বাড্ডা থানা
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। |
বাড্ডা | |
---|---|
থানা | |
বাংলাদেশে বাড্ডা থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৫′ উত্তর ৯০°২৫′ পূর্ব / ২৩.৭৫০° উত্তর ৯০.৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
থানা গঠন | ডিসেম্বর ১৯৯৮ |
আয়তন | |
• মোট | ১৬.৭৮ বর্গকিমি (৬.৪৮ বর্গমাইল) |
উচ্চতা | ২৩ মিটার (৭৫ ফুট) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ১,৫৭,৯২৪ |
• জনঘনত্ব | ৯,৪০০/বর্গকিমি (২৪,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ২৬ ০৪ |
বাড্ডা বাংলাদেেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অবস্থিত একটি থানা। এটি ক্যান্টনমেন্ট থানা এবং গুলশান থানার অংশ থেকে ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গঠন করা হয়।[১] বাজার রোড, বেপারীপারা, পূর্ব বাড্ডা-রুপনগর, আদর্শনগর, জয়বাংলার মোর, কবরস্থান রোড, পোস্ট অফিস রোড এই এলাকার অন্তর্গত। এই এলাকায় একটি সাব-পোস্ট অফিস রয়েছে এবং প্রায় প্রতিটি গলিতেই মসজিদ রয়েছে।
অবস্থান[সম্পাদনা]
বাড্ডা ঢাকার ২৩°৪৭′১০″ উত্তর ৯০°২৫′৩০″ পূর্ব / ২৩.৭৮৬১১১° উত্তর ৯০.৪২৫° পূর্ব স্থানে অবস্থিত। এর মোট আয়তন ১৬.৭৮ বর্গ কিলোমিটার।
নামকরণ[সম্পাদনা]
'বেদে' বা বাইদ্দা সম্প্রদায় হতে বাড্ডা নামের উদ্ভব। [২]
বাড্ডা থানার অধীন এলাকা[সম্পাদনা]
- বসুন্ধরা
- বনশ্রী
- উত্তর বাড্ডা
- দক্ষিণ বাড্ডা
- মধ্য বাড্ডা
- মেরুল বাড্ডা
- বাড্ডা ডিআইটি প্রকল্প
- শাহজাদপুর
- কালাচাঁদপুর
- নর্দা
- লিচুবাগান
- কুড়িল
- জোয়ারসাহারা
- আফতাবনগর
- বাজার রোড
- বেপারীপারা
- পূর্ব বাড্ডা-রুপনগর
- আদর্শ নাগার
- খিলবারিটেক
- নুরেরচালা
- জয়বাংলার মোড়
- কবরস্থান রোড,
- পোস্ট অফিস রোড
- বেরাইদ
শিক্ষা[সম্পাদনা]
বাংলাপিডিয়া অনুসারে, এখানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় , ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয় এর অবস্থান।এখানকার উল্লেখযোগ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অন্যতম হল বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সাতারকুল স্কুল ও কলেজ , ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা ইম্পেরিয়াল কলেজ এবং উল্লেখযোগ্য প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্যতম হল সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল।কয়েকটি আইন বিদ্যালয় এবং বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ মো. তুহীন মোল্লা (২০১২)। "বাড্ডা থানা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "বাংলাদেশের জেলা উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস - ড. মোহাম্মদ আমীন"। www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।