উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২০/৭-৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - এপ্রিল মে - আগস্ট সেপ্টেম্বর - ডিসেম্বর
২০০৪/০৫ সবচেয়ে পুরাতন
২০০৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১০ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১১ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১২ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৩ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৪ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৫ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০২০ ১ থেকে ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ -১০ ১১ - ১২
২০২১ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২২ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৩ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৪ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
সংগ্রহশালার সূচিপত্র‎‎

Annual contest Wikipedia Pages Wanting Photos

Wikipedia Pages Wanting Photos (WPWP)
Wikipedia Pages Wanting Photos (WPWP)

This is to invite you to join the Wikipedia Pages Wanting Photos (WPWP) campaign to help improve Wikipedia articles with photos and win prizes. The campaign starts today 1st July 2020 and closes 31st August 2020.

The campaign primarily aims at using images from Wikimedia Commons on Wikipedia articles that are lacking images. Participants will choose among Wikipedia pages without photo images, then add a suitable file from among the many thousands of photos in the Wikimedia Commons, especially those uploaded from thematic contests (Wiki Loves Africa, Wiki Loves Earth, Wiki Loves Folklore, etc.) over the years.

Please visit the campaign page to learn more about the WPWP Campaign.

With kind regards,

Thank you,

Deborah Schwartz Jacobs, Communities Liaison, On behalf of the Wikipedia Pages Wanting Photos Organizing Team - ০৮:২৪, ১ জুলাই ২০২০ (ইউটিসি)

feel free to translate this message to your local language when this helps your community

বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা, জুলাই ২০২০

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



প্রিয় সবাই, জুনের আড্ডার আলোচনা অনুসারে প্রতি মাসের প্রথম শনিবার বাংলা উইকিপিডিয়ার অনলাইন আড্ডা অনুষ্ঠিত হবে। জুলাই মাসের আড্ডাটি আগামী ৪ জুলাই, শনিবার, বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকা (ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ থেকে ৯.৩০) পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিস্তারিত:

  • আড্ডাতে যোগদানের লিংক গুগল মিট
  • আপনার কোন আলোচ্যসূচি বা এজেন্ডা থাকলে এখানে উল্লেখ করতে পারেন।

নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন বা বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে আগ্রহী যে কাউকে স্বাগতম :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৩, ২ জুলাই ২০২০ (ইউটিসি)

আড্ডা শুরু হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০১, ৪ জুলাই ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

Feedback on movement names

হ্যালো. Apologies if you are not reading this message in your native language. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন if necessary. আপনাকে ধন্যবাদ!

There are a lot of conversations happening about the future of our movement names. We hope that you are part of these discussions and that your community is represented.

Since 16 June, the Foundation Brand Team has been running a survey in 7 languages about 3 naming options. There are also community members sharing concerns about renaming in a Community Open Letter.

Our goal in this call for feedback is to hear from across the community, so we encourage you to participate in the survey, the open letter, or both. The survey will go through 7 July in all timezones. Input from the survey and discussions will be analyzed and published on Meta-Wiki.

Thanks for thinking about the future of the movement, --The Brand Project team, ১৯:৪৪, ২ জুলাই ২০২০ (ইউটিসি)

Note: The survey is conducted via a third-party service, which may subject it to additional terms. For more information on privacy and data-handling, see the survey privacy statement.

Userbox ব্যবহার

সুধী,

ইংরেজি ও বাংলা য় userbox ব্যবহার কি আলাদা ?

ধন্যবাদ Anupamdutta73 (আলাপ) ১৫:৫১, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)

@Anupamdutta73: না, এদের ব্যবহার একই। তবে যেহেতু ইংরেজি উইকি একটি আলাদা উইকি, ফলে সেই উইকির সকল ব্যবহারকারী বাক্স বাংলায় না থাকার কারণে কাজ নাও করতে পারে। বাংলা উইকিতে উপলব্ধ ব্যবহারকারী বাক্স এখানে পাবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪০, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)

ফাযায়েলে আমল নিবন্ধে সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত প্রসঙ্গে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের কাছে এই তথ্যসূত্রযুক্ত সম্পাদনাটি ব্যবহারকারী: Owais Bin Elias কর্তৃক পূর্বাবস্থায় ফেরত নেওয়া সম্পর্কে যাচাই করার জন্য সম্প্রদায়ের নিকট অনুরোধ জানাচ্ছি। 103.230.105.48 (আলাপ) ২৩:৩৪, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)

অপেক্ষা করুন, উক্ত ব্যবহারকারী ওখানে কাজ চালাচ্ছে, তাকে সম্পাদনা করতে দিন। তার কাজ শেষ হলে আপনি করুন। এই সময়ে আপনি অন্য নিবন্ধ নিয়ে কাজ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৮, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
আফতাবুজ্জামান, সে একাধিকবার আমার সম্পাদনা মুছে দিয়েছে। আমি তো সেটা একবারও দেই নি। বরং প্রতিবার তার সম্পাদনা বহাল রেখেই আলাদাভাবে আমার সম্পাদনা যোগ করেছি। এটা তো ঠিক না। তাছাড়া আপনিও নিবন্ধকে সুরক্ষিত করে ফেলেছেন। আমি একজন পুরোনো ব্যবহারকারী, এবং আমাকে ব্লক করা হয়েছে, কিন্তু আমি নতুন একাউন্ট খুলে সকপাপেট হতে চাচ্ছি না। 103.230.105.48 (আলাপ) ০০:১০, ৯ জুলাই ২০২০ (ইউটিসি)
বাংলা উইকিতে আইপি থেকে বেশিরভাগ ভুল, ধ্বংসাত্মক সম্পাদনা হয় ফলে তার অনুরোধের ভিত্তিতে কিছুদিনের জন্য করেছি। তাকে তার সৃষ্ট নিবন্ধটির কাজ শেষ করতে দিন। আপনি অন্য কোন নিবন্ধ নিয়ে কাজ করুন এই সময়ে। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০০, ৯ জুলাই ২০২০ (ইউটিসি)
এবং আইপিতে বাধাদান। একজন অপব্যবহারকারী কর্তৃক ব্যবহৃত আইপি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৮, ৯ জুলাই ২০২০ (ইউটিসি)

@আফতাবুজ্জামান: & @NahidSultan: সম্মানিত প্রশাসকবৃন্দ, উক্ত আইপি ব্যবহারকারী বিভিন্ন এড্রেস ব্যবহার করে উদ্দেশ্যেমূলকভাবে ধর্মীয় নিবন্ধে উগ্রবাদী মতবাদ ঢুকিয়ে দিচ্ছে। আপনারা যে নিবন্ধ নিয়ে আলোচনা করছেন, তা হল ফাযায়েলে আমল। উক্ত আইপি ব্যবহারকারী বিভিন্ন চেষ্টা করেছে, এই নিবন্ধে ধ্বংসাত্মক সম্পাদনা করার। যা আলোচনা সাপেক্ষে বাতিল করা হয়েছে। এখন উক্ত ব্যবহারকারী আমার ফেসবুক আইডি সংগ্রহ করে আমাকে হুমকি দিচ্ছে।

ব্যবহারকারীর,

আমি এখানে হুমকির কিছু দেখতে পাচ্ছি না। তবে, এটি অফ-উইকি হয়রানি হয়েছে। আপনি কথা না বলতে চাইলে মেসেঞ্জারে ব্লক করে দিন। পরবর্তীতে আরো কোন বার্তা পেলে অবশ্যই জানাবেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৫, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: এখানে হুমকিস্বরুপ কোন কথা দেখতে পেলাম না। শরীফ ভাই বাংলা উইকিপিডিয়ার একজন পুরাতন এবং বর্তমানে বাধাপ্রাপ্ত ব্যবহারকারী। উনি এখানে সম্ভবত বোঝাতে চেয়েছেন যে, উইকিতে যারা পুরাতন/উনার সময়কার, তারা তাকে চেনেন। ~ নাহিয়ান আলাপ ১৪:৩৬, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)
@Nahian: ওনি কি আপনার পরিচিত?? দ্বিতীয়ত, ফোন নাম্বার চাওয়ার মানে কি? অথবা এ বিষয়ে অফ-উইকিতে আমার সাথে কথায় বা বলবে কেন?? এগুলো উইকিপিডিয়ার কোন নীতির মধ্যে পড়ে?? পুরাতন ব্যবহারকারী তাই নিয়ম জানেনা নাকি? ~ ওয়াইস আলাপ
@Owais Al Qarni: তার আচরণ-সম্পাদনায় সমস্যা ছিল বলেই তিনি এখন উইকিতে অবরুদ্ধ। তার সাথে কথা বলার কোন প্রয়োজন নেই। আপনি সরাসরি তাঁকে ফেসবুকে অবরুদ্ধ (ব্লক) করে দিন, যেন আপনাকে আর কোন বার্তা না দিতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১০, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ওনি কি এখনও অবরুদ্ধ???ওয়াইস (আলাপ) ১৭:২৯, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
ওয়াইস, হ্যাঁ। তিনি প্রায় দুমাস ধরেই বাংলা উইকিপিডিয়ায় অবরুদ্ধ হয়ে আছেন। তবে আমার বোধহয় এভাবে ব্যক্তিগত বার্তা জনপ্রকাশ্যে প্রকাশ করা উচিত হয় নি। উইকিপিডিয়া ব্যক্তিগত গোপনীয়তার প্রতি খুবই কঠোর। আপনার উচিত ছিল প্রশাসকদের মেইল করা। যাই হোক, তবে তিনি সম্ভবত ইতোপূর্বেও আরো কয়েকবার বাধাপ্রাপ্ত হয়েছেন উনার আচরণগত সমস্যার কারণে। নকীব সরকার বলুন... ১৭:৪৭, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar: ওনি অবরুদ্ধ থাকলে কিভাবে এখনও সম্পাদনা করে যাচ্ছেন???ওয়াইস (আলাপ) ১৭:৫৬, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
ওয়াইস ভাই, ঠিক বুঝলাম না। তিনি বাধাপ্রাপ্ত বলতে বোঝায় তাঁর অ্যাকাউন্ট অবরুদ্ধ; তাঁর হাত-পা নয়। সুতরাং তিনি অনৈতিকভাবে নতুন অ্যাকাউন্ট খুলে কিংবা আইপির মাধ্যমে সম্পাদনা করতেই পারেন। নকীব সরকার বলুন... ১৮:০২, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar: তাবলিগ জামাত নিবন্ধটি একই ব্যক্তি সম্পাদনা করে যাচ্ছেন প্রতিনিয়ত। এ বিষয়ে আমাকে ইনবক্স করেছেন। আর যাই হোক, বাধাপ্রাপ্ত ব্যবহারকারী সম্পাদনা করতে পারেন না, এই আইপি এড্রেসও ব্লক করা হোক। কেউ স্ক্রিনশট চাইলে দিতে পারি। ওয়াইস (আলাপ) ১৮:১১, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
@NahidSultan: & @আফতাবুজ্জামান:

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

সম্পাদনা সংবাদ ২০২০ #৩

১২:৫৫, ৯ জুলাই ২০২০ (ইউটিসি)

GENTLE REMINDER: Project Tiger 2.0 - Feedback from writing contest editors and Hardware support recipients

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest feedback.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further. The process of the writing contest will be ended on 20 July 2020.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

The Writing Contest Jury Feedback form is going to close on 10 July 2020.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

একটি নতুন উইকি প্রকল্পের ঘোষণা! স্বাগতম, বিমূর্ত উইকিপিডিয়া

Sent by m:User:Elitre (WMF) ২০:০৬, ৯ জুলাই ২০২০ (ইউটিসি) - m:Special:MyLanguage/Abstract Wikipedia/July 2020 announcement

এবিএম হোসেন

এই আলোচনাটি সমন্বয়ের স্বার্থে এখানে স্থানান্তর করা হয়েছে। ১১:৫৫, ১২ জুলাই ২০২০ (ইউটিসি)

কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০

সুধি উইপিডিয়ানগণ, আশা করি ভালো আছেন। আপনারা জেনে খুশি হবেন যে, আগামী ১৫ জুলাই, ২০২০ হতে ৩১ জুলাই, ২০২০ পর্যন্ত সর্বমোট ১৭ দিন ধরে চলবে কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০। উক্ত এডিটাথনের মূল উদ্দেশ্য বাংলা উইকিতে কুস্তি বিষয়ক নিবন্ধ সম্ভারকে আরো সমৃদ্ধ করা, আশা করবো আপনারা সবাই উক্ত কুস্তি বিষয়ক এডিটাথনে অংশ নিয়ে গৃহীত উদ্দেশ্যকে সফল করে তুলবেন। আপনাদের সম্পাদনা শুভ হোক।- এফ আর শুভ(বার্তা দিন) ১৬:৫৬, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)

লোগো সংশোধনী

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@Al Riaz Uddin Ripon, DelwarHossain, FaysaLBinDaruL, Nabil, SHEKH, MS Sakib, Nahian, Suvray, খাঁ শুভেন্দু, Nokib Sarkar, শরদিন্দু ভট্টাচার্য্য, NahidHossain, ZI Jony, Tanay barisha, Mzz Tanmay, RockyMasum, ANKAN, Ahm masum, MD Abu Siyam, Wikitanvir, NahidSultan, Waraka Saki, WIKIPEDIAN SR, এবং ইফতেখার নাইম: আপনারা সবাই সম্প্রতি বাংলা উইকির লোগোর সমস্যা ঠিক করে "সোলাইমান লিপি" দিয়ে নতুন লোগো ব্যবহারের আলোচনায় অংশ নিয়েছিলেন, তাই আপনাদের ডাকলাম।

আমি কিছুদিন আগে মোবাইলের জন্য লোগো বানাতে যেয়ে "সোলাইমান লিপি" ফন্টে একটি ত্রুটি লক্ষ্য করি, আমি যখন লোগোটি বানিয়েছিলাম তখন যা চোখে পড়েনি। ত্রুটিটি হল সোলাইমান লিপি ফন্টের কিছু অক্ষরের বক্রতা মসৃণ নয় (লোগোতে ব্যবহৃত উ, ড, ি, ক), যা অতি জুম না করে দেখলে চোখে পড়া অসম্ভব। সমস্যা হল, বর্তমান লোগো আমরা যদি একটু বড় করে কোথাও ব্যবহার করি (যেমন কোন অনুষ্ঠানের ব্যানারে, পোস্টারে ইত্যাদি) তবে ত্রুটি চোখে পড়বে, দেখতে সুন্দর লাগবে না। উইকিপিডিয়ার লোগোতে এমন ত্রুটি না থাকা উচিত।


হলুদ রঙে সোলাইমান লিপির অমসৃণ বক্রতা দেখানো হল। তার পাশে "কালপুরুষ" ফন্ট।

ত্রুটি পাওয়ার পর কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, আমি গত দুইদিন ধরে এটি ঠিক করতে বিভিন্ন ফন্ট দিয়ে পরীক্ষা করেছি। পরীক্ষা করে আমি শেষ পর্যন্ত "কালপুরুষ" ফন্ট ব্যবহার করে একই লোগোটি পুনরায় বানিয়েছি (এটিও একটি উন্মুক্ত ফন্ট)। "সোলাইমান লিপি" ও "কালপুরুষ" হুবহু একই রকমের, এদের অক্ষরের ছাঁচ অবিকল। তবে "সোলাইমান লিপি"তে যে অমসৃণতা ছিল তা "কালপুরুষ" ফন্টে নেই। নিচে লোগো দুটি দেখুন, লোগো দুটির অক্ষরের মাপ, উচ্চতা, দৈর্ঘ্যে একই। আমি নাম ছাড়া লোগো দুটি দিলাম, এরা এতটা সদৃশ যে খালি চোখে কোনটা কোন ফন্টের তা বলা মুশকিল।

আমি, আপনাদের নিকট "কালপুরুষ" ফন্ট ব্যবহার করে লোগোটি পুনরায় আপলোড করার অনুমতি চাচ্ছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩২, ১৪ জুলাই ২০২০ (ইউটিসি)


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

জিজ্ঞাসা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


আচ্ছা, কোন বাধাপ্রাপ্ত ব্যবহারকারী কি আইপি থেকে সম্পাদনা করতে পারবে? আর আইপি থেকে সে যদি উইকির নীতিমালা মেনেই উল্লেখযোগ্য সম্পাদনা করে তবে যদি কেউ তা বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর সম্পাদনা হিসেবে মুছে দেয় তবে কি তা উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী ঠিক আছে? 43.245.122.81 (আলাপ) ০৩:৪৫, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)

কোন ব্যবহারকারীকে বাধা দেওয়া হয় নির্দিষ্ট কিছু কারণে। বাধা উপেক্ষা করে যদি অবদান রাখে সেটাকে সক পাপেট্টি বলে উইকিপিডিয়ার ভাষায়। যে কোন সম্পাদক তাঁকে রিভার্ট করতে পারে যদি যে কারণে বাধা দেওয়া হয়েছিলো একই বিষয়ে পুনরায় সম্পাদনা করে। প্রথম বাধাই যদি দেওয়া হয় উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট বিষয়ে উইকিপিডিয়া ব্যবহারের জন্য। সম্প্রতি আইপি থেকে এমন অসংখ্য সম্পাদনা পাচ্ছি। বাংলা উইকিপিডিয়ার একজন ব্যবহারকারী এরকম উদ্দেশ্যমূলক সম্পাদনার জন্য বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে সে আইপি দিয়ে বাধা উপেক্ষা করে অসংখ্যবার একই কাজ করার চেষ্টা করেছে এবং করছে প্রতিনিয়ত। আমি সন্দেহ করছি আপনিও একই ব্যক্তি হতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৭, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

এক লক্ষ নিবন্ধের দ্বারপ্রান্তে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সুধী, আপনারা জানেন আমরা বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় এক লক্ষ নিবন্ধের মাইলফলকের দ্বারপ্রান্তে আছি। এ মাসে অনলাইন আড্ডাতে এটি নিয়ে আলোচনা হয়েছে। আমারা আলোচনা করেছিলাম যে, আগামী ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বেই আমরা এ মাইলফলকটি স্পর্শ করতে চাই। যে হারে বর্তমানে নিবন্ধ তৈরি হয় তাতে এমনিতেও কাছাকাছি চলে যাবে। তবে, আমাদের নিজেদের উৎসাহের জন্য আমরা আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে নির্দিষ্ট বিষয়ের উপর একটি করে এডিটাথন করবো। প্রতি এডিটাথনে এক হাজার বা তার কাছাকাছি করে নিবন্ধের একটি তালিকা থাকবে। উদ্দেশ্য হলো প্রতি মাসে সে সে তালিকা সম্পূর্ণ করে পুনরায় নতুন তালিকা নিয়ে পরের মাসে আরেকটি এডিটাথন। এভাবে ১ লক্ষ পূর্ণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবো। এখানে বিশাল একটি কর্মযজ্ঞের ব্যাপার যদি প্রতি মাসে করি সেক্ষেত্রে নিবন্ধের তালিকা তৈরি করা ও এডিটাথনে সাহায্য করার জন্য আগ্রহী অবদানকারীদের একটি দল প্রয়োজন হবে যারা নিয়মিত কাজগুলো করতে পারবেন। প্রত্যেককে নির্দিষ্ট কাজ ভাগ করে দেওয়া হবে। কোন মাসে কি কি বিষয় নিয়ে হতে পারে সেটা আগের মাসে আলোচনা করে ঠিক করা যাবে। আর সবগুলো এডিটাথনের সেরা ১০ জনকে কিছু পুরস্কার দেওয়া যেতে পারে (সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষ)। তবে, এখন কারা কারা এই দলে কাজ করতে ইচ্ছুক সেটি দয়া করে আগামী ২২ তারিখের মধ্যে জানান এবং এই পুরো বিষয়ের উপর মতামতও দিতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৬, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)

 সমর্থন। তবে নতুন করে প্রতি মাসের জন্য এক হাজারের মত নিবন্ধের তালিকা তৈরি করাও বিশাল কর্মযজ্ঞের ব্যাপার। সেক্ষেত্রে একটা পরামর্শ হল আবশ্যকীয় নিবন্ধের তালিকাগুলো ব্যবহার করা। সেখানে ইতোমধ্যে তালিকা প্রস্তুত রয়েছে। বানানগুলো (যেগুলোতে ভুল রয়েছে) সংশোধন করে বিষয়ভিত্তিক সেই তালিকাগুলো প্রতি মাসের তালিকায় যোগ করা যায়। এর ফলে আবশ্যকীয় নিবন্ধগুলোও তৈরি করা হয়ে যাবে।--ওয়াকিম (আলাপ) ০৮:০১, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)
এই জন্যইতো তোমারে প্রয়োজন :) অসুবিধা নাই এবার যত তালিকা আছে সব শেষ করে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১০, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ :) আপনাদের সবাইকে মেইল করেছি একটি অনলাইন মিটং সংক্রান্ত যাতে টিমের সবাই মিলে পরিকল্পনা করে পরবর্তী করণীয় ঠিক করা যায়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৯, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
সবাইকে দুইবার করে মেইল করা হয়েছিলো। এর মধ্যে যাঁরা মেইলের উত্তর দিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং মিটিং-এ অংশ নিয়েছেন। তাঁদের সবাইকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে যাঁরা এডিটাথনটি পরিচালনা করবেন। আলোচনার সিদ্ধান্ত অনুসারে প্রথম এডিটাথনটি ১৫ আগস্ট থেকে শুরু হবে এবং বিরতিহীনভাবে শুধুমাত্র বিষয় পরিবর্তন হয়ে চলমান থাকবে। এডিটাথনের কমন নাম ঠিক করা হয়েছে ‘লক্ষ্য এবার লক্ষ’। এডিটাথন পাতা ও তালিকা ঠিকঠাক করে শীঘ্রই প্রকাশ করা হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২৫, ২৫ জুলাই ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

তালিকা ও বিষয়শ্রেণী ট্যাগ প্রসঙ্গে

বাংলাদেশি বিজ্ঞানীদের তালিকা নামক পাতাটিতে মাত্র কয়েকজন বিজ্ঞানীর নাম রয়েছে। যা বুঝলাম এই তালিকায় বিজ্ঞানীদের নাম আলাদাভাবে যুক্ত করতে হয় বলে। যেখানে বাংলাদেশী বিজ্ঞানী বিষয়শ্রেণীতে স্বয়ংক্রিয়ভাবে সব বিজ্ঞানীর নাম চলে আসে, সেখানে এরকম একটি আলাদা তালিকা পাতার প্রয়োজনীয়তা কি আছে? Nasrin (আলাপ) ১৮:০৮, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)

জ্বী। দুটি নামস্থানের কাজ ভিন্ন। বিষয়শ্রেণী সাধারণত সাইটের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। বিষয়শ্রেণী বিশ্বকোষীয় নিবন্ধ নয়, কিন্তু তালিকাটি নিবন্ধ যা পাঠকের জন্য। একমাত্র মূল নামস্থানেই নিবন্ধ থাকতে পারে। একইভাবে, বাংলাদেশ নামে একটি নিবন্ধ আছে আবার বাংলাদেশ সম্পর্কিত একটি বিষয়শ্রেণীও আছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৬, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)

[প্রস্তাব] অ্যাকাউন্টের জন্য অনুরোধ ইন্টারফেস

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আপনাদের মধ্যে অনেকে অবগত যে এর মাধ্যমে অ্যাকাউন্টের জন্য অনুরোধ করা যায়, যেটি বাংলা উইকিতেও সংযুক্ত আছে। এবং এর ইন্টারফেস শুধু ইংরেজি উইকি সমর্থন করে। সম্প্রতি এর ডেভেলপাররা ইংরেজি নয় এমন প্রকল্প গুলিকে অনুরোধক্রমে আলাদা আলাদা ভাবে সমর্থন করার কাজ করছে।

আমার প্রস্তাব আলাদা ভাবে একই অ্যাকাউন্টের জন্য অনুরোধ ও ইন্টারফেস বাংলা উইকির জন্য চালু করা। ধন্যবাদ! জনি (আলাপ) ০৭:০২, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)

সমর্থন

  1. দৃঢ় সমর্থন, প্রস্তাবক হিসাবে। জনি (আলাপ) ০৭:০২, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
  2.  সমর্থন, ব্যবহারকারীর (ডিভাইস) আইপিতে যদি সমস্যা থাকে বা বাধা পায় তাহলে এই সরঞ্জাম তার জন্য ভালো। নাইম (আলাপ) ০৭:২৭, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
  3.  সমর্থন, উক্ত সুবিধা প্রায় একাংশ বাংলা উইকির সম্পাদকদের ব্যাপক সুবিধা প্রদান করবো, বিশেষ করে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের প্রায়শই সমস্যার সমাধান করে দিবে।- এফ আর শুভ(বার্তা দিন) ১৪:৫৭, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
  4.  সমর্থন, আমার আপত্তি নেই। ভালোই হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৭, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
  5.  সমর্থন, বাংলা উইকিপিডিয়ার জন্য করা গেলে তাহলে করা হউক। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:২৯, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
  6.  সমর্থন, উত্তম প্রস্তাব। নতুন পাঠক/ব্যবহারকারীদের উপকারে আসতে পারে। --মহামতি মাসুম (আলাপ) ২৩:২০, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
  7.  সমর্থন, ভালো উদ্যোগ। সমর্থন রইলো। তবে প্রশ্ন হলো, বাংলা উইকিপিডিয়াতে কি কোন অ্যাকাউন্ট স্রষ্টা আছেন? (আমার জানা মতে নেই)। কাজটি কি অ্যাকাউন্ট স্রষ্টা, নাকি প্রশাসক করবেন? নাকি স্বয়ংকৃয় ভাবে হবে? ≈ MS Sakib  «আলাপ» ০৫:০৬, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)
    আমাদের অ্যাকাউন্ট স্রষ্টা নেই, তবে প্রয়োজন হলে দেয়া যাবে। আর এটি অ্যাকাউন্ট তৈরির সরঞ্জাম ব্যবহার করে করা হবে। জনি (আলাপ) ১৪:৩১, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)
  8.  সমর্থন, ব্রডব্যান্ড ব্যবহারকারী সম্পর্কে শুভ যেমনটা বলেছেন সেটা একদম সত্য। অজ্ঞাত কারনেই অনেক ব্যবহারকারীকে প্রক্সি আইপি এর এক বিরাট মেসেজ দিয়ে একাউন্ট তৈরিতে বাধা প্রদান করা হয়। পরবর্তিতে এসব ব্যবহারকারীর খুবই কম একটা অংশ আইপি ব্লক ক্লিয়ার করার অনুরোধ করেন, অনেকেই কয়েকবার চেষ্টার পরে একাউন্ট তৈরি করতে না পেরে ক্ষান্ত দেন। এটা করা হলে নতুন ব্যবহারকারী তৈরিতে এ ধরনের সমস্যার কিছুটা হলেও সহজ হাল হবে। ভালো উদ্যোগে সমর্থন রইলো। --NahidHossain (আলাপ) ২৩:৪৭, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)

বিরোধিতা

  1. ...

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

একাধিক অ্যাকাউন্ট ও অর্থের বিনিময়ে সম্পাদনার অভিযোগ!

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আমি শাহাদাত হোসেন, কেউ কেউ আমাকে চিনবেন। আমি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে অন্য সকল উইকিপিডিয়ানদের পাশাপাশি কাজ করেছি। অনেকে অনেক কম সময়ে উইকিতে এসেও অনেক দ্রুত বেশ ভালো সম্পাদনা করছেন, যা প্রশংসার দাবী রাখে। আমি তেমন কেউ নই, আমি স্কুলছাত্র থাকাবস্থায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে "ShahadatHossain" নামের এই ব্যবহারকারী নাম থেকে মুটোমুটি রকমের সম্পাদনা করেছি এবং নিবন্ধ তৈরি করেছি। নতুন অবস্থায় আমি ভুল করে করে সেসময়ে কিছু শিখেছি। আমাকে নাহিদ সুলতান ভাই, আফতাব ভাই, বেলায়েত ভাই সহ কিছু আন্তরিক উইকিপিডিয়ান পেয়েছি যারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন সে সময়ে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এছাড়া আমি অন্যান্য সহ প্রকল্পেও সম্পাদনা চালিয়ে যাই। আমি বাংলা উইকিবইয়ে বর্তমানে ৫ম বারের মতো অস্থায়ী প্রশাসক হিসাবে রয়েছি। আপনারা হয়তো জানেন, কিছুদিনপূর্বে "পেইড এডিট" করার কারণে একজন আমার সামাজিক মাধ্যমে নাহাল নামের একজন উইকিপিডিয়ানের বিরুদ্ধে আমাকে জানায় এবং আমি তার থেকে সকল প্রমাণাদি সংগ্রহ করে এখানে অভিযোগ করেছিলাম এবং আলোচনা শেষে তাকে অবরুদ্ধ করা হয়। বিষয়টি এজন্যই উল্লেখ করলাম যে, বর্তমানে আমার বিরুদ্ধে একাধিক একাউন্ট ব্যবহার এবং পেইড সম্পাদনার অপ্রকাশ্য অভিযোগ করেছেন কোন/কয়েকজন প্রশাসক। ইতিমধ্য প্রশাসকদের সামাজিক যোগাযোগে নিজেদের মধ্য তা আলোচনা হয়েছে বলে আমি জেনেছি; কারণ একাধিক প্রশাসক আমার বিরুদ্ধে একাধিক একাউন্ট ব্যবহারের বিষয়ে প্রশ্ন করেছেন। প্রথমদিকে আমি বিষয়টি সেভাবে না নিলেও যেহেতু একাধিক প্রশাসকের কাছে থেকে আমি সংবাদ পেয়েছি তাই বিষয়টি এখন আমার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেসময়ে আমি কোভিড-১৯ এর কারণে অসুস্থ ছিলাম বলে বিষয়টি সবার সম্মুখে আনিনি; কিছুটা সময় আমি অপেক্ষা করেছিলাম যেন কেউ আমার বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন। কেউ সরাসরি না অভিযোগ দিলেও সামাজিক মাধ্যমে আমার নাম উল্লেখ করে যেহেতু সন্দেহ বা অভিযোগ করেছেন সেহেতু প্রশাসকগণ আমার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবেন সে বিষয়ে সন্দেহের কিছু নেই। আমার বিরুদ্ধে তিনি কোন নথি বা প্রমাণ দেখিয়েছেন কিনা আমার জানা নেই (যদিও তেমন কোন সম্ভাবনা নেই)। আমি জানি না তিনি শুধু সন্দেহের কারণে এমন অভিযোগ করেছেন কিনা আমার জানা নেই। তবে যেহেতু আমার সুনাম নষ্ট হয়েছে তাই এখানে সম্পাদনা করতে অস্বস্তিতে পড়তে হচ্ছে। তাই আমি চাচ্ছি আমার উপরে আনিত সন্দেহ বা অভিযোগ সবার সম্মুখে এনে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক বা আমাকে অবরুদ্ধ করা হয়। এবং কোন নথির ভিত্তিতে তিনি এই অভিযোগ করেছেন তা সম্প্রদায়ের নিকটে আনুক এবং সমাধানে না পৌঁছানো পর্যন্ত আলোচনা চলতে থাকুক। যে সকল নিবন্ধে পেইড এডিট সন্দেহ বা অভিযোগ তিনি করছেন সেগুলো জানানো হোক, প্রয়োজনে আমি সে সকল ব্যক্তির থেকে তাদের "স্টেটমেন্ট" সংগ্রহ করে উপস্থাপন করবো যেকোনোমূল্য। এবং প্রশাসকদের আর্থিক লেনদেন বা একাধিক একাউন্ট ব্যবহার করার যে অভিযোগ সেই অভিযোগ তাদের প্রমাণ করতে হবে, প্রয়োজনে শক পাপেট তদন্ত চালু করা যেতে পারে। কিন্তু এটি যদি প্রমাণ না করতে পারেন তবে আমার উপরে সন্দেহের কারণে কেউ বা কারা এভাবে প্রচার চালাতে পারেন কিনা তিনি বা তারা তার ব্যাখ্যা দিবেন। আর অভিযোগের সত্যতা পেলে তা এখানে উপস্থাপন করে আমাকে অবরুদ্ধ করা হোক। ধন্যবাদ-— শাহাদাত হোসেন (আলাপ) ১৩:০০, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)

আলোচনা

শাহাদাত হোসেন নিজের বক্তব্য রেখেছেন এখানে। তবে তিনি কোথা থেকে বিষয়টি জানতে পেরেছেন সে বিষয়ে কিছু জানাননি। বিষয়টি সম্পর্কে আমি নিজেও কিছুই জানি না। তবে তিনি যদি সত্যিই অর্থের বিনিময়ে সম্পাদনা করে থাকেন তা হলে আমি চাই সেই বিষয়টি প্রশাসকেরা সকলের সামনে নিয়ে আসুক। আর সকল অভিযোগ মিথ্যা হয় তা হলেও তা সকলেকে জানানো হোক।.. ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১৪:১৩, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
খাঁ শুভেন্দু ভাই আমারও একি কথা। আমার বিরুদ্ধে কোন নথি থাকলে প্রকাশ করা হোক। আর না থাকলে তাও জানানো হোক। শুধু বিষয়টি পরিষ্কার করা হোক। আমি দোষী মনে করা হলে আমি নিজে থাকেই উইকি থেকে সরে যাবো, এছাড়া নীতিমালা অনুযায়ী আমাকে অবরুদ্ধ করা হবে তাতে।— শাহাদাত হোসেন (আলাপ) ১৬:১৪, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
  • আচ্ছা, একটি একটি করে আসছি। তবে আপনি বলেছেন, আপনার কাছে কয়েকজন প্রশাসক জানতে চেয়েছেন যে, আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে সম্পাদনা করেছেন কিনা। এটি প্রথমে পরিষ্কার হওয়া প্রয়োজন। আপনি কি এই অ্যাকাউন্ট ছাড়া অন্য কোন অ্যাকাউন্ট দিয়ে আপনার পরিচিত বা অনুরোধে উইকিমিডিয়া প্রকল্পে সম্পাদনা করেছেন? যদি থাকে তাহলে বিস্তারিত ব্যাখ্যা দিন। দ্বিতীয়ত, প্রশাসকদের কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আলোচনা হয়েছে সেটি প্রথমে প্রমাণ করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৭, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
~ যুদ্ধমন্ত্রী আমি আপনার বিষয়গুলো পরিষ্কার করছি। আপনার প্রথম জিজ্ঞাসা ছিল আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে সম্পাদনা করেছেন কিনা এবং এই অ্যাকাউন্ট ছাড়া অন্য কোন অ্যাকাউন্ট দিয়ে আপনার পরিচিত বা অনুরোধে উইকিমিডিয়া প্রকল্পে সম্পাদনা করছি কিনা! না, আমি করছি না এবং আমার অন্য কোন একাউন্ট নেই। আমি ২০১৫ সাল থেকে এই একি একাউন্ট ব্যবহার করছি। যেহেতু আপনার প্রথম জিজ্ঞাসার উত্তর হ্যাঁ/না দিয়ে হয়ে গেছে তাই ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, প্রশাসকদের সামাজিক আলোচনা সভায় এই বিষয়ে আলাপ হয়েছে এমন প্রমাণ চেয়েছেন। এক্ষেত্রে আপনি সহ সবাই জানেন আমি উইকির প্রশাসক নই। সেহেতু আমার উক্ত গ্রুপে থাকার কোন কথা নয়, তাই উক্ত গ্রুপে কি আলাপ হয়েছে তার প্রমাণ আমার কাছে থাকার কথা নয়, এবং আদৌ নেই। আমি আমার বর্ণনায় বলেছই একাধিক প্রশাসক কম সময়ের ব্যবধানে আমাকে একি বিষয়ে জিজ্ঞাসা করেছেন, ফলে বিষয়টি যে আসলেই ঘটেছে তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আর মূল বিষয়টা আমাকে নিয়ে। আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা পরিষ্কার করুন। নতুবা অভিযোগ না থাকলে তাও সবাইকে জানান। এটি আলাপ হয়েছে কিনা তা প্রমাণ করার চেয়ে অভিযোগ রয়েছে কিনা তা প্রমাণ করা বেশী জরুরি।— শাহাদাত হোসেন (আলাপ) ১৬:০৭, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
@ShahadatHossain: "কিন্তু এটি যদি প্রমাণ না করতে পারেন তবে আমার উপরে সন্দেহের কারণে কেউ বা কারা এভাবে প্রচার চালাতে পারেন কিনা তিনি বা তারা তার ব্যাখ্যা দিবেন।" এই বাক্যটি আমি একটু বুঝতে চাই। এই বাক্য দ্বারা কি আপনি বুঝাতে চেয়েছেন যে প্রশাসক(রা) আপনার বিরুদ্ধে প্রচার চালিয়েছে যে আপনি আর্থিক লেনদেন করেছেন? আপনি কি আমাকে বলতে পারবেন কোথায় প্রচার চালানো হয়েছে? --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩০, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: আমি কোন কারণে ব্যক্তিদের নাম সামনে আনতে আগ্রহী নই। আমাকে যেহেতু একাধিক জন জানিয়েছেন যে প্রশাসকগণ এটি নিয়ে আলাপ করেছেন এমনটি জানানো হয়েছে, একাধিক জনের একি প্রশ্ন শুনে আমি বিষয়টি পরিষ্কারভাবে যানতে চাই। উপরে নাহিদ ভাই যে দুইটি প্রশ্ন করেছেন- আমাকে এমনটি জানানো হয়েছিল যে, আমাকে নিয়ে এই বিষয়ে কথা হচ্ছে। আসলেই যদি এমন অভিযোগ থাকে তো আমাকে ব্লক করা হোক অথবা অভিযোগ না থাকলে তাও জানানো হোক। শুধু এটুকুই বলতে চেয়েছি।— শাহাদাত হোসেন (আলাপ) ১৬:৪৩, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
এবং "কিন্তু এটি যদি প্রমাণ না করতে পারেন তবে আমার উপরে সন্দেহের কারণে কেউ বা কারা এভাবে প্রচার চালাতে পারেন কিনা তিনি বা তারা তার ব্যাখ্যা দিবেন।" এই লাইন দিয়ে আমি বুঝিয়েছি- আমার উপরে অভিযোগ থাকলে সরাসরি আলাপে আনা উচিৎ, এভাবে নিজেদের মধ্য আলাপ করে সমাধান না করে রেখে দেওয়াটা বেশী খারাপ মনে হয়েছে আমার। যেমন এটি জানার পরে আমি সম্পাদনা করা থেকে বিরত থাকছি।— শাহাদাত হোসেন (আলাপ) ১৬:৪৮, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
@ShahadatHossain: প্রচার চালানো বলতে বুঝায় বিভিন্ন জনের কাছে কিছু বলে বেড়ানো। যদি কোন প্রশাসক ব্যক্তিগত বার্তার মাধ্যমে আপনাকে কোন কিছু জিজ্ঞেস করে তবে তা কিন্তু প্রচারণা নয়। "আমার উপরে সন্দেহের কারণে কেউ বা কারা এভাবে প্রচার চালাতে পারেন কিনা তিনি বা তারা তার ব্যাখ্যা দিবেন" বাক্যটি আপনার অন্যভাবে লেখা উচিত/সংশোধন করা উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৯, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
আলোচনার যদি প্রমাণ না থাকে তাহলে যারা আপনাকে এ বিষয়ে অবহিত করেছে তাদের কাছে প্রমাণ না চেয়ে এখানে অভিযোগ করে ব্যাখ্যা চাইছেন কেন? ফেসবুকের প্রশাসকদের জন্য প্রাইভেট গ্রুপে আলোচনা হয়েছে সেটা যদি আপনার সন্দেহ থাকে তাহলে সন্দেহের উপর ভিত্তি করে পাবলিকলি ব্যাখ্যা চাওয়াতো ঠিক না। যে প্রশাসকগণ জানতে চেয়েছেন তাঁদের কাছে ব্যাখ্যা জানতে চান। যেহেতু আপনি বলেছেন আপনার আর কোন অ্যাকাউন্ট নেই, কিন্তু Dot71 অ্যাকাউন্টটি আপনি ইংরেজি উইকিতে স্বার্থের সংঘাতে আপনাকে বাধা দেওয়ার পর তৈরি করেছেন এবং বিজ্ঞাপনী নিবন্ধ তৈরি করেছেন। প্রমাণ দিচ্ছি:
  • ShahadatHossain অ্যাকাউন্ট থেকে ‘কেরামত উল্লাহ বিপ্লব’ নামে ইংরেজি ও বাংলা নিবন্ধ তৈরি হয়েছে। কিন্তু ছবি আপলোড করে নিবন্ধে যুক্ত করা হয়েছিলো Dot71 অ্যাকাউন্ট থেকে যখন মূল অ্যাকাউন্টটি বাধাপ্রাপ্ত ছিলো।
  • Dot71 এখানে একইভাবে ছবি হালনাগাদ করেছে কিন্তু ছবিটি এক্ষেত্রে ShahadatHossain অ্যাকাউন্ট থেকে আপলোড করা।
  • ইংরেজি "Rahmatullah Tuhin" নিবন্ধটি তৈরি করা হয়েছে Dot71 অ্যাকাউন্ট থেকে এক্ষেত্রেও ছবি আপলোড করা হয়েছে ShahadatHossain অ্যাকাউন্ট থেকে।
  • ইংরেজি "Adnan Faruque" নিবন্ধটি Dot71 তৈরি করেছে যখন মূল অ্যাকাউন্টটি সেখানে বাধাপ্রাপ্ত। কিন্তু বাংলা সংস্করণ এবং ছবি আপলোড হয়েছে ShahadatHossain অ্যাকাউন্ট থেকে।
  • Dot71, "Krishna Tithi Khan" নিবন্ধটির প্রণেতা কিন্তু বাংলা সংস্করণ এবং ছবি পুনরায় ShahadatHossain অ্যাকাউন্ট থেকে।
  • Dot71 থেকে কমন্সে "Category:Kanak Chapa" বিষয়শ্রেণী তৈরি করা হয়েছে কিন্তু সেখানে সম্পাদনা এবং সমস্ত ছবি আপ করা হয়েছে ShahadatHossain অ্যাকাউন্ট থেকে।
  • Dot71 অ্যাকাউন্টটির বাংলা উইকিতে যত অবদান রয়েছে তার সবগুলো নিবন্ধে ShahadatHossain অ্যাকাউন্ট ব্যপকভাবে জড়িত ছিল। কিছু ক্ষেত্রে ছবি ও অন্যান্য বিষয় সম্পাদনা করেছে যেগুলোর সাথে ShahadatHossain অ্যাকাউন্ট সম্পর্কিত।
  • উইকিবই নিয়ে আপনার আগ্রহের বিষয়টি আপনি নিজেই উল্লেখ করেছেন এবং অবাক করার মত বিষয় Dot71 অ্যাকাউন্টও সেখানে কিছু সম্পাদনা করেছে।

ShahadatHossain অ্যাকাউন্টে ইংরেজিতে বেশ কয়েকবার বাধা দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে সম্পাদনার জন্য কিন্তু প্রাইভেট একটি অনুরোধ দেখিয়ে হঠাৎ বাধা খুলে দেওয়া হয়েছে যে অনুরোধের কোন অস্তিত্ব নেই সিস্টেমে কারণ আমারও সেখানে এক্সেস আছে। হয় প্রশাসক ভুলে বাধা অপসারণ করেছেন অথবা অনুরোধটি হারিয়ে গেছে সিস্টেম থেকে। ভুলে করার সম্ভাবনা বেশি কারণ তার দুই মাস পূর্বের একটি আবেদন ডিনাই করা হয়েছে। কিন্তু সে যাইহোক, Dot71 অ্যাকাউন্ট যে আপনার তাতে কোন সন্দেহ নেই। আপনাকে আমি উপরে পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছি স্বার্থের সংঘাত আছে কিনা এবং অ্যাকাউন্ট ব্যবহার করেন কিনা। সেটি আপনি অস্বীকার করেছেন এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে স্বার্থের সংঘাত নিয়ে এবং বিজ্ঞাপনী উদ্দেশ্যে ক্রস-উইকি প্রকল্পে অপব্যবহার করেছেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫১, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)

~ যুদ্ধমন্ত্রী আপনি একটি একাউন্টের সাথে আমার কিছু সম্পাদনার মিল খুঁজে পেয়েছেন। আমি তৈরি করেছি এমন বেশিরভাগ নিবন্ধে আপনি সহ অনেকের সম্পাদনা রয়েছে। তাই বলে আমি আপনি সহ ঐ সকল উইকিপিডিয়ান জড়িত এটা কি বলতে পারি? এবং ঐ একাউন্ট যে আমার নয় আমি এটি এখনো বলছি। আমাকে ইংরেজি উইকিতে বারবার বাধা দেওয়া হয়েছে আমি অল্প সময়ের ব্যবধানে আনব্লক করার অনুরোধ করেছিলাম সেজন্য।-— শাহাদাত হোসেন (আলাপ) ১৭:১৮, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়শ্রেণীর নিবন্ধ নিয়ে কাজ করেছি। যেমনঃ কখনো ইসলামিক বিষয়শ্রেণীতে কাজ করলে মাস খানিক আমি ইসলামিক নিবন্ধ লিখেছি। একি সাথে দেশভিত্তিক, খাদ্য নিয়ে, জীবিত ব্যক্তিদের নিয়েও লিখেছি। কিন্তু বিষয়টি এমন না যে তা পেইড এডিট।-— শাহাদাত হোসেন (আলাপ) ১৭:২২, ১৭ জুলাই ২০২০ (ইউটিসি)
আপনি মূল পয়েন্টগুলো এড়িয়ে যাচ্ছেন। অনেকের অ্যাকাউন্টের সাথে সম্পাদনা মিলে যাওয়া এবং সুনির্দিষ্টভাবে একই অভ্যাসগত সম্পাদনা করা এক বিষয় নয়। যাঁদের সক নিয়ে পূর্বে তদন্তের কোন ধরণের অভিজ্ঞতা আছে, তাঁরা আপনার দুটি দাবিই অযৌক্তিক মনে করবেন। এবার পুনরায় পয়েন্টে আসি, কমন্সে তৈরি এবং ছবি আপলোড করা Kanak Chapa নিবন্ধ নিয়ে প্রথমে আলোচনা করি।
  • 20:55, April 6, 2019 তারিখে নিবন্ধের জন্য তিনটি ছবি প্রথমে ShahadatHossain অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। এবার ইংরেজিতে যেহেতু সে সময় অ্যাকাউন্টটি বাধাদান ছিলো তাই পুনরায় Dot71 অ্যাকাউন্ট দিয়ে ৫ মিনিট পরে ইংরেজি নিবন্ধে সম্পাদনা শুরু। এবার ২১:০৭ মিনিটে অর্থাৎ ShahadatHossain অ্যাকাউন্ট থেকে ছবি আপলোডের ১২ মিনিটের মধ্যে ছবিটি Dot71 অ্যাকাউন্ট থেকে নিবন্ধে যুক্ত করা হয়। যেহেতু তখন Dot71 অ্যাকাউন্টটি লগ-ইনকৃত ছিলো সুতরাং খুব সম্ভবত ভুলে উক্ত অ্যাকাউন্ট দিয়েই ২১:১৫ মিনিটে ছবি যুক্ত করার আরো ৮ মিনিট পর Dot71 অ্যাকাউন্ট থেকে কমন্সের বিষয়শ্রেণীটি তৈরি করা হয়। এরপর পরের দিন কমন্সে আরো অনেক ব্যক্তিগত ছবি আপ করা হয় যেগুলো নিশ্চিতভাবেই ব্যবহারকারীর তোলা নয়। উদাহরণস্বরুপ, File:Kanak Chapa 04.jpg, File:Kanak Chapa 05.jpg প্রভৃতি। ছবিগুলো পুরনো এবং মেটাডাটাতে পর্যন্ত অন্য কপিরাইটহোল্ডারের নাম আছে। সুতরাং নিবন্ধে তথ্য যুক্ত করার ধরণ এবং অসংখ্য ব্যক্তিগত ছবি নিজের নামে আপলোড করা ইত্যাদি ব্যবহারকারী স্বার্থের সংঘাত বা অর্থের বিনিময়ে করেছেন সেটা মুটামুটি নিশ্চিত। এভাবে, প্রতিটি পয়েন্ট যদি ঘেটে দেখা হয় তাহলে আপনারা বুঝতে পারবনে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৪, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)
~ যুদ্ধমন্ত্রী আপনি সুন্দরভাবে গুছিয়ে বলেছেন এজন্য ধন্যবাদ। আপনি জানেন আমি এক সময়ে বরিশাল সম্প্রদায়ের সাথে কাজ করতাম, যদিও বরিশাল সম্প্রদায়ের কার্যক্রম তেমন সক্রিয় নয়। এছাড়া আমি প্রতিনিয়ত অনেক ব্যবহারকারীকে উইকিপিডিয়ায় সম্পাদনা করতে উদ্বুদ্ধ করি। আমার বিশ্ববিদ্যালয়, আমার আত্মীয় বা পরিচিতজনকে। তাদের মধ্য দুই একজনকে সামাজিক বার্তা দেওয়ার গ্রুপেও যোগ করেছি। এদের অনেককে বিভিন্ন সময়ে সহযোগিতা করতে হয়েছে বিভিন্ন সময়ে। Dot71 তেমনি কিছু, আমি শুধু কিছু ফটো আপলোড করে দিয়েছি এটি অস্বীকার করছি না। কিন্তু আপনি যে সকল ছবি নিয়ে উপরে বলেছেন তা যে নিবন্ধের জন্য ব্যবহার করা হয়েছে তা উইকিতে বহু পূর্বে থেকেই রয়েছে; সেখানে আপনি আর্থিক লেনদেনের বিষয় কিভাবে ভাবতে পারেন? কোন নতুন ব্যবহারকারী ছবি আপলোড করতে পারছিল না ফলে আমি সহযোগিতা করেছি মাত্র। Dot71 একাউন্ট যদি আমার হতো তাহলে ঐ একাউন্টে থেকেই সম্পাদনার পাশাপাশি ছবি আপলোড করা কি স্বাভাবিক ছিল না, যেখানে Dot71 একাউন্টে ব্লক ছিল না? ধরুন, আমার ইংরেজি উইকিতে ব্লক রয়েছে যা আপনি কারণ হিসাবে দেখিয়েছেন। এখন বিষয়টি ভাবুন, Dot71 একাউন্টের নিয়ন্ত্রণ যদি আমিই করতাম তবে আমি কি ঐ একাউন্ট থেকে ফটো আপলোড করতে পারতাম না? ঐ একাউন্ট থেকে সম্পাদনা করে আমার একাউন্ট থেকে ফটো আপলোড করা কি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? তারপরেও যদি আপনার মনে হয় এতে আর্থিক লেনদেন রয়েছে তবে আপনি দুইটি কাজ করতে পারেনঃ ১। উক্ত ব্যক্তিদের থেকে এই বিষয়ে তথ্য নিতে পারেন, ২। আমাকে ব্লক করে দিতে পারেন। অথবা আপনি চাইলে ঐ সকল ব্যক্তিদের সাথে সম্ভব হলে আমি যোগাযোগ এর চেষ্টা করতে পারি এবং উনাদের বক্তব্য সম্প্রদায়ের নিকটে উপস্থাপন করতে পারি। এরপরেও যদি মনে হয় আমি অর্থের বিনিময়ে সম্পাদনা করেছি তবে আমাকে দ্রুত ব্লক করা হোক-— শাহাদাত হোসেন (আলাপ) ১৭:০৫, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)
একটু আগে আপনি Dot71 অ্যাকাউন্ট নিয়ে কথাই বলেননি। এবার যখন, বিস্তারিত প্রমাণ দিলাম, এখন বলছেন সে অ্যাকাউন্টকে আপনি সাহায্য করে থাকতে পারেন। ছবির উদাহরণ দিলাম সময় ধরে যে যখন আপলোড করা হয়েছে এবং সেগুলো এখনো কমন্সে আছে। তারপরও আপনি বলছেন ছবি অনেক আগে থেকেই আছে। কিন্তু আপনি ব্যাখ্যা দিলেন না যে, এমন পুরাতন অ্যালবাম ও ব্যক্তিগত ছবি আপনি কোথায় পেলেন যদি স্বার্থের সংঘাত না থাকে। এটাতো উপরের সবগুলো পয়েন্টের মাত্র একটা পয়েন্টের ব্যাখ্যা দিয়েছিলাম। পয়েন্টগুলো উপরে আছে এবং আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহারে করেছেন তাতে কোন সন্দেহ নেই। এছাড়া, আপনার মূল অ্যকাউন্টে (ইংরেজির প্রেক্ষাপটে) স্বার্থের সংঘাত বা অর্থের বিনিময়ে সম্পাদনার অভিযোগ অনেক আগে থেকেই। এমনকি Dot71 অ্যাকাউন্ট থেকে আপ করা যে ছবি 'কেরামত উল্লাহ বিপ্লব' নামের নিবন্ধে ছিলো। একই বিষয়ে মূল অ্যাকাউন্ট থেকে ছবি ও স্বাক্ষর কমন্সে যুক্ত করা হয়েছে।

আরেকটি বিষয় হলো Dot71 অ্যাকাউন্টটি সক্রিয় ছিলো শুধুমাত্র ইংরেজি উইকিতে মূল অ্যকাউন্ট বাধাপ্রাপ্ত থাকার মধ্যবর্তী সময়ে। আর এ অ্যাকাউন্ট থেকে যে নিবন্ধগুলো তৈরির করা হয়েছে বা যেগুলো আলোচনায় অপসারণ করা হয়েছে সেগুলোতেও স্বার্থের সংঘাত বা অর্থের বিনিময়ে সম্পাদনার অভিযোগ রয়েছে। যে কোন নিবন্ধের বিষয়ের সাথে স্বার্থের সংঘাত থাকলে, যে ব্যবহারকারীর সাথে থাকে। তাঁর সম্পর্কে যোগাযোগ করলে নিবন্ধের বিষয় সত্য কথা বলবেন না, এটাই স্বাভাবিক। এছাড়া, উইকিপিডিয়ার সক তদন্তে উইকিপিডিয়ান হিসেবে সেটি আমাদের করার ক্ষমতাও নেই। আমি পুরো আলোচনাটি সক পাপেট তদন্ত পাতায় স্থানান্তর করছি ভবিষ্যত রেফারেন্সের জন্য। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৮, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)

~ যুদ্ধমন্ত্রী এখন আমি বাধাপ্রাপ্ত নই কিন্তু আমার সম্পাদনা ইতিহাসে কি এমন কিছু পেয়েছেন? আর আমার একাউন্ট অবরুদ্ধ ছিল বলে Dot71 একাউন্ট সক্রিয় ছিল যেমনটি আপনি বলছেন। এবং যোগাযোগ করলে নিবন্ধের বিষয় সত্য কথা বলবেন না, এটাই স্বাভাবিক; তাহলে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন এটি অর্থের বিনিময়ে সম্পাদনা? এবং তাতে আমার একাউন্ট জড়িত? যাই হোক, সম্প্রদায়ের যদি মনে হয় Dot71 আমার একাউন্ট তবে ব্লক করা হোক। এবং আমাকে কি এখন ব্লক করা হবে? এখনো হয়নি। দয়া করে ব্লক করুন। আলোচনা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়ের অপচয় করতে চাচ্ছিলাম না। ধন্যবাদ-— শাহাদাত হোসেন (আলাপ) ১৭:৫৮, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)
এতো আলোচনার পরও কিন্তু আপনি কনক চাপা নিবন্ধের ছবি বা নির্দিষ্ট যে অভিযোগ সেগুলোর ব্যাখ্যা দিচ্ছেন না। কিন্তু যাইহোক, আপনাকে সুযোগ দেওয়া হয়েছিলো কিন্তু আপনি সুযোগ গ্রহণ করে স্বীকার করেননি। সুতরাং আর সময় অপচয় করে লাভ নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০১, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)

মন্তব্য

 মন্তব্য

  • এমনকি কোনব্যক্তি যদি Screenshot হাতে পায় সেক্ষেত্রেও WP:PRIV নীতির কারনে কোন উইকিপিডিয়ায় প্রকাশ করতে পারবে না।
  • হয়তোবা কেউ এই আলোচনা দেখে মনে করবে হয়তোবা সত্যিই গোপনে এমন কোন দাবী করা হয়েছিল। হয়তোবা সেই প্রশাসককে চিনেও ফেলবে। অথবা হয়তোবা এসবের কোনকিছুই ঘটেইনি আর ঘটবেও না।
  • দাবীগুলো দেখে মনে হয়েছে যে, এগুলোকে অনেক সময় নিয়ে খুঁজে বের করতে হয়েছে, তবে আমার কাছে মনে হয়নি যে WP:PAID প্রমান করা গেছে। আর WP:SOCK কে আরও সুনির্দিষ্টভাবে প্রমান করা দরকার, যদি থেকে থাকে৷--মহামতি মাসুম (আলাপ) ০০:২৮, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)
  • মাসুম, সক তদন্ত দুই প্রকার। একটি অভ্যাসগত এবং একটি প্রযুক্তিগত। সুতরাং সককে কিভাবে আরও সুনির্দিষ্টভাবে প্রমাণ করা যাবে সেটি আমাদের জানান। এছাড়া, মতামত যেহেতু দিয়েছেন সেহেতু উপরের প্রতিটি দাবী ব্যাখ্যা পূর্বক যুক্তি দিয়ে খন্ডন করে আপনার মনে হওয়া প্রতিষ্ঠিত করুন। সক তদন্ত কেমন হয় এবং কিভাবে অভ্যাসগত সক নির্ণয় করা যায় তা জানতে ইংরেজি ও বাংলাতে পূর্বের সক তদন্তগুলো নিয়ে স্টাডি করার অনুরোধ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৯, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

তথ্যছক বিষয়ক সমস্যা

উইকিপিডিয়ার সকল সক্রিয় উইকিপিডিয়ানদের দৃষ্টি আকর্ষন করছি। দয়া করে এই তথ্যছক ফুটবল জীবনী -তে কি হয়েছে বুঝতে পারছি না। এটাতে সমস্য থাকায় অনেক ফুটবল বিষয়ক জীবনী নিবন্ধে সমস্যা দেখা দিয়েছে। এখানে কিছু নমুনা আছে। এই তথ্যছকটা ঠিকমত ঠিক করতে পারলে উক্ত সকল নিবন্ধ তাদের পূর্বাবস্থা ফিরে পাবে। আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা এই সমস্যাটা দূরীকরণে ভূমিকা রাখবেন আশা করছি।  কুউ  পুলক  ১০:৩৮, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)

@Kupulak: এটি মূলত হয়েছে যেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট জীবনী নিবন্ধের উইকিউপাত্তে ছবি আছে কিন্তু নিবন্ধটিতে |image = এ জাতীয় কোনো পরামিতিতে মান প্রদান করা হয় নি। এরূপ ক্ষেত্রে করণীয় হল নিবন্ধটিতে উইকিউপাত্তের সংযোগকৃত ছবিটি তথ্যছকে |image = <ছবির নাম> হিসেবে যুক্ত করা। আপনার দেয়া বিষয়শ্রেণীটিতে সম্ভবত ৪০+ নিবন্ধ রয়েছে। উইকিউপাত্তের সকল ছবি ঠিকমতো হলে আমি সম্ভবত বট চালিয়ে ঠিক করে দিতে পারবো। তবে এক্ষেত্রে অভিজ্ঞ ব্যবহারকারীদের অভিমত জানতে চাচ্ছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:২১, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar: আমি ছবি বিষয়ে না তথ্যছক বিষয়ে বলেছি। এগুলো দেখুন কেভিন কিগান, ক্রিস্টিয়ান জিগে, জিকো, জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক, জিয়ানলুকা পেসোত্তো, জেমি ক্যারাঘার, ডেনিস বের্গকাম্প, থিয়েরি অঁরি -এইসব নিবন্ধে তথ্যছক আছে, তথ্যছকে তথ্যও আছে কিন্তু দেখা যাচ্ছে না। নিশ্চয় পদ্ধতিগত কোন ত্রুটি আছে সেটা বলেছি। আশা করছি এখন বোঝাতে পেরেছি।  কুউ  পুলক  ১৪:৪৬, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
@Kupulak: আসলে আপনি পরামিতির নামগুলো বাংলায় দিয়েছেন বলেই এমনটা হচ্ছে। পরামিতির নামগুলো ইংরেজি দিলে আর এমনটা হবে না। ইংরেজি পরামিতির নামগুলোর জন্য টেমপ্লেট:তথ্যছক ফুটবল জীবনী/নথি দেখুন। আমি কেভিন কিগান-এ একটি ছোট্ট সম্পাদনা করেছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:৫১, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
@Nokib Sarkar: দেখুন তথ্যছক লেখক এখানে পরামিতি গুলো কিন্তু বাংলায় তবুও হয়েছে। আর আমার মনে হয় উপরোক্ত নিবন্ধগুলো যখন বানানো হয়েছে তখন ঠিকই ছিল, কোন কারনে বর্তমানে এমন হয়ে গেছে। একটা নিবন্ধের সমস্যার সমাধানের কথা আমি বলছি না, বলছি সকল নিবন্ধের সমস্যার সমাধান হবে যদি তথ্যছক ঠিক করা হয়। যারা তথ্যছকের কাজ জানে তারা নিশ্চয় পারবেন।  কুউ  পুলক  ১৫:১৪, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
@Kupulak: আপনি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আমার টেমপ্লেটের জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আসলে টেমপ্লেটগুলো যন্ত্রের মাধ্যমেই প্রক্রিয়াকরণ করা হয়। যন্ত্রের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই; তাকে যেভাবে বলা হয় ঠিক সেভাবেই করা হয়। টেমপ্লেটগুলো যখন তৈরি করা হয় তখন পরামিতি হিসেবে যা দেয়া হয় তা-ই যন্ত্র বোঝে এর বাইরে যন্ত্র কিছুই বোঝে না। অর্থাৎ টেমপ্লেটে পরামিতির নাম ঠিক যেভাবে (এমনকি যে ভাষায়/অক্ষরে/বিন্যাসে) দেয়া হয়, যন্ত্র ঠিক সেভাবেই আশা করে। ফলে আপনি যদি পরামিতির নাম হিসেবে Nokib এর স্থলে নকীব প্রদান করেন তবে টেমপ্লেট পার্সার যন্ত্রটি হতবাক হয়ে যায়। লেখকের টেমপ্লেটটির পরামিতিগুলো বাংলা ভাষায় রয়েছে বলেই বাংলায় কাজ করে। আপনি ইংরেজি দিলে (সম্ভবত) কাজ করবে না। কারণ সেখানকার পরামিতিগুলো বাংলায় সংজ্ঞায়িত। অন্যদিকে ফুটবল জীবনীর তথ্যছকটির পরামিতিগুলো ইংরেজিতে সংজ্ঞায়িত। ফলে আপনি এতে বাংলায় যত সুন্দর করে ব্যবহার করার চেষ্টা করুন না কেন, (সংজ্ঞায়ন পরিবর্তনের পূর্ব পর্যন্ত) এটি কাজ করবে না। এই টেমপ্লেটটি বর্তমানে প্রায় ১২০০+ অধিক নিবন্ধে ব্যবহৃত হয়েছে যাদের বেশিরভাগই ইংরেজি পরামিতির নামের উপর ভিত্তি করে। ফলে আপনি নিশ্চয়ই ১০-১২টি নিবন্ধের জন্য প্রায় ১২০০+ নিবন্ধে পরামিতিগুলো হাতে সম্পাদনা করে ঠিক করে দেয়ার কথা বলবেন না? আর তাছাড়া পরামিতির নাম কেন ইংরেজিতে হবে তা নিয়ে আলোচনাসভায় আগে কোথাও বিতর্ক হয়েছিল। তবে ঠিক খুঁজে পাচ্ছি না কোথায়। আমি কি বোঝাতে পারলাম? নকীব সরকার বলুন... ১৫:৩৬, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)

@Nokib Sarkar: আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কথা বুঝেছি। কিন্তু কথা হল এত এত নিবন্ধের তথ্যছকে বাংলায় পরামিতি লিখে এই সমস্যার যে সৃষ্টি হয়েছে তার সমাধানের কি কোন উপায় নেই। দেখুন না বট দিয়ে বা অন্য কোন উপায়ে সমাধান করা যায় কিনা। নামি দামী ফুটবলারের নিবন্ধ যদি তথ্যছক ছাড়া থাকে বলুন সেটা কি মেনে নেয়া যায়? আপনিই বলুন। আমার আলোচনা উত্থাপনের কারন, সমস্যাটা সবার সামনে আনা আর তার একটা সমাধান যাতে বের হয়।  কুউ  পুলক  ১৫:৫৮, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)

@Kupulak:, সেটা করা যায়, তবে এক্ষেত্রে আপনি আপনার প্রস্তাবনা একটু স্পষ্টভাবে লিখুন। একজন প্রশাসক আমায় অনুমতি দিলে তবেই আমি সংশ্লিষ্ট কাজের জন্য বট চালাতে পারবো। তবে তারও পূর্বে আলোচনা হওয়া প্রয়োজন, পরামিতির নামগুলো ঠিক কোন ভাষায় থাকবে। আলোচনা শেষ হওয়ার পর স্থির সিদ্ধান্তে আসা হলেই তবেই কেবল কোড লিখবো। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৬:০৮, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)

এবার লক্ষ্য সবার আগে এক লক্ষ

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


@NahidSultan, আফতাবুজ্জামান, S Shamima Nasrin, Nahian, ZI Jony, WAKIM, Waraka Saki, Ahm masum, Foysalur Rahman Shuvo, Al Riaz Uddin Ripon, খাঁ শুভেন্দু, MS Sakib, শরদিন্দু ভট্টাচার্য্য, কায়সার আহমাদ, Tanay barisha, YahyA, এবং ANKAN: সুধী, আগামী মাসগুলোতে এডিটাথন আয়োজনের ব্যাপারে কথা হচ্ছে। আপনারা সবাই জানেন বাংলা উইকিপিডিয়া ইতোমধ্যে ৯০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করেছে। মালাগাসি, আফ্রিকান্স, বাংলা ও ক্যান্টোনিজ উইকিপিডিয়া যথাক্রমে একই সাথে এক লক্ষ নিবন্ধের দ্বারপ্রান্তে রয়েছে। কাজেই আমাদের আগামী সিরিজ এডিটাথনের সবগুলোর মোটো হওয়া উচিত "সবার আগে এক লক্ষ"৷ একটা হ্যাশট্যাগও তৈরি করা যায় #সবার_আগে_এক_লক্ষ। অন্য উইকিপিডিয়াগুলোর নিবন্ধ তৈরির গতি, সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা, মোট পাতার সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, আমাদের লক্ষ্য অর্জন মোটেই কঠিন নয়। বরং এ সময়ে ক্রমাগত এডিটাথন আয়োজন আমাদের কাজের গতি বাড়িয়ে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালানো যায়।

সাধারণত এডিটাথনগুলোতে দেওয়া নিবন্ধের আকার কখনো এত বড় হয়ে যায় যে অনেক ব্যবহারকারী আগ্রহ হারিয়ে ফেলে। উইকি আলাপন করার সময়ই নতুনদের নিয়ে এ সমস্যার মুখোমুখি হয়েছি। কাজেই আমার প্রস্তাব, নিবন্ধগুলো যেন বেশি বড় না হয়। এতে নিবন্ধ তৈরীর গতিও ভালো থাকবে।

আগামী ৩১ জুলাই কুস্তি এডিটাথন শেষ হয়ে যাবে। এরপর ইদ, ইদের পর স্কুল-কলেজ খোলার সম্ভাব্য তারিখ ধরে নিই ৮ আগস্ট। তারপর আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। ['অপসারিত বাক্য'~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০০, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)] কাজেই, ২ আগস্ট ইদের পর দিন থেকেই এডিটাথন শুরু করা হোক। স্কুল খোলার আগেই বেশ কিছু নিবন্ধ তৈরি করে যেতে চাই। আর যদি স্কুল না খুলে তবে তো আরও ভালো।

প্রতি মাসে আলাদা করে এডিটাথন আয়োজন করা ঝামেলাপূর্ণ। তাই আমার প্রস্তাব আগস্ট ও সেপ্টেম্বর– এরকম দুই মাস ব্যাপী এডিটাথন আয়োজন করা হোক। তাহলে ব্যবস্থাপনা সহজ হয়ে যাবে। কুস্তি এডিটাথন পর্যালোচনা শেষ করতে সময় লাগলেও নতুন এডিটাথনে প্রভাব তেমন ফেলবে না। পর্যালোচকদের একটু বেশি ধকল যাবে, এই যা।

১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর ৪৫ বছর, ১ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮১ বছর এবং ২ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্ণ হবে। সেই সাথে আগামী ২১ সেপ্টেম্বর ৪০তম বিশ্ব শান্তি দিবস। কাজেই আগস্ট-সেপ্টেম্বরব্যাপী "বঙ্গবন্ধু" ও "বিশ্ব শান্তি" বিষয় নিয়ে এডিটাথনের নাম হোক "বঙ্গবন্ধু এবং বিশ্ব শান্তি এডিটাথন"। এটি হোক মুজিব বর্ষে বাংলা উইকিপিডিয়ার বিশেষ আয়োজন।

পুরস্কারের ব্যাপারে অন্যান্য উইকিপিডিয়ানদের মতামত নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই মেনে নেওয়া যায়। স্পন্সরও ঠিক করা যায়। যেহেতু মুজিব বর্ষের থিম থাকছে, স্পন্সর যোগাড় করা কঠিন হবে না মনে হয়।

আলোচনার পর সময় ও বিষয়বস্তু ঠিক হলে নিবন্ধ তালিকা তৈরিতেও পূর্ণ সহযোগিতা করব। এমনকি পর্যালোচনা করতেও আগ্রহী। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই দীর্ঘ বার্তা পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী আলোচনা ও এডিটাথন সফল হোক। এই কামনায় -- আদিভাই (আলাপ) ০৪:৩৭, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)

মন্তব্য

এডিটাথন হোক, এই বিষয়ে -- আদিভাই আপনাকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।.... তবে এডিটাথনের নাম ""বঙ্গবন্ধু এবং বিশ্ব শান্তি এডিটাথন" হওয়ার যুক্তিটা মানতে পারলাম না। আর আপনি বলেছেন ১৫ আগস্ট মুজিবুর রহমানের মৃত্যু দিন, এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু ও সমাপ্তি কারণে এডিটাথনের নাম হওয়া উচিত, ""বঙ্গবন্ধু এবং বিশ্ব শান্তি এডিটাথন"। তা হলে তো ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, এডিটাথনের নাম কি তা হলে "" স্বাধীনতা এবং বিশ্ব শান্তি এডিটাথন"" হবে? ... নাম যদি দিতেই হয় তা হলে তা এডিটাথনের উদ্দেশ্য অনুযায়ী হওয়া উচিত বলে মনে করি। .... ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:১১, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
@খাঁ শুভেন্দু: বাঙালির কাছে বঙ্গবন্ধু শান্তির স্বরূপ, দুটো বিষয় মিলে যায়। মুজিব বর্ষ উপলক্ষেও উইকিতে কোনো এডিটাথন হয়নি। ১৫ আগস্ট উপলক্ষে করা যায়। এমনিতেও মুজিব বর্ষের জাঁকজমকপূর্ণ আয়োজন করোনার কারণে বন্ধ। ১৫ আগস্টের পর বঙ্গবন্ধুকে নিয়ে অন্য উপলক্ষ সেই ডিসেম্বর-জানুয়ারির আগে পাওয়া যাবে না, তখন আবার মুজিব বর্ষ শেষের পথে। ১৫ আগস্ট দিনটি ঐতিহাসিক কারণে সাংঘর্ষিক। এক বাংলায় শোকের দিন, অন্য বাংলায় উৎসবের। আর ভারত নিয়ে তেমন এডিটাথন হয় না বললেই চলে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী আর অহিংসা দিবস উপলক্ষে মহাত্মা গান্ধীকে কেন্দ্র করে এডিটাথন করা যায়। নভেম্বরের এশীয় মাসে ভারত বাংলাদেশ বাদ থাকে। সেই ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বরে ভারত-বাংলাদেশ মৈত্রী এডিটাথন করা যায়। -- আদিভাই (আলাপ) ০৫:৫০, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017:, আপনি হয়তো আমার কথার অর্থ বুঝতে পারেন নি। মুজিবুর রহমান বাংলাদেশে একটা আবেগ, হয়তো বা তার থেকেও বেশি কিছু।.... কিন্তু আমার কথা হল এডিটাথন যদি বাংলা উইকিপিডিয়ায় এক লক্ষ নিবন্ধের মাইলফলক স্পর্শ করার জন্য হয়, তা হলে তার নাম এমন রাখা হোক যা থেকে এডিটাথনের উদেশ্য প্রকাশ পায়। .... অন্যদিকে মুজিবুর রহমান সম্পর্কীত নিবন্ধ সম্প্রসারণ ও মান উন্নয়নের জন্য বঙ্গবন্ধু এবং বিশ্ব শান্তি এডিটাথন নামে আলাদা একটি এডিটাথন হতে পারে। ... আপনি বলেছেন মুজিবুর রহমানের সন্মানে নিবন্ধ প্রতিযোগিতার পরে গান্ধীজীকে নিয়ে নিবন্ধ প্রতিযোগিতা হতে পারে, যা আমার মনে হয়েছে একটা ব্যালান্স করার ইঙ্গিত।... আমার জানা মতে উইকিপিডিয়ায় কোন ব্যালান্স করার স্থান নয়, যে বাংলাদেশের মুজিবুর রহমানকে নিয়ে নিবন্ধ প্রতিযোগিতা হলে ভারতের কোন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে এডিটাথন করতে হবেই।.... উইকিতে সব কিছুই স্বতস্ফুর্ত ভাবে হয়।..... খাঁ শুভেন্দু (আলাপ) ০৮:৫০, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
@খাঁ শুভেন্দু: ব্যালেন্সিংয়ের বিষয় নয়, শুভেন্দুদা। আপনি ভুল বুঝছেন। নাহিদ ভাইয়ের আগের বার্তা থেকে (আমি যতদূর বুঝেছি) সিরিজ এডিটাথনের আয়োজন করা হবে। আমরা এমন জায়গায় রয়েছি, যে এডিটাথনই আয়োজন করা হোক না কেন, মূল লক্ষ্য হবে "এক লক্ষ নিবন্ধের মাইলফলক"। এর মাঝে শুধু শুধু বাংলাদেশ-ভারত সম্পর্ক টেনে আনা হলো। ভারতের স্বাধীনতার ৭৩ বছর পূর্তি উপলক্ষে যদি কেউ এডিটাথনে আগ্রহ দেখায়, সম্প্রদায় তার প্রস্তাবও গুরুত্বের সাথে নেবে। -- আদিভাই (আলাপ) ০৯:৩৪, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017:, আমি আবারও বলছি, এডিটাথন নিয়ে আমার কোন সমস্যা নেই, তবে আমার প্রস্তাব ছিল যে এডিটাথনের নাম এমন হোক যার দ্বারা এডিটাথনের উদ্দেশ্য প্রকাশিত হয়। সিরিজ আকারে এডিটাথন হবে ভালো কথা, যতদূর মনে পরছে তাতে, এডিটাথনের হওয়ার বিষয়টি অনলাইন মিট আপে ঠিক হয়েছিল। .... তবে সম্প্রদায় সিদ্ধান্ত নিতেই পারে। ... আর অনর্থক কথা বাড়াতে চাই না। ... ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১০:০০, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
নাম ব্যাপার না, সব নিয়ে এডিটাথন হোক :) --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১০, ২৪ জুলাই ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: সতর্কতা: আপনি বেশ কয়েকজন উইকিপিডিয়ানের নাম উল্লেখ করে তাঁদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছেন। এটা গোপনীয়তা নীতি লঙ্ঘন। আমি বাক্যটি বাদ দিয়েছি। দয়া করে সতর্ক থাকুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০০, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)

@NahidSultan: ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছি। -- আদিভাই (আলাপ) ০৬:১১, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: আপনি উক্ত আলোচনায় উইকিনীতির মধ্যে সবথেকে স্পর্শকাতর নীতিগুলোর একটি WP:BEHAVEসহ বেশকয়েকটি WP:PG ভঙ্গ করেছেন, এখানে ব্যবহারকারী পরিক্ষক মন্তব্য না করলে আমি নিজে এ নিয়ে একটি শক্ত পদক্ষেপ নিতাম, কিন্তু যাই হোক আপনাকে উক্ত নীতিমালাগুলো খেয়াল রেখে সম্পাদনা করার অনুরোধ রইলো। আপনার সম্পাদনা শুভ হোক।- এফ আর শুভ(বার্তা দিন) ০৬:২৯, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
অনিচ্ছাকৃত হয়েছে দেখলাম, ব্যাপার না ;) --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১০, ২৪ জুলাই ২০২০ (ইউটিসি)
  • ১৫ আগস্ট যদিও ভারতের স্বাধীনতা দিবস, তবুও এবারের ১৫ আগস্ট বিশেষ কিছু। কারণ এটা মুজিববর্ষ। বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বাংলা উইকিপিডিয়াতে "কিছু একটা" করা উচিৎ। আর ডিসেম্বরে বাংলাদেশ-ভারত মৈত্রী এডিটাথন করা যেতে পারে। আমি সবগুলো এডিটাথনের সার্বিক সফলতা কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ০৭:৩৪, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
  • আমি আমার পূর্বের প্রস্তাবনার একটি বিষয় এখানে পরিষ্কার করি। এডিটাথনের একটি সাধারণ (কমন) নাম হবে। যেখানে প্রতি মাসে বিষয় থাকবে আলাদা। দেশ, ব্যক্তি প্রভৃতি নিয়ে এডিটাথন করতে চাইলে ব্যক্তিগতভাবে আয়োজন করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৭, ২৩ জুলাই ২০২০ (ইউটিসি)
 মন্তব্য: করা যায়। সেক্ষেত্রে বাংলার জন্য এক লক্ষ নিবন্ধ প্রতিযোগিতা নাম রাখতে পারেন। অথবা নিবন্ধ প্রতিযোগিতা ২০২০ শুরু করতে পারেন। প্রশ্ন থাকে, একটানা নিবন্ধ প্রতিযোগিতা কত দিন পর্যন্ত হবে? নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯ এ দুই মাসে নিবন্ধ জমা পড়েছে ৪৩৬টি, অর্থাৎ মাসে ২১৮টি। ধরে নিই প্রতিযোগিতা চলাকালে প্রতি দিন ২০টি করে মাসে গড়ে ৬০০টি নিবন্ধ তৈরি হয়। এক লক্ষ হতে বাংলার দরকার আরও ৮৫০০ নিবন্ধ। অর্থাৎ ৮৫০০/৬০০ ≈ ১৫ মাস ধরে নিবন্ধ প্রতিযোগিতা চালিয়ে যেতে হবে। এটা কতটা বাস্তবসম্মত হবে, বলতে পারছি না। যদি হয়ও, প্রতি মাসে একবার করে বিষয় পরিবর্তন করা কি সহজ হবে? যাই হোক, একটানা প্রতিযোগিতা হলে আমার প্রস্তাব থাকল প্রতিযোগিতার বিষয় শর্তসাপেক্ষে (শব্দের সংখ্যা, আকার ও নিবন্ধের সম্পূর্ণতা) উন্মুক্ত করে দিন। আর বিষয় যদি স্থির করেই দিতে হয়, তবে মুজিববর্ষ উপলক্ষে আগস্ট মাসটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করে দিন (প্রস্তাব)। আর শেষে এটাই বলতে চাই, মুজিববর্ষের মতো জাতীয় মহা উৎসবে এডিটাথন আয়োজন ব্যক্তিগত না হয়ে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে হওয়াই ভালো ছিল। -- আদিভাই (আলাপ) ০৪:২১, ২৪ জুলাই ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সীল প্রসঙ্গে

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


বাংলা উইকিপিডিয়ায় ব্যবহৃত ছবি
উইকিমিডিয়া কমন্সে আপলোডকৃত ছবি

বাংলা উইকিপিডিয়াতে বাংলাদেশ সরকারের যে সীলের নমুনা দেয়া আছে তার সাথে কমন্সে আপলোডকৃত (এবং ইংরেজি উইকিপিডিয়ায় ব্যবহৃত) সীলের নমুনার পার্থক্য আছে। আমার জানামতে কমন্সে আপলোডকৃত সীলটিই সর্বশেষ সংস্করণ, যা বাংলাদেশের স্মার্ট জাতীয় পরিচয় পত্রে ব্যবহৃত সীলের অনুরূপ। বাংলা উইকিপিডিয়ার ছবিটির সাথে কমন্সের ছবিটির লাইসেন্সও ভিন্ন; কমন্সে ছবিটির লাইসেন্সে পাবলিক ডোমেইন দেয়া আছে। অন্যদিকে বাংলা উইকিপিডিয়ায় ছবিটির সাথে কয়েকশ পাতার সংযোগ আছে।
এই অবস্থায় একই ছবির দুটো আলাদা সংস্করণের বিষয়ে কী করা উচিত? (এ অবস্থায় করণীয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই।)
– Jihan (আলাপ) ০৫:০০, ২৬ জুলাই ২০২০ (ইউটিসি)

ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৯, ২৬ জুলাই ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

শরীয়তপুর/ শরিয়তপুর বানান প্রসঙ্গ

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



শরীয়তপুর জেলা, উপজেলা ও পৌরসভা নিবন্ধে শরিয়তপুর বানান ব্যাবহার করা হয়েছে। সংসদীয় আসনের ক্ষেত্রে শরীয়তপুর। কোন বানান ব্যাবহার করা করা উচিত হবে?--নাবিল ১৪:২২, ২৬ জুলাই ২০২০ (ইউটিসি)


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০ এর ফলাফল প্রকাশ করা হয়েছে

প্রথমেই সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা রইলো। আপনারা নিশ্চয় জানেন গত ১৫ জুলাই ২০২০ হতে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত সাফল্যের সাথে চলেছে কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০। উক্ত এডিটাথনটির ফলাফল প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া অতি দীর্ঘায়ত এবং বিবিধ বিষয়ক অনলাইন এডিটাথন লক্ষ্য এবার লক্ষ এর কথা মাথায় রেখেই আয়োজক কমিটি এবং জুড়ি সদস্যদের অধিক সময় ব্যয়ের ফলে এতো দ্রুত ফল প্রকাশ সম্ভব হলো।

প্রথম তিন বিজয়ী

  1. Kupulak (আলাপ)
  2. Aishik Rehman (আলাপ)
  3. FaysaLBinDaruL (আলাপ)

আয়োজক কমিটির পক্ষ হতে- এফ আর শুভ(বার্তা দিন) ১২:১৪, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)

নিবন্ধের নাম

লন্ডন নোজেস শিরোনামে একটি নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করেছি। প্রাথমিকভাবে এর নামের বাংলা প্রতিবর্ণিকরণ করেছি, কিন্তু নিশ্চিত নই সেটি কতটুকু সঠিক। উল্লেখ্য, ইংরেজি উইকিপিডিয়াতে লন্ডন নোজেজ নামে স্থাপনাগুলোকে আখ্যায়িত করা হলেও আর কোথাও এ নামে এদের ডাকতে দেখিনি। স্থাপনাগুলোর সর্বাধিক প্রচলিত নাম হলো সেভেন নোজেস অব সোহো। এবিষয়ে অভিজ্ঞদের মতামত কাম্য। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৩৯, ৫ আগস্ট ২০২০ (ইউটিসি)

আলোচনার সুবিধার্থে সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা ব্যবহার করুন! বিস্তারিত নিবন্ধের আলাপ পাতায় দেখুন। - Suvray (আলাপ) ০৮:৪৬, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

Technical Wishes: FileExporter and FileImporter become default features on all Wikis

Max Klemm (WMDE) ০৯:১৩, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

আইপি ঠিকানা বাধা দেয়া

বাংলা ফাযায়েলে আমল নিবন্ধে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন আইপি এড্রেস ব্যবহার করে সম্পাদনা যুদ্ধ চালিয়ে গেছে। শেষ পর্যন্ত এটি সুরক্ষিত করা হয়েছে। ইংরেজি en:Fazail-e-Amaal নিবন্ধেও ওই ব্যক্তি সম্পাদনা যুদ্ধ চালিয়েছে। এবং শেষ পর্যন্ত তাও সুরক্ষিত হয়েছে। এই আলোচনা সভার উপরে এই বিষয়ে একটি আলোচনা আছে, যাতে উপরোক্ত ব্যক্তি আমাকে মেসেঞ্জারে হয়রানির বিষয়ে আলোচনা হয়েছে।

এ থেকে যা বুঝা যায়, উপরোক্ত আইপি এড্রেস ব্যবহারকারী একটি মতবাদের অনুসারী এবং সে শুধুমাত্র ধ্বংসাত্মক সম্পাদনায় করছে উইকিপিডিয়ায়। তাই ওই ব্যক্তির ব্যবহৃত সব আইপি ব্লক করার বিষয়টা নিয়ে আলোচনা হোক।
@NahidSultan, আফতাবুজ্জামান, S Shamima Nasrin, Nahian, ZI Jony, WAKIM, Waraka Saki, Ahm masum, Foysalur Rahman Shuvo, Al Riaz Uddin Ripon, MS Sakib, কায়সার আহমাদ, YahyA, এবং ANKAN: - ওয়াইস আলাপ ১৮:২৮, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Owais Al Qarni: এভাবে সবাইকে প্রতি আলোচনায় উল্লেখ করার প্রয়োজন নেই। আপনি সাধারণভাবে লিখুন, মন্তব্য করতে কেউ আগ্রহী হলে মন্তব্য করবেন। উক্ত আইপি যে বাধাপ্রাপ্ত ব্যবহারকারী শরীফ আহমেদ, এই বিষয়ে আমি নিশ্চিত। তবে আইপি বাধা দিয়ে লাভ খুব নেই মনে হয়, তিনি আরেক আইপি নিয়ে হাজির হবেন। নিবন্ধটিতে ইতিমধ্যে সুরক্ষা যোগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৩, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
  • আইপি ঠিকানা বাধা দিয়েও তেমন লাভ হবে না, কারণ সেই আইপি ঠিকানা ব্যবহার করে অন্য কোনো ব্যবহারকারী উইকিপিডিয়ায় ভালো সম্পাদনা করতেও পারে। উক্ত ব্যবহারকারীর ব্যবহৃত ডিভাইসের কারণে হয়তোবা প্রতিনিয়ত আইপি ঠিকানা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার চেয়ে বরং নিবন্ধে অর্ধ সুরক্ষা থাকাই শ্রেয়। দ্বিতীয়ত, আপনি বলেছেন উক্ত আইপি ঠিকানা ব্যবহারকারী আপনাকে মেসেঞ্জারে হয়রানিমূলক বার্তা দিয়েছে, উক্ত বার্তার স্ক্রিনশট আপনি আলোচনাসভায় দিয়েছিলেন সেখানে হয়রানিমূলক কিছু আছে বলে মনে হয় না। প্রয়োজনে ওনাকে মেসেঞ্জারে ব্লক করে রাখেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৪৭, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)

প্রিয় সবাই, সাইট নোটিশ সংক্রান্ত বিজ্ঞপ্তির পূর্বে নিয়ম অনুসারে জানানো যাচ্ছে: সম্প্রদায়ের মতামত অনুসারে উপরের এডিটাথনটি শুরু হচ্ছে ১৫ আগস্ট থেকে। এখন যেহেতু কয়েকটি সাইটনোটিশ একবারে দেখানো যায় তাই অন্য দুটির সাথে এটি সাইটনোটিশে দিয়ে দেব। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৭, ১৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

শীর্ষ আইকন

সুধী আমি আমার ব্য্যবহারকারি পাতায় শীর্ষ আইকন কি ভাবে ব্য্যবহার করবো ? [[User: Anupamdutta73|অনুপম দত্ত]] ([[User talk: Anupamdutta73|আলাপ]]) (আলাপ) ০১:২১, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Anupamdutta73: আপনি এখন এভাবে ব্যবহার করেন: {{শীর্ষ আইকন | imagename = | description = }}। আর কষ্ট করে বিশেষ:পছন্দসমূহ-এ যেয়ে "স্বাক্ষর" ঘরে কেবল "অনুপম দত্ত" লিখুন, আপনি সম্ভবত অন্যভাবে লিখেছেন যার কারণে উপরে দেখুন ভুলভাবে দেখাচ্ছে। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:১০, ১৯ আগস্ট ২০২০ (ইউটিসি)

শ্লেষাত্মক মন্তব্য

বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে আমি সর্বদাই আগ্রহী। তবে বানান, শৈলী, অনুবাদবিষয়ক জটিলতার প্রশ্নে নাহিদ সাহেব, ওয়াকিম সাহেব ও জয়ন্তনাথ বাবুর প্রতি অনিচ্ছাকৃতভাবে অনেক সময় শ্লেষাত্মক মন্তব্য করে থাকতে পারি। আমার এ আচরণ কী উইকি নীতিমালার লঙ্ঘন রূপে বিবেচিত হবে? আসলে নিজের যোগ্যতা ও মেধার প্রতি অতি আত্মবিশ্বাস আমাকে প্রায়ই উদ্ধত করে তোলে। আমার অন্যান্য ব্যবহারকারীর পাতায় করা ক্ষুব্ধ মন্তব্য কি আমার উইকি অভিযাত্রায় প্রভাব ফেলবে? একটু উত্তর দিয়ে দ্বিধা-দ্বন্দ্ব নিরসন করুন। চির শুভার্থী,Ppt2003 (আলাপ) ১৩:৫৮, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Ppt2003: ব্যক্তিগত আক্রমণ ব্যতীত যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে যে কারো সাথে যৌক্তিক আলোচনা করতেই পারেন। এটা উইকিপিডিয়ার মানোন্নয়নেরই অংশ। - ওয়াইস আলাপ ১৪:২৬, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

শেখ মুজিবুর রহমান'এর জাতীয়তা বাঙালি; বাংলাদেশি নয়।

'জাতীয়তা' বাংলাদেশে একটি সাংবিধানিকভাবে সংরক্ষিত পরিচয়। শেখ মুজিবের জাতীয়তা সম্পাদনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অতি প্রয়োজনীয়। বাংলাদেশের বর্তমান সংবিধান এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সংবিধানে জাতীয়তার পরিচয় "বাঙালি" হিসেবে স্পষ্টভাবে উল্লেখিত ছিলো। তাই বর্তমানের বিবেচনায় শেখ মুজিবের জাতীয়তার সাংবিধানিক পরিচয় "বাঙালি"; একই সাথে যেহেতু তিনি ১৯৭৫ সালে হত্যাকান্ডের শিকার হয়েছেন সেই সময়কার সাংবিধানিক দৃষ্টিকোণ থেকেও তাঁর জাতীয়তা "বাঙালি"। সুতরাং এটাকে বারংবার "বাংলাদেশী" হিসেবে পরিবর্তন করা থেকে বিরত থাকা উচিত। এটি অসাংবিধানিক, এবং যেহেতু সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন- এটি বেআইনিও বটে! এখানে উল্লেখিত প্রতিটি তথ্যেরই সমর্থিত তথ্যসূত্র রয়েছে।--Aaanup (আলাপ) ১৯:০২, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

হ্যাঁ, এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী জাতির জনকের অবমাননা একটি অজামিনযোগ্য অপরাধ। তাই বঙ্গবন্ধু সম্পর্কিত পাতাগুলো সঠিকভাবে সম্পাদনার অনুরোধ জানাচ্ছি। নাহলে বাংলা উইকিপিডিয়া কমিউনিটি সমস্যার সম্মুখীন হবে।— Ppt2003 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Aaanup: ধন্যবাদ। ১৯৭২ সালের wikisource:bn:পাতা:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (মূল হস্তলিখিত রূপ).pdf/১৪ দেখুন, নাগরিকত্ব অংশে বলা “বাংলাদেশের নাগরিকগণ বাঙালী বলিয়া পরিচিত হইবেন”। নাগরিক শব্দটি আছে, কোথাও "জাতি" বা "জাতীয়তা" শব্দটি নেই। অনুগ্রহ করে সংবিধানে জাতীয়তার পরিচয় "বাঙালি" হিসেবে স্পষ্টভাবে উল্লেখিত ছিলো বাক্যটির পক্ষে তথ্যসূত্র পেশ করুন। এটি হল (আর্কাইভ) বর্তমানে বলবৎ থাকা সংবিধান। এখানে নাগরিকত্ব অংশে বলা “বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন” (লক্ষ্য করুন "জাতি" শব্দটি)। দৈনিক নয়া দিগন্তের উপসম্পাদকীয় অংশে প্রকাশিত জাতি ও জাতীয়তা এক নয় লেখাটি দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৭, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)

বিষয়শ্রেণীবৃক্ষ

ইংরেজি সহ প্রায় সকল উইকিতে Special Pages থেকে Category Tree কাজ করছে, এমনকি অসমীয়া উইকিতেও। বাংলা উইকিতেও বিশেষ পাতাসমূহে "বিষয়শ্রেণীবক্ষ" শিরোনামে ফিচারটি যুক্ত আছে, কিন্তু বাংলা উইকিতে তা কাজ করছে না কেন? প্রশাসকগণ এবিষয়ে অবগত আছেন কি? বিষয়শ্রেণী বৃক্ষ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ফিচার এবং আশা করছি এই সমস্যার সমাধান হবে। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১১:২৬, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Aishik Rehman: ধন্যবাদ জানানোর জন্য। আমি প্যাচ জমা দিয়েছি। ঠিক হতে ২-৩ সপ্তাহ লাগতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪০, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)

সাম্প্রতিক ঘটনা বা মৃত্যু -জাতীয় নিবন্ধ সম্পাদনাকারীদের উদ্দেশ্যে

সুধী, উইকিতে প্রতিটি বছর ও দিন সম্পর্কে আলাদা তালিকা নিবন্ধ রয়েছে, যেগুলো বছরের পর বছর খালি পড়ে থাকে। এমনকি চলমান ২০২০ নিবন্ধটিও খালি পড়ে আছে। অথচ সাম্প্রতিককালের ঘটনা বা মৃত্যুবরণকারীদের নাম যোগ করতে পারলেই অনেক। আমি এপ্রিল থেকে "২০২০" নিবন্ধটি নিয়ে কাজ করছিলাম। এ সময়ের মধ্যে এক দুইজন ছাড়া আর কেউ উল্লেখযোগ্য সম্পাদনা করেননি। যেসব সম্পাদক সাম্প্রতিককালে ঘটা কোনো ঘটনা বা মৃত্যুবরণ করা ব্যক্তিদের নিয়ে নিবন্ধ তৈরি বা সম্পাদনা করছেন, তারা অন্তত, মনে করে, ২০২০, ২০২০-এ বাংলাদেশ বা ২০২০-এ মৃত্যু এই তালিকায় নাম বা ঘটনাগুলো যোগ করে দেবেন। আফতাব ভাইকে অনুরোধ করব, {{সাম্প্রতিক}}, {{সাম্প্রতিক মৃত্যু}} এই জাতীয় টেমপ্লেটে এই মর্মে বাক্য যোগ করে দেন যে,

অনুগ্রহ করে ঘটনা বা ব্যক্তির নাম [[২০২০]], [[২০২০-এ {{{দেশ}}}]] [মৃত্যুর ক্ষেত্রে [[২০২০-এ মৃত্যু]], [[{{{তারিখ}}}#মৃত্যু]] -সহ] পাতায় যোগ করে দিন।

এই অত্যাবশ্যকীয় প্যারামিটারগুলো ব্যবহৃত না হলে বার্তা প্রদর্শিত হবে। প্রস্তাবনায় -- আদিভাই (আলাপ) ১৪:২৬, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)

Important: maintenance operation on September 1st

Trizek (WMF) (talk) ১৩:৪৮, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)

লবিং প্রসঙ্গে

আমি নীতিমালার আরেকটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা চাই। আমি একটি প্রবন্ধ লিখলে সেটি গৃহীত হওয়ার জন্য ইদানীং সহযোগী উইকিপিডিয়ানদের সাথে প্রচুর লবিং করছি। এভাবে লবিং করা কি উইকি নীতিমালার লঙ্ঘন? কারণ অনেক কষ্ট করে আমি প্রবন্ধগুলো লিখি, তাই সেটি অ্যাকসেপ্টেড না হলে দুঃখবোধ হয়। ইংরেজি উইকিপিডিয়ায় লবিং করে আমি ৩০টির মতো প্রবন্ধ গ্রহণ করিয়েছি। একই রকম লবিং বাংলাতেও করা সমীচীন কিনা- একটু জানাবেন। — Ppt2003 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Ppt2003: হ্যাঁ ও না। উদাহরণ, আপনি বতসোয়ানার ইতিহাস তৈরি করে এক জনকে পর্যালোচনা করতে অনুরোধ করেছেন, এতে সমস্যা নেই। আবার একই জিনিস পর্যালোচনা করার জন্য একাধিক জনকে বার্তা দেয়া উচিত হবে না। চালিয়ে যান, বাংলায় আপনার সম্পাদনা শুভ হোক। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩০, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
@Ppt2003: কোন এডিটাথন উপলক্ষে নিবন্ধ তৈরি করে তা জমা দিলে এটা পর্যালোচিত হবেই। কোনটা হয়তো দ্রুত হবে আর কোনটা দেরিতে হবে। কিন্তু কোন নিবন্ধই বাকি থাকবে না। তাই লবিং করার কোন প্রয়োজন নেই। আপনার উইকি যাত্রা শুভ হোক। ধন্যবাদ।≈ MS Sakib  «আলাপ» ০৫:১৭, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)

মিত্তির মাসি

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


মিত্তির মাসি নিবন্ধটি পড়ে দেখতে অনুরোধ করব। আমার কাছে এক সাংবাদিকের অভিযোগ এসেছে এই নিবন্ধের তথ্যছকে একজন সমাজসেবীর নাম যোগ করে তাকে অপমান করা হচ্ছে। ওগুলি তথ্যসূত্র বিনা ও বেশ কিছু লাইন আইপি ঠিকানা থেকে সংযুক্ত দেখলাম। আলোচনা করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। সবাইকে অগ্রিম ধন্যবাদ-- — Sumita Roy Dutta (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। ১৯:৩৬, ২৭ আগস্ট ২০২০ (ইউটিসি)

দ্রুত অপসারণ করা হল। একদম বানানো একটি নিবন্ধ। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৮, ২৭ আগস্ট ২০২০ (ইউটিসি)
অনেক ধন্যবাদ। এই সম্পাদকদের আইপি ও নাম চিনে রাখা উচিত মনে হয়। যে ভাবে এরা ভিত্তিহীন, তথ্যসূত্রহীন একটি নিবন্ধ বাংলা, ইংরাজী ভাষাতে একজন মানবীকে ফেসবুক থেকে টার্গেট করে নিবন্ধ টিকিয়ে রেখেছিল সেটি পাঠকদের নিকট গ্রহনযোগ্য নয়। ভবিষ্যতে তথ্যসূত্রহীন বিতর্কমূলক তথ্য আইপি থেকে যোগ করলে বা যিনি এধরনের ভিত্তিহীন নিবন্ধ তৈরি করছেন তাদের সতর্ক করা ও না শুনলে ব্লক করা উচিত। একটু ভেবে দেখতে অনুরোধ রইল। সুমিতা রায় দত্ত (আলাপ) ১৫:০৫, ২৮ আগস্ট ২০২০ (ইউটিসি)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

বিজ্ঞান সম্পর্কিত শব্দ নিয়ে কিছু কথা

গতকালকেই একটি নিবন্ধ লিখছিলাম। ইংরেজিতে নাম ছিল "Freezer Burn"। বাংলায় এটিকে ফ্রিজার বার্ন তো আর লেখা যাবেনা। তো বাংলা নাম ঠিক করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গেলাম। নাম দিলাম "হিমায়িত কারণবশত ক্ষত"। তো আমার প্রশ্ন এই নামে গুগল, বাংলা উইকিপিডিয়ায় কেউ কোনদিন অনুসন্ধান করবেনা। ইংরেজিতেই তারা করবে। এক্ষেত্রে আসলে কতটুকু উপকৃত হবে পাঠকরা? শুধু এই নামের ক্ষেত্রে নয় আরো অনেক বিজ্ঞান সম্পর্কিত শব্দ আছে যা আসলে বাংলায় লিখলে অদ্ভুত হয়ে যাবে।--রাফি (আলাপ) ০৫:০২, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)

খুব গুরূত্বপূর্ণ ব্যাপার নজরে এনেছেন। এক্ষেত্রে আমি বাঙলা "অপ্রচলিত কিন্তু সঠিক" শব্দের পাশাপাশি প্রচলিত ইংরেজি শব্দও রাখার পক্ষে।-- Nasrin (আলাপ) ০৯:০৪, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)
@Rafi Bin Tofa এবং S Shamima Nasrin: নিবন্ধটির নাম "হিমায়নজনিত ক্ষত" রাখলে শুনতে ভালো লাগে। নামটি বিবেচনায় রাখার প্রস্তাব রইল। আর "Freezer burn" কে আপনার নিবন্ধে পুনর্নির্দেশ করে দিন। তাহলে বাংলা উইকিতে কেউ ইংরেজিতে সার্চ দিলে আপনার নিবন্ধটি খুঁজে পাবে। -- আদিভাই (আলাপ) ১২:৪১, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)

আলাস্কা এয়ারলাইন্স Infobox

এই নিবন্ধনটির Infobox এ অনুুবাাদগত ক্রটি আছে - <<বছর>> বদলে <<বহর>> এবং <<কর্মচারী>> বদলে <<কর্মকর্তা>> - অনুপম দত্ত (আলাপ) ১৫:১৭, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)

@Anupamdutta73: ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪১, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)