নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
North South University | |
![]() | |
নীতিবাক্য | Center of Excellence in Higher Education |
---|---|
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৯২ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | অধ্যাপক আতিক ইসলাম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৯০৭ |
শিক্ষার্থী | ১৩৯৯০ |
স্নাতক | ১২০৬৮ |
স্নাতকোত্তর | ১৯২২ |
অবস্থান | , ২৩°৪৮′৫৫″ উত্তর ৯০°২৫′৩২″ পূর্ব / ২৩.৮১৫১৫২° উত্তর ৯০.৪২৫৫১৭° পূর্বস্থানাঙ্ক: ২৩°৪৮′৫৫″ উত্তর ৯০°২৫′৩২″ পূর্ব / ২৩.৮১৫১৫২° উত্তর ৯০.৪২৫৫১৭° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
রঙসমূহ | নীল এবং সাদা |
সংক্ষিপ্ত নাম | এনএসইউ (NSU) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
![]() | |
![]() |
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেসরকারি পর্যায়ের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] এটি ঢাকা শহরের বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।
অনুষদ এবং বিভাগ সমূহ[সম্পাদনা]
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদের অধিনে ১০ টি বিভাগ রয়েছে। এখানে ব্যবসা প্রশাসন, তড়িৎ ও টেলিযোগাযোগ[২], কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, স্থাপত্য, ফার্মেসি,আইন, অণুজীববিদ্যা, অর্থনীতি, ইংরেজি এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়।
ক্যাম্পাস[সম্পাদনা]
ঢাকা শহরের বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। ১২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
- ↑ "ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ কোর্স পুস্তিকা" (ইংরেজি ভাষায়)।