ঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা মেট্রোরেলের নেটওয়ার্ক মানচিত্র (এমআরটি লাইন ৬ ছাড়া বাকিগুলি প্রস্তাবিত)।

ঢাকা মেট্রোরেল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি গণ দ্রুততম পরিবহন ব্যবস্থা। এটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত ও এর মালিকানাধীন।[১] প্রস্তাবিত পাতাল রেল ব্যবস্থার সঙ্গে এটি শহরে যানজট হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। এটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কৌশলগত পরিবহন পরিকল্পনার অংশ।[২]

মেট্রোরেল নেটওয়ার্কটিতে ছয়টি লাইন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে এমআরটি লাইন ৬-এর প্রথম অংশটি ২৯ ডিসেম্বর ২০২২ সালেে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং অন্যান্য লাইনগুলো পরিকল্পনার অধীনে বা নির্মাণাধীন থাকবে।[৩] এমআরটি লাইন ৬-এর দ্বিতীয় অংশের নির্মাণ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে।[৪] মেট্রোরেলের তৃতীয় পর্যায়টি ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হবে যেখানে লাইন ১, লাইন ২ এবং লাইন ৪-এর মধ্যে আন্তঃবদল থাকবে।[৫] এমআরটি লাইন ৬ সম্প্রসারণ করে গাজীপুর মহানগর ও সাভার উপজেলার টঙ্গী পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা করা হয়েছে।[৬] বর্তমানে মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ১০০ টাকা (এমআরটি লাইন ৬ এর জন্য) পর্যন্ত। এমআরটি পাস বা র‍্যাপিড পাসের ভাড়া দিলে যাত্রীরা ১০% ছাড় পেতে পারেন। প্রতিটি কার্ডে একই সুবিধা রয়েছে।[৭]

লাইন[সম্পাদনা]

লাইন স্টেশন সংখ্যা পরিকল্পিত স্টেশন গঠন উদ্বোধনের তারিখ
২১ ১২টি পাতাল, ৯টি উড়াল পরিকল্পিত
২৫ অজানা পরিকল্পিত
অজানা পরিকল্পিত
২৯ পাতাল ও উড়াল অজানা
১২ ১৭ সম্পূর্ণ উড়াল ২০২৩
মোট: প্র/না প্র/না

সক্রিয় স্টেশন[সম্পাদনা]

এই তালিকাটি বাছাইযোগ্য। বাছাইয়ের ক্রম পরিবর্তন করতে আইকনে ক্লিক করুন।
টার্মিনাল স্টেশন
* স্থানান্তর স্টেশন
†† বিমানবন্দর / বাংলাদেশ রেলওয়ে / ঢাকা বিআরটি
কোড স্টেশন নাম লাইন উদ্বোধন বিন্যাস প্ল্যাটফর্ম বিন্যাস টীকা তথ্যসূত্র
জি১ উত্তরা উত্তর  এমআরটি লাইন ৬  ২৯ ডিসেম্বর ২০২২ উড়াল পার্শ্ব [৮]
জি২ উত্তরা সেন্টার  এমআরটি লাইন ৬  ১৮ ফেব্রুয়ারি ২০২৩ উড়াল পার্শ্ব [৯]
জি৩ উত্তরা দক্ষিণ  এমআরটি লাইন ৬  ৩১ মার্চ ২০২৩ উড়াল পার্শ্ব [১০]
জি৪ পল্লবী  এমআরটি লাইন ৬  ২৫ জানুয়ারি ২০২৩ উড়াল পার্শ্ব [১১]
জি৫ মিরপুর ১১  এমআরটি লাইন ৬  ১৫ মার্চ ২০২৩ উড়াল পার্শ্ব [১২]
জি৬ মিরপুর ১০*  এমআরটি লাইন ৬  ১ মার্চ ২০২৩ উড়াল পার্শ্ব [১৩]
জি৭ কাজীপাড়া  এমআরটি লাইন ৬  ১৫ মার্চ ২০২৩ উড়াল পার্শ্ব [১২]
জি৮ শেওড়াপাড়া  এমআরটি লাইন ৬  ৩১ মার্চ ২০২৩ উড়াল পার্শ্ব [১০]
জি৯ আগারগাঁও  এমআরটি লাইন ৬  ২৯ ডিসেম্বর ২০২২ উড়াল পার্শ্ব [৮]
জি১০ বিজয় সরণি  এমআরটি লাইন ৬  ১৩ ডিসেম্বর ২০২৩ উড়াল পার্শ্ব [১৪]
জি১১ ফার্মগেট  এমআরটি লাইন ৬  ৪ নভেম্বর ২০২৩ উড়াল পার্শ্ব [১৫]
জি১৪ ঢাকা বিশ্ববিদ্যালয়  এমআরটি লাইন ৬  ১৩ ডিসেম্বর ২০২৩ উড়াল পার্শ্ব [১৪]
জি১৫ বাংলাদেশ সচিবালয়  এমআরটি লাইন ৬  ৫ নভেম্বর ২০২৩ উড়াল পার্শ্ব [১৫]
জি১৬ মতিঝিল*  এমআরটি লাইন ৬  ৫ নভেম্বর ২০২৩ উড়াল পার্শ্ব [১৫]

প্রস্তাবিত এবং নির্মাণাধীন স্টেশন[সম্পাদনা]

এমআরটি লাইন ১[সম্পাদনা]

নাম স্টেশন
ঢাকা বিমানবন্দর নির্মাণাধীন
ঢাকা বিমানবন্দর টার্মিনাল ৩ নির্মাণাধীন
খিলক্ষেত নির্মাণাধীন
নান্দা নির্মাণাধীন
নতুন বাজার নির্মাণাধীন
উত্তর বাড্ডা নির্মাণাধীন
বাড্ডা নির্মাণাধীন
আফতাব নগর নির্মাণাধীন
রামপুরা নির্মাণাধীন
মালিবাগ নির্মাণাধীন
রাজারবাগ নির্মাণাধীন
কমলাপুর নির্মাণাধীন
পূর্বাচল টার্মিনাল নির্মাণাধীন
পূর্বচল পূর্ব নির্মাণাধীন
পূর্বচল পূর্ব নির্মাণাধীন
শেখ হাসিনা ক্রিকেট স্টুডিয়াম নির্মাণাধীন
মোস্তুল নির্মাণাধীন
বোয়ালিয়া নির্মাণাধীন
জোয়ার সাহারা নির্মাণাধীন
নাড্ডা নির্মাণাধীন

এমআরটি লাইন ৫[সম্পাদনা]

নাম স্টেশন
হেমায়েতপুর পরিকল্পিত
বালিয়ারপুর পরিকল্পিত
বিলামালিয়া পরিকল্পিত
আমিন বাজার পরিকল্পিত
গাবতলী পরিকল্পিত
দারুল সালাম পরিকল্পিত
মিরপুর ১ পরিকল্পিত
মিরপুর ১০ পরিকল্পিত
মিরপুর ১৪ পরিকল্পিত
কচুক্ষেত পরিকল্পিত
বানানী পরিকল্পিত
গুলশান ২ পরিকল্পিত
নতুন বাজার পরিকল্পিত
ভাতাড়া পরিকল্পিত
টেকনিক্যাল পরিকল্পিত
শ্যামলী পরিকল্পিত
কল্যানপুর পরিকল্পিত
কলেজ গেট পরিকল্পিত
আসাদ গেট পরিকল্পিত
রাসেল স্কোয়ার পরিকল্পিত
কারওয়ান বাজার পরিকল্পিত
হাতিরঝিল পরিকল্পিত
তেজগাঁও পরিকল্পিত
আফতাবনগর পরিকল্পিত
আফতাবনগর কেন্দ্র পরিকল্পিত
দক্ষিণ আফতাবনগর পরিকল্পিত
নাসিরাবাদ পরিকল্পিত
দেশেরকান্দি পরিকল্পিত

এমআরটি লাইন ৬[সম্পাদনা]

নাম স্টেশন
কমলাপুর নির্মাণাধীন
কারওয়ান বাজার নির্মাণাধীন
শাহবাগ নির্মাণাধীন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)"। ২৯ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৩ 
  2. "About MRT Line-6"dmtc.org.bd.। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭ 
  3. "ঢাকার মেট্রোরেলের বাকি প্রকল্পগুলোর অগ্রগতি কতটা হয়েছে?"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩ 
  4. প্রতিবেদক, নিজস্ব (২০ আগস্ট ২০২৩)। "আগারগাঁও থেকে মতিঝিলে মেট্রোরেল চলবে ২০ অক্টোবর থেকে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  5. হোসেন, আনোয়ার। "প্রযুক্তির চমক মেট্রোরেলে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২ 
  6. "সম্প্রসারিত হবে মেট্রোরেল"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  7. প্রতিবেদক, নিজস্ব। "মেট্রোরেলের ভাড়া কত?"bdnews24.com। ৩০ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  8. "মেট্রোরেলে চড়তে ভিড়, যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস"প্রথম আলো। ২৯ ডিসেম্বর ২০২২। 
  9. "মেট্রোরেলের 'উত্তরা সেন্টার' স্টেশন খুললো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ ফেব্রুয়ারি ২০২৩। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ 
  10. "খুলে গেলো মেট্রোর সব দ্বার"যমুনা টিভি। ৩১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৩ 
  11. "চালু হলো পল্লবী স্টেশন, থামছে মেট্রোরেল"দৈনিক ভোরের কাগজ। ২৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৩ 
  12. "মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলল আজ"প্রথম আলো। ১৫ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩ 
  13. "মেট্রোরেলের পঞ্চম স্টেশনের দরজা খুলছে আজ"প্রথম আলো। ১ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৩ 
  14. "মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় সরণি স্টেশন চালু"দ্য ডেইলি স্টার। ১৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩ 
  15. "মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"প্রথম আলো। ৪ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]