মাদানি এভিনিউ
ঢাকার পরিবহন |
---|
রাস্তা |
সড়ক |
সেতু ও উড়ালসেতু |
রেল পরিবহন |
গণপরিবহন |
গুরুত্বপূর্ণ অবকাঠামো |
|
অন্যান্য |
মাদানি এভিনিউ হল ঢাকার ভাটারা থানায় অবস্থিত একটি সড়ক। পাকিস্থান শাসনামলে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সাবেক চেয়ারম্যান জিএ মাদানির নামানুসারে সড়কটির নামকরণ করা হয়েছে।[১] বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শুরু হওয়া এই সড়কটি ১০০ ফুট প্রশস্ত।[২] এর দৈর্ঘ্য ৭ কিলোমিটার।[৩] ২০২৩ সালে বাংলাদেশ সরকার সড়কটিকে ৩০০ ফিট প্রশস্থ পূর্বাচল এক্সপ্রেসওয়ে-এর সাথে সংযুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।[৪]
এই ১০০ ফুট প্রশস্ত মাদানী এভিনিউ এর পাশেই অনন্ত গ্রুপের তত্ত্বাবধায়নে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম এলইইডি প্লাটিনাম-প্রত্যয়িত গেটেড কমিউনিটি প্রজেক্ট অনন্ত টেরাসাস[৫] এবং সড়কের শেষ প্রান্তে জলশিড়ি নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাকুয়া গ্রিন স্মার্ট টাউনশিপ প্রকল্পও উন্নয়নাধীন রয়েছে।[৬]
বাংলাদেশের দ্বিতীয় কার্ট রেসিং প্ল্যাটফর্ম গো কার্ট, ইউনাইটেড সিটি, শেফস টেবিল কোর্টসাইড এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাদানি এভিনিউতে অবস্থিত।[৭][৮]
মাদানি এভিনিউ থেকে বালু নদী পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের একটি প্রকল্প ২৫ সেপ্টেম্বর, ২০১৬-এ হাতে নেওয়া হয়। এ প্রকল্পের আওতায় সড়কটি ছয় লেন করা হবে।[৯] ভবিষ্যতে মাদানি এভিনিউ পূর্বাচল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত হবে।[৩] ঢাকা মেট্রো রেলের ভবিষ্যৎ পরিকল্পিত এমআরটি লাইন ৫-এর মাদানি এভিনিউতে অন্তত একটি স্টেশন থাকবে।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Matin, Abdul (৮ সেপ্টেম্বর ২০১৪)। "Who cares for the roads where no VIP resides?"। দ্য ডেইলি স্টার।
- ↑ "মাদানী এভিনিউ দখল অভিশাপ"। Bangladesh Pratidin। ৯ জানুয়ারি ২০১৭।
- ↑ ক খ Ahmed, Raju (৩ অক্টোবর ২০১০)। "রাজধানীর সঙ্গে পূর্বাচলকে সংযোগ করতে নির্মাণ হচ্ছে ৭ কিলোমিটার মাদানি এভিনিউ"। Bangla News 24।
- ↑ https://www.tbsnews.net/bangladesh/purbachal-expressway-madani-ave-link-roads-planned-improved-connectivity-612746
- ↑ https://www.tbsnews.net/features/habitat/ananta-terraces-why-build-building-when-you-can-build-entire-city-527858
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৩।
- ↑ "Go Kart Courtside: Advancing amusement in eastern Dhaka"। TBS News। ১৩ জানুয়ারি ২০২২।
- ↑ Haq, Al (২১ সেপ্টেম্বর ২০১৮)। "Learning about UIU"। দ্য ডেইলি স্টার।
- ↑ "ঢাকা পূর্ব-পশ্চিমের সড়ক উন্নত হচ্ছে"। Daily Jugantor। ১৯ অক্টোবর ২০১৮।
- ↑ "Big push for mass rapid transit system to ease Dhaka traffic woes"। Dhaka Tribune। ১৬ জুলাই ২০২১।