বিষয়বস্তুতে চলুন

শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন
জংশন স্টেশন, বাংলাদেশের রেলওয়ে
শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের নামফলক
অবস্থানগৌরীপুর উপজেলা, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
প্ল্যাটফর্ম1
রেলপথ4
ট্রেন পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
সংযোগসমূহ3
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯১৮
অবস্থান
মানচিত্র

শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন[][]

শ্যামগঞ্জ নগর এলাকাটি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নজুরে বিস্তৃত।

ইতিহাস

[সম্পাদনা]

১৯১২-১৯১৮ সালের মধ্যে ময়মনসিংহ-ভৈরববাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-নেত্রকোণা-মোহনগঞ্জ, শ্যামগঞ্জ-জারিয়া ঝাঞ্চাইল, গৌরীপুর-ভৈরববাজার রেললাইন স্থাপন করে। এসময় শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এই শাখাগুলি ১৯৪৮-৪৯ সালের মধ্যে সরকার অধিগ্রহণ করে।[]

পরিষেবা

[সম্পাদনা]

শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র

[সম্পাদনা]