প্রবেশদ্বার:পরিবহন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিবহন প্রবেশদ্বার

ভারতের রাস্তায় সড়ক পরিবহনের বিভিন্ন মাধ্যম
ভারতের রাস্তায় সড়ক পরিবহনের বিভিন্ন মাধ্যম

পরিবহন বা অপসারণ হচ্ছে মানুষ, প্রাণীপণ্যের এক স্থান থেকে অন্যস্থানে অবস্থান পরিবর্তন। পরিবহন মাধ্যমে অন্তর্ভুক্ত রয়েছে বিমান, রেল, স্থল পরিবহন, পানি, তার, পাইপলাইন এবং মহাকাশ। এর ক্ষেত্র ভাগ করা যায় অবকাঠামো, যানবাহনঅপারেশন।পরিবহন গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যক্তির মধ্যে বাণিজ্য সক্ষম করে, যা সভ্যতার বিকাশের জন্য অপরিহার্য। (সম্পূর্ণ নিবন্ধ...)

বাছাই করা নিবন্ধ - অন্য নিবন্ধ

অবতরণ মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৪৭।

বোয়িং ৭৪৭ হল যাত্রী ও পণ্যবাহী বিশাল আকৃতির সুপরিসর বিমান। একে জাম্বো জেট বা আকাশের রানী নামেও ডাকা হয়। বিমানটির সামনের অংশের উপরিভাগের কুঁজ একে বিশ্বের সবচেয়ে পরিচিত ভিন্নধর্মী বিমাণে পরিণত করেছে। এবং এটিই বিশ্বের প্রথম সুপরিসর বা প্রশস্ত বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং বাণিজ্যিক বিমান ইউনিট দ্বারা নির্মিত বোয়িং ৭০৭ এর চেয়ে আড়াই গুন অধিক ক্ষমতা সম্পন্ন এবং এটি ছিল ষাটের দশকের সর্ববৃহৎ বাণিজ্যিক যাত্রী পরিবাহী বিমান। ১৯৭০ সালে প্রথম বাণিজ্যিক ভাবে ওড়া এই ৭৪৭ দীর্ঘ ৩৭ বছর ধরে যাত্রী ধারণ ক্ষমতার রেকর্ড ধরে রাখে।

চার ইঞ্জিন বিশিষ্ট ৭৪৭ এর বিশাল দৈর্ঘের কারণে ডাবল ডেক আকৃতি ব্যবহার করা হয়। বিমানটির যাত্রীবাহী ও মালবাহী দুটি সংস্করণই তৈরী করা হয়। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য অতিরিক্ত লাউঞ্জ বা অধিক আসন ব্যবস্থা রাখার জন্য ৭৪৭ এর কুঁজের মত উপরের ডেক নকশা করা হয়। এছাড়া এই অংশে যাত্রীদের আসন সরিয়ে একটি অতিরিক্ত দরজা লাগিয়ে বিমানটিকে সহজেই পণ্যবাহী বিমানে রূপান্তর করা যায়। এই অভিনব নকশার পিছনে আরও একটি কারণ ছিল। বোয়িং মনে করেছিল ভবিষ্যতে সুপারসনিক এয়ারলাইনার হয়ত এসব বিমানের জায়গা দখল করবে তাই তখন সাবসনিক কার্গো হিসেবেও বাজারে এর চাহিদা বজায় থাকবে। বিমানটি নকশা করার সময় বোয়িং এর ধারণা ছিল হয়তো সর্বোচ্চ ৪০০ টি বিমান তৈরীর পরেই এটি সেকেলে হয়ে যাবে এবং এর চাহিদা ধীরে ধীরে লোপ পাবে কিন্তু ১৯৯৩ সালে এর উৎপাদন সংখ্যা ১০০০ অতিক্রম করার পর সমালোচকদেরও প্রত্যাশা ছাড়িয়ে যায়। ২০১৫ সালের মে মাস নাগাদ ১৫০৮ টি বিমান তৈরী করা হয়েছে এবং ৩২ টি ৭৪৭-৮ নির্মানাধীন রয়েছে। (সম্পূর্ণ নিবন্ধ...)

ভালো নিবন্ধ

পরিবহন বিষয়াদি

গণ:

তত্ত্ব ও প্রযুক্তি:

নৌ:

প্রাণীচালিত:

বিমান চালনা:

মহাকাশ:

মানবচালিত:

মাল:

রেল:

সড়ক:

সম্পর্কিত প্রবেশদ্বার

সাধারণ চিত্র

নিম্নলিখিত চিত্রগুলি উইকিপিডিয়ার বিভিন্ন পরিবহন সম্পর্কিত নিবন্ধ থেকে সংগৃহীত।

উপবিষয়শ্রেণী

উপবিষয়শ্রেণী দেখার জন্য [►] ক্লিক করুন

আপনি যা করতে পারেন

  • পরিবহন বিষয়ক নতুন নিবন্ধ তৈরি অথবা অন্য উইকিপ্রকল্প হতে অনুবাদ করতে পারেন।
  • বর্তমান নিবন্ধ অথবা সড়ক বিষয়ক বিভিন্ন টেমপ্লেট হতে লাল লিঙ্ক থাকা বিষয় নিয়ে নতুন নিবন্ধ রচনা করতে পারেন।
  • বর্তমান নিবন্ধসমূহ তথ্য দিয়ে সমৃদ্ধ, সম্প্রসারণ, রচনাশৈলীর উন্নয়ন ও তথ্যছক না থাকলে যুক্ত করতে পারেন।
  • নিবন্ধসমূহে তথ্যসূত্রের ঘাটতি থাকলে, পর্যাপ্ত সূত্র যোগ করতে পারেন।
  • নিবন্ধগুলিতে উইকিমিডিয়া কমন্স হতে দরকারী ও প্রাসঙ্গিক মুক্ত চিত্র যুক্ত করতে পারেন।
  • পরিবহন সম্পর্কিত নিবন্ধসমূহের শেষে {{প্রবেশদ্বার দণ্ড|পরিবহন}} যুক্ত করতে পারেন।
  • পরিবহন সংক্রান্ত নিবন্ধসমূহে প্রযোজ্যতা অনুসারে বিষয়শ্রেণী:পরিবহন না থাকলে যুক্ত করতে পারেন।

সম্পর্কিত উইকিমিডিয়া


উইকিসংবাদে পরিবহন
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে পরিবহন
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে পরিবহন
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে পরিবহন
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে পরিবহন
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে পরিবহন
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে পরিবহন
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে পরিবহন
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে পরিবহন
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

প্রবেশদ্বার

সার্ভার ক্যাশ খালি করুন