১৬ জুলাই
অবয়ব
(১৬ই জুলাই থেকে পুনর্নির্দেশিত)
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০২৪ |
১৬ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৭তম (অধিবর্ষে ১৯৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৮ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৬২২ - জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে ইসলামি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম দিন ছিল শুক্রবার
- ১৬৬১ - স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
- ১৯০৫ - খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
- ১৯১৮ - বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
- ১৯৩২ - ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।
- ১৯৪৫ - নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
- ১৯৪৬ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়।
- ১৯৬৫ - ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
- ১৯৬৮ - মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
- ১৯৬৯ - মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
- ১৯৭৩ - আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যূত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যূত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন।
- ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া ও তিউনিসিয়া এবং মৌরিতানিয়া।
- ১৯৭৯ - হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
- ১৯৮১ - মাহাথির বিন মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ - ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।
- ১৯৯০ - ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে।
- ১৯৯৭ - মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
- ২০০৭ - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
জন্ম
[সম্পাদনা]- ১৮৬০ - অটো ইয়েসপার্সেন, ডেনীয় ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ। (মৃ. ১৯৪৩)
- ১৮৭২ - রুয়াল আমুনসেন, নরওয়েজীয় মেরু অভিযাত্রী ও আবিষ্কারক। (নি. ১৯২৮)
- ১৮৭৮ - রাধাগোবিন্দ চন্দ্র, ভারতীয় জ্যোতির্বিদ, জ্যোতির্বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ। (মৃ.০৩/০৪/১৯৭৫)
- ১৮৮৮ - ফ্রিৎস জের্নিকে, ওলন্দাজ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৬)
- ১৮৯৬ - ট্রিগভে হাভডেন লি, জাতিসংঘের প্রথম মহাসচিব। (মৃ. ১৯৬৮)
- ১৯০৭ - বারবারা স্ট্যানউইক, মার্কিন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৯০)
- ১৯০৯ - অরুণা আসফ আলী ভারতরত্নে সম্মানিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী।(মৃ.২৯/০৭/১৯৯৬)
- ১৯১১ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (মৃ. ১৯৯৫)
- ১৯১৭ - জগদীশচন্দ্র মাথুর, প্রখ্যাত ভারতীয় নাট্যকার ও লেখক। (মৃ.১৯৭৮)
- ১৯২৬ - আরউইন রোজ, মার্কিন জীববিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৫)
- ১৯৪২ - মার্গারেট কোর্ট, অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৪৭ - আবদুল্লাহ-আল-মাহমুদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর প্রতীক পদক বিজয়ী।
- ১৯৫২ - এঞ্জেলা গোমেজ, বাংলাদেশী সমাজসেবক।
- ১৯৬৭ - উইল ফেরেল, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও লেখক।
- ১৯৭৩ - শন পোলক, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮১ - মেহের জেইন, লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ রক এ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা ৷
- ১৯৮৯ - শায়লা শারমিন, বাংলাদেশী প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু
[সম্পাদনা]- ১৭৪৭ - ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসির মৃত্যু।
- ১৮৬৮ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।
- ১৯৫৯ - সুহৃদ কুমার রায়, বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী।(জ.০১/০১/১৮৯৫)
- ১৯৮৫ - নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।
- ১৯৯৪ - জুলিয়ান শুইঙার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (জ.১২/০২/১৯১৮)
- ১৯৯৮ - জোছন দস্তিদার, ভারতীয় বাঙালি নাট্যকার, মঞ্চাভিনেতা ও সমাজকর্মী। (জ.১৯৩১)
- ২০০০ - সাংবাদিক শামছুর রহমান।
- ২০১৩ - কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত (জ. ১৯৩৩)
- ২০২১ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১৬ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |