সুকোমল বড়ুয়া
সুকোমল বড়ুয়া | |
---|---|
জন্ম | ১৯৫৫ |
পেশা | অধ্যাপক |
সন্তান | সংঘমিত্রা বড়ুয়া মানসী |
পুরস্কার | একুশে পদক |
সুকোমল বড়ুয়া (জন্ম: ১৯৫৫) হলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২০০৬ সালে একুশে পদকে ভূষিত করে।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সুকোমল বড়ুয়া ১৯৫২ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গণেশচন্দ্র বড়ুয়া ও মাতা বুদ্ধিমতি বড়ুয়া। তিনি পিতামাতার তৃতীয় সন্তান।[১]
কর্মজীবন
[সম্পাদনা]বড়ুয়া রাঙ্গুনিয়া কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। পরবর্তী কালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বড়ুয়ার কন্যা সংঘমিত্রা বড়ুয়া মানসী। মানসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সুকোমল বড়ুয়া স্বর্ণপদক' চালু করেন। তিনি ২০১৪ সালে চার লাখ টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করেন এবং এই ফান্ডের আয় থেকে প্রতি বছর পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে এই স্বর্ণপদক প্রদান করা হয়।[২][৩] ২০১৬ সালে এই ফান্ডের আকার দাঁড়ায় ১০ লাখ টাকায়।[১]
গ্রন্থতালিকা
[সম্পাদনা]- পালিভাষা সাহিত্য: ছন্দ ও অলঙ্কার
- পালি সাহিত্যে ধষ্মপদ
- কোসল ও মার সংযুক্ত
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া ট্রাস্ট ফান্ডের মূলধন বাড়ল"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯।
- ↑ "সুকোমল বড়ুয়ার নামে স্বর্ণপদক প্রবর্তন"। দৈনিক প্রথম আলো। ১৯ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯।
- ↑ "ঢাবিতে ড. সুকোমল বড়ুয়া স্বর্ণপদক প্রবর্তন"। দৈনিক যুগান্তর। ২৪ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]