ঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকা

ঢাকার পরিবহন |
---|
![]() |
রাস্তা |
সড়ক |
সেতু ও উড়ালসেতু |
রেল পরিবহন |
গণপরিবহন |
গুরুত্বপূর্ণ অবকাঠামো |
|
অন্যান্য |
ঢাকা মেট্রোরেল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি গণ দ্রুততম পরিবহন ব্যবস্থা। এটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত ও এর মালিকানাধীন।[১] প্রস্তাবিত পাতাল রেল ব্যবস্থার সঙ্গে এটি শহরে যানজট হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। এটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কৌশলগত পরিবহন পরিকল্পনার অংশ।[২]
মেট্রোরেল নেটওয়ার্কটিতে ছয়টি লাইন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে এমআরটি লাইন ৬-এর প্রথম অংশটি ২৯ ডিসেম্বর ২০২২ সালেে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং অন্যান্য লাইনগুলো পরিকল্পনার অধীনে বা নির্মাণাধীন থাকবে।[৩] এমআরটি লাইন ৬-এর দ্বিতীয় অংশের নির্মাণ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে।[৪] মেট্রোরেলের তৃতীয় পর্যায়টি ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হবে যেখানে লাইন ১, লাইন ২ এবং লাইন ৪-এর মধ্যে আন্তঃবদল থাকবে।[৫] এমআরটি লাইন ৬ সম্প্রসারণ করে গাজীপুর মহানগর ও সাভার উপজেলার টঙ্গী পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে।[৬] বর্তমানে মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ১০০ টাকা (এমআরটি লাইন ৬ এর জন্য) পর্যন্ত। এমআরটি পাস বা র্যাপিড পাসের ভাড়া দিলে যাত্রীরা ১০% ছাড় পেতে পারেন। প্রতিটি কার্ডে একই সুবিধা রয়েছে।[৭]
লাইন
[সম্পাদনা]লাইন | স্টেশন সংখ্যা | পরিকল্পিত স্টেশন | গঠন | উদ্বোধনের তারিখ |
---|---|---|---|---|
১ | ০ | ২১ | ১২টি পাতাল, ৯টি উড়াল | পরিকল্পিত |
২ | ০ | ২৫ | অজানা | পরিকল্পিত |
৪ | ০ | ৮ | অজানা | পরিকল্পিত |
৫ | ০ | ২৯ | পাতাল ও উড়াল | অজানা |
৬ | ১২ | ১৭ | সম্পূর্ণ উড়াল | ২০২৩ |
মোট: | প্র/না | প্র/না |
সক্রিয় স্টেশন
[সম্পাদনা]† | টার্মিনাল স্টেশন |
* | স্থানান্তর স্টেশন |
†† | বিমানবন্দর/বাংলাদেশ রেলওয়ে/ঢাকা বিআরটি |
কোড | স্টেশন নাম | লাইন | উদ্বোধন | বিন্যাস | প্ল্যাটফর্ম বিন্যাস | টীকা | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|---|
জি১ | উত্তরা উত্তর† | এমআরটি লাইন ৬ | ২৯ ডিসেম্বর ২০২২ | উড়াল | পার্শ্ব | – | [৮] |
জি২ | উত্তরা সেন্টার | এমআরটি লাইন ৬ | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [৯] |
জি৩ | উত্তরা দক্ষিণ | এমআরটি লাইন ৬ | ৩১ মার্চ ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১০] |
জি৪ | পল্লবী | এমআরটি লাইন ৬ | ২৫ জানুয়ারি ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১১] |
জি৫ | মিরপুর ১১ | এমআরটি লাইন ৬ | ১৫ মার্চ ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১২] |
জি৬ | মিরপুর ১০* | এমআরটি লাইন ৬ | ১ মার্চ ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১৩] |
জি৭ | কাজীপাড়া | এমআরটি লাইন ৬ | ১৫ মার্চ ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১২] |
জি৮ | শেওড়াপাড়া | এমআরটি লাইন ৬ | ৩১ মার্চ ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১০] |
জি৯ | আগারগাঁও | এমআরটি লাইন ৬ | ২৯ ডিসেম্বর ২০২২ | উড়াল | পার্শ্ব | – | [৮] |
জি১০ | বিজয় সরণি | এমআরটি লাইন ৬ | ১৩ ডিসেম্বর ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১৪] |
জি১১ | ফার্মগেট | এমআরটি লাইন ৬ | ৪ নভেম্বর ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১৫] |
জি১৪ | ঢাকা বিশ্ববিদ্যালয় | এমআরটি লাইন ৬ | ১৩ ডিসেম্বর ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১৪] |
জি১৫ | বাংলাদেশ সচিবালয় | এমআরটি লাইন ৬ | ৫ নভেম্বর ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১৫] |
জি১৬ | মতিঝিল* | এমআরটি লাইন ৬ | ৫ নভেম্বর ২০২৩ | উড়াল | পার্শ্ব | – | [১৫] |
প্রস্তাবিত এবং নির্মাণাধীন স্টেশন
[সম্পাদনা]এমআরটি লাইন ১
[সম্পাদনা]নাম | স্টেশন |
---|---|
ঢাকা বিমানবন্দর | নির্মাণাধীন |
ঢাকা বিমানবন্দর টার্মিনাল ৩ | নির্মাণাধীন |
খিলক্ষেত | নির্মাণাধীন |
নান্দা | নির্মাণাধীন |
নতুন বাজার | নির্মাণাধীন |
উত্তর বাড্ডা | নির্মাণাধীন |
বাড্ডা | নির্মাণাধীন |
আফতাব নগর | নির্মাণাধীন |
রামপুরা | নির্মাণাধীন |
মালিবাগ | নির্মাণাধীন |
রাজারবাগ | নির্মাণাধীন |
কমলাপুর | নির্মাণাধীন |
পূর্বাচল টার্মিনাল | নির্মাণাধীন |
পূর্বচল পূর্ব | নির্মাণাধীন |
পূর্বচল পূর্ব | নির্মাণাধীন |
শেখ হাসিনা ক্রিকেট স্টুডিয়াম | নির্মাণাধীন |
মোস্তুল | নির্মাণাধীন |
বোয়ালিয়া | নির্মাণাধীন |
জোয়ার সাহারা | নির্মাণাধীন |
নাড্ডা | নির্মাণাধীন |
এমআরটি লাইন ৫
[সম্পাদনা]নাম | স্টেশন |
---|---|
হেমায়েতপুর | পরিকল্পিত |
বালিয়ারপুর | পরিকল্পিত |
বিলামালিয়া | পরিকল্পিত |
আমিন বাজার | পরিকল্পিত |
গাবতলী | পরিকল্পিত |
দারুল সালাম | পরিকল্পিত |
মিরপুর ১ | পরিকল্পিত |
মিরপুর ১০ | পরিকল্পিত |
মিরপুর ১৪ | পরিকল্পিত |
কচুক্ষেত | পরিকল্পিত |
বানানী | পরিকল্পিত |
গুলশান ২ | পরিকল্পিত |
নতুন বাজার | পরিকল্পিত |
ভাতাড়া | পরিকল্পিত |
টেকনিক্যাল | পরিকল্পিত |
শ্যামলী | পরিকল্পিত |
কল্যানপুর | পরিকল্পিত |
কলেজ গেট | পরিকল্পিত |
আসাদ গেট | পরিকল্পিত |
রাসেল স্কোয়ার | পরিকল্পিত |
কারওয়ান বাজার | পরিকল্পিত |
হাতিরঝিল | পরিকল্পিত |
তেজগাঁও | পরিকল্পিত |
আফতাবনগর | পরিকল্পিত |
আফতাবনগর কেন্দ্র | পরিকল্পিত |
দক্ষিণ আফতাবনগর | পরিকল্পিত |
নাসিরাবাদ | পরিকল্পিত |
দেশেরকান্দি | পরিকল্পিত |
এমআরটি লাইন ৬
[সম্পাদনা]নাম | স্টেশন |
---|---|
কমলাপুর | নির্মাণাধীন |
কারওয়ান বাজার | নির্মাণাধীন |
শাহবাগ | নির্মাণাধীন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)"। ২৯ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৩।
- ↑ "About MRT Line-6"। dmtc.org.bd.। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "ঢাকার মেট্রোরেলের বাকি প্রকল্পগুলোর অগ্রগতি কতটা হয়েছে?"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০ আগস্ট ২০২৩)। "আগারগাঁও থেকে মতিঝিলে মেট্রোরেল চলবে ২০ অক্টোবর থেকে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩।
- ↑ হোসেন, আনোয়ার। "প্রযুক্তির চমক মেট্রোরেলে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২।
- ↑ "সম্প্রসারিত হবে মেট্রোরেল"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "মেট্রোরেলের ভাড়া কত?"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩০ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩।
- ↑ ক খ "মেট্রোরেলে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস"। প্রথম আলো। ২৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "মেট্রোরেলের 'উত্তরা সেন্টার' স্টেশন খুললো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ ফেব্রুয়ারি ২০২৩। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ "খুলে গেলো মেট্রোর সব দ্বার"। যমুনা টিভি। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩।
- ↑ "চালু হলো পল্লবী স্টেশন, থামছে মেট্রোরেল"। দৈনিক ভোরের কাগজ। ২৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩।
- ↑ ক খ "মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলল আজ"। প্রথম আলো। ১৫ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩।
- ↑ "মেট্রোরেলের পঞ্চম স্টেশনের দরজা খুলছে আজ"। প্রথম আলো। ১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৩।
- ↑ ক খ "মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় সরণি স্টেশন চালু"। দ্য ডেইলি স্টার। ১৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গ "মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। প্রথম আলো। ৪ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]