বিষয়বস্তুতে চলুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
প্রতীক বা লোগো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিলমোহর
ধরন
ধরন
মেয়াদসীমা৫ বছর
ইতিহাস
শুরু১ ডিসেম্বর ২০১১; ১৩ বছর আগে (2011-12-01)
পূর্বসূরীঢাকা সিটি কর্পোরেশন
নতুন অধিবেশন শুরু১৩ মে ২০২০
(শপথ গ্রহণ ২৭ ফেব্রুয়ারি ২০২০)
নেতৃত্ব
শূন্য
১৯ আগস্ট ২০২৪ থেকে
প্রশাসক
মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে
মীর খায়রুল আলম
২ জানুয়ারি ২০২৪ থেকে
নির্বাচন
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট ভোটদান
প্রথম নির্বাচন
৩০ এপ্রিল ২০১৫
সর্বশেষ নির্বাচন
১ ফেব্রুয়ারি ২০২০
পরবর্তী নির্বাচন
ফেব্রুয়ারি ২০২৫
সভাস্থল
নগর ভবন, ১২১২, গুলশান সেন্টার পয়েন্ট, ঢাকা
ওয়েবসাইট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরাঞ্চলকে পরিচালনার জন্য নিয়োজিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সার্বিকভাবে ঢাকা শহরের উত্তরভাগ পরিচালনের দায়িত্বে রয়েছে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অধুনালুপ্ত ঢাকা সিটি কর্পোরেশন বিভাজিত হয়ে একাংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়তন ১৯৬.২২বর্গ কি.মি.। বর্তমানে এর প্রশাসকের দায়িত্ব পালন করছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।[][] এর আগে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের নির্দেশে প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান ঢাকা ২০ আগস্ট ২০২৪ থেকে দায়িত্ব পালন করেন।[]

ইতিহাস ও আত্মপ্রকাশ

[সম্পাদনা]

১৮৬৪ সালের ১লা আগস্ট ঢাকা মিউনিসিপ্যালিটি'র সৃষ্টি হয়। তৎকালীন ঢাকার জেলা ম্যাজিষ্ট্রেট মিঃ স্কিনার পদাধিকারবলে ঢাকার চেয়ারম্যান নিযুক্ত হন। ১৮৮৫ সালে সর্বপ্রথম নির্বাচিত চেয়ারম্যান হন আনন্দ চন্দ্র রায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর হতে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালের পৌরসভা অধ্যাদেশ জারি হবার পর হতেই চেয়ারম্যানের সাথে সাথে ওয়ার্ড কমিশানার নির্বাচিত হবার পদ্ধতি চালু হয়। ঐ অধ্যাদেশ বলে ১৯৭৮ সালে ঢাকা মিউনিসিপ্যালিটিকে ঢাকা সিটি কর্পোরেশনে পরিবর্তিত হয়।

২০১১ সালের ১৯শে নভেম্বর তারিখে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) বিল, ২০১১ সালের পাসের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করা হয়। এর ফলে ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে স্বতন্ত্র দুইটি কর্পোরেশন গঠন করা হয়। তন্মধ্যে - ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৬টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়।

ভৌগোলিক অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২৩.৪৪° থেকে ২৩.৫৪° উত্তর অক্ষাংশ ও ৯০.২০° থেকে ৯০.২৮° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ঢাকা শহরের উত্তরাংশে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ১৯৬.২২বর্গ কিলোমিটার।[]

মেয়রদের তালিকা

[সম্পাদনা]
ক্রমিক আলোকচিত্র নাম পদবী যোগদান অব্যাহতি দল তথ্যসূত্র
আনিসুল হক মেয়র ৭ মে ২০১৫ ৩০ নভেম্বর ২০১৭ বাংলাদেশ আওয়ামী লীগ []
ওসমান গণি মেয়র (ভারপ্রাপ্ত) ১ ডিসেম্বর ২০১৭ ২২ সেপ্টেম্বর ২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ []
জামাল মোস্তফা মেয়র (ভারপ্রাপ্ত) ২২ সেপ্টেম্বর ২০১৮ ৬ মার্চ ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগ []
আতিকুল ইসলাম মেয়র ৭ মার্চ ২০১৯ ১৯ আগস্ট ২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ [][] [১০]

পুরস্কার

[সম্পাদনা]

সেবা সমূহ

[সম্পাদনা]

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শহরে নাগরিক সেবা, মৌলিক অবকাঠামো পরিচালনা ও প্রদানের জন্য যে সকল কাজ করে থাকে:

বিভাগসমূহ সেবা
বিদ্যুৎ রাস্তার আলো এবং রাস্তার বাতি রক্ষণাবেক্ষণ।
নগর পরিকল্পনা এবং উন্নয়ন রাস্তা, ড্রেন, খাল, ব্রিজ, কালভার্ট ও ফুটপাথ ইত্যাদির উন্নয়ন ও সংস্কার।
ভূমি উন্নয়ন ও শহরের সৌন্দর্যায়ন।
নগর সম্প্রসারণ এবং পরিকল্পিত আবাসিক এলাকার উন্নয়ন।
প্রকৌশল গ্যাস, পানির লাইন বিছানোর জন্য রাস্তা কাটার অনুমতি প্রদান।
বিল্ডিং ডিজাইন অনুমোদন, ঠিকাদার নিবন্ধন, ঠিকাদার পুনর্নবীকরণ, জমি সীমানা শংসাপত্র।
পরিবহন এবং যোগাযোগ নগর পরিবহন ব্যবস্থা এবং যানজট নিরসন।
শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পার্কিং ব্যবস্থাপনা।
জরুরী পরিবহন এবং মৃতদেহ সংরক্ষণ।
বাস টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনা।
রোড রোলার ভাড়া, অসুস্থ রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।
বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং রাস্তা পরিষ্কার।
ড্রেন পরিষ্কার করা এবং জলাবদ্ধতা দূর করা।
মশা নির্মূল করা।
স্বাস্থ্য মাতৃসদন হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল দাতব্য হাসপাতাল এবং হোমিও দাতব্য হাসপাতালের ব্যবস্থাপনা
ইপিআই কর্মসূচির অধীনে মা ও শিশুদের টিকাদান, কৃমিনাশক এবং ভিটামিন A+ ক্যাম্পেইন পরিচালনা।
মিডওয়াইফারি ইনস্টিটিউট এবং স্বাস্থ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় ডিপ্লোমা।
রেজিস্ট্রার জন্ম/মৃত্যু নিবন্ধন এবং সার্টিফিকেট প্রদান করা।
জাতীয়তা, উত্তরাধিকার এবং চারিত্রিক সনদ পত্র প্রদান করা।
শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ফুরকানিয়া মাদ্রাসা, সংস্কৃত টোল এবং কিন্ডারগার্টেন পরিচালনা করা।
কম্পিউটার ইনস্টিটিউট এবং কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা।
বয়স্ক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা।
সাংস্কৃতিক কর্মকাণ্ডে সুস্থ বিকাশের জন্য থিয়েটার ইনস্টিটিউট পরিচালনা করা।
জল সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ঢাকা ওয়াসা এর অধীনে ঢাকা উত্তর শহরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন করা হয়।
রাজস্ব ট্রেড লাইসেন্সের নতুন ইস্যু/নবায়ন, নাম পরিবর্তন এবং মালিকানা পরিবর্তন।
হোল্ডিং নম্বর জারি, নম্বর পরিবর্তন, হোল্ডিং ট্যাক্স সংগ্রহ এবং ট্যাক্স কমানো, হোল্ডিং নাম বাতিল করা ইত্যাদি।
কর্পোরেশনের মালিকানাধীন দোকান বরাদ্দ, দোকান স্থানান্তর, বাজারের দোকান বরাদ্দ, ঝুপড়ি ইজারা, কর্পোরেশনের স্থায়ী সম্পদ রক্ষণাবেক্ষণ।
নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা।
সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যবেক্ষণ।
ম্যাজিস্ট্রেসি সালিশি এবং আপিল আদালতের কার্যক্রমের মাধ্যমে মামলা নিষ্পত্তি।
ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে ভ্রাম্যমাণ আদালত।
গৃহায়ন ও গণপূর্ত শহরের আবাসন সংকট সমাধানের জন্য আবাসিক প্লট এবং ফ্ল্যাট বিতরণ।
সমাজ কল্যাণ জাতীয় দিবস উদযাপন, বার্ষিক অনুদান।
শিশুদের বিনোদনের সুবিধা বাড়াতে শিশু পার্ক নির্মাণ।
পরিবেশ সুরক্ষা জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
সবুজায়ন ও শহুরে বাগান স্থাপন এবং গাছ লাগানো।

প্রশাসনিক এলাকাসমূহ

[সম্পাদনা]

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০টি প্রশাসনিক জোন বা অঞ্চল ও ৫৪টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। এবং প্রতিটি ওয়ার্ডে একজন কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত আছেন। জোনগুলোকে ছকাবদ্ধ করা হলো:[১১]

জোন বা অঞ্চল আওতাভূক্ত ওয়ার্ডসমূহ ওয়ার্ডের আওতাভূক্ত এলাকার নাম এলাকার আয়তন
জোন বা অঞ্চল-০১ ওয়ার্ড-০১, ওয়ার্ড-১৭ উত্তরা মডেল টাউন, খিলক্ষেত, নিকুঞ্জ ১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা ১১.৫৭০ বর্গ কিলোমিটার
জোন বা অঞ্চল-০২ ওয়ার্ড-০২, ওয়ার্ড-০৩, ওয়ার্ড-০৪, ওয়ার্ড-০৫, ওয়ার্ড-০৬, ওয়ার্ড-০৭, ওয়ার্ড-০৮, ওয়ার্ড-১৫ মিরপুর-১২, মিরপুর সিরামিক, মিরপুর-১০, মিরপুর-১৪, বিষটেকি, মিরপুর-১১, বাউনিয়াবাদ, মিরপুর-৬, মিরপুর-৭, পল্লবী, মিরপুর-২, রূপনগর, গভ. হাউজিং এস্টেট, মিরপুর-১, বক্সনগর, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ভাষানটেক, মাটিকাটা, মানিকদি, বারেনটেক ২১.৩১৭ বর্গ কিলোমিটার
জোন বা অঞ্চল-০৩ ওয়ার্ড-১৮, ওয়ার্ড-১৯, ওয়ার্ড-২০, ওয়ার্ড-২১, ওয়ার্ড-২২, ওয়ার্ড-২৩, ওয়ার্ড-২৪, ওয়ার্ড-২৫, ওয়ার্ড-৩৫, ওয়ার্ড-৩৬ বারিধারা আবাসিক এলাকা আই এবং কে ব্লক (১৯৮০ সনে প্রকাশিত গেজেট অনুসারে), কালাচাঁদপুর, নদ্দা, শাহাজাদপুর (ক, খ ও গ) । বনানী, গুলশান ১ ও ২, নিকেতন, গুলশান সুইপার কলোনী (১), কড়াইল, মহাখালী। উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মধ্য বাড্ডা, পূর্ব মেরুল বাড্ডা, পশ্চিম মিরুল বাড্ডা গপিপাড়া বাড্ডা। রামপুরা, উলন, বাগিচার টেক, নাছিরের টেক, ওমর আলী লেন, পশ্চিম হাজী পাড়া । খিলগাঁও ‘বি’ জোন, খিলগাঁও পূর্ব হাজীপাড়া, মালিবাগ চৌধুরী পাড়া (নূর মসজিদের উত্তর মহল্লা সহ), মালিবাগ এবং মালিবাগ বাজার রোড, (সবুজবাগ অংশ)। তেজগাঁও শিল্প এলাকা। নাখাল পাড়া, আরজত পাড়া, সিভিল এভিয়েশন ষ্টাফ কোয়ার্টার। বড় মগবাজার, দিলু রোড, নিউ ইস্কাটন রোড, পশ্চিম মালিবাগ, মধ্য পেয়ারাবাগ ও গ্রীনওয়ে, উত্তর নয়াটোলা প্রথম ভাগ। মিরেরটেক, মিরবাগ, মধুবাগ, উত্তর নয়াটোলা দ্বিতীয় ভাগ, পূর্ব নয়াটোলা, দক্ষিণ নয়াটোলা, মগবাজার ওয়ারলেস কলোনী। ১৮.৯৮৭ বর্গ কিলোমিটার
জোন বা অঞ্চল-০৪ ওয়ার্ড-০৯, ওয়ার্ড-১০, ওয়ার্ড-১১, ওয়ার্ড-১২, ওয়ার্ড-১৩, ওয়ার্ড-১৪, ওয়ার্ড-১৬ বাগবাড়ী, হরিরামপুর, জহরাবাদ, বাজার পাড়া, বর্ধনবাড়ী, গোলারটেক, ছোটদিয়াবাড়ী জাহানাবাদ, কোটবাড়ী, আনন্দ নগর। গাবতলী জমিদারবাড়ী (হাছনাবাদ), গাবতলী ১ম, ২য় ও ৩য় কলোনী, গৈদারটেক, দারুস সালাম। কল্যাণপুর, পাইক পাড়া। আহম্মেদ নগর, দক্ষিণ বিশিল, শাহআলী বাগ, কালওয়ালা পাড়া, পাইকপাড়া ষ্টাফ কোয়ার্টার, শিক্ষা বোর্ড ষ্টাফ কোয়ার্টার এবং ওয়াকাপ কলোনী টোলারবাগ, বিএডিসি ষ্টাফ কোয়ার্টার। বড় বাগ, পীরের বাগ, মনিপুর। কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া পর্বতা। ইব্রাহীমপুর, কাফরুল। ১১.৯৬২ বর্গ কিলোমিটার
জোন বা অঞ্চল-০৫ ওয়ার্ড-২৬, ওয়ার্ড-২৭, ওয়ার্ড-২৮, ওয়ার্ড-২৯, ওয়ার্ড-৩০, ওয়ার্ড-৩১, ওয়ার্ড-৩২, ওয়ার্ড-৩৩, ওয়ার্ড-৩৪ কাওরান বাজার, তেজতরী পাড়া, তেজকুনী পাড়া, রেলওয়ে কলোনী। রাজা বাজার, ইন্দিরা রোড, মনিপুরী পাড়া, শেরে বাংলা নগর, গ্রীন রোড। আগারগাঁও ষ্টাফ কোয়ার্টার, পশ্চিম আগারগাঁও, কাফরুল, তালতলা স্টাফ কোয়ার্টার, শ্যামলী রোড নং- ১, মহাকাশ বিজ্ঞান ভবন জি টাইপ। মোহাম্মদপুর ব্লক-এফ, মোহাম্মদপুর ব্লক-সি, জহুরী মহল্লা। শ্যামলী রিং রোড, আদাবর, নজরুল বাগ, পি সি কালচার হাউজিং সোসাইটি, বায়তুল আমান ও শেখেরটেক । মোহাম্মপুর ব্লক-ডি- ১, ২, ৩, ৪ ও ৫, আযম রোড, জাকির হুসেন রোড, ব্লক-ই, কাজী নজরুল ইসলাম রোড, ব্লক- ই। লালমাটিয়া ব্লক- এ, বি, সি, ডি, ই, এফ ও জি, নিউ কলোনী আসাদ গেট, খিলজী রোড, বাবর রোড, ব্লক- বি, গজনবী রোড ও হুমায়ুন রোড, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর ব্লক-এ, আসাদ এ্যাভিনিউ, ইকবাল রোড, স্যার সৈয়দ রোড, আওরঙ্গজেব রোড, পিসি কালচার (পার্ক) । বসিলা, ওয়াশপুর, কাটাসুর, গ্রাফিক আর্টস ও শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদদিয়া হাউজিং সোসাইটি, বাঁশবাড়ী। জাফরাবাদ, উত্তর সুলতানগঞ্জ, রাজমূশুরী জাফরাবাদ, রায়ের বাজার, বিবির বাজার, শংকর, পূর্ব রায়ের বাজার, মধু বাজার ও পশ্চিম ধানমন্ডি। ১৮.৮০২ বর্গ কিলোমিটার

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

প্রতি ৫ বছর অন্তর সরাসরি ভোটের মাধ্যমে একজন মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর নির্বাচন করা হয়। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে কাজ করেন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন এর কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন। প্রতি ১৮০ দিনের জন্য সরকার কর্তৃক এই প্রশাসক নিযুক্ত হন। এছাড়াও মহিলাদের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছেন একজন প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি সরকার কর্তৃক মনোনিত হন। কর্পোরেশনের যাবতীয় কার্যসম্পাদনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্নমুখী কার্য পরিচালনার জন্য আটটি স্ট্যান্ডিং কমিটিসহ একাধিক কমিটি কাজ করছে। প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক দপ্তরের কর্মকর্তাগণের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে প্রশাসনিক ও অন্যান্য কার্যাবলী পরিচালনা করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ১১,০০০ কর্মচারী ঢাকা শহরের বিভিন্নমুখী সেবা ও দায়িত্ব পালন করছে।

স্বাস্থ্যসেবা

[সম্পাদনা]

ডিএনসিসির ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এগুলো হলো:[১২]

১। নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।

২। নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা।

৩। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, কবরস্থানের উত্তর–পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা।

৪। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগাবাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা।

৫। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা।

৬। নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৩৪/৪ কাজীবাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল, ঢাকা।

৭। নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, বাড়ি–৩২৫, আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।

৮। নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা।

৯। নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-ডি/৩, সেকশন-৭, আরামবাগ (আ/এ), মিরপুর (মিল্কভিটার পাশে), ঢাকা।

১০। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা।

১১। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, ঢাকা।

১২। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৩, সেকশন-১, মিরপুর, ঢাকা।

১৩। নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার।

১৪। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, ৫৯৯ বড় মগবাজার, ঢাকা।

১৫। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, ঢাকা।

১৬। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলা, ঢাকা।

১৭। নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা, ঢাকা।

১৮। নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা।

১৯। নগর স্বাস্থ্যকেন্দ্র-১, নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, ঢাকা।

২০। নগর স্বাস্থ্যকেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, ঢাকা।

২১। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা।

২২। নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

২৩। নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ৩৮৬ মুন্সিবাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

২৪। নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা।

২৫। নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৬৫/ভি, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।

২৬। নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, পাল সমিতি, রায়েরবাজার, ঢাকা।

২৭। নগর স্বাস্থ্যকেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও, ঢাকা।

কবরস্থান ও এর সেবা নেয়ার নিয়ম

[সম্পাদনা]

ঢাকা  উত্তর সিটি কর্পোরেশনের  আওতাধীন ৬টি কবরস্থান রয়েছে। প্রত্যেকটি কবরস্থানে অগ্রিম  কবর  সংরক্ষণ সম্পূর্ণরূপে  বন্ধ রয়েছে। তবে  কর্তৃপক্ষের  অনুমোদন ও  স্থান  প্রাপ্যতা  সাপেক্ষে এসব  কবরস্থানে  বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণের  সীমিত ব্যবস্থা  রয়েছে। সংরক্ষণের নির্ধারিত ফি পরিশোধ পূর্বক  ১৫/২৫ বছরের জন্য কবর সংরক্ষণ করা যায়। মুক্তিযোদ্ধাদের দাফনের ক্ষেত্রে প্রমাণ হিসেবে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  সমন্বিত তালিকায় নাম থাকতে  হয় এবং মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে কর্তৃপক্ষের অনুমতিক্রমে  ১০(দশ) বছর ফ্রি কবর সংরক্ষণের সুবিধা  পাওয়া যায়। সেবা প্রদানের জন্য প্রতিটি কবরস্থানে কর্পোরেশনের কর্মচারী  নিযুক্ত রয়েছে। কবরে  সমাহিতকরণের  জন্য বাঁশ ও চাটাই সরবরাহের লক্ষ্যে ইজারাদার নিয়োজিত রয়েছে। দাফন ফি বাবদ ৫০০ টাকা এবং প্রতিটি কবরস্থানে বাঁশ ও চাটাই সরবরাহ  করার নির্ধারিত মূল্য  টানানো  আছে। প্রতিদিন সকাল  ৬টা হতে রাত্রি ১১টা পর্যন্ত  কবরস্থানসমূহ খোলা থাকে। এলাকা ভেদে কবরস্থানগুলির বাঁশ চাটাই এর ইজারা মূল্য বড় কবরের জন্য ১৩৫ টাকা থেকে ৪৭৫ টাকা এবং ছোট কবরের জন্য ১০ টাকা থেকে ১৯ টাকা । কবরস্থানগুলির নাম:

১. উত্তরা ৪নং সেক্টর  কবরস্থান

২. উত্তরা ১২নং সেক্টর কবরস্থান

৩. বনানী কবরস্থান, বনানী ২৭নং রোড

৪. খিলগাঁও তালতলা কবরস্থান

৫. শহীদ বুদ্ধিজীবী কবরস্থান

৬. রায়েরবাজার কবরস্থান

[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. bdnews24.com। "ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ"ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১২ 
  2. SAMAKAL। "ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন মোহাম্মদ এজাজ"ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন মোহাম্মদ এজাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩ 
  3. "ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩ 
  4. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (অক্টোবর ৮, ২০১৪)। "Area of DNCC"। ১২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০১৪ 
  5. "শপথ নিলেন তিন মেয়র"ভোরের কাগজ। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "ঢাকা উত্তরের প্যানেল মেয়র ওসমান গনি মারা গেছেন"জাগোনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "নগরবাসীর মনের মতো নগর চান জামাল মোস্তফা"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "শপথ নিলেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০ 
  9. "পদত্যাগ করলেন আতিকুল ইসলাম"বাংলা ট্রিবিউন। ১০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২০ 
  10. "দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন মেয়র আতিক"একুশে টিভি। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০ 
  11. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইট (জুন ১৯, ২০১৬)। "Geographical Location & Area of DNCC"। ১২ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১৬ 
  12. ঢাকা উত্তর সিটির ২৭ স্থানে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা, প্রথম আলো, ২০ মে ২০২০
  13. ঢাকা উত্তর সিটি করপোরেশন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

বহিঃসংযোগ

[সম্পাদনা]