শাহ আমানত
আমানত খান | |
---|---|
অন্য নাম | আমানত শাহ |
ব্যক্তিগত | |
জন্ম | |
মৃত্যু | ১৮০৯ সাল |
সমাধিস্থল | কুদ্দুস সিররাহুল আজিজ দরবার শরিফ |
ধর্ম | সুন্নি ইসলাম |
সন্তান | ১ |
অন্য নাম | আমানত শাহ |
ঊর্ধ্বতন পদ | |
ভিত্তিক | লালদিঘি, চট্টগ্রাম |
কাজের মেয়াদ | প্রাথমিক ১১তম শতাব্দী |
পূর্বসূরী | শাহ আবদুর রহিম |
উত্তরসূরী | আনোয়ার খান |
শাহ আমানত উল্লাহ খান (বাংলা: শাহ আমানত উল্লাহ খান, ফার্সি: شاه أمانت الله خان), চট্টগ্রামের একজন বিখ্যাত দরবেশ ছিলেন। সামগ্রিক ভাবে ধারণা করা হয়, তার আবির্ভাব ১৮শ শতাব্দির শেষ দিকে। জনশ্রুতি মতে তিনি বিহার শরীফ থেকে চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে তিনি একটি কুটিরে বাস করতেন এবং চট্টগ্রাম জজ কোর্টের পাখা টানার চাকুরি করতেন। [১]
জীবন[সম্পাদনা]
আমানত শাহ ইরাকি আরব বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা বাগদাদ থেকে বিহারে চলে আসেন এবং তারাও আব্দুল কাদের জিলানীর বংশধর।[২] তাঁর পিতার নাম নিয়ামত। পরে আমানত বাংলায় চলে আসেন।[৩][৪]
জনপ্রিয়তার প্রভাব[সম্পাদনা]
মামলা মোকাদ্দমা জেতার উদ্দেশ্যে লোকজন তার মাজার জেয়ারত করে থাকে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কর্ণফুলী নদীতে নির্মিত শাহ আমানত সেতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল তার নামেই নামকরণ করা হয়।
সমাধি[সম্পাদনা]
চট্টগ্রাম শহরের লালদীঘির পূর্ব দিকে তার সমাধিসৌধ অবস্থিত।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "শাহ আমানত (রহ.) - বাংলাপিডিয়া"। বাংলাপিডিয়া।
- ↑ Ahmed, Rashid। বাংলাদেশের সুফী সাধক [Bangladesh's Sufi saints]। পৃষ্ঠা 25।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;mulla
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Abdul Haq Choudhury (১৯৯৪)। Bondor Shohor Chottogram: Ekti Oitihashik Porjalochona। Bangla Academy।