নেপালি]]-কে [[নেপাল]]ি করার পেছনে যুক্তি কি? ভাগ্য ভালো এই একটামাত্র নিবন্ধ আমার নজর তালিকায় আছে; ভাগ্য খারাপ বাকিগুলো নেই। অথচ স্ক্রিপ্ট দিয়ে হলেও একটি অ্যাকাউন্টের সকল সম্পাদনার দায় ঐ ব্যবহারকারীর ওপর বর্তায়। এখানে যতগুলো ভুল সংশোধন অন্তর্ভুক্ত হয়েছে (আপনার অজান্তে হলেও) এর সম্পূর্ণ দায় আপনার ওপর বর্তায়।
এর পূর্বেও স্ক্রিপ্ট ব্যবহার করে বানান সংশোধন নিয়ে হীরক রাজা ভাইয়ের আলাপ পাতায় বিস্তর আলোচনা হয়েছে, আমাদের বট নীতিমালা স্ক্রিপ্ট দিয়ে বানান সংশোধনে সতর্ক করছে, সাম্প্রতিক ফিড ভেসে যাচ্ছে, বিভিন্ন ব্যবহারকারীদের আলাপ পাতায় বার্তা দেওয়া হচ্ছে, অথচ কেউ কর্ণপাত করছেন না। আফতাবুজ্জামান ভাইয়ের প্রতি আমার অনুরোধ হলো, যাতে উইকিপিডিয়ায় বট ছাড়া স্ক্রিপ্ট দিয়ে বানান সংশোধন নিষিদ্ধ করা হয়। — Meghmollar2017আলাপ০৬:৫২, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017:, কসমেটিক পরিবর্তনের সময় এই সমস্যা হয়েছে। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি আমার সবগুলো সম্পাদনা পরীক্ষা করে ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। তাহমিদআলাপ০৭:১৩, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
তাহমিদ, অনুগ্রহ করে কোনো কোনোক্রমেই বট অ্যাকাউন্ট ছাড়া ও বট অধিকার প্রাপ্ত না হলে স্ক্রিপ্ট দিয়ে সম্পাদনা করবেন না। বট দিয়ে বানান সংশোধনে শুদ্ধ বানানও ভুলভাবে ঠিক করে দেয় যেকারণে অনেক বানান শুদ্ধ করারও হয় না। যাই হোক, আপনি খুবই অনুচিত একটি কাজ করেছেন। পরবর্তীতে এমন কর্মকাণ্ড পরিলক্ষিত হলে বাড়তি সতর্কবার্তা ব্যতিরেকেই বাধা প্রদান করা হবে।
Meghmollar2017, এটা নিষিদ্ধই আছে, আফতাবুজ্জামান ভাই চোখে পড়ার পরেও এনফোর্স না করে অনুরোধ কেনো করছেন তা আমার কাছে পরিষ্কার নয়। এভাবে কয়েক হাজার পাতায় ভুল হয়ে গেলে অনুরোধের যৌক্তিকতা কোথায় তাও আমার বোধগম্য নয়। — তানভির১৪:৪২, ৭ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]