মুহম্মদ নূরুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহম্মদ নূরুল ইসলাম
Man with a mouth organ
২০১৬ সালে চট্টগ্রামে বাংলা উইকিপিডিয়ার এক যুগপূর্তী উদযাপন অনুষ্ঠানে নূরুল ইসলাম।
অনারারি কনসাল জেনারেল অব জাপান, চট্টগ্রাম, বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯০
রাষ্ট্রপতিনিপপন একাডেমি, চট্টগ্রাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৩
চট্টগ্রাম, ব্রিটিশ রাজ (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তা
  • ব্রিটিশ ভারতীয় (১৯৪৩-১৯৪৭)
  • পাকিস্তানি (১৯৪৭-১৯৭১)
  • বাংলাদেশি (১৯৭১–বর্তমান)
সন্তান
প্রাক্তন শিক্ষার্থী
জীবিকাকূটনীতিক

মুহম্মদ নূরুল ইসলাম (জন্ম ১৯৪৩) একজন বাংলাদেশি কূটনীতিক[১] তিনি বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে জাপানের সম্মানিক কনসুল জেনারেল হিসেবে নিয়োজিত রয়েছেন।[২][৩] তিনি বাংলাদেশের ১০২ জন বিদেশী প্রতিনিধির মধ্যে একজন কনসুল জেনারেল, এবং চট্টগ্রামের ১৫ জন বিদেশী প্রতিনিধির মধ্যে একজন।[৪]

২০১২ সালের ৩ নভেম্বর, জাপান সরকার তাকে জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০তম বার্ষিকী উপলক্ষে ফল ইম্পেরিয়াল ডকটরিন সম্মানে সম্মানিত করেছে, যেখানে তাকে "অর্ডার অব দ্য রাইজিং সান, নেক রিবনের সঙ্গে গোল্ড রে" প্রদান করা হয়।[৫][৬][৭][৮] নুরুল ইসলাম পঞ্চম বাংলাদেশী যিনি এই সম্মান অর্জন করেছেন।[৭]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

২০১৩ সালে ইসলাম

মুহম্মদ নূরুল ইসলামের জন্ম ১৯৪৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমানে বাংলাদেশ) চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম শহরেই তার শৈশব কাটিয়েছিলেন।

১৯৬৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৮ সালে, তিনি জাপান ফাউন্ডেশনের বৃত্তি স্কিমের অধীনে টোকিও বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষায় একটি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৮৭ সালে, বাংলাদেশে জাপানি ভাষা ও জাপান শিক্ষার সুবিধার জন্য চট্টগ্রামে নিপ্পন একাডেমি প্রতিষ্ঠা করেন।[৫][৭] এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপ, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা।[৭] ১৯৮৯ সালে তিনি বাংলাদেশে জাপানি ধাঁচের ব্যবসায়িক ব্যবস্থাপনা চালু করার লক্ষে অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপ অ্যালুমনাই সোসাাইটি প্রবর্তন করেন।[৫][৯] ১৯৯০ সালে, তিনি চট্টগ্রামে জাপানের সম্মানিক কনসুল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০০ অবধি দায়িত্ব পালন করেন। পরে তিনি দ্বিতীয় দফায় অনারারি কনসাল জেনারেলের দায়িত্ব নেন।[৫] তিনি বিশ্ব ফেডারেশন অব কনসালসের (এফআইএসিএসি) সহ-সভাপতি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hon. Mr. Muhaammad Nurul Islam"ficacworld (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  2. "Honorary Consuls General in Bangladesh"hellobangladesh.biz (ইংরেজি ভাষায়)। হ্যালো বাংলাদেশ। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭ 
  3. মনিরুজ্জামান, মোহাম্মদ (অক্টোবর ৬, ২০১৬)। "Seminar on SDGs at Chittagong Independent University"unicdhaka.org (ইংরেজি ভাষায়)। জাতিসংঘের আন্তর্জাতিক কেন্দ্র। জানুয়ারি ১৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  4. "Honorary Consul General of Japan in Chittagong, Bangladesh"www.embassypages.com (ইংরেজি ভাষায়)। এম্বেসি পেজেস। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  5. "Conferral of "the Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon" upon Mr. Muhammad Nurul Islam, Honorary Consul General of Japan in Chittagong" (পিডিএফ) (Press release) (ইংরেজি ভাষায়)। জাপানের দূতাবাস, ঢাকা। নভেম্বর ৩, ২০১২। জানুয়ারি ১৮, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  6. "Japan awards Hon Consul Gen in Ctg"দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। নভেম্বর ৪, ২০১২। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  7. "Bangladeshi honoured for promoting Japan-Bangla ties"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। নভেম্বর ৪, ২০১২। জানুয়ারি ১৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  8. "জাপান সরকারের অ্যাওয়ার্ড পাচ্ছেন চট্টগ্রামের নুরুল ইসলাম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ইংরেজি ভাষায়)। ২০১২-১১-০৫। ২০১৮-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০১৭ 
  9. "Member List"baas.org.bd। Bangladesh AOTS-HIDA Alumni Society। অক্টোবর ১০, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৫, ২০১৭