মেহেরপুর সরকারি মহিলা কলেজ
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৮৫ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | মোঃ রফিকুল ইসলাম[১] |
শিক্ষার্থী | ১৮০০ জন (প্রায়) |
অবস্থান | , ৭১০০ , ২৩°৪৬′২৮″ উত্তর ৮৮°৩৭′৫৯″ পূর্ব / ২৩.৭৭৪৩৯১৩° উত্তর ৮৮.৬৩৩০৮৮৬° পূর্ব |
ওয়েবসাইট | www |
মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুর জেলার একটি সরকারি মহিলা কলেজ। এটি মেহেরপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত।[২] এটি এই অঞ্চলের নারীদের উচ্চশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান।[৩]
ইতিহাস
[সম্পাদনা]মেহেরপুরের কতিপয় বিদ্যেুাৎসাহী ও সমাজসেবী ব্যক্তি ১৯৮৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে সরকার ১৯৯২ সালে এটিকে জাতীয়করণ করেন। সেই থেকে বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় কলেজটি পরিচালিত হয়ে আসছে। মেহেরপুর শহরের কেন্দ্রস্থলে প্রায় দুই একর জায়গার উপরয়এর অবস্থান। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি জ্ঞানের মশাল জ্বালিয়ে তার পথ চলছে। সে আলোয় আলোকিত হয়ে এই অবহেলিত জনপদের মেয়েরা ছড়িয়ে পড়ছে দেশ ও বিদেশের নানা প্রান্তে। কলেজে প্রায় ১৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।[৩]
বিভাগ সমূহ
[সম্পাদনা]কলেজটিতে যশোর বোর্ডের অধীনে ০৩টি বিভাগ রয়েছে।[৪] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ০৩ ধরণের স্নাতক (সম্মান) কোর্স এবং অনার্সে ০২টি বিষয় রয়েছে।[৫]
- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- স্নাতক (সম্মান)
- বি.এ
- বি.এস.এস
- বি.বি.এস
- অনার্স কোর্স
- বাংলা
- অর্থনীতি
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]কলেজের পক্ষ থেকে প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করা হয়। এছাড়া প্রতি বছর নবীন বরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে।[৬][৭][৮]
- খেলাধুলা
- সাংস্কৃতিক প্রতিযোগিতায়
- রেড ক্রিসেন্ট
- বিএনসিসি
- রোভার স্কাউট ইউনিট
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অধ্যক্ষের তালিকা"। মেহেরপুর সরকারি মহিলা কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ meherpurnewsdotcom (২০২৪-০৪-০৩)। "মেহেরপুর সরকারি মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসাবে আলমগীর হোসেনের যোগদান"। Meherpur News। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭।
- ↑ ক খ "কলেজের সংক্ষিপ্ত ইতিহাস"। মেহেরপুর সরকারি মহিলা কলেজ। ২০২৪-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬।
- ↑ "Meherpur Government Mahila College"। meherpurgovernmentmahilacollege.jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৭।
- ↑ "মেহেরপুর সরকারি মহিলা কলেজের বিভাগ সমূহ"। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬।
- ↑ "মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত"। গাংনীতে চোগ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬।
- ↑ "মেহেরপুর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব"। রাইসিং বিডি। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬।
- ↑ "মেহেরপুর সরকারি মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন"। সবার সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬।