মোস্তাফিজুর রহমান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় সংসদ সদস্য
মোস্তাফিজুর রহমান চৌধুরী
চট্টগ্রাম-১৬ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৯ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীমোস্তফা কামাল পাশা
সংখ্যাগরিষ্ঠবাংলাদেশ আওয়ামী লীগ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-12-20) ২০ ডিসেম্বর ১৯৫৭ (বয়স ৬৬)
চট্টগ্রাম
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতি
জীবিকাব্যবসা
ধর্মইসলাম

মোস্তাফিজুর রহমান চৌধুরী (জন্ম: ২০ ডিসেম্বর ১৯৫৭) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৯৩ নং (চট্টগ্রাম-১৬) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য।[১] তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

সমালোচনা[সম্পাদনা]

২২ মে ২০২৩ সালে জনসমক্ষে পিস্তল হাতে আওয়ামী লীগের মিছিল করার পরে মোস্তাফিজুর রহমান চৌধুরী এর নামে সমালোচনা তৈরি হয়। প্রদর্শিত আগ্নেয়াস্ত্রটি বৈধ বলা হলেও পরবর্তিতে পুলিশের পক্ষ থেকে তাঁর কাছে এই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়।[৩] প্রমান থাকার পরেও চট্টগ্রামের জেলা প্রশাসন লাইসেন্সটি বাতিল করেনি।

৩০ নভেম্বর ২০২৩ সালে ১০ জন কর্মী নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক রাকিব উদ্দিন প্রশ্ন করলে মোস্তাফিজুর তাঁর দিকে তেড়ে যান ও মারধর করেন। এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও চ্যানেল আইয়ের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদসহ আরও কয়েকজন সাংবাদিককে ধাক্কা দেন তিনি ও তাঁর কর্মীরা। সাংবাদিককে মারধরের অভিযোগে মোস্তাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি আসেননি।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২৩৩। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "বৈধ অস্ত্র দেখিয়ে ভয় দেখান তাঁরা"প্রথম আলো। ১৫ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৩ 
  4. হাসান, সোহরাব (২ ডিসেম্বর ২০২৩)। "আওয়ামী লীগের চমক ও নৌকার নয়া যাত্রী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]