বিমানবন্দর সড়ক, ঢাকা
বিমানবন্দর সড়ক ৮ লেনযুক্ত ঢাকার অন্যতম একটি প্রধান সড়ক। এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ। এটি ঢাকা শহরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত করেছে।[১] এছাড়া এটি ঢাকাকে উত্তরাঞ্চলীয় উপশহর উত্তরাকে সংযুক্ত করার প্রধান সড়ক এবং একমাত্র সড়ক যা বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলির সাথে ঢাকার সংযোগ স্থাপন করেছে।[২] ফ্লাইওভার এবং আন্তপরিবর্তনের কারণে এই সড়কে যানজটের পরিমান কম।[৩]
সুবিধা[সম্পাদনা]
বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাসমূহের সঙ্গে যোগাযোগ সহজতর করতে একটি এক্সপ্রেস সড়ক হিসেবে গড়ে তোলা হয়েছে। ৮ লেনের এক্সপ্রেস সড়কটি (প্রতিটি পাশে ৪ লেন) বাংলাদেশের অন্যতম সড়ক যা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। সড়কের মাঝে বিভাজক আছে তবে জরুরী প্রয়োজনে গাড়ি থামার জন্য জরুরী থামার লেন নেই।
ল্যান্ডমার্ক[সম্পাদনা]

- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
- বলাকা ভবন, কুর্মিটোলা
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- বাংলাদেশ নৌবাহিনীর সদরদপ্তর
- ঢাকা সেনানিবাস
- ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন
- রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে
- ঢাকা রিজেন্সি
- আর্মি গল্ফ ক্লাব
- বীরেরা চিরকাল বেঁচে থাকুক স্মৃতিস্তম্ভ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিমানবন্দর সড়ক, ঢাকা"। গুগল মানচিত্র। সংগ্রহের তারিখ ০৫-০৩-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Dhaka Photo Gallery by Brian McMorrow at"। Pbase.com। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৪।
- ↑ Hafez Ahmed (২০১১-০৬-৩০)। "Kuril flyover to be completed by next year"। Daily Sun। Dhaka। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৪।