নিশিতা বড়ুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিশীতা বড়ুয়া
জন্ম
নিশীতা বড়ুয়া

(1990-07-12) ১২ জুলাই ১৯৯০ (বয়স ৩২)[১]
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামনিশীতা
মাতৃশিক্ষায়তন
পেশা
পরিচিতির কারণক্লোজআপ ওয়ান (২০০৬) রানারআপ
পিতা-মাতা
  • শাক্যপদ বড়ুয়া (পিতা)
  • সুচন্দা বড়ুয়া (মাতা)
সঙ্গীত কর্মজীবন
ধরন
  • আধুনিক
  • ধ্রুপদী
বাদ্যযন্ত্র
  • কণ্ঠ
কার্যকাল২০০৬-বর্তমান
লেবেল
ওয়েবসাইটNishita Barua

নিশীতা বড়ুয়া (জন্ম: ১২ জুলাই ১৯৯০;[১] নিশীতা নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ২০০৬ সালে বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় রানারআপ হন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নিশীতা বড়ুয়া ১৯৯০ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন।[১] তবে তিনি মূলত চট্টগ্রামের বাসিন্দা। তার বাবা শাক্য পদ বড়ুয়া ছিলেন সরকারী চাকুরিজীবী এবং মা সুচন্দা বড়ুয়া একজন গৃহিনী। অল্প বয়সেই তিনি সংগীত সম্পর্কে আগ্রহী ছিলেন এবং পরিবার থেকে সংগীত শিখতেন। নিশীতা তার চাচা সুমির বড়ুয়ার কাছ থেকে সংগীত বিষয়ে প্রাথমিক শিক্ষা লাভ করে। তিনি কুমিল্লার শ্রাবণী সাহার কাছ থেকে শিক্ষা নেয়ার পরে চট্টগ্রামে ওস্তাদ মিহির লালার কাছ থেকে দীর্ঘ সময় গান শিখেছিলেন।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

নিশীতা কুমিল্লার আওয়ার লেডি ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয় এ পড়াশোনা শুরু করে পরে দার্জিলিংয়ে ২ বছর পড়েন। তারপর তিনি ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীকালে তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।[১]

সঙ্গীত জীবন[সম্পাদনা]

নিশীতা ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীত অঙ্গনে আসেন। ২০০৭ সালে তিনি তার প্রথম সংগীত অ্যালবাম "আমায় নিয়ে চলো" অ্যালবামটি বাংলাদেশের সংগীত শিল্পে খুব সফল হয়েছিল। নিশীতা একটি আন্তর্জাতিক অ্যালবাম "ভালোবাসার বৃষ্টি" এ কিছু বিদেশী গায়কের সাথে কণ্ঠ দেন। তিনি রেডিও টুডে এর রেডিও জকি হিসাবেও কাজ করেছিলেন। নিশীতা বিজ্ঞাপনের জন্য কিছু জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। "বাজাও বিয়ের বাজনা" এবং " মনে বড় জ্বালা" সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতেও তিনি প্লেব্যাক করেছেন।[৩][৪]

উল্লেখযোগ্য একক অ্যালবাম[সম্পাদনা]

বছর শিরোনাম লেবেল
২০০৭ আমায় নিয়ে চলো গানচিল মিউজিক

উল্লেখযোগ্য গান[সম্পাদনা]

ক্রম শিরোনাম
তৃতীয় চোখ
প্রেমের সাকু
খুঁজি উত্তরে
বিন্দে
চাঁদ বিহনে
ধুর ছাই
ঘুম আসেনা
ভালোবাসা না
পড়শী

উল্লেখযোগ্য দ্বৈত গান[সম্পাদনা]

বছর শিরোনাম সঙ্গীতশিল্পী লেবেল
২০১২ পায়রা কুমার বিশ্বজিৎ D.R[৫]
২০১৮ ভাবিনি পার্থ বড়ুয়া গানচিল মিউজিক[৬]
২০১৯ তুমি আকাশ হলে আরিফ EQ মিউজিক স্টেশন

উল্লেখযোগ্য প্লেব্যাককৃত চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র শিরোনাম
২০১১ মায়ের জন্য পাগল না জেনে ভুল বুঝনা
২০১৩ ছায়া-ছবি ও আকাশ
২০১৯ কে তুমি নন্দিনী ইশক খুদা হে[৭]

উল্লেখযোগ্যটিভি বাণিজ্যিক জিঙ্গেল[সম্পাদনা]

বছর ব্র্যান্ড
২০০৯ ক্লোজ-আপ (টুথপেস্ট)[৮]
২০১৬ স্পন্দন রাইস তুষ অয়েল[৯]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Nishita Barua!"nishitabarua.com। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২ 
  2. বিনোদন প্রতিবেদক, ঢাকা। "এক হচ্ছেন ১২ বছর আগের ক্লোজআপ ওয়ান তারকারা"প্রথম আলো। ঢাকা,বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারী ২০১৯ 
  3. "একই দিনে দুটি ছবিতে প্লেব্যাক করলেন নিশীতা বড়ুয়া"Priyo। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪ 
  4. "শিল্পী হতে গেলে সিনেমায় প্লেব্যাকের বিকল্প নেই: নিশীতা"সমকাল। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯ 
  5. "কুমার বিশ্বজিৎ-এর গানের ম্যাশআপ করলেন কিশোর ও নিশিতা"Bijoy.tv/। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২০ 
  6. "পার্থ বড়ুয়া ও নিশিতার 'ভাবিনি'"NTV Online। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. "পশ্চিমবঙ্গের ছবিতে গাইলেন নিশিতা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯ 
  8. "New Model Bangla Ads Close up"ইউটিউব 
  9. "Spondon Rice Bran Oil"ইউটিউব 

বহিঃসংযোগ[সম্পাদনা]