চট্টগ্রাম জেলার ব্যক্তিত্ব
চট্টগ্রাম জেলা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম জেলা। বন্দরনগরী খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম শহরও চট্টগ্রাম। ১৬৬৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ জেলায় জন্মেছেন অসংখ্য গুণীজন। তাঁরা তাঁদের মেধা আর দেশপ্রেম দিয়ে এনে দিয়েছেন এ জেলার খ্যাতি। নিচে অবদান ও খ্যাতি অনুসারে তাঁদের পরিচিতি তুলে ধরা হল:
বিপ্লবী[সম্পাদনা]
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন[সম্পাদনা]
অনন্ত সিং, অনুরূপচন্দ্র সেন, অপূর্ব সেন, অম্বিকা চক্রবর্তী, অর্ধেন্দু দস্তিদার, আবদুল বারী চৌধুরী, কল্পনা দত্ত, কল্যাণী দাস, কৃষ্ণকুমার চৌধুরী, জীবন ঘোষাল, তারকেশ্বর দস্তিদার, ধীরেন্দ্রলাল বড়ুয়া, নিত্যগোপাল ভট্টাচার্য, নিত্যরঞ্জন সেন, নির্মল লালা, নির্মলকুমার সেন, পুলিনচন্দ্র ঘোষ, পূর্ণেন্দু দস্তিদার, প্রভাসচন্দ্র বল, প্রমোদরঞ্জন চৌধুরী, প্রীতিলতা ওয়াদ্দেদার, ফণিভূষণ নন্দী, বিনোদ বিহারী চৌধুরী, মতিলাল কানুনগো, মধুসূদন দত্ত, মনোরঞ্জন সেন, মহেন্দ্রলাল বড়ুয়া, মহেন্দ্রলাল বিশ্বাস, মহেশচন্দ্র বড়ুয়া, রজতকুমার সেন, রামকৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ বিশ্বাস, রোহিণীকুমার কর, রোহিণীরঞ্জন বড়ুয়া, লালমোহন সেন, লোকনাথ বল, শশাঙ্কশেখর দত্ত, শৈলেশ্বর চক্রবর্তী, সুবোধ দে, সূর্য সেন, হরিগোপাল বল, হরিপদ মহাজন, হরেন্দ্রনাথ চক্রবর্তী, হিমাংশুবিমল চক্রবর্তী।
অসহযোগ আন্দোলন[সম্পাদনা]
কাজেম আলী, যতীন্দ্রমোহন সেনগুপ্তআবদুল বারী চৌধুরী
ভারত ছাড়ো আন্দোলন[সম্পাদনা]
মনিরুজ্জামান ইসলামাবাদী, মাহবুব উল আলম চৌধুরী, আবদুল বারী চৌধুরী।
ভাষা আন্দোলন[সম্পাদনা]
আবুল কাসেম, মাহবুব উল আলম চৌধুরী।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ[সম্পাদনা]
- বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
বেলায়েত হোসেন, মোজাহার উল্লাহ।
- বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
অলি আহমেদ, আবদুল করিম, আবদুল হক।
- বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
আবু তাহের মোহাম্মদ সালাহউদ্দীন, আহমেদ হোসেন, এম হারুন-অর-রশিদ, কবির আহম্মদ, তাজুল ইসলাম, দুদু মিয়া, মোজাম্মেল হক, মোহাম্মদ নূরুল হক, মোহাম্মেদ দিদারুল আলম, সিরাজুল হক, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
- অন্যান্য
ধর্মীয় ব্যক্তিত্ব[সম্পাদনা]
- সুফি সাধক
বদর আউলিয়া, মোল্লা মিসকিন শাহ, শাহ আমানত, সৈয়দ আহমদ উল্লাহ, সৈয়দ জিয়াউল হক, সৈয়দ মুহাম্মদ আজিজুল হক, আজিজুর রহমান, আলী রজা, জমিরুদ্দিন আহমদ, জমির উদ্দিন নানুপুরী, সুলতান আহমদ নানুপুরী
- ইসলামী ব্যক্তিত্ব
আজিজুল হক, আ ফ ম খালিদ হোসেন, আবদুর রহমান, আব্দুল ওয়াহেদ বাঙ্গালী, আব্দুল গণী, আব্দুল হালিম বুখারী, আহমদুল্লাহ, জুনায়েদ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, ওবায়দুল হক নঈমী, জালালুদ্দীন আল কাদেরী, মুহাম্মদ আব্দুল মান্নান, মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ ফয়জুল্লাহ, শাহ আবদুল ওয়াহহাব, শাহ আহমদ শফী, শাহ মুহাম্মদ তৈয়ব, সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, হাবিবুল্লাহ কুরাইশি, হারুন ইসলামাবাদী, হারুন বাবুনগরী,মোহাম্মাদ ফখরুদ্দীন (শিক্ষক)
- হিন্দু ধর্ম সংস্কারক
- বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত
বিশুদ্ধানন্দ মহাথের, বেণীমাধব বড়ুয়া, শুদ্ধানন্দ মহাথের
রাজনীতিবিদ[সম্পাদনা]
অলি আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, আখতারুজ্জামান চৌধুরী বাবু, আনিসুল ইসলাম মাহমুদ, আফছারুল আমীন, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, আবুল কাসেম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আসহাব উদ্দীন আহমদ, এ বি এম আবুল কাসেম, এ বি এম ফজলে করিম চৌধুরী, এ বি এম মহিউদ্দীন চৌধুরী, এম এ জিন্নাহ, এম এ মতিন, এম আবদুল লতিফ, এল কে সিদ্দিকী, ওবায়দুল হক খোন্দকার, ওয়াসিকা আয়শা খান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাকির হোসাইন, জাফরুল ইসলাম চৌধুরী, জিয়া উদ্দীন আহমেদ বাবলু, ডাঃ আবুল কাসেম, দিদারুল আলম, দিলীপ বড়ুয়া, নজরুল ইসলাম চৌধুরী, ফজলুল কবির চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, মইন উদ্দীন খান বাদল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাহজাবীন মোরশেদ, মাহফুজুর রহমান মিতা, মুজফ্ফর আহ্মেদ, মুস্তাফিজুর রহমান, মুহাম্মদ আব্দুল মান্নান, মোরশেদ খান, মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুরুল ইসলাম, মোঃ কোরবান আলী, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যাত্রামোহন সেন, রফিকুল আনোয়ার, শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী, সাবিহা নাহার বেগম, সামশুল হক চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, সুলতান আহমেদ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলম, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, হাছান মাহমুদ, আবু ছালেহ, বি এম ফয়েজুর রহমান, এম. সিদ্দিক, রেজাউল করিম চৌধুরী
পেশাজীবী[সম্পাদনা]
- অর্থনীতিবিদ
মইনুল ইসলাম, মুহাম্মদ ইউনূস, হোসেন জিল্লুর রহমান।
- আইনবিদ
মোহাম্মদ ফজলুল করীম, মোঃ কবির চৌধুরী।
- কূটনীতিক
- চিকিৎসক
অন্নদাচরণ খাস্তগীর, নুরুল ইসলাম, যোবায়দা হান্নান, সায়েবা আখতার।
- বিজ্ঞানী
জামাল নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, শুভ রায়।
- ব্যবসায়ী
আবদুল বারী চৌধুরী, আবুল কাসেম খান, মির্জা আহমেদ ইস্পাহানি।
- ভাস্কর
- শিক্ষাবিদ
অপূর্ব দত্ত, আবদুল করিম, আবুল কাশেম সন্দ্বীপ, আবুল কাসেম, কাজেম আলী, কামিনীকুমার ঘোষ, প্রণব কুমার বড়ুয়া, বিকিরণ প্রসাদ বড়ুয়া, বেণী মাধব দাস, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ ফেরদাউস খান, সুকোমল বড়ুয়া, আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, আবুল মোমেন
- সমাজ সংস্কারক
নূতন চন্দ্র সিংহ, যোবায়দা হান্নান।
- সামরিক
- সাংবাদিক
আবদুল খালেক, ওহীদুল আলম, মনিরুজ্জামান ইসলামাবাদী, রাশেদ রউফ।
- প্রকৌশলী
লেখক[সম্পাদনা]
- গবেষণামূলক প্রবন্ধকার
অন্নদাচরণ খাস্তগীর, অপূর্ব দত্ত, আবুল কাসেম, আহমদ ছফা, নকুলেশ্বর দাশগুপ্ত।
- ইতিহাসবিদ
আবদুল করিম, আবদুল হক চৌধুরী, আহমদ শরীফ।
- সাহিত্যিক
আবদুল করিম সাহিত্যবিশারদ, আবুল ফজল, আশুতোষ চৌধুরী, আসহাব উদ্দীন আহমদ, ওহীদুল আলম, ফরিদা হোসেন, মাহবুব-উল আলম, মুহম্মদ এনামুল হক, রমা চৌধুরী, সুব্রত বড়ুয়া।
- ঔপন্যাসিক
আহমদ ছফা, সৈয়দ ওয়ালীউল্লাহ, হরিশংকর জলদাস।
- কবি
আবদুল গফুর হালী, আবদুল হাকিম, আবুল কাসেম, আলাওল, আলী রজা, আশুতোষ চৌধুরী, আস্কর আলী পণ্ডিত, আহমদ ছফা, এম এন আখতার, ওহীদুল আলম, কবীন্দ্র পরমেশ্বর, কাজি হাসমত আলী, কোরেশী মাগন ঠাকুর, দৌলত উজির বাহরাম খান, দৌলত কাজী, নওয়াজিশ খান, নবীনচন্দ্র সেন, নসরুল্লাহ খাঁ, বিমল গুহ, মাহবুব উল আলম চৌধুরী, মুহম্মদ কবির, মুহম্মদ মুকিম, রমেশ শীল, রহিমুন্নিসা, রাশেদ রউফ, শাহ মুহম্মদ সগীর, শ্রীকর নন্দী, সাবিরিদ খান, সুকুমার বড়ুয়া, হামিদ আলী।
বিনোদনদাতা[সম্পাদনা]
- চলচ্চিত্র পরিচালক
- অভিনয়শিল্পী
অপর্ণা ঘোষ, আদিল হোসেন নোবেল, ইমতু রাতিশ, কবরী সারোয়ার, চিত্রলেখা গুহ, নুসরাত ফারিয়া মাজহার, পার্থ বড়ুয়া, পূর্ণিমা, মেহজাবিন চৌধুরী, শাবানা, সারিকা সাবরিন, রতন তালুকদার।
- মঞ্চ অভিনেতা
- নৃত্যশিল্পী
সঙ্গীতজ্ঞ[সম্পাদনা]
- সঙ্গীত পরিচালক
ইমন সাহা, সত্য সাহা, আসিফ ইকবাল।
- সঙ্গীতশিল্পী
আইয়ুব বাচ্চু, আবদুল গফুর হালী, উমা খান, এম এন আখতার, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, নকীব খান, নিশিতা বড়ুয়া, পার্থ বড়ুয়া, প্রবাল চৌধুরী, ফণী বড়ুয়া, মিনার রহমান, মিলা ইসলাম, মিহির কুমার নন্দী, মোহাম্মদ নাসির, রবি চৌধুরী, শেফালী ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব।
- যন্ত্র সঙ্গীতশিল্পী
ক্রীড়াবিদ[সম্পাদনা]
- ক্রিকেটার
আকরাম খান, আফতাব আহমেদ, ইরফান শুক্কুর, তামিম ইকবাল, নাজিমউদ্দিন, নাফিস ইকবাল, নূরুল আবেদীন নোবেল, মিনহাজুল আবেদীন নান্নু,নাঈম হাসান।
- ফুটবলার
নাসিরউদ্দিন চৌধুরী, মামুনুল ইসলাম, সাখাওয়াত হোসেন রনি।