কক্সবাজার রেলওয়ে স্টেশন
কক্সবাজার রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের প্রস্তাবিত রেলওয়ে স্টেশন | |
অবস্থান | চৌধুরীপাড়া, কক্সবাজার, কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ ![]() |
স্থানাঙ্ক | ২১°২৫′৩৬″ উত্তর ৯২°০১′০৪″ পূর্ব / ২১.৪২৬৭৭১° উত্তর ৯২.০১৭৮১১৯° পূর্ব |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | চট্টগ্রাম-কক্সবাজার |
প্ল্যাটফর্ম | ২ |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
অন্য তথ্য | |
অবস্থা | নির্মাণাধীন |
স্টেশন কোড | CB |
অবস্থান | |
![]() |
কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটা নির্মাণাধীন রেলওয়ে স্টেশন। এটা কক্সবাজার শহরের বাস টার্মিনালের অপরপাশে চৌধুরীপাড়ায় অবস্থিত। ২০২৪ সালের মধ্যে এই স্টেশন নির্মান শেষ করার কথা রয়েছে।
ইতিহাস[সম্পাদনা]

ট্রান্স-এশিয়ান রেলওয়ে প্রকল্পের আওতায় সরকার চট্টগ্রাম জেলার দোহাজারি থেকে রেললাইন বর্ধিত করে বান্দরবান জেলার গুনধুম পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করে।[১] এই মহাপরিকল্পনার আওতায় রামু রেলওয়ে স্টেশন থেকে আরেকটি রেললাইন পর্যটন বিকাশে কক্সবাজার জেলা পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কক্সবাজার শহরে একটি রেলওয়ে স্টেশন তৈরির প্রস্তাব করা হয়। বর্তমানে কক্সবাজার রেলওয়ে স্টেশন নির্মাণাধীন রয়েছে যা ২০২২ সালের মধ্যে সমাপ্ত করার কথা রয়েছে।[২]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "দোহাজারি-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প"। কক্সবাজার জেলা। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০।
- ↑ "কক্সবাজারে ২০২২ সালের মধ্যে ট্রেন"। প্রথম আলো। ২০১৯-০১-১০।