বিষয়বস্তুতে চলুন

ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থাননাটোর জেলা, রাজশাহী বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনচিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
অবস্থান
মানচিত্র
চিলাহাটি-পার্বতীপুর-
সান্তাহার-দর্শনা রেলপথ
Up arrow
হলদিবাড়ি–নিউ
জলপাইগুড়ি রেলপথ
হলদিবাড়ী
ভারত
বাংলাদেশ
সীমান্ত
চিলাহাটি
মীর্জাগঞ্জ
ডোমার-দেবীগঞ্জ সড়ক
ডোমার
এশিয়ান হাইওয়ে ক্রসিং
তরণীবাড়ী
নীলফামারী
নীলফামারী কলেজ
বউ বাজার রেলসেতু
দারোয়ানী
উত্তরা ইপিজেড
খয়রাতনগর
এন৫
চিনি মসজিদ
সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর
সৈয়দপুর
ঢাকা-রংপুর মহাসড়ক
সৈয়দপুর বিমানবন্দর
বেলাইচন্ডি
Left arrow পার্বতীপুর-পঞ্চগড়
Right arrow পার্বতীপুর-বুড়িমারী
পার্বতীপুর জংশন
মধ্যপাড়া কঠিন শিলা খনি
ভবানীপুর
বড়পুকুরিয়া কয়লা খনি
আর৫৫৬
স্বপ্নপুরী
ফুলবাড়ী
বিরামপুর
দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক
ডাঙ্গাপাড়া
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট
হিলি
বাগজানা
পাঁচবিবি
পাঁচবিবি-কামদিয়া সড়ক
জয়পুরহাট-ধামইরহাট সড়ক
জয়পুরহাট রেলওয়ে ফুট ওভারব্রিজ
জয়পুরহাট
দেবীপুর রেল গেট
উড়ি ব্রিজ
জামালগঞ্জ
জয়পুরহাট-আক্কেলপুর মহাসড়ক
আক্কেলপুর
হলহলিয়া রেল সেতু
হলহলিয়া রেল গেট
জাফরপুর
কোলা-গনিপুর রেলগেট
তিলকপুর
ছাতিয়ান গ্রাম
ছাতিয়ানগ্রাম রেলগেট
বগুড়া-নওগাঁ মহাসড়ক
Right arrow সান্তাহার-কাউনিয়া রেলপথ
সান্তাহার জংশন
সান্তাহার রেলওয়ে ইয়ার্ড
সান্তাহার সাইলো
হেলালিয়ার হাট
রাণীনগর
চক বলরাম সেতু
সাহাগোলা
আত্রাই
আহসানগঞ্জ
আত্রাই নদী
বিহারিপুর সড়ক
বীরকুটশা
কুছামাড়িয়া রেলসেতু
মাধনগর
মাধনগর রেলসেতু
মহিষমারি রেলসেতু
গুমানি রেলসেতু
নলডাঙ্গার হাট
বাসুদেবপুর
আওয়াল রেলসেতু
নাটোর
ঢাকা-নাটোর মহাসড়ক
ইয়াছিনপুর
মালঞ্চি
বড়াল রেলসেতু
Left arrow আব্দুলপুর-রাজশাহী-রোহনপুর রেলপথ
আব্দুলপুর জংশন
আজিমনগর
ঈশ্বরদী বাইপাস
Right arrow ঈশ্বরদী-সিরাজগঞ্জ লাইন
ঈশ্বরদী জংশন
ঈশ্বরদী ইপিজেড
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পাকশী
হার্ডিঞ্জ ব্রিজ l লালন শাহ সেতু
Left arrow ভেড়ামারা-রায়টা লাইন (বিলুপ্ত)
ভেড়ামারা
মিরপুর
মিরপুর রেলসেতু
কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক
পোড়াদহ জংশন
Right arrow
পোড়াদহ-কালুখালী-
গোয়ালন্দ ঘাট লাইন
হালসা
কুমার নদ
আলমডাঙ্গা
মুন্সীগঞ্জ
মমিনপুর
চুয়াডাঙ্গা
গাইদঘাট
জয়রামপুর
দর্শনা জংশন
Right arrow দর্শনা–যশোর–খুলনা লাইন
দর্শনা
বাংলাদেশ
ভারত
সীমান্ত
গেদে
Down arrow শিয়ালদহ-রানাঘাট-গেদে লাইন
সূত্র: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র

ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। ষ্টেশনটির   দক্ষিণে ঈশ্বরদী রেলওয়ে জংশন,উত্তরে আব্দুলপুর রেলওয়ে জংশন এবং  পূর্বে যমুনা বহুমুখী সেতু অবস্থিত। এই ষ্টেশনটি একটি সুন্দর কার্ভে অবস্থিত, যা যাত্রীদেরকে মুগ্ধ করে।

ইতিহাস

[সম্পাদনা]

ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনটি মূলত ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের বিকল্প হল্ট স্টেশন হিসেবে নির্মাণ করা হয়েছিল।

ঈশ্বরদী জংশন দ্বারা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং এই অঞ্চলগুলোও রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতো। প্রথম দিকে যমুনা নদী ফেরি চলাচল দ্বারা ট্রেনকে নদী পার করানো হতো। ১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু চালুর পর ঢাকার সাথে এই দুই অঞ্চলের যোগাযোগ করা সহজতর হয়, সেই সাথে বাড়তে থাকে ট্রেনের সংখ্যা। কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোকে ঈশ্বরদী জংশনে এসে রেক ঘুরিয়ে ইঞ্জিন খুলে পুনরায় রেকের অপরপ্রান্তের সাথে যুক্ত করতে হতো যার জন্য প্রচুর সময় ব্যয় করতে হতো। এই সমস্যা দূর করার জন্য মূল স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নতুন একটি স্টেশন নির্মাণ করা হয়, যা কিনা ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন নামে পরিচিত। মজার ব্যাপার হলো নামে ঈশ্বরদী হলেও এর অবস্থান নাটোরের লালপুর উপজেলায়।।

স্টেশনের অবস্থানের বিভ্রান্তি

[সম্পাদনা]

ঈশ্বরদী বাইপাস স্টেশনটি ভৌগোলিক সীমানা অনুযায়ী নাটোর জেলালালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের সীমানাঘেঁষা একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটির ৩৯৬ মিটার দক্ষিণ হতে পাবনা জেলাঈশ্বরদী উপজেলার সীমানা শুরু। শুধু তাই নয় ,ঈশ্বরদী শহরটি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন হতে  অতি নিকটে। সবশেষে ঈশ্বরদী জংশনের বাইপাস স্টেশন  হবার কারণে স্টেশনটির নামকরণ হয়েছিল ঈশ্বরদী বাইপাস।ফলে মানুষ সহজে এই রেলওয়ে স্টেশনের অবস্থান নিয়ে বিভ্রান্ত হয়ে থাকে। ব্যাপারটি দুইভাবে পর্যালোচনা করলে বলা যায় যে, রেলওয়ে স্টেশনের অবস্থান নাটোরের লালপুরে এবং ঈশ্বরদী জংশনের যাত্রীদের ট্রেনের বিকল্প স্টেশন এই বাইপাস রেলওয়ে স্টেশন।   


অবকাঠামো

[সম্পাদনা]
লাইন সংখ্যা লাইন ২ লাইন ১
প্লার্টফর্ম প্লার্টফর্ম অনুপস্থিত প্লার্টফর্ম নং ১
লাইনেই ধরণ লুপ  লাইন প্রধান লাইন
গেজ ডুয়েল গেজ ডুয়েল গেজ
পরিষেবা
  • যাত্রীবাহী ট্রেন যাত্রা বিরতি
  • একাধিক ট্রেন ক্রসিং
  • থ্রু পাস
  • যাত্রীবাহী ট্রেন যাত্রা বিরতি
  • একাধিক ট্রেন ক্রসিং
  • থ্রু পাস
  • একাধিক ট্রেনের ক্রসিং না থাকলে অগ্রাধিকার পায়

পরিষেবা

[সম্পাদনা]

ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন যাত্রাবিরতি করে নিম্নে তা উল্লেখ করা হলো:

ট্রেনের নং ট্রেনের নাম ঈশ্বরদী বাইপাস স্টেশনে সময় গন্তব্য ডাউন গন্তব্য আপ সাপ্তাহিক  বন্ধ ট্রেনের ধরন পরিষেবা রেক
1 (৭০৫ ঢাকা থেকে আসার পথে একতা এক্সপ্রেস ঢাকা পঞ্চগড় নেই আন্তঃনগর চালু এল এইচ বি ২০১৬
2 ৭৫৮ ঢাকা যাওয়ার পথে দ্রুতযান এক্সপ্রেস ঢাকা পঞ্চগড় নেই আন্তঃনগর চালু এল এইচ বি ২০১৬
3 ৭৫৩/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস ঢাকা রাজশাহী রবিবার আন্তঃনগর চালু লাল-সবুজ পিটি ইনকা কোচ২০২৪
4 ৭৬৯/৭৭০ ধুমকেতু এক্সপ্রেস ঢাকা রাজশাহী ঢাকা থেকে বৃহষ্পতিবার

রাজশাহী থেকে বুধবার

আন্তঃনগর চালু লাল-সবুজ পিটি ইনকা কোচ২০২৪
৭৫৯/৭৬০ পদ্মা এক্সপ্রেস ঢাকা রাজশাহী মঙ্গলবার আন্তঃনগর চালু লাল-সবুজ পিটি ইনকা কোচ২০২৪
৮০৫/৮০৬ চিলাহাটি এক্সপ্রেস ঢাকা চিলাহাটি শনিবার আন্তঃনগর চালু লাল-সবুজ পিটি ইনকা কোচ২০২৪
শুধু ৮০৯ আপ এর জন্য বুড়িমারী এক্সপ্রেস ঢাকা লালমনিরহাট লালমনিরহাট গামী মঙ্গলবার

ঢাকাগামী সোমবার

আন্তঃনগর চালু লাল-সবুজ পিটি ইনকা কোচ২০২৪
৫/৬ রাজশাহী এক্সপ্রেস ঢাকা রাজশাহী নেই কমিউটার চালু ভ্যাকুয়াম রেক
লোকাল ট্রেন। লোকাল ট্রেন। ঈশ্বরদী রাজশাহী নেই চালু ভ্যাকুয়াম রেক

তথ্যসূত্র

[সম্পাদনা]