নিশিতা বড়ুয়া
নিশীতা বড়ুয়া | |
|---|---|
| জন্ম | নিশীতা বড়ুয়া ১৫ জুলাই ১৯৯০[১] |
| জাতীয়তা | বাংলাদেশী |
| অন্যান্য নাম | নিশীতা |
| মাতৃশিক্ষায়তন | |
| পেশা | |
| পরিচিতির কারণ | ক্লোজআপ ওয়ান (২০০৬) রানারআপ |
| পিতা-মাতা |
|
| সঙ্গীত কর্মজীবন | |
| ধরন |
|
| বাদ্যযন্ত্র |
|
| কার্যকাল | ২০০৬-বর্তমান |
| লেবেল | |
| ওয়েবসাইট | Nishita Barua |
নিশীতা বড়ুয়া (জন্ম ১৫ জুলাই ১৯৯০) হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ২০০৬ সালে বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় রানারআপ হন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নিশীতা বড়ুয়া ১৯৯০ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তবে তিনি মূলত চট্টগ্রামের বাসিন্দা। তার বাবা শাক্য পদ বড়ুয়া ছিলেন সরকারী চাকুরিজীবী এবং মা সুচন্দা বড়ুয়া একজন গৃহিণী। অল্প বয়সেই তিনি সংগীত সম্পর্কে আগ্রহী ছিলেন এবং পরিবার থেকে সংগীত শিখতেন। নিশীতা তার চাচা সুমির বড়ুয়ার কাছ থেকে সংগীত বিষয়ে প্রাথমিক শিক্ষা লাভ করে। তিনি কুমিল্লার শ্রাবণী সাহার কাছ থেকে শিক্ষা নেয়ার পরে চট্টগ্রামে ওস্তাদ মিহির লালার কাছ থেকে দীর্ঘ সময় গান শিখেছিলেন।
শিক্ষাজীবন
[সম্পাদনা]নিশীতা কুমিল্লার আওয়ার লেডি ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয় এ পড়াশোনা শুরু করে পরে দার্জিলিংয়ে ২ বছর পড়েন। তারপর তিনি ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীকালে তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।[৩]
সঙ্গীত জীবন
[সম্পাদনা]নিশীতা ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীত অঙ্গনে আসেন। ২০০৭ সালে তিনি তার প্রথম সংগীত অ্যালবাম "আমায় নিয়ে চলো" অ্যালবামটি বাংলাদেশের সংগীত শিল্পে খুব সফল হয়েছিল। নিশীতা একটি আন্তর্জাতিক অ্যালবাম "ভালোবাসার বৃষ্টি" এ কিছু বিদেশী গায়কের সাথে কণ্ঠ দেন। তিনি রেডিও টুডে এর রেডিও জকি হিসাবেও কাজ করেছিলেন। নিশীতা বিজ্ঞাপনের জন্য কিছু জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। "বাজাও বিয়ের বাজনা" এবং " মনে বড় জ্বালা" সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতেও তিনি প্লেব্যাক করেছেন।[৪][৫]
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]| অ্যালবাম | গান |
|---|---|
| আমায় নিয়ে চলো (২০০৭) | গান
|
| পূজীবো তোমায় সুর ও সঙ্গীত এ (২০২২) | গান
|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "A memorable birthday for Nishita Barua"। ১৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬।
- ↑ বিনোদন প্রতিবেদক, ঢাকা। "এক হচ্ছেন ১২ বছর আগের ক্লোজআপ ওয়ান তারকারা"। প্রথম আলো। ঢাকা,বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারী ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "কণ্ঠশিল্পী নিশিতার বিয়ে বুধবার"। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৫।
- ↑ "একই দিনে দুটি ছবিতে প্লেব্যাক করলেন নিশীতা বড়ুয়া"। Priyo। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "শিল্পী হতে গেলে সিনেমায় প্লেব্যাকের বিকল্প নেই: নিশীতা"। সমকাল। ৬ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।