বঙ্গবন্ধু এভিনিউ
অবয়ব
ঢাকার পরিবহন |
---|
রাস্তা |
সড়ক |
সেতু ও উড়ালসেতু |
রেল পরিবহন |
গণপরিবহন |
গুরুত্বপূর্ণ অবকাঠামো |
|
অন্যান্য |
বঙ্গবন্ধু এভিনিউ বা বঙ্গবন্ধু অ্যাভিনিউ হল ঢাকার গুলিস্তানে অবস্থিত একটি শহুরে রাস্তা। এর আগের নাম ছিল জিন্নাহ এভিনিউ।[১] বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ রাখা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত।[২] ২০০৪ সালের ঢাকা গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছিল বঙ্গবন্ধু এভিনিউতে।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৫০-এর দশকে প্রথমবারের মত এই এভিনিউ থেকে বিমানবন্দর পর্যন্ত দুই দিকে চলাচলক্ষম রাস্তা তৈরি হয়।[৪] ১৯৬০-এর দশকে বঙ্গবন্ধু এভিনিউতে অনেক জনপ্রিয় রেস্তোরাঁ এবং খাবারের দোকান ছিল যেমন কাসবাহ, লা সানি, চিন চৌ, সুইট হেভেন, সলিমাবাদ হোটেল, রেক্স ইত্যাদি।[৫] পূর্ব পাকিস্তানের রাজনীতির বিভিন্ন ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী বঙ্গবন্ধু এভিনিউ।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গুলিস্তানের সেকাল-একাল"। মানবজমিন। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "নতুন ভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়"। bangla.bdnews24.com। ৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "২১ অগাস্ট: ভয়ঙ্কর সন্ত্রাসের সেই দিনটিও ছিল শনিবার"। bangla.bdnews24.com। ৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ আবদুল মমিন চৌধুরী (২০১২)। "ঢাকা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ হুসাইন, সাজ্জাদ (১৮ মে ২০২১)। "Eateries of '60s: A walk down memory lane"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।
- ↑ আহমেদ, তোফায়েল (২৩ ফেব্রুয়ারি ২০১৫)। "'৬৯-এর গণঅভ্যুত্থান বঙ্গবন্ধু ও বাংলাদেশ"। সমকাল। ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
আরও পড়ুন
[সম্পাদনা]- গজালা শেখ আকবর (২৯ সেপ্টেম্বর ২০১৮)। "ALL ROADS LEAD TO GULISTAN"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।